Muslim UMMAH

Muslim UMMAH Connecting hearts through the Quran & Sunnah. Spreading Islamic knowledge, unity, and peace. Join us in strengthening Imaan and reviving the spirit of the Ummah.

As Salamu Alaikum!

24/05/2025

"বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল ও অহংকারী হয়ে যায় !"

[সূরা হুদ, আয়াত : ১০]

This isn’t a Pa**les**tinian flag!Please don’t make this massive movement a joke by sharing some AI generated images. Do...
12/04/2025

This isn’t a Pa**les**tinian flag!

Please don’t make this massive movement a joke by sharing some AI generated images.

Do share the authentic images instead

PALESTINIAN FLAG ✅- 🇵🇸

WRONG FLAGS🚫 - 🇦🇪🇪🇭🇯🇴🇮🇶🇰🇼🇰🇪🇱🇾🇸🇩🇸🇾🇸🇸🇲🇼

WE ARE ONE UMMAH
12/04/2025

WE ARE ONE UMMAH

10/02/2025

“Indeed, with hardship comes ease.”
— Surah Al-Inshirah (94:6)

This verse reminds us that no matter how difficult a situation may be, relief and ease will follow.

ফিতনার যুগে আমাদের করণীয়: কোরআন ও হাদিসের আলোকে আমরা এমন এক সময়ে বাস করছি, যেখানে সত্য-মিথ্যার পার্থক্য দিন দিন অস্পষ্ট ...
10/02/2025

ফিতনার যুগে আমাদের করণীয়: কোরআন ও হাদিসের আলোকে

আমরা এমন এক সময়ে বাস করছি, যেখানে সত্য-মিথ্যার পার্থক্য দিন দিন অস্পষ্ট হয়ে যাচ্ছে। সমাজে বিভ্রান্তি, পক্ষপাতিত্ব, এবং ধর্মীয় ও নৈতিক অবক্ষয় চরম আকার ধারণ করেছে। অনেকেই বর্তমান সময়কে "ফিতনার যুগ" বলে থাকেন, কারণ মিথ্যার প্রচার, অন্যায় ও ধর্ম থেকে দূরে সরে যাওয়ার প্রবণতা ভয়াবহভাবে বেড়েছে।

তবে ইসলাম আমাদের এই পরিস্থিতিতে কী করা উচিত, সে সম্পর্কে সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়েছে।

১| দ্বীনকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা

রাসুলুল্লাহ (সা.) বলেছেন:
"একসময় আসবে, যখন দ্বীনে অটল থাকা হবে আগুনের কয়লা হাতে রাখার মতো।"
📖 (তিরমিজি: ২২৬০)
🔹এই যুগে টিকে থাকতে হলে ইসলামের মৌলিক শিক্ষা, কোরআন ও হাদিস মজবুতভাবে আঁকড়ে ধরতে হবে।

২| ফিতনার উৎস থেকে দূরে থাকা

বর্তমান সময়ে ফিতনার উৎস অনেক: মিথ্যা প্রচার, বিভ্রান্তিকর তথ্য, সন্দেহজনক আলোচনা, অশ্লীলতা—এসব থেকে যতটা সম্ভব নিজেকে দূরে রাখা উচিত।
রাসুল (সা.) বলেন:
"শীঘ্রই এক ফিতনা আসবে, যে বসে থাকবে সে দাঁড়িয়ে থাকা ব্যক্তির চেয়ে উত্তম, যে দাঁড়িয়ে থাকবে সে চলমান ব্যক্তির চেয়ে উত্তম..."
📖 (বুখারি: ৩৬০১)
🔹 অর্থাৎ, ফিতনার সময় অপ্রয়োজনীয় বিতর্ক, উসকানি ও বিশৃঙ্খলা এড়িয়ে চলাই শ্রেয়।

৩| কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করা

আজকাল মানুষের মধ্যে ধর্মীয় বিভ্রান্তি ছড়িয়ে পড়ার মূল কারণ হলো সঠিক জ্ঞানের অভাব। তাই রাসুল (সা.) বলেছেন:
"আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি তা আঁকড়ে ধরো তবে কখনো পথভ্রষ্ট হবে না—আল্লাহর কিতাব ও আমার সুন্নাহ।"
📖 (মুয়াত্তা মালিক: ১৬০১)
🔹 সত্য-মিথ্যা পার্থক্য বুঝতে হলে আমাদের কোরআন ও হাদিসের গভীর জ্ঞান অর্জন করতে হবে।

৪| ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য চাওয়া

আল্লাহ বলেন:
"হে ঈমানদারগণ! তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে (আল্লাহর সাহায্য) প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।"
📖 (সুরা বাকারা: ১৫৩)
🔹 ফিতনার সময়ে ধৈর্য ধরা ও নামাজে মনোযোগী হওয়া আমাদের একমাত্র রক্ষা।

