BookWaz

BookWaz বুকওয়াজ—বই নিয়ে অবাধ আলোচনার স্বাধীন প্লাটফরম
(1)

27/09/2024

বইয়ের সেক্টর দিন দিন অনেক উন্নত হচ্ছে। একসময় যেখানে বইয়ের প্রুফ দেখাও হতো না, এখানে এখন ভাষা-বানান, বাক্যগঠন, তথ্যসূত্র সংযোজন ও নিরীক্ষণ এবং শরয়ি সম্পাদনাসহ অনেক যত্ন নিয়ে একটি বই পাঠকের সামনে উপস্থাপন করা হয়।

সন্দেহ নেই এ কাজগুলো যথেষ্ট পরিশ্রমলব্ধ এবং বই প্রকাশের জন্য যথেষ্ট। তবু, পাঠকের দৃষ্টিকোণ থেকে একটি বই প্রকাশের পূর্বে একবার অথবা কয়েকবার পড়িয়ে নেওয়া জরুরি। যারা সচেতনভাবে সূক্ষ্মভাবে পড়তে সমালোচনা করতে জানেন, এমন কাউকে দিয়ে বইটি প্রকাশপূর্ব পাঠ করালে সোনায় সোহাগা হয়ে ওঠে।

এ বিষয়টি সামনে রেখে আমরা প্রফেশনালি এ সার্ভিসটি চালু করতে চাচ্ছি। জি, আপনার বইটি ফাইনাল সম্পাদনা হওয়ার পর একবার চাইলে পাঠ করিয়ে নিতে পারেন আমাদের মাধ্যমে।

কাঠখোট্টা ইতিহাসকে সুখপাঠ্য করে তুলতে অনেকে আশ্রয় নেন গল্পভাষ্যের৷ তবে, গল্পের কল্পনাপ্রধান সত্তা এখানেও বহাল থাকে৷ সে হ...
29/04/2022

কাঠখোট্টা ইতিহাসকে সুখপাঠ্য করে তুলতে অনেকে আশ্রয় নেন গল্পভাষ্যের৷ তবে, গল্পের কল্পনাপ্রধান সত্তা এখানেও বহাল থাকে৷ সে হিসেবে স্মৃতিগদ্যের বয়ানে ইতিহাস বলে যাওয়া প্রায় পুরোটা সত্যের কাছাকাছি৷ গল্পের চরিত্রের খাতিরে এখানে বাস্তব-কল্পনার মাখামাখির সুযোগ কম৷ প্রয়োজন পড়ে না জোড়াতালি দেওয়ার জন্য কোনো বানোয়াটকাণ্ডের৷

স্মৃতিগদ্যের আড়ালে গল্প বলা, ইতিহাস উদ্ধৃত করা ও রম্য-স্যাটায়ারে বেশ মুনশিয়ানা দক্ষতায় অনন্য অবস্থানে আছেন আবুল হাসান মুহাম্মদ আজীজুর রহমান—যাকে আমরা চিনি হাসান আজীজ নামে৷ তার অপ্রকাশিত গ্রন্থ তবু অনন্ত জাগে পড়লে আশা করি তার ও তার লেখার প্রতি আপনার ভিন্নরকম টান ও সম্পর্ক তৈরি হবে৷

নবধ্বনি ঈদসংখ্যা ২০২২-এ প্রকাশিত ‘স্বপ্নভ্রমণে শামেলি’র কথাই ধরা যাক৷ দেওবন্দ মাদরাসায় ভর্তিপরীক্ষা দেওয়ার পর রেজাল্ট আসার আগের দিনগুলোতে বিশেষত মাওয়ায়েজে খামসাতে সফরের একটা রেওয়াজ আছে বলা যায়৷ হাসান আজীজরাও ঘুরতে গিয়েছেন, যেই স্মৃতি তিনি বিস্তারিত বলেছেন তার বইতে৷ এখানেও তিনি সেই কাহিনি বলতে শুরু করে বলে ফেললেন শামেলিযুদ্ধ ও তার মহানায়ককে নিয়েছ

