Voice Of Fuad

Voice Of Fuad সুন্দর ও শান্তিপূর্ণ সংসার গড়ে তোলার জন্য স্বামী-স্ত্রী উভয়েরই চেষ্টা , ও ইসলামের নির্দেশাবলী অনুসরণ করলে সুখী ও সমৃদ্ধ জীবনযাপন করা সম্ভব।S+M
(1)

22/09/2025

টঙ্গী সাহার মার্কেটে বিশাল আগুন। ফায়ার সার্ভিসের কর্মী আহত। আজকের তাজা খবর। ゚viralシviralシfypシ゚viralシalシ

18/09/2025

চুরি করতে এসে গণধোলাই খেলো চোরে। সম্প্রতী এমন ঘটনাই ঘটেছে আজ দুপুর এগারোটার দিকে রাজেন্দ্রপুর গজারিয়া পাড়া নামক গ্রামে।

゚viralシfypシ゚viralシ ゚viralシfypシ゚viralシalシ

18/09/2025

Celebrating my 6th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉 fans ゚viralシfypシ゚viralシalシ ゚viralシfypシ゚viralシ

28/06/2025

পাকিস্তানে হঠাৎ আসা বন্যার পানিতে ভেসে গেল ১৮ জন।

সোয়াত নদীর পাড়ে ভ্রমণে আসা একই পরিবারের ১৮ জন হঠাৎ আসা বন্যার কবলে পড়ে যায়। দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও কোনও উদ্ধারকর্মী না আসায় একে একে সবাই-ই ভেসে যায়।

তাদের মধ্যে ৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ৭ জন নিহত এবং বাকি ৮ জন এখনো নিখোঁজ।

প্রকৃতি কতটা ভয়াবহ হতে পারে সেটা কল্পনা করাও মুশকিল। এজন্য বৃষ্টির দিনে পাহাড়ি অঞ্চলে ভ্রমণ করার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকা উচিত।

26/06/2025

আপার আমলে আলেমদের সাথে যা করা হতো, তার চিত্র দেখুন😔😷

রিলিফের আটার বস্তা পেয়ে লোকটি কতই না খুশি হয়েছিলো হয়তো৷ অভুক্ত সন্তানরা, পরিবার আজ পেট ভরে রুটি খেতে পারবে। আহা! সন্তান...
25/06/2025

রিলিফের আটার বস্তা পেয়ে লোকটি কতই না খুশি হয়েছিলো হয়তো৷ অভুক্ত সন্তানরা, পরিবার আজ পেট ভরে রুটি খেতে পারবে। আহা! সন্তানরা রুটিও পেলো না, বাপটাকেও না। পথেই মে"রে ফেললো... আটার বস্তা আর দেহটা শুধু পড়ে রইলো!

ইরান শত্রুর মোকাবিলা করতে পেরেছে, তাই যুদ্ধ বিরতির কথা শোনা যাচ্ছে। ফিলিস্তন আর গাজাবাসী পারছে না, তাই এখানে কোন বিরতি নেই।

24/06/2025

ঘিওরের মূল ঘটনাটি শুনুন ভু'ক্ত'ভো'গীর মুখ থেকে।
জালিমের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

24/06/2025

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এই জুলুমের বিচারের জন্য আওয়াজ তুলুন, স্থানীয়রা এগিয়ে আসুন!

টাকা ছাড়াই জোর করে দোকানে কাজ করতে চায়, তাই টাকার কথা বলায় এবং টাকা ছাড়া কাজ করতে না চাওয়ায় মানিক কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টারের মালিক আলী আজম মানিককে স্থানীয় সন্ত্রাসী, চাঁদাবাজ নাসিম ভূঁইয়া গং ২৩/০৬/২০২৫ই‌ং তারিখে রাত্রি ৯:০০ ঘটিকার সময় দাড়ি ধরে টানাটানি ও মারধর করেছে (সিসিটিভি ফুটেজ)।

আমরা এই জুলুমের তীব্র নিন্দা জানাচ্ছি। জালিমের বিচার চাই।

- তথ্যসূত্র : Emon Rahman

23/06/2025

হিজড়াইলের ওপর ইরানের কোপাকুপি বন্ধ হয়নি। একটু আগেও ইরানি ক্ষেপণাস্ত্রটি হিজড়াইলের রাস্তার কাছে বিস্ফোরিত হয়েছে। একজন যাত্রী গাড়ি নিয়ে যাবার সময় ভয়াবহ মুহূর্তটি ভিডিওতে ধারণ করে।

22/06/2025

চক্ষু শীতল করা দৃশ্য। ট্রাম্পকে ধন্যবাদ কিছু বোমা ফেলে ইরানকে ক্ষেপিয়ে তোলার জন্য । পাহাড়ের উপর কিছু বোমা মেরে হিজরাইলের কাছে দায়মূক্ত হয়েছে। এখন ইরানের আক্রমণের চোটে পুরা হিজরায়েল খালি করে পালাতে বাধ্য হচ্ছে। ইরান আমরিকার হামলায় এতটুকুও ভয় পায়নি। উপরন্তু হিজরায়েলের উপর আক্রমণের মাত্রা কয়েকগুণ বৃদ্ধি করেছে। আমেরিকা ও হিজরাইলের ধ্বংস অনিবার্য। আমেরিকার এই ঠুনকো হামলায় ইরানকে অত সহজে দমানো যাবে না।

