Monir Chowdhury-মনির চৌধুরী

Monir Chowdhury-মনির চৌধুরী Its my official page for you

20/03/2025

একদিন এক ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করল। সেখানে কোনো খাওয়ার জিনিস না পেয়ে সে একটি হীরার টুকরো গিলে ফেলল। এদিকে হীরা চুরি হওয়ার কারণে রাজপ্রাসাদে হুলুস্থুল কাণ্ড বেধে গেল!

রাজামশাই জ্যোতিষীকে ডাকলেন। গণনা করে জ্যোতিষী বলল, হীরার টুকরোটি একটি ইঁদুর খেয়ে ফেলছে।

সেনাপতি হীরা উদ্ধারের জন্য ঢেঁড়া পিটিয়ে পুরস্কার ঘোষণা করল। এরপর এক শিকারী রাজসভায় এসে বলল, সে ইঁদুর মেরে হীরা উদ্ধার করবে।

শিকারী যখন ইঁদুরটির খোঁজে বের হলো তখন দেখতে পেল, হাজার হাজার ইঁদুর একে অন্যের সাথে দল বেঁধে রয়েছে। আর একটা মাত্র ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় একটি ইটের ওপর বসা যেন সে সিংহাসনে বসে আছে।

শিকারী তখন ওই ইঁদুরটিকে হত্যা করে তার পেট চিরে হীরার টুকরো বের করে রাজার হাতে তুলে দিল।

রাজামশাই অনেক খুশি হয়ে শিকারীকে তার প্রাপ্য পুরস্কার বুঝিয়ে দিয়ে জিজ্ঞাসা করলেন, হাজার হাজার ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে যে ওই ইঁদুরটাই হীরা চুরি করেছে?

শিকারী মৃদু হেসে জবাব দিল, এটা খুবই সহজ মহারাজ! মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায়, তখন নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে, নিজের জাতির সঙ্গে চলাফেরা এবং মেলামেশা বন্ধ করে দেয়। এই মূর্খ ইঁদুরটাও তাই করেছিল। হীরা চুরি করে নিজেকে সবচেয়ে ধনী এবং ইঁদুরদের রাজা ঘোষণা করে আলাদা ভাবে বসে ছিল।

নীতিকথা: হঠাৎ অর্থাগমনে আত্নীয়-স্বজন বা বন্ধু-বান্ধব ভুলে গেলে ধ্বংস সন্নিকটে।।

ওলামা তো ঠিক রাখছে। শুধু শেষে লীগ এর রিপ্লেস দল হইছে
19/03/2025

ওলামা তো ঠিক রাখছে। শুধু শেষে লীগ এর রিপ্লেস দল হইছে

আর এইডা বাকি ছিল? গন্ধে কেউ তোগো কাছে যাইবো না।
11/03/2025

আর এইডা বাকি ছিল? গন্ধে কেউ তোগো কাছে যাইবো না।

অসভ্যতার একটা সীমা থাকা উচিত। একই দেশের দ্বৈত মানসিকতার জন্য ঘৃণা হয়। সময়ের সাথে বোল পালটে গেলো....!জুলাইয়েও বৈষম্যবিরো...
09/03/2025

অসভ্যতার একটা সীমা থাকা উচিত।
একই দেশের দ্বৈত মানসিকতার জন্য ঘৃণা হয়।
সময়ের সাথে বোল পালটে গেলো....!
জুলাইয়েও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দেশে যখন অস্থিরতা বিরাজমান তখনও বলেছিলো এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।
এখন আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলানোর কারণ কি, আর কিসের নিস্পত্তি??
ও ট্রানজিট, করিডোর, বন্দর, রেল করিডোর দালালদের এক্টিভ করা এগুলো মনে হয় দাদারা ড. মুহাম্মাদ ইউনুস স্যার এর কারণে কার্যকর করতে পারতেছে না,
আর আগ্রাসন মনোভাব ত আছেই,
মাওলানা ভাসানী বলেছিলেন, "ভারত আমাদের শত্রু, এই কথাটা যে প্রজন্ম বুঝতে পারবে তারাই হবে জাতির শ্রেষ্ঠ সন্তান"

🥲🥲🥲
08/03/2025

🥲🥲🥲

Epic কমেন্ট Epic রিপ্লাই
06/03/2025

Epic কমেন্ট Epic রিপ্লাই

05/03/2025

সহমত না হয়ে যাবেন না প্লীজ

শাহবাগী কুইন 🐸
05/03/2025

শাহবাগী কুইন 🐸

সা পের বি ষ নামাচ্ছে 😁 পার্কে ঘুরছে এরকম অসংখ‍্য সাপুড়ে
05/11/2024

সা পের বি ষ নামাচ্ছে 😁 পার্কে ঘুরছে এরকম অসংখ‍্য সাপুড়ে

বাবারা কেনো এতো ভালো হয়। সেই বাবাদের কেই অবহেলা করা হয় ,,কেনো।যে বাবা থাকতে বাবার কদর করে না, সে‌ আসলেই অভাগা। কেনো যে...
02/11/2024

বাবারা কেনো এতো ভালো হয়। সেই বাবাদের কেই অবহেলা করা হয় ,,কেনো।যে বাবা থাকতে বাবার কদর করে না, সে‌ আসলেই অভাগা। কেনো যেনো এই ছবিটা দেখেই চোখ থেকে জল গড়িয়ে পড়ছে।আমার বাবা আমার থেকে দূরে তাই হয়তো আমি বাবার মূল্য টা বুঝতে পারি। এই দুনিয়াতে পুরুষ যতই খারাপ হোক না কেনো, এই দুনিয়ায় কোনো বাবাই খারাপ হয় না।। আল্লাহ পাক যেনো সবার বাবাকে সুস্থ রাখেন,একটু শান্তি দেয়।

বুয়েটে ভর্তা উৎসব!
19/10/2024

বুয়েটে ভর্তা উৎসব!

ছোট বেলা থেকেই সুন্নি পরিবারে বড় হয়েছি, সুন্নি সকল মাহফিলে গিয়েছি, ওরসে গিয়েছি, চট্টগ্রামের মানুষ হওয়ায় আল্লামা হাশেমী র...
12/10/2024

ছোট বেলা থেকেই সুন্নি পরিবারে বড় হয়েছি, সুন্নি সকল মাহফিলে গিয়েছি, ওরসে গিয়েছি, চট্টগ্রামের মানুষ হওয়ায় আল্লামা হাশেমী র: এর ১২দিন ব্যাপি ঈদে মিলাদুন্নবিতে গিয়েছি, বিভিন্ন সুন্নি গ্রুপে যুক্ত ছিলাম।

এই এতকিছুতে ইনভলভড যে আমি ছিলাম, তাতে আল্টেমেটলি আমি কি জেনেছি জানেন? এই ২৫ বছর বয়সে এসে আমি শুধু তাদের মাহফিল এবং গ্রুপ থেকে শিখলাম-

১) নবী নূর
২) নবী গায়েব জানেন
৩) সকল ক্ষমতা আল্লাহ তায়ালা নবীর হাতে দিয়ে দিয়েছেন
৪) অলিদের অশেষ কেরামতি
৫) কওমি ও জামাতিদের নিয়ে সমালোচনা, গালি, দুশমনে রাসুল ইত্যাদি ইত্যাদি ট্যাগ দেওয়া।

এর বাহিরে আমি আর কিছু শিখিনি।

সুন্নি ওল্ড হুজুরদের মুখে শুধু এইসব-ই শুনে এসেছি। এইসব বললে কোমল সুন্নিদের অন্তরে বিদ্বেষ ঢুকিয়ে দেওয়া যায়, নিজের মার্কেট স্টেবল রাখা যায়।

আকিদাগত ভিন্নতা থাকতে পারে। শব্দচয়নে মানুষের ভুল হতে পারে। একজন মুসলিম হিসেবে বিষয়টা ইন্টারনালি সমাধান করাটা ছিল যৌক্তিক। তাই বলে সে দুশমনে রাসুল, তাওবা করতে হবে! নতুন করে কালেমা পড়তে হবে! তার সাথে কেউ কোলাকুলি করলে তার ও কালেমা পড়ে তাওবা পড়তে হবে! সিরিয়াসলি?