যেকোনো রচনার শুরুটা যদি একটা নাটকীয় কিংবা বিষেশ ঢংয়ের হয়, শুরুতেই পাঠককে আকৃষ্ট করে ফেলে৷ গল্পকাহিনি কার না ভালো লাগে! নসিহতের উদ্দেশ্য হলেও কুরআনে কত গল্প-কিসসা! কজন ঘুরতে যাবেন, কিন্তু ক্যাচাল হবে না শুরুতে এ হতে পারে না! এরকমই একটা দৃশ্যের অবতারণা করলেন তিনি, বিশেষ কায়দায়! তারপর তিনি মাওয়াজেয়ে খামসা ঘোরার মাঝপথেই আপনাকে ঘুরিয়ে নিয়ে আসবেন শামেলিপ্রান্তর থেকে—দেড়-দুশো বছর আগের দারুল হরবের সচিত্র আখ্যান!

[একটা কথা না বললেই নয়; আমার মনে হয় অনেকে বুঝে কিংবা না বুঝে সীমাবদ্ধ পাঠকশ্রেণি কল্পনা করেই লিখতে বসেন৷ এ এক দুর্বলতা যা তারা কাটিয়ে ওঠার সাহস রাখেন না হয়তোবা৷

বিশেষ কোনো ব্যক্তি, ঘটনা—কিংবা ধরুন নির্দিষ্ট পরিমণ্ডলের পরিভাষা ইত্যাদি ওই নির্দিষ্ট ঘরানার সংশ্লিষ্টরাই ভালো বুঝে থাকেন, কিন্তু লেখকও কেন যেন লেখার সময় ওই নির্দিষ্ট পরিমণ্ডলের লোকদের জন্যই লেখেন, যখন কিনা লেখার প্রতিপাদ্য ও আবেদন সার্বজনীন৷

পরিভাষার বিষয়টা আপেক্ষিক; কিন্তু, ঘটনা ও ব্যক্তি-প্রতিষ্ঠানের পরিচয়টা এসব ক্ষেত্রে কেবল টাচ দিয়ে গেলে (কিংবা আমার কাছে বিরক্তিকর বাক্য—এ/তার ব্যাপারে বিস্তারিত বলার প্রয়োজন বোধ করছি না) কেউ কেউ হয়তো বুঝবে, কিন্তু কেউ কেউ না বোঝার ফলে লেখাটা পড়ে পরিতৃপ্ত হবে না৷

এসব ক্ষেত্রে নিজ নৈপুণ্যে অল্পকথায়, দুয়েক বাক্যে সুন্দর করে পরিচয়/ঘটনার বয়ান পেশ করা যায়! দেখা যাবে, পাঠকের জানার পরিধি কিংবা বিস্তারিত রচনার পরিবর্তে আপনার ওই দুই কথাই উদ্দিষ্ট ব্যক্তিকে অভিনবত্বের সাথে উপস্থাপন করে! সমকালে অনেককেই দেখি এটা করতে৷ আরও বিরক্ত হই, যখন দেখি, টীকাভাষ্যেও তারা এ কথা বলেন! তাহলে টীকার প্রয়োজন কী? কী দরকার অহেতুক ফুটনোট দেওয়ার?]

যেকোনো সংকলন হাতে নিয়ে আমরা ভাবি—কোনটা দিয়ে শুরু করা যায়! আমার মনে হয় আমার নির্বাচনটা সঠিক ছিল—সার্বিক বিচারে৷ স্বপ্নভ্রমণে শামেলি (শিরোনামটা মনে হচ্ছে যথাযথ হয়নি) শীর্ষক সুখপাঠ্য এই রচনার মাধ্যমে শুরু হলোপ্রথম এই ইদে আমার সংগৃহীত প্রথম ঈদসংখ্যার প্রথম পাঠ৷ আপনার পাঠও সুখপাঠ্য হোক৷

অন্যান্য লেখা নিয়েও ওয়াজ কিংবা বকওয়াস শুনতে চাইলে প্যান্ডেলের ভেতরেই থাকুন

ওয়াজ হবে বিশেষ কিছু লেখা নিয়ে, পৃথকভাবে, ইনশাআল্লাহ! আগ্রহিরা প্যান্ডেলে বসে যান..
28/04/2022

ওয়াজ হবে বিশেষ কিছু লেখা নিয়ে, পৃথকভাবে, ইনশাআল্লাহ! আগ্রহিরা প্যান্ডেলে বসে যান..

