
11/08/2024
ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে দু'চোখ হারানো জামেয়া পটিয়ার আমাদের এই ভাইটি আজ মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন! মহান রাব যেন জান্নাত নসীব করেন।
ভাইটি মাত্র গতকাল বলেছিলো - চোখ হারানো নিয়ে তার কোন বেদনা নেই। আবারো সুযোগ পেলে অন্যায়ের বিরুদ্ধে মাঠে নেমে পড়বেন।
( আন্দোলনে শহীদ হওয়া কওমি শিক্ষার্থীর সংখ্যা ৭৫ এ গিয়ে দাঁড়ালো)
#বৈষম্য_বিরোধী_ছাত্র_আন্দোলন #বাংলাদেশ #পুলিশ