এইসব হুজুর নিজেদের মুসলিম প্রমাণের চেয়ে সুন্নি প্রমাণে বেশি তৎপর। ফলস্বরুপ জাতীয়ভাবে এদের গ্রহণযোগ্যতা খুবই কম। ধর্ম উপদেষ্টা হিসেবে আহমাদুল্লাহ হুজুরকে ডাকে। সুন্নিদের কোথাও কি ডাকল? কেন ডাকেনি, কেন সুন্নিদের পাত্তা দিল না, সেই চিন্তা কি একবারো মাথায় এসেছে আপনাদের?

সুন্নি হুজুররা মিজানুর রহমান আজহারীর সেই শব্দ চয়নকে কেন্দ্র করে বিষয়টাকে জাতীয় ইস্যু বানিয়েছেন। নিজেদের মার্কেট ধরে রাখতে সুন্নি আকিদার মানুষদের অন্তরে বিষ ভরে দিয়েছেন। কিন্তু আলটিমেটলি সুন্নি হুজুররাই দিনশেষে হিংসুটে হিসেবে সবার কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। দরকার ছিল উনাকে পার্সোনালি কল করে এমন শব্দচয়ন থেকে বিরত থাকার দাওয়াত দেওয়া। বিষয়টা আরো সুন্দর দেখাতো। এগ্রেসিবনেস এই জেনারেশন খায় না ভাই। এই জেনারেশন কোমলতাকে পছন্দ করেন। অথচ সুন্নি হুজুররা সেইসব ট্রিগার পয়েন্ট ধরতে পারেন না।

সুন্নিদের কাছে আশেকে রাসুল বলতে-

সে মিলাদ কিয়াম করতে হবে, নবীকে নূর মানতে হবে, গায়েব জানে সেইসব বিশ্বাস করতে হবে। অথচ রাসুলুল্লাহ সাঃ আল্লাহর প্রেরিত শেষ রাসুল এবং আল্লাহর পড়ে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী এই আকিদা পোষণ করাটায় ইনাফ ছিল।

হিন্দুর সাথে হাত মেলালে কেউ যেমন হিন্দু হয়না, তেমনি কোলাকুলি করলে কেউ নিজের আকিদা বিসর্জন দেয় না।

এই যে মুফতিয়ে আহলে সুন্নাত ট্যাগ বহনকারী এই হুজুরটা যে "কোলাকুলি করার কারণে কালেমা পড়ে তাওবা করতে হবে" এমন কথা বললেন না! সেটার ইফেক্ট টের পাবেন আপনারা। দেশ চলে যাচ্ছে সেক্যুদের হাতে। জামাত, কওমিরা সেইসব বিষয় নিয়ে চিন্তিত, কিন্তু সুন্নি হুজুরদের মেজাজ আবার ভিন্ন। দুনিয়া উলটে গেলেও এদের প্রথম পরিচয় হতে হবে এরা সুন্নি। যু*দ্বের সময় এরা মনে হয় আলাদা ভাবেই যু*দ্ধ করতে যাবে।

এখন আর সুন্নি সুন্নি করে আপনারা মার্কেট পাবেন না। লিখে রাখেন। নিজেদের তৈরি করা জগৎ থেকে বের হয়ে রিয়েল লাইফ সিনারিও দেখুন। সামনের জেনারেশনটা সুন্নি নামটাই ভুলে যাবে যদি এইসব বন্ধ না করেন।
Copy

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Monir Chowdhury-মনির চৌধুরী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share