কুরআনের অর্থ বুঝতে যদি সরাসরি আয়াতের অর্থ শেখা হয় তাহলে একটু চাপ হয়ে যায় মনে করি৷ শব্দের অর্থ, বাক্যের অর্থ—দুইটা ধাপ৷ ত...
26/04/2022

কুরআনের অর্থ বুঝতে যদি সরাসরি আয়াতের অর্থ শেখা হয় তাহলে একটু চাপ হয়ে যায় মনে করি৷ শব্দের অর্থ, বাক্যের অর্থ—দুইটা ধাপ৷ তবে এ ক্ষেত্রে মূল ফোকাস থাকে আয়াতের অর্থ বোঝার প্রতি, যদ্দরুন শব্দের অর্থ স্বাভাবিকভাবে মনে থাকে না কিংবা মনে রাখার জন্য বিশেষ কসরত করতে হয়৷ তবে, যদি প্রথমে কুরআনিক শব্দগুলোর অর্থ পৃথকভাবে শেখা যায় তার পর বাক্যের অর্থের প্রতি মনোনিবেশ করা হয়, তা হলে (অর্থ তো আর মুখস্ত করা যায় না) অনুবাদ করতে, পড়তে, বুঝতে ও পড়ার সময় অর্থ অনুধাবন করতে বেশ সহায়ক হবে৷

ইলাল কুরআনিল কারিম বইটি আপনাকে কুরআনের দীর্ঘস্থায়ী অর্থ বোঝার ক্ষেত্রে সহায়তা করবে৷ তবে, আরবি বাক্যরীতির প্রাথমিক স্তরের ধারণা-থাকা ব্যক্তিদের জন্য—বিশেষত ছাত্র—বইটি খুবই উপকারী৷ প্রাথমিক স্তরের অনেককে দেখা যায় তর্জমা মুখস্ত করতে; তর্জমা মুখস্ত করার চেয়ে প্রতিটি শব্দের অর্থ পৃথকভাবে শিখে নিলে তর্জমা করতে যেমন সুবিধা, সাধারণভাবে তেলাওয়াত করার সময় অর্থ উপলব্ধির বিশেষ একটা সুযোগ থেকে যায়৷ সেই জায়গা থেকে বইটিকে খুবই উপকারী মনে হলো৷

#বুকওয়াজ

‘কাজী আবুল কালাম সিদ্দীক’ রচিত ‘বাগরামের বন্দিনী’৷বইটি মোট চারটি অধ্যায়ে রচিত৷প্রথম অধ্যায়ে ড. আফিয়া সিদ্দিকির মুক্তজীবন...
25/04/2022

‘কাজী আবুল কালাম সিদ্দীক’ রচিত ‘বাগরামের বন্দিনী’৷

বইটি মোট চারটি অধ্যায়ে রচিত৷

প্রথম অধ্যায়ে ড. আফিয়া সিদ্দিকির মুক্তজীবন নিয়ে আলোচনা করা হয়েছে৷ পরিবার বাবা-মা শৈশব ভাইবোন পড়াশোনা প্রাথমিক ও উচ্চশিক্ষা গ্রাজুয়েশন ও পিএইচডি পুরস্কার দাওয়াত ও চিন্তা নিপীড়িত উম্মাহর ফিকির কোরআনের সাথে বাঁধা-জীবন এডুকেশন সিটি গড়ার পরিকল্পনা ক্যাম্পাসে দাওয়াতি কার্যক্রম ও স্বামী-সন্তানের ব্যাপারে মোটামুটিভাবে আলোচনা করা হয়েছে৷

দ্বিতীয় অধ্যায় হলো তার বন্দিজীবন নিয়ে৷ এ অধ্যায়ে একজনজরে বন্দিজীবনের কাহিনি আটক-নির্যাতন কারাগার বিচার-শুনানি দণ্ড আফিয়ার চিঠি প্রভৃতি বিষয়ে আলোকপাত করা হয়েছে৷

