Saima's Rainbow

Saima's Rainbow Welcome to Saima's Rainbow. Cooking � ,Vlog, Photography �, Pr and promotion
(29)

জুম্মা মোবারক 😊😊আসুন সবাই বেশি বেশি দূরূদ পাঠ করি-          'সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম'
19/09/2025

জুম্মা মোবারক 😊😊
আসুন সবাই বেশি বেশি দূরূদ পাঠ করি-
'সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম'

ছবিটা ছোটবেলার কথা মনে করিয়ে দিলো😍😍😍
05/07/2025

ছবিটা ছোটবেলার কথা মনে করিয়ে দিলো😍😍😍

আমরা 90's এর কিড যারা, তারা কপাল করে বাপ মা পাইছিলাম।যারা কিনা পোলাপানের লাইফের থেকেও তরকারি পুড়ে যাওয়াকে বেশি ইম্পর্ট্য...
08/04/2025

আমরা 90's এর কিড যারা, তারা কপাল করে বাপ মা পাইছিলাম।

যারা কিনা পোলাপানের লাইফের থেকেও তরকারি পুড়ে যাওয়াকে বেশি ইম্পর্ট্যান্ট মনে করতো 🥱🥱।

ছেলে মেয়ের মুড সুইং এর একমাত্র সমাধান ছিল তাদের কাছে বিছানা ঝাড়ু দিয়ে বারি দেওয়া 🙄🙄।

আর "মাই লাইফ, মাই রুলস" এর প্রতিউত্তরে তারা বলতো- "তোর গাল, আমার জুতা" 🤦‍♀️🤦‍♀️।

তাদের কাছে একমাত্র সার্বক্ষণিক কোমল অস্ত্র বলতে থাকতো গাল মুচড়ানি। যেটা তারা যেখানে সেখানে, যত্রতত্র ভাবে প্রয়োগ করতো 😷😷।

তারা এতোটাই সহজ সরল ছিল যে, তাদের পোলাপান বাই রে গিয়ে কারো হাতে মাইর খেয়ে আসলে তারা আবার মাইর দিতো। যেন নেক্সট টাইম ওখানে আর না যাই 😄😄।

তাদের ছেলে মেয়ের নামে কেউ বিচার দিলে তারা আগে একচোট মাইর দিয়ে তারপর জিজ্ঞেস করতো ঘটনা সত্য কিনা। যদি ঘটনা মিথ্যা হইতো তাহলে কান্না থামানোর জন্য আবার একচোট মাইর দিতো 😂😂😂।

আমরা 90's কিড, আমাদের টিফিনের টাকা জমায় আবেগ কেনার সুযোগ থাকত না, কারন আমাদেরকে টিফিন বাড়ি থেকে বানিয়ে ব্যাগের ভিতর দিয়ে দেওয়া হইতো 🫣🫣( আমি প্রতিদিন ২ টাকা পেতাম)।

এখন যেমন বাচ্চারা ভ্যাকেশনে দেশের বাহিরে যায়, আমরাও যাইতাম। বাট ডেস্টিনেশন সবসময়ই সেম, মামার বাড়ি দাদার বাড়ি তবে আমার ঢাকার অন্য জেলা ও আব্বার সুবাদে ঘুরা হয়েছে 🥱🥱।

আমরা ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন এসব শব্দ জানতামই না স্যান্ডেলের বারির ভয়ে।

আমরা মুখে যতোই বলতাম আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাই, আসলে আমরা ওসব কিছুই হতে চাইতাম না। আমরা শুধু বড় হইতে চাইতাম, ঠিক যতোটা বড় হলে আর কারো মাইর না খাওয়া লাগে।

(Copy)

★****ভুমিকম্প সম্পর্কিত দোআ★******ভুমিকম্প হবার সময় মাটির দিকে বা নিচের দিকে তাকিয়ে ''আল্লাহু আকবর আল্লাহু আকবার আল্লাহু...
29/03/2025

★****ভুমিকম্প সম্পর্কিত দোআ★******

ভুমিকম্প হবার সময় মাটির দিকে বা নিচের দিকে তাকিয়ে ''আল্লাহু আকবর আল্লাহু আকবার আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা শারিকালাহু, ফাবি আইয়্যে আ'লাঈ রাব্বিকুমা তুকাজ্জিবান'' পড়তে থাকবেন যতক্ষন ভুমিকম্প শেষ না হয়।

ﺃَﻧﺖَ ﻭَﻟِﻴُّﻨَﺎ ﻓَﺎﻏْﻔِﺮْ ﻟَﻨَﺎ ﻭَﺍﺭْﺣَﻤْﻨَﺎ ۖ ﻭَﺃَﻧﺖَ ﺧَﻴْﺮُ ﺍﻟْﻐَﺎﻓِﺮِﻳﻦ
َ
আন্তা ওয়ালিয়্যুনা ফাগফিরলানা ওয়ার হাম্না, ওয়া আন্তা খইরুল গফিরিন।

অর্থ – হে আল্লাহ, আপনি যে আমাদের রক্ষক- সুতরাং আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদের উপর করুনা করুন। তাছাড়া আপনি-ই তো সর্বাধিক ক্ষমাকারী।

[ সূরা: আরাফ, আয়াত: ১৫৫]

আল্লাহ সবাইকে নিরাপদে রাখুক। আমীন।

লাইলাতুল কদর তালাশে শেষ ১০ রাতের জন্য সংক্ষিপ্ত আমল প্ল্যান:কুরআন:১. তিন বার সূরা ইখলাস (১২ আয়াত)২. দশ বার সূরা ইখলাস (৪...
22/03/2025

লাইলাতুল কদর তালাশে শেষ ১০ রাতের জন্য সংক্ষিপ্ত আমল প্ল্যান:

কুরআন:

১. তিন বার সূরা ইখলাস (১২ আয়াত)
২. দশ বার সূরা ইখলাস (৪০ আয়াত)
৩. সুরাহ বাকারার শেষ ২ আয়াত
৪. সুরাহ মূলক (৩০ আয়াত)
৫. সুরাহ সিজদাহ (৩০ আয়াত)
৬. সুরাহ কদর ৫ আয়াত

মোট: ১১৯ আয়াত

যিকর:

يا رَبِّ لَكَ الحَمْدُ كما يَنْبَغِي لِجَلالِ وَجْهِكَ ولِعَظِيمِ سُلْطانِكَ

[উচ্চারণ : ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআজিমি সুলতানিকা।

অর্থ : হে আমার প্রভু! তোমার সুউচ্চ মর্যাদা ও বিশাল রাজত্ব অনুপাতেই তোমার জন্য প্রশংসা।]

আসতাগফিরুল্লাহ আল্লাযি (অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযি) লা ইলাহা ইল্লা হুওয়াল ‘হাইয়ুল ক্বাইয়ূমু ওয়া আতূবু ইলাইহি]

অর্থ: আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি, যিনি ব্যতীত কোনো সার্বভৌম সত্তা নেই—তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী—এবং আমি তাঁর নিকট তাওবাহ্ করছি। [আবু দাউদ: ১৫১৭, তিরমিযি: ৩৫৭৭, হাদিসটি বিশুদ্ধ]

অন্য বর্ণনায় এসেছে, ‘‘আসতাগফিরুল্লাহাল ‘আযীম, আল্লাযি... (বাকি অংশে কোনো পরিবর্তন নেই)।’’ [তিরমিযি: ৩৫৭৭, হাসান]

১. সুবহানাল্লাহি ওয়াবিহামদিহী × ১০০
২. লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুওয়া আ'লা কুল্লি শাইয়্যিন কদির" × ১০০
৩. আস্তাগফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি × ১০০০
৪. দুরুদ × ১০০০
৫. লা হাওলা ওয়ালা কূওয়াতা ইল্লা বিল্লাহ × ১০০
৬. লা ইলাহা ইল্লাল্লাহ × ১০০
৭. দুয়া ইউনুস - "লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায্ যলিমীন" × ১০০
৬. সাইয়্যেদুল ইস্তেগফার
৭. সুব্হানাল্ল-হি ওয়া বিহামদিহী, সুব্হানাল্ল-হিল ‘আযীম × ১০০
৮.সুবহানাল্ল-হি ওয়ালহাম্দু লিল্লা-হি ওয়ালা ইলা-হা ইল্লাল্ল-হু ওয়াল্লা-হু আকবার × ১০০

৯. সুব্হানাল্লা-হিল ‘আযীম ওয়াবিহামদিহী × ১০০

নামাজ:

১. তারাবীহ ২০ রাকাআত
২. দুই রাকাত তওবার সালাত
৩. তাহাজ্জুদ/কিয়ামুল লাইল ৮ রাকাআত
৪. বিতর ৩ রাকাত

দুআ:

লাইলাতুল কদর প্রাপ্তির জন্য দুআ
জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাতুল ফেরদৌস প্রাপ্তির দুআ করা
কবরের আযাব থেকে মুক্তির দুআ
উম্মাহর জন্য দুআ
বন্দি ও মুজাহিদদের জন্য দুআ
নিজের শহীদি মৃত্যুর জন্য দুআ
বারবার হজ্জ উমরাহ নসিব হওয়ার জন্য দুআ

আমল:

১ টা কুরআনের আয়াত মুখস্থ /হিফয করা
১ টা আয়াতের তরজমা ও সংক্ষিপ্ত তাফসীর পড়া
১ টা হাদিস ব্যাখ্যা সহ পড়া
তাওহীদ সংক্রান্ত ১ পেইজ পড়া
রাসূলুল্লাহ সা এর সিরাহ ১ পেইজ পড়া
আল্লাহর সৃষ্টি নিয়ে ১ মিনিট চিন্তাভাবনা করা
১ মিনিট আখেরাতের কথা স্মরণ করা
সাদাকা করা
কদরের দুয়া পড়া
সেহেরীর সময়ে একান্ত ইস্তেগফার।
(Collected)

Muhammad Rumy Ibn Yousuf

21/03/2025

A well organized page with beautiful contents. Best wishes for your upcoming journey 🍀

রোজার মাসে কমবেশি আমরা সবাই তাহাজ্জুতের নামাজ পড়ি। আসুন না আমরা সবাই তাহাজ্জুতের নামাজে গাজাবাসীর জন্য দোয়া করি।আমরা জ...
19/03/2025

রোজার মাসে কমবেশি আমরা সবাই তাহাজ্জুতের নামাজ পড়ি। আসুন না আমরা সবাই তাহাজ্জুতের নামাজে গাজাবাসীর জন্য দোয়া করি।
আমরা জানি তাহাজ্জুতের নামাজ এমন একটি তীর যারা লক্ষ্য কখনো ভুল হয় না।

Friday Reminder 🫶🏻দরুদ পড়েছেন তো...??اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ(আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্ল...
14/03/2025

Friday Reminder 🫶🏻
দরুদ পড়েছেন তো...??
اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
(আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ)

অর্থ : হে আল্লাহ! আপনি আমাদের নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রহমত ও শান্তি দান করুন।

আলহামদুলিল্লাহ। সবকিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া।অবশেষে আমিও কনটেন্ট মনিটাইজেশন পেয়ে গেলাম 😊😊😊সবাই পাশে থাকবেন। ধন্যব...
11/03/2025

আলহামদুলিল্লাহ।
সবকিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া।
অবশেষে আমিও কনটেন্ট মনিটাইজেশন পেয়ে গেলাম 😊😊😊
সবাই পাশে থাকবেন।
ধন্যবাদ

আমার শান্ত-স্নিগ্ধ ঘর😍😍😍
06/03/2025

আমার শান্ত-স্নিগ্ধ ঘর😍😍😍

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saima's Rainbow posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share