Rupa's Vlog

Rupa's Vlog I am digital video creator. And creating videos and blogging
(315)

ওমা ওমা গো কি বলে এখন  সব বিয়ের  বিয়ের পোস্ট করে ফেললাম এখন বলে বিয়ে করবে না🥲🥲🥲🥲
15/10/2025

ওমা ওমা গো কি বলে এখন সব বিয়ের বিয়ের পোস্ট করে ফেললাম এখন বলে বিয়ে করবে না🥲🥲🥲🥲

💔 জীবনের উত্তর সময়ই দেয় 💔মানুষ সুখে থাকলেই বিয়ে করে না,কখনও কর্ম ফলের কারণেই বিয়ে হয়, বি চ্ছেদ হয়, আবার নতুন শুরু হয়।আল্...
15/10/2025

💔 জীবনের উত্তর সময়ই দেয় 💔
মানুষ সুখে থাকলেই বিয়ে করে না,
কখনও কর্ম ফলের কারণেই বিয়ে হয়, বি চ্ছেদ হয়, আবার নতুন শুরু হয়।
আল্লাহ যার ভাগ্যে যা রেখেছেন, তা থেকে কেউ পালাতে পারে না।
আজ যারা অ**ন্যায় করেছে, কাল তারা নিজেই তার ফল ভোগ করবে —
এটাই নিয়তির বি**চার, এটাই আল্লাহর ন্যায়।
অভিযোগ নয়, এটা কেবল সময়ের নীরব প্রতি**শোধ।
✨ "যা ঘটে, সবই ভালো কিছুর জন্য ঘটে" — বিশ্বাস রাখো।
#জীবনের_পাঠ #কর্মফল েরা_বিচারক

🐶💔 একটা কুকু র কতটা মায়াময় হলে এমনটা করতে পারে ভাবা যায় না!নিজের প্রাণের ভয় না পেয়ে, এক নিরীহ শিশুকে রক্ষা করতে ঝাঁপি য়ে...
13/10/2025

🐶💔 একটা কুকু র কতটা মায়াময় হলে এমনটা করতে পারে ভাবা যায় না!
নিজের প্রাণের ভয় না পেয়ে, এক নিরীহ শিশুকে রক্ষা করতে ঝাঁপি য়ে পড়েছে সে।
এটাই প্রমাণ করে— ভালোবাসা শুধু মানুষের গুণ নয়,
প্রকৃত ভালোবাসা তো সেই প্রাণীর ভেতর,
যে কিছু না চেয়েও জীবন দিতে রাজি হয়ে যায় অন্যের জন্য... 💫

আল্লাহর রহমতে শিশুটি বেঁচে গেছে 🙏
আর সেই কুকুরটি রেখে গেছে এক মহান শিক্ষা—
দয়া, ভালোবাসা আর ত্যা গের কোনো ধর্ম নেই, কোনো জাত নেই। 🕊️

#মানবতা #প্রাণীরভালোবাসা #ত্যাগেরউদাহরণ

💔 যেখানে ভালোবাসার জায়গায় আসে প্রতিহিংসা, সেখানে শেষ হয় মানবতা... 💔আজকাল সম্পর্ক ভাঙছে, পরিবার ভাঙছে, আর সবচেয়ে ভয়ংকর হচ...
12/10/2025

💔 যেখানে ভালোবাসার জায়গায় আসে প্রতিহিংসা, সেখানে শেষ হয় মানবতা... 💔

আজকাল সম্পর্ক ভাঙছে, পরিবার ভাঙছে, আর সবচেয়ে ভয়ংকর হচ্ছে — মানুষ হারাচ্ছে নিজের বিবেক।
এই ঘটনার মতো, যেখানে একজন পূর্বের স্বামী বর্তমান স্বামীকে কুপিয়ে হত্যা করেছে — এটা শুধু এক ব্যক্তির অপরাধ নয়, এটা সমাজের এক গভীর অসুস্থতা।

একটা সম্পর্ক শেষ মানে যুদ্ধ নয়, সেটা নতুন শুরু করার সুযোগ।
কিন্তু আমরা এখন এমন এক সমাজে বাস করছি, যেখানে রাগ, অহংকার আর প্রতিশোধ ভালোবাসাকে গ্রাস করে ফেলছে।

👉 প্রতিটি হত্যাকাণ্ড শুধু একজনের মৃত্যু নয়,
বরং একটি পরিবার, একটি ভবিষ্যৎ, আর অনেকগুলো জীবনের ধ্বংস।

👉 সন্তানরা হারাচ্ছে বাবা-মা দুজনকেই — একজন মাটির নিচে, আরেকজন কারাগারে!