ইহুদিদের ক্ষেত্রে পবিত্র কুরআনের এই আয়াত আজ চৌদ্দশত বছর পরে কতটা জীবন্ত ও চির শ্বাশত!
وَضُرِبَتۡ عَلَیۡہِمُ الذِّلَّۃُ وَالۡمَسۡکَنَۃُ ٭ وَبَآءُوۡ بِغَضَبٍ مِّنَ اللّٰہِ ؕ ذٰلِکَ بِاَنَّہُمۡ کَانُوۡا یَکۡفُرُوۡنَ بِاٰیٰتِ اللّٰہِ وَیَقۡتُلُوۡنَ النَّبِیّٖنَ بِغَیۡرِ الۡحَقِّ ؕ ذٰلِکَ بِمَا عَصَوۡا وَّکَانُوۡا یَعۡتَدُوۡنَ
অর্থ - আর তাদের (ইয়াহুদীদের) উপর আরোপ করা হল লাঞ্ছনা ও পরমুখাপেক্ষিতা। তারা আল্লাহর রোষানলে পতিত হয়ে ঘুরতে থাকল। এমন হলো এ জন্য যে, তারা আল্লাহর বিধি বিধান মানতো না এবং নবীগনকে অন্যায়ভাবে হত্যা করত। তার কারণ, তারা ছিল নাফরমান সীমালংঘকারী। আল বাকারা - ৬১
কপি পোস্ট

একজন আলেম উপদেষ্টা হওয়ায় কি ধরনের ক্ষতি হয়েছে জানেন কি?একজন ডক্টর/প্রফেসর/শাইখুল হাদিস আল্লামা আ.ফ.ম খালিদ হোসাইন সাহে...
21/06/2025

একজন আলেম উপদেষ্টা হওয়ায় কি ধরনের ক্ষতি হয়েছে জানেন কি?

একজন ডক্টর/প্রফেসর/শাইখুল হাদিস আল্লামা আ.ফ.ম খালিদ হোসাইন সাহেব দাঃ বাঃ

একজন আলেম ধর্ম উপদেষ্টা হওয়ায় কি লাভ হয়েছে? নাকি ক্ষতি হয়েছে? নিম্নে বিস্তারিত - উপস্থাপন করা হলো-

১। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে একজন বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ কে ইমাম হিসেবে পেয়েছি। আলহামদুলিল্লাহ।

একজন আলেম ধর্ম উপদেষ্টা হওয়ায়!
২। হজ্জের দূর্নীতি বন্ধ এবং খরচ কমিয়ে সহজ করে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ।

একজন আলেম ধর্ম উপদেষ্টা হওয়ায়!
৩। এতদিন চাঁদ কমিটি পরিচালক ছিল, যারা দ্বীনের জ্ঞান হীন লোকজন অথচ এখন দেশের বিজ্ঞ উলামায়ে কেরাম পেয়েছি। আলহামদুলিল্লাহ।

একজন আলেম ধর্ম উপদেষ্টা হওয়ায়!
৪। বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন এতদিন যারা পরিচালনা করে এসেছে তারা অধিকাংশ মন ইসলামিক পারসন ছিল। এখন আমরা আলেমুল আমার মাধ্যমে শিক্ষিত সমাজ দিনের জ্ঞান রাখি মন শিক্ষাবিদ গবেষক তাদেরকে পেয়েছি। আলহামদুলিল্লাহ।

একজন আলেম ধর্ম উপদেষ্টা হওয়ায়!
৫। এমন একজন আলেম ধর্ম উপদেষ্টা হওয়ার কারণ আমরা আমাদের বাংলাদেশকে বিশ্বের দরবারে সম্মানিত করতে পেরেছি। কাজের মধ্যে বিশ্ব ওআইসি তে বাংলাদেশের গ্রান্ট মুফতি আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেব দামাত বারাকাতুহু কে পাঠানো হয়েছে। এটা একমাত্র আমাদের ধর্ম উপদেষ্টা কারণে হয়েছে হামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।

একজন আলেম ধর্ম উপদেষ্টা হওয়ায়!
৬। এমন একজন আলেম ধর্ম উপদেষ্টা হওয়ার কারণে
বাংলাদেশের স্কুল শিক্ষা বোর্ডের অধীনে সকল প্রাইমারি স্কুলে হাই এবং হাই স্কুলে ধর্মীয় শিক্ষক একজন আলেম হতে হবে এমন আইন করেছে আলহামদুলিল্লাহ।

একজন আলেম ধর্ম উপদেষ্টা হওয়ায়!
৭। এমন একজন আলেম ধর্ম উপদেষ্টা হওয়ার কারণে
উপদেষ্টা পরিষদে একজন হুজুরকে বসালেন।
ফলাফলঃহজ্ব ম্যানেজমেন্ট ও সার্ভিসে এশিয়াতে ১ম হলো।সিদ্ধান্ত আপনাদের হুজুরদের বাকি সকল সেক্টরে বসাবেন কিনা।

অতএব আমরা উলামায়ে কেরাম রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে প্রতিটি সেক্টরে উন্নয়নের জোয়ার হবে ইনশাআল্লাহ।

তাই আপনারা সকলে দুর্নীতি বন্ধ হত্যা বন্ধ করতে চাঁদাবাজি বন্ধ করতে ধর্ষন বন্ধ করতে ওলামায় কেরামকে ক্ষমতায় আনতে হবে ইনশাআল্লাহ।

আরো ইত্যাদি ইত্যাদি রয়েছে সবগুলো বর্ণনা করতে পারলাম না তাই দুঃখিত দোয়ার দরখাস্ত।
কপি পোস্ট।
সংগ্রহে :-.........

Address

Lalbagh
Dhaka

Telephone

+8801821035762

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of Fuad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice Of Fuad:

Share