৫| সত্যের পক্ষে থাকা এবং মিথ্যার বিরুদ্ধে অবস্থান নেওয়া

বর্তমানে গুজব, অর্ধসত্য ও প্রোপাগান্ডা ছড়িয়ে মানুষের মনে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। ইসলাম আমাদের সত্য বলা ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছে।
রাসুল (সা.) বলেছেন:
"তোমরা অন্যায়কে অন্যায় বলো, না হয় আল্লাহ তোমাদের উপর শাস্তি পাঠাবেন।"
📖 (তিরমিজি: ২১৭৩)
🔹 তবে উত্তেজনা ও বিশৃঙ্খলা এড়িয়ে শান্তিপূর্ণভাবে সত্য প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে।

৬| সৎ ও দ্বীনদার বন্ধু নির্বাচন করা

যে সমাজে আমরা থাকি, তার প্রভাব আমাদের ওপর পড়ে। তাই দ্বীনদার ও সৎ মানুষের সঙ্গ গ্রহণ করাই হবে বুদ্ধিমানের কাজ।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন:
"মানুষ তার বন্ধুর ধর্মের অনুসারী হয়। তাই তোমরা দেখে নাও কাকে বন্ধু বানাচ্ছো।"
📖 (তিরমিজি: ২৩৭৮)
🔹 সঠিক সঙ্গ বেছে নেওয়া মানে নিজেকে সঠিক পথে রাখার একটি গুরুত্বপূর্ণ উপায়।

৭| দোয়া ও ইস্তেগফার করা
ফিতনার সময় আমাদের উচিত আল্লাহর কাছে দোয়া করা, যেন তিনি আমাদের সঠিক পথে রাখেন।
রাসুলুল্লাহ (সা.) দোয়া করেছেন:
اللهم إني أعوذ بك من الفتن، ما ظهر منها وما بطن
"হে আল্লাহ! প্রকাশ্য ও অপ্রকাশ্য সব ধরনের ফিতনা থেকে আমি আপনার আশ্রয় চাই।"
📖 (মুসলিম: ২৮৬৭)
🔹 নিয়মিত ইস্তেগফার ও আল্লাহর কাছে দোয়া করা ফিতনার মোকাবিলায় বড় অস্ত্র।

বর্তমান যুগে বিভ্রান্তি, নৈতিক অবক্ষয় ও সত্য-মিথ্যার মিশ্রণে আমাদের অবস্থান করা কঠিন হয়ে গেছে। তবে ইসলাম আমাদের পথ দেখিয়েছে—দ্বীনকে আঁকড়ে ধরা, সত্যের পক্ষে থাকা, ধৈর্য রাখা, নামাজে মনোযোগী হওয়া এবং আল্লাহর সাহায্য চাওয়া।
আল্লাহ আমাদের সবাইকে ফিতনার ক্ষতি থেকে রক্ষা করুন। আমিন।
©Muslim UMMAH ✒️📜

21/12/2024

"দুনিয়া আসল হোমল্যান্ড নয়, কারণ মৃত্যুর পরের জীবনই আমাদের চিরস্থায়ী ঠিকানা।"

আজকের সমাজে মানুষের মধ্যে সহমর্মিতা, মানবিকতা, এবং নৈতিকতার অভাব দিন দিন প্রকট হচ্ছে। কুমিল্লার ঘটনাটি (যেখানে রিকশাওয়ালাকে মারধর করে হত্যা করা হয়েছে) এটি আবারও প্রমাণ করে। এমন অমানবিক কাজ আমাদের বুঝিয়ে দেয় যে, আমরা পৃথিবীর ক্ষণস্থায়ী জীবন নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে আখিরাতের কথা ভুলে গেছি।

কুরআন স্পষ্ট বলে:
"আর এই পার্থিব জীবন তো শুধু ক্রীড়া-কৌতুক এবং আনন্দ-বিনোদন। আর পরকালের আবাসই হলো প্রকৃত জীবন, যদি তোমরা জানো।" (সূরা আনকাবুত: ৬৪)

আমাদের বুঝতে হবে, এই দুনিয়া সাময়িক এবং একটি পরীক্ষার জায়গা। আমাদের কর্ম এবং আচরণের চূড়ান্ত প্রতিফল দেওয়া হবে পরকালে। তাই দুনিয়ার রাগ, অহংকার বা ক্ষমতা প্রদর্শন কোনো কাজে আসবে না। বরং এগুলো আমাদের আসল ঠিকানা – পরকালের শান্তি ও সফলতা – ধ্বংস করে দিতে পারে।

আসুন, এই ক্ষণস্থায়ী জীবনে এমন কাজ করি যা আমাদের আখিরাতের জন্য কল্যাণ বয়ে আনবে। অন্যের প্রতি সহানুভূতিশীল হই, অন্যায়-অবিচার থেকে নিজেদের দূরে রাখি এবং মানবিকতা দিয়ে এই সমাজকে আলোকিত করি।
পৃথিবীর জীবন তো ধোঁকার সামগ্রী কেবল...

30/11/2024

কখনো কি জীবনের উদ্দেশ্য নিয়ে ভাবা হয়েছে?
হয়তো তেমনভাবে ভাবার সময় বা প্রয়োজন হয়ে ওঠে না। বেঁচে থাকা নিয়েই তো অনেকের দিন কাটে। তবে জীবনের কোনো এক পর্যায়ে এসে মনে প্রশ্ন জাগে—এই যে এত প্রতিযোগিতা, নিজেকে আলাদা ও গুরুত্বপূর্ণ দেখানোর এত চেষ্টা, এর মূল কারণটা কী? হয়তো এসবের মাধ্যমে কিছু অর্জন হবে, নিজেকে “কুল” প্রমাণ করা যাবে, কিংবা ক্ষমতা দেখানো যাবে। মানুষের কাছে এসবের অর্থ ভিন্ন হতে পারে।
তবে দিনশেষে, আমাদের উদ্দেশ্য যতই ভিন্ন হোক না কেন, পৃথিবীতে আসার গন্তব্য কিন্তু একটাই। হয়তো আপনারা বুঝে গেছেন আমি কী বলতে চাইছি। কেউ কেউ হয়তো ভিন্ন কিছু ভেবে বিভ্রান্ত। যাই হোক, আমার মতে, পৃথিবীতে আমাদের আসার মূল গন্তব্য হলো মৃত্যু।
এই গন্তব্যের পথে আমরা নানা লোভনীয় জিনিসে আটকে যাই। কীভাবে সেগুলো অর্জন করা যাবে, তা নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে গন্তব্যের কথা ভুলে যাই। পৃথিবীর যা কিছু—পড়াশোনা থেকে শুরু করে বুদ্ধিমত্তার নানা ব্যবহার, এমনকি অস্ত্র পর্যন্ত—সবকিছুই মানুষ আবিষ্কার করেছে।
তাহলে যারা এগুলো তৈরি করেছে, তারা এখন কোথায়? তারা তাদের গন্তব্যে পৌঁছে গেছে। তাদের গন্তব্য কেমন ছিল, তা আমরা জানি না। তবে আমরা জানি, তাদের তৈরি করা জিনিসগুলো দিয়েই আমরা নিজেদের কাজ হাসিল করছি। এবং ঠিক তাদের মতোই, আমরা নিজেরাও আমাদের অনিশ্চিত গন্তব্যের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছি।
আমার এই কথাগুলো কোনো ধর্মীয় উপদেশ নয়। এটা একজন মানুষ হিসেবে বলা কিছু উপলব্ধি। আমরা নিজেদের সুখে রাখার চেষ্টা করি, ধনী হওয়ার স্বপ্ন দেখি, আর অন্যের চেয়ে বড় হতে চাই। তবে এগুলো করে কি আমাদের গন্তব্য সুন্দর হবে, নাকি সময়মতো সঠিকভাবে পৌঁছানো সম্ভব হবে?
আসলে এসব নিয়ে ভাবতে হবে না। আপনারা থাকুন আপনাদের সুখে থাকার প্রচেষ্টায়, নিজেকে অন্যের চেয়ে বড় দেখানোর চেষ্টায়। যা ইচ্ছা করুন। তবে এটুকু মনে রাখবেন—যখন গন্তব্যের কাছে পৌঁছাবেন, তখন আপনারা যা কিছু অর্জন করেছেন, তার কিছুই কোনো কাজে আসবে না।

كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ
Kullu nafsin zaa'iqatul mawt

EVERY SOUL SHALL TASTE DEATH
Quran 3:185

©Muslim UMMAH

02/12/2023

ভুমিকম্প!

"আন্তা ওয়ালিয়্যুনা ফাগফিরলানা ওয়ার হাম্না,
ওয়া আন্তা খইরুল গফিরিন। "

অর্থ – হে আল্লাহ, আপনি যে আমাদের রক্ষক- সুতরাং আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদের উপর করুনা করুন। তাছাড়া আপনি-ই তো সর্বাধিক ক্ষমাকারী। [সুরা আরাফ আয়াত ১৫৫]

আর তারা যা বলে তাতে ধৈর্যধারণ করো এবং তাদেরকে সুন্দরভাবে এড়িয়ে চলো।সূরা মুযযাম্মিল, আয়াতঃ ১০
08/11/2022

আর তারা যা বলে তাতে ধৈর্যধারণ করো এবং তাদেরকে সুন্দরভাবে এড়িয়ে চলো।

সূরা মুযযাম্মিল, আয়াতঃ ১০

25/10/2022
24/10/2022

Surah Yunus 10:12

আর যখন মানুষকে বিপদ স্পর্শ করে, তখন সে শুয়ে, বসে বা দাঁড়িয়ে আমাকে ডাকে। অতঃপর আমি যখন তার বিপদ দূর করে দেই, তখন সে এমনভাবে চলতে থাকে মনে হয় যেন তাকে কোন বিপদ স্পর্শ করার কারণে সে আমাকে ডাকেনি। এভাবেই সীমালঙ্ঘনকারীদের জন্য তারা যা আমল করত তা শোভিত করে দেয়া হয়েছে।

And when affliction touches man, he calls upon Us, whether lying on his side or sitting or standing; but when We remove from him his affliction, he continues [in disobedience] as if he had never called upon Us to [remove] an affliction that touched him. Thus is made pleasing to the transgressors that which they have been doing.

22/10/2022

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muslim UMMAH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muslim UMMAH:

Share