তৃতীয় অধ্যায়ে তার গ্রেফতার নিয়ে প্রতিবাদ-প্রতিক্রিয়ার ব্যাপারে আলোচনা হয়েছে৷ ধর্মীয় প্রতিষ্ঠান ও মুফতিদের ফতোয়া, আলেমদের প্রতিক্রিয়া, রাজনীতিবিদদের প্রতিক্রিয়া, সাংবাদিকদের প্রতিক্রিয়া, ইমরানের কাছে আফিয়ার চিঠি ও ওবামার কাছে আফিয়ার মায়ের আবেদন ইত্যাদি বিষয় আলোচিত হয়েছে৷

চতুর্থ অধ্যায় পরিশিষ্ট টাইপের, এটাকে পৃথক অধ্যায় নাম না দিয়ে পরিশিষ্ট হিসেবে রাখলেই বরং ভালো হতো! এখানে ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি নারীদের দুর্দশা, মুসলিম বিজ্ঞানী নিধনে ইহুদি চক্র ইত্যাদি বিষয়ে লেখা হয়েছে৷

সার্বিকভাবে বইটা ভালোই লেগেছে, আফিয়া সিদ্দিকিকে নিয়ে তেমন কার্যকরী কোনো বই লেখা হয়নি বাংলা ভাষায়, এ বইটা অনেকটাই তা পূরণ করবে বলে বিশ্বাস৷

#বুকওয়াজ

১৯২২ সালের ২৭ জানুয়ারি৷ আজ থেকে ঠিক শতবর্ষ পূর্বে তৎকালিন সিরাজগঞ্জ মহকুমার সলংগা হাটে বৃটিশ প্রসাশনের বিচারবহির্ভূত অন্...
04/03/2022

১৯২২ সালের ২৭ জানুয়ারি৷ আজ থেকে ঠিক শতবর্ষ পূর্বে তৎকালিন সিরাজগঞ্জ মহকুমার সলংগা হাটে বৃটিশ প্রসাশনের বিচারবহির্ভূত অন্যায় হত্যাকাণ্ডে প্রাণ হারায় বারোশ’রও অধিক সংগ্রামী জনতা৷ আহতের সংখ্যা ছিল প্রায় চার হাজার৷ সলংগা হাটের অদূরেই রহমতগঞ্জে শহিদদের গণকবর দেয় বৃটিশ প্রশাসন৷ নিহতদের সাথে রক্তাক্ত অচেতন বহু জীবন্ত নেতাকর্মীকেও গণকবরে শুইয়ে দেয়৷

ভাবা যায়, নির্মমতা কতদূর গেলে এমনটা করা যায়! অথচ এই হত্যাকাণ্ডের কোনো বিচার করে না বৃটিশ প্রসাশন, ঠিক যেমনিভাবে বিচার করা হয়নি জালিয়ানওয়ালাবাগের পৈশাচিক ম্যাসাকারের৷

শত বছর পেরিয়ে গেল, বিচার তো দূর—আমরা ভুলেও গেছি এই ইতিহাস৷ ইংরেজ বেনিয়াদের নাগপাশ মুক্ত করতে একশ নব্বই বছরে লাখো লাখো জনতা প্রাণ হারিয়েছেন৷ ইংরেজদের তো তাড়ানো হয়েছে কিন্তু সেই সাথে তাদের জুলুমের দাস্তান কিন্তু মুছে যায়নি ইতিহাসের পাতা থেকে, পূর্বসূরিদের রক্তের ঋণ এখনো রয়ে গেছে আমাদের ওপর৷

সেদিন আবদুর রশীদ তর্কবাগীশ ইংরেজদের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় সলংগা হাট রঞ্জিত হলো স্বাধীনতাকামীদের রক্তে, কিন্তু সেই রক্তমাখা ইতিহাসও আমরা ভুলে গেছি৷ তরুণ লেখক আহমাদ সাব্বির ইতিহাসের চাপা-পড়া এক অজানা অধ্যায় উন্মোচিত করেছেন আমাদের সামনে৷ সলংগা-ট্র্যাজেডি নিয়ে বাংলা ভাষার প্রথম উপন্যাসটি প্রকাশ করেছে পুনরায় প্রকাশন৷ সবার তরে শুভেচ্ছা৷

সলংগা—বাঙালি মুসলমানের ইংরেজবিরোধী দ্রোহের আখ্যান
লেখক : আহমাদ সাব্বির
প্রকাশক : Punoray Prokashon

