Md Azim Uddin

Md Azim Uddin This page will help to know about BNP's all activists, news & information.

আজকের সেরা ছবি 💞💕💞বিজিবি সব কিছু শিক্ষার্থীদের দহলে। আলহামদুলিল্লাহ
19/07/2024

আজকের সেরা ছবি 💞💕💞
বিজিবি সব কিছু শিক্ষার্থীদের দহলে।
আলহামদুলিল্লাহ

Shame of Bangladesh government
19/07/2024

Shame of Bangladesh government

ঢাকায় কেউ জরুরী ভাবে বাহির  হতে চাইলে সময় নিয়ে বের হন, আর সবচেয়ে ভালো বের না হয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ান। আপাতত ঢাকা ...
19/07/2024

ঢাকায় কেউ জরুরী ভাবে বাহির হতে চাইলে সময় নিয়ে বের হন, আর সবচেয়ে ভালো বের না হয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ান।

আপাতত ঢাকা ব্লকড
কাকলি টু মহাখালী -- ফুল ব্লকড।
নিকুঞ্জ টু এয়ারপোর্ট -- ব্লকড
এক্সপ্রেস ওয়ে ও ব্লকড।
মিরপুর ১০,১৪, শিয়াল বাড়ি মোড় -- ব্লকড।
বাসাবো, বৌদ্ধ মন্দির-- ব্লকড।
মালিবাগ চৌধুরীপাড়া রোড -- ফুল ব্লকড।
মতিঝিল -- ব্লকড।
ধানমন্ডি ২৭, সাইন্সল্যাবের মোড়, নিউ মার্কেট -- ব্লকড।
নতুন বাজার, টু রামপুরা-- ব্লকড।
উত্তরা ব্লক ব্যারিকেড জসিম উদ্দিনএভিনিউ টু আজমপুর।
শনির আখড়া ব্লকড

তোমাকে  দেখার আছে নেটওয়ার্ক বন্ধ করে  শান্তিতে বসে আছো সময় মতো জবাব টা পাবে ইনশাআল্লাহ ✊✊✊
19/07/2024

তোমাকে দেখার আছে নেটওয়ার্ক বন্ধ করে
শান্তিতে বসে আছো সময় মতো জবাব টা
পাবে ইনশাআল্লাহ ✊✊✊

আজকে আমরা শান্তিপূর্ণ কোটা বিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে যে নৃশংস হামলার সাক্ষী হয়েছি তার প্রধান স্থপতি হলেন ছাত্রলীগে...
16/07/2024

আজকে আমরা শান্তিপূর্ণ কোটা বিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে যে নৃশংস হামলার সাক্ষী হয়েছি তার প্রধান স্থপতি হলেন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এবং শেখ ওয়ালী আসিফ এনান।

দুপুর ১টার দিকে সাদ্দাম গণমাধ্যমকে বলেন, কোটাবিরোধী আন্দোলনকারীরা একটি রেড লাইন অতিক্রম করেছে এবং তিনি তাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন।

এর পরপরই তার নির্দেশে গণহত্যা চালাতে প্রস্তুত ছাত্রলীগের গুণ্ডারা নিরস্ত্র, অহিংস ছাত্রদের ওপর ঝাঁপিয়ে পড়ে। ওই দুই ব্যক্তি হত্যাকাণ্ডের তদারকি করেন।

আজ, সাদ্দাম ও আনান জেনারেল টিক্কা খান এবং ইয়াহিয়া খান হয়েছিলেন, 1971 সালের বাংলাদেশ গণহত্যার স্থপতি।

এই দুই বর্বর সাদ্দাম এবং এনানকে মনে রাখবেন - তারা ইতিহাসে জঘন্য বর্বর হিসাবে নামবে। আমি আশা করি , , , এবং ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করবে — এবং সাদ্দাম ও এনাননের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে।

Address

New Super Market
Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Azim Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share