16/08/2025
সাত বছর আগের স্মৃতি। ফেসবুক স্মরণ করিয়ে দিল। সাত বছর আগের লেখা পোস্ট। পোষ্ট টা ফেসবুক এলবামে রেখে দিলাম।
***********************************************
টানা তিনটা নাইট ডিউটি করে, আমি ভীষণ tited ছিলাম, হসপিটাল থেকে বাসায় ফেরার পথে ভয়ানক traffic jam, আমি তিক্ত বিরক্ত হয়ে গেলাম ( ১৩.৮.১৮)।
হঠাত ফোন করলেন নজরুল ইসলাম ভাই ( Vice President.. IMF/ International Media Forum), তিনি জানালেন , " আপা দুই মিনিটের জন্য হলেও দেখা করতে চাই। আমি আজকে দুপুরেই ঢাকা থেকে চলে যাবো। "
গতবারও উনার সাথে দেখা করতে পারিনি। সময়ের বড়ই অভাব। আমি হতাশ হয়ে ভাবলাম , আমি কিভাবে time manage করবো!!!
সেদিন ছিল কয়েক জায়গায় ছড়ানো ছিটানো কাজ। নীলখেতে medical এর বই কিনতে গেলাম।
ভয়াবহ গরম, traffic jam, জরুরী কাজ ফেলে নজরুল ভাই নীলখেতে আসলেন।
উনার বড় ভাই ফুল হাতে ভয়াবহ রোদে, রাস্তায় অপেক্ষা করছিলেন। আমার মতো সাধারন একজন মানুষের জন্য এই আয়োজন....! আমি অবাক হয়ে গেলাম!
IMF এর পক্ষ থেকে আমাকে ফুল উপহার দিলেন। নীলখেত বই এর বাজার।
গরীব এক হোটেলে ঝড়ের বেগে বিশ মিনিট এর আলাপ। আমাদের তিন জনেরই সময়ের অভাব। আপনাদের এক কাপ কফিও দিতে পারলাম না। আফসোস!!!
আলোচনায় আলোকিত হলো, আমাদের একটাই
চাওয়া, " আই এম এফ কে আরো অনের বড় আসনে অধিষ্ঠিত করা,
শুধু কুয়েত বা বাংলাদেশ নয়, সারা পৃথিবী তে আই এম এফ এর আলো ছড়িয়ে দেয়া। "
কৃতজ্ঞতা নজরুল ইসলাম ভাই , কৃতজ্ঞতা আমাদের বড়ো ভাই আমাকে সম্মান জানানোর জন্য।
কৃতজ্ঞতা আই এম এফ এর সকল সম্মানিত সদস্যবৃন্দ কে।
ফারহানা মোবিন,
নারী বিষয়ক সম্পাদক,
আই. এম.এফ.
১৭.৮.১৮
*************************************************
( আই. এম. এফ. হলো দেশ বিদেশের কিছু মননশীল মানুষের সংগঠন। আমরা লেখালেখি, ভালো কাজ, শুভচিন্তা দিয়ে দেশ, জাতি ও সমাজ কে আলোকিত করতে চাই ।)