দীর্ঘদিন যাবত ওয়াজ বন্ধ আছে৷ ওয়ায়েজকে দেওয়া হাদিয়ার বইসংখ্যা বাড়ছেই কেবল৷বুকওয়াজ নিয়ে আমাদের প্ল্যান ছিল একরকম, যাত্রাক...
18/02/2022

দীর্ঘদিন যাবত ওয়াজ বন্ধ আছে৷ ওয়ায়েজকে দেওয়া হাদিয়ার বইসংখ্যা বাড়ছেই কেবল৷

বুকওয়াজ নিয়ে আমাদের প্ল্যান ছিল একরকম, যাত্রাকালে, এখন তা আরও উন্নত হচ্ছে, কিছুটা পরিবর্তন ও বিস্তৃতি আসছে৷ কয়েকদিন পরই নতুনভাবে, ভিন্ন আঙ্গিকে কাজ শুরু হবে ফের.. ততদিন পর্যন্ত সাথেই থাকুন আমাদের..

বুকওয়াজ | বই নিয়ে বকওয়াস

09/01/2022

আমরা চেয়েছিলাম সময়ের শক্তিমান তরুণ কথাসাহিত্যিক সাব্বির জাদিদের শুরুদিকের গল্পের বই রক্তপতাকার প্রতিটি গল্প নিয়ে পৃথকভাবে ওয়াজের আসর বসাবো, কিন্তু নানাবিধ কারণে আমরা সেটা আর সামনে বাড়াতে পারছি না৷

আপনারা কোন বইয়ের ওয়াজ চান?
কিছু নাম দিচ্ছি, এখান থেকে কোনো একটা সিলেক্ট করলে চেষ্টা করব ইনশাআল্লাহ৷

ক্ষণকালের আভাস হতে
নবীজননী মা আমেনা
পিতামহ
বিষণ্ণ জোছনা
এ জীবন পুণ্য করো

স্মর্তব্য, বুকওয়াজে প্রথাগতভাবে কোনো বইয়ের রিভিউ দেওয়া হয় না, মানা হয় না কোনো সূত্র বা নিয়ম-বিধি৷ প্রচারমূলক কন্টেন্ট, সমালোচনা, খণ্ডন—নানান বিষয়কে সামনে রেখেও আমরা ওয়াজ করি না৷ বলা যায় কিছু আলাপ করা হয়, বর্তমান মাহফিলের মাঠে যেমন ওয়াজ চলে, তেমনি হাবিজাবিটাইপের কিছু৷
(এখানে ওয়াজ মাহফিলকে ছোট করা হয়নি, আশা করি ভুল অর্থ নেবেন না কেউ)

বাসায় পুলিশ এসে জিজ্ঞেস করল, “আপনার ছেলে শাপলা চত্বরে গিয়েছিল?”পুলিশের কাছে ছেলের সন্ধান পাবে ভেবে জবাব দিলেন, গিয়েছিল, ...
04/01/2022

বাসায় পুলিশ এসে জিজ্ঞেস করল, “আপনার ছেলে শাপলা চত্বরে গিয়েছিল?”
পুলিশের কাছে ছেলের সন্ধান পাবে ভেবে জবাব দিলেন, গিয়েছিল, আর ফিরে আসেনি৷
পুলিশ বলল, হেফাজতের পক্ষ থেকে নিখোঁজদের তালিকা তৈরি হচ্ছে, আপনার ছেলের নাম যেন তালিকাভুক্ত না হয়৷ ... আমরা যা বলছি তাই করেন, নইলে...৷

কথাশিল্পী সাব্বির জাদিদের প্রথমদিকের বই ‘রক্তপতাকা’৷ দশটি গল্পে সংকলিত বইটি৷ প্রথম গল্প—অপেক্ষা৷ কুষ্টিয়ার বড় একটা মাদরাসায় তিরমিজি পড়াতেন ইমতিয়াজ আহমাদ৷ ৫ মে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচি উপলক্ষ্যে একদিন আগেই পাঁচ সহকর্মীর সঙ্গে সেই যে বেরিয়েছেন, আর ফিরে যাননি মারজানার কাছে, স্বামীর সরলতাকে সান্ত্বনার পুঁজি করে আজও যে স্বামীর অপেক্ষায় থাকে, পানের খিলি প্রস্তুত করে রাখে, পুঁইশাক রাঁধে৷ শাশুড়ি আর মেয়ে মারজানার পাগলামোতে অতিষ্ঠ৷ তবে অপেক্ষার ফল পেয়েছে মারজানা—দেশীয় ফল; দ্বিগুণ অপেক্ষা৷

