02/11/2024
অকারণে মন ভালো না, দেহ যেনো নিথর,
কী যেনো নেই ফিরে দেখি, আমার বুকের ভিতর,
সবই আছে সুখ উপাদান, তবু কেনো বিষাদ,
সুস্বাদু সব খাবার আজকে, জিভে লাগে বিস্বাদ!
তাকিয়ে আমি তোমার তরে,,
থাকছি একলা অপেক্ষায়,,,
হয়তো একদিন আসবে তুমি
আমি অভাগার জিবনটায়