📢 সমাজের দায় এখানেই — আমরা রাগকে প্রশ্রয় দিচ্ছি, সংযম শেখাচ্ছি না।
যদি আমরা মানুষকে শেখাতাম কীভাবে সম্পর্ক শেষ হলেও সম্মান রাখা যায়,
তাহলে হয়তো এত রক্ত ঝরতে হতো না ভালোবাসার নামে।

✍️ শেষ কথা:
প্রতিশোধ কখনো শান্তি দেয় না, দেয় শুধু অনুশোচনা আর অন্ধকার ভবিষ্যৎ।
ভালোবাসা মানে ক্ষমা, না যে প্রতিহিংসা।

#সামাজিক_দায়বদ্ধতা #মানবতা_ফিরে_আসুক #ভালোবাসা_প্রতিশোধ_নয় 💔

💔 দুই বউ, এক স্বামী — আর ভেঙে যাচ্ছে তিনটা মন! 💔ভালোবাসা কোনো খেলা নয়, এটা বিশ্বাস আর দায়িত্বের বন্ধন।যে মানুষ একসাথে দু...
12/10/2025

💔 দুই বউ, এক স্বামী — আর ভেঙে যাচ্ছে তিনটা মন! 💔

ভালোবাসা কোনো খেলা নয়, এটা বিশ্বাস আর দায়িত্বের বন্ধন।
যে মানুষ একসাথে দু’জনকে ভালোবাসার নাম দিয়ে প্রতারণা করে, সে শুধু দুইজন নারীকে নয় — নিজের বিবেককেও ধোঁকা দেয়।

বিদেশ থেকে ফিরে এয়ারপোর্টেই দুই স্ত্রীর টানাটানি — এটা শুধু এক ব্যক্তির লজ্জা নয়, পুরো সমাজের এক তিক্ত বাস্তবতা।
দুই বউ মানে সুখ নয়, বরং দুইটা কান্না, দুইটা আহত হৃদয়, আর এক জীবনের অশান্তি।

একটা সম্পর্ক টিকে থাকে বিশ্বাসে, না যে প্রতারণায়।
ভালোবাসা মানে কারো চোখের পানি মুছে দেওয়া, না যে সেই চোখেই জল এনে দেওয়া।

👉 প্রতারণা ক্ষণিকের আনন্দ, কিন্তু সারাজীবনের অভিশাপ।
👉 ভালোবাসা দায়িত্ব, খেলনা নয়।

#ভালোবাসা_বিশ্বাস_দায়িত্ব 💔
#প্রতারণা_ধ্বংসের_মূল
#মানসিক_নির্যাতন

এই ছবিটা সত্যিই হৃদয়বিদারক 💔চেকপোস্টে দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্য, নিজের জীবন বাজি রেখে কর্তব্য পালন করতে গিয়ে হারালে...
11/10/2025

এই ছবিটা সত্যিই হৃদয়বিদারক 💔
চেকপোস্টে দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্য, নিজের জীবন বাজি রেখে কর্তব্য পালন করতে গিয়ে হারালেন নিজের পা। 🚨
এক মুহূর্তের দুর্ঘটনা বদলে দিলো তার পুরো জীবন। যে মানুষটা দেশ ও মানুষের নিরাপত্তার জন্য দিনরাত কাজ করেন, আজ তিনিই অসহায় এক মুহূর্তের ভুলের কারণে।
🙏 দেশের এই নীরব নায়কদের জন্য একটু শ্রদ্ধা, একটু ভালোবাসা রাখুন।
তাদের ত্যাগেই নিরাপদ থাকে আমাদের পথ, আমাদের জীবন।
#সম্মান_প্রত্যেক_পুলিশকে
#দায়িত্বের_মূল্য
#জীবনের_মূল্য
#দুঃখজনকঘটনা

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Iqbal, Shipali Akter
11/10/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Iqbal, Shipali Akter

ব্রাউনসভিল, টেক্সাস – বিশেষজ্ঞ এবং স্থানীয় বাসিন্দাদের হতবাক করে দেওয়া এক আশ্চর্যজনক ঘটনায়, সম্প্রতি টেক্সাসের ব্রাউন...
10/10/2025

ব্রাউনসভিল, টেক্সাস – বিশেষজ্ঞ এবং স্থানীয় বাসিন্দাদের হতবাক করে দেওয়া এক আশ্চর্যজনক ঘটনায়, সম্প্রতি টেক্সাসের ব্রাউনসভিলের কাছে একটি বিশাল ঈগল ধরা পড়েছে। পরিচিত যেকোনো ঈগল প্রজাতির চেয়ে অনেক বড় এই রাজকীয় পাখিটি পাখিবিদ সম্প্রদায়কে হতবাক করেছে এবং বিজ্ঞানী এবং সাধারণ জনগণের মধ্যে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে।