এ দেশে কোনো মেয়ে একবার ধর্ষিত হলে পরবর্তী প্রতিটি পদক্ষেপেই তাকে কারও না কারও বিছানায় শুতে হয়, প্রত্যেকের কাছেই তার সম্ভ্রম সস্তা হয়ে যায়, সকলেই তাকে ভোগপণ্য জ্ঞান করে; ধর্ষণের বিচার তার কপালে জোটে না৷

এই বই নিয়ে সংক্ষিপ্ত ওয়াজ করা হবে আগামী সপ্তায় ইনশাআল্লাহ
22/12/2021

এই বই নিয়ে সংক্ষিপ্ত ওয়াজ করা হবে আগামী সপ্তায় ইনশাআল্লাহ

বেলালের আত্মসর৷ পাকিস্তানি লেখক, কবি ও রেডিও প্রযোজক সৈয়দ সালিম গিলানির মুনশিয়ানা এবং তরুণ চিন্তক আলেম আবদুল্লাহিল বাকি’...
13/12/2021

বেলালের আত্মসর৷ পাকিস্তানি লেখক, কবি ও রেডিও প্রযোজক সৈয়দ সালিম গিলানির মুনশিয়ানা এবং তরুণ চিন্তক আলেম আবদুল্লাহিল বাকি’র অনুবাদে চমৎকার একটি বই৷ হাবশা থেকে আগত কৃষ্ণাঙ্গ বেলালের ওপর চলা অত্যাচার, তার স্বাধীনতা, দাম্পত্য, নবিজির নৈকট্য, নিজের হিজরত, রাসুলের মুয়াজ্জিন হয়ে ওঠা, যুদ্ধে অংশ নেওয়া এবং নবিশূন্য পৃথিবীতে তার কষ্টে যাপিত দিনগুলোর কথা আত্মজীবনীর সুরে, উত্তম পুরুষের বয়ানে ঔপন্যাসিক ঢংয়ে লেখা; বানোয়াট, অসত্য ও অবাস্তব কল্পনার মিশ্রণমুক্ত রচনা৷

*
নির্বাসিতের জবানবন্দি মূলত সুলতান আবদুল হামিদ (২য়) রহ.-এর তথ্যসমৃদ্ধ দিনলিপি, যা নিছক দিনলিপির গণ্ডি পেরিয়ে এক ঐতিহাসিক নথির রূপ নিয়েছে৷ বইটি উসমানি খেলাফতের পতনের ঐতিহাসিক দলিল হিসেবে পরিগণিত৷ বার্ধক্যের কারণে শ্রুতিলিখন করতে হয়েছে; এতে তিনি যেমন নিজের বয়ানে বাস্তবসিদ্ধ সত্য তুলে ধরেছেন—যদ্দরুন তথ্যবিকৃতিকারকদের ভেজাল ও উদ্দেশ্যপ্রণোদিত জাল ইতিহাস বুঝতে পারা যাবে এবং অসফল হয়ে যাবে তাদের কূটচাল—তেমনি তিনি জবাব দিয়েছেন তার প্রতি আরোপিত জঘন্য মিথ্যাচার ও নির্জলা অপবাদের৷ মজলুম সুলতানের ব্যাপারে জানতে তারই বয়ানে লিখিত এই বইটির বিকল্প হতে পারে না৷

*
হারিয়ে যাওয়া পদরেখা বইটি সুলতান জালালুদ্দিন খাওয়ারিজম শাহের অঞ্চলে লেখক ইসমাইল রেহানের একটি অনুসন্ধানী ভ্রমণের সরস ফিরিস্তি৷ ‘খাওয়ারিজম সাম্রাজ্যের ইতিহাস’ বইটি লিখতে বসার পