
05/09/2025
কফিল কী?
কফিল (Sponsor/Employer) হলো সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান, যার অধীনে একজন প্রবাসী কর্মী সৌদিতে কাজ করেন।
প্রবাসীর ভিসা, ইকামা (বাসস্থান অনুমতি), চাকরি পরিবর্তন, দেশ প্রবেশ ও প্রস্থান সবকিছুই কফিলের অনুমতির ওপর নির্ভর করে।
কফিলের দায়িত্ব
1. কর্মীর ভিসা ও ইকামা নবায়ন করা।
2. কর্মীর বেতন ও সুবিধা প্রদান করা (চুক্তি অনুযায়ী)।
3. কর্মীর আইনগত দায়-দায়িত্ব পালন করা (যেমন– জরিমানা হলে অনেক সময় কফিলকে বহন করতে হয়)।
কর্মীর জন্য কফিলের গুরুত্ব
সৌদিতে কোনো প্রবাসী একা থাকতে পারেন না; আইন অনুযায়ী তাঁকে অবশ্যই একজন কফিলের অধীনে থাকতে হবে।
কফিলের অনুমতি ছাড়া চাকরি পরিবর্তন বা দেশ ছাড়াও কঠিন ছিল (তবে সাম্প্রতিক সংস্কারে কিছুটা সহজ হয়েছে)।
সাম্প্রতিক পরিবর্তন
সৌদি সরকার শ্রম সংস্কার (Labour Reform Initiative) চালু করেছে।
এর ফলে কর্মীরা নির্দিষ্ট শর্ত পূরণ করলে কফিলের অনুমতি ছাড়াই চাকরি পরিবর্তন বা দেশে ফিরতে পারছেন।