28/10/2022
✅ আমাদের মোট কত টাকার প্রয়োজন/কত অনুদান নিবো?
➡️ ১৫,০০০-২০,০০০ টাকা।
✅ কেন আমাদের অনুদানের প্রয়োজন?
➡️ দীর্ঘদিন আমাদের কার্যক্রম বন্ধ ছিলো, ফলে কোম্পানো রি-স্টার্ট করার জন্য বর্তমানে নগদ কিছু অর্থের প্রয়োজন।
পাশাপাশি বইবিনিময়ের একটি নতুন সেগমেন্ট আসছে "বইয়ের ভাগাড়"। যেটি সক্রিয় করার জন্যও প্রয়োজন নগদ অর্থের।
✅ আপনি কেন আমাদের অনুদান দিবেন?
➡️ একজন বইপাঠক হিসেবে, নিজের দায়িত্বশীলতার জায়গা থেকে, ডোনেট অথবা অর্থ ধার/লোন দিয়ে সাহায্য করতে পারেন।
⏩ অনুদানের ধরনঃ
📁 ১] এককালীন (ডোনেট, অফেরতযোগ্য)
সর্বনিম্ন - ৫০ টাকা।
সর্বোচ্চ - যত খুশি।
ব্যাখাঃ এটি হলো একবারে অনুদান, চিরতরে। এই অর্থ অফেরতযোগ্য। অর্থাৎ, আপনি টাকাটি পুরোপুরি কোম্পানীকে দান করছেন আজীবনের জন্য।
📁 ২] ৬ মাসকালীন (৬ মাস পর ফেরত পাবে)
সর্বনিম্ন - ৫০০ টাকা।
সর্বোচ্চ - যত খুশি।
ব্যাখাঃ এটি চিরতরে অনুদান নয়। এই অর্থ ফেরতযোগ্য। অর্থাৎ, আপনি টাকাটি পুরোপুরি কোম্পানীকে আজীবনের জন্য দান করছেন না।
বরং একটি অর্থ ধার/লোন দিয়ে সাহায্য করছেন, যেটা কোম্পানি আবার আপনাকে ৬ মাস পর ফেরত দিবে।
✅ অনুদানকারীদের জন্য কি থাকছে?
➡️ একককালীন সর্বনিম্ন ৫০০ টাকা, কিংবা ৬ মাসকালীন সর্বনিম্ন ১৫০০ টাকা অনুদান করলেই পাবেন আমাদের থেকে ছোট্ট উপহার, একটি "বইপোকা টি-শার্ট।"
এছাড়া, সকল অনুদানকারীই পাবেন সার্টিফিকেট।
এবং সকল অনুদানকারীকেই আমাদের ওয়েবসাইটে ফিচার করা হবে।
✅ আমাদের কীভাবে অনুদান দিবেন.
➡️ Bkash/Nagad:
01815655825
(Personal Account, Send money)
➡️Bank Account:
20502076700070400
Islami Bank Bangladesh Limited
Uttara Branch.
অনুদানের সময় রেফারেন্স এ আপনার নাম এবং একক/৬ মাসকালীন অনুদান, তা উল্লেখ করলেই হবে।অনুদান পাওয়ার পর আমরাই আপনার সাথে যোগাযোগ করবো।
এছাড়া অনুদান পাঠিয়ে আপনি নিজেই আমাদের কল করতে পারেন অথবা পেইজে ইনবক্স করতে পারেন।
অনুদানকারীদের, অনুদান পাওয়ার প্রমাণস্বরূপ বইবিনিময় কর্তৃপক্ষ স্বাক্ষরিত একটি স্লিপ দেওয়া হবে।
⛔ বিঃদ্রঃ
এতসবকিছু আপনার কাছে কনফিউজিং মনে হলে, আমাদের হেল্প লাইনে কল করুন। আমরা আপনাকে সব গুছিয়ে ব্যখ্যা করবো।
☎️ 01815655825
☎️ 01728710615
☎️ 09638635958
☎️ 09611584493
(10am - 10 pm)