বিশাল আকারের একটি পাখি

প্রায় ৩ মিটার ডানা বিশিষ্ট ঈগলটি প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের কাছে একটি বনাঞ্চলে অন্বেষণকারী একদল পর্বতারোহী দেখতে পান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে পাখিটি কাছের একটি গাছে বসে আছে, তার নখ এবং ঠোঁটে অসাধারণ উপস্থিতি এবং অসাধারণ শক্তি প্রদর্শন করছে।

ধরা এবং সংরক্ষণ প্রচেষ্টা

স্থানীয় কর্তৃপক্ষ এবং বন্যপ্রাণী বিশেষজ্ঞদের সাথে বেশ কয়েকদিন পর্যবেক্ষণ এবং সমন্বয়ের পর, ঈগলটিকে তার নিরাপত্তা এবং সুস্থতা নিশ্চিত করার জন্য ডিজাইন করা বিশেষ কৌশল ব্যবহার করে সফলভাবে ধরা হয়েছে। পাখিটি বর্তমানে ব্রাউনসভিলের একটি সংরক্ষণ কেন্দ্রে রয়েছে, যেখানে গবেষকরা এর উৎপত্তি, খাদ্যাভ্যাস এবং আচরণ বোঝার জন্য বিশদ গবেষণা পরিচালনা করছেন।

বৈজ্ঞানিক তাৎপর্য

এই আবিষ্কারটি অঞ্চলের জীববৈচিত্র্য এবং আমেরিকা মহাদেশে পূর্বে অপ্রমাণিত প্রজাতির সম্ভাব্য অস্তিত্ব সম্পর্কে নতুন প্রশ্ন উত্থাপন করে। বিশেষজ্ঞরা অনুমান করেন যে বিশাল ঈগলটি একটি অজানা উপ-প্রজাতি অথবা সোনালী ঈগল বা টাক ঈগলের মতো পরিচিত প্রজাতির একটি ব্যতিক্রমী বৃহৎ নমুনা হতে পারে।

🌊 কক্সবাজারে ভয়াবহ দুর্ঘটনা! 😨মুহূর্তের আনন্দ হয়ে উঠলো আতঙ্কের — পেয়ারাসেইলিং সিট ছিটকে পড়ে এক পর্যটক গুরুতর আহত হয়েছেন।...
10/10/2025

🌊 কক্সবাজারে ভয়াবহ দুর্ঘটনা! 😨
মুহূর্তের আনন্দ হয়ে উঠলো আতঙ্কের — পেয়ারাসেইলিং সিট ছিটকে পড়ে এক পর্যটক গুরুতর আহত হয়েছেন। 😢
এমন ঘটনা শুধু ভয়ই নয়, বড় প্রশ্নও তুলে দেয় — নিরাপত্তা কোথায়? পর্যটকদের জীবন কি এতটাই অবহেলিত?
সমুদ্রের সৌন্দর্য দেখতে এসে যেন কেউ জীবনের ঝুঁকিতে না পড়ে —
প্রশাসনের কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জরুরি! ⚠️
#বাংলাদেশ

🌩️ আশ্বিনের ভয়াল ঝড়! 🌩️কালবৈশাখীকেও হার মানালো এ বছরের আশ্বিন মাসের ঝড় ও বজ্রপাত। মুহূর্তের মধ্যে ঘর-বাড়ি ভেঙে চুরমার, স...
10/10/2025

🌩️ আশ্বিনের ভয়াল ঝড়! 🌩️
কালবৈশাখীকেও হার মানালো এ বছরের আশ্বিন মাসের ঝড় ও বজ্রপাত। মুহূর্তের মধ্যে ঘর-বাড়ি ভেঙে চুরমার, সর্বনাশা বজ্রপাতে প্রাণ হারালেন ৮ জন মানুষ। 😢
প্রকৃতির এমন রুদ্র রূপে অসহায় মানুষ—কেউ হারিয়েছে প্রিয়জন, কেউ হারিয়েছে আশ্রয়। 💔
আল্লাহ তায়ালা সবাইকে রহম করুন, নিহতদের জান্নাত দান করুন—আমিন। 🤲
#ঝড় #বজ্রপাত #দুর্যোগ #প্রার্থনা #বাংলাদেশ

08/10/2025

সবার হাতে শুধু গেম আর গেম

Address

Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Rupa's Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rupa's Vlog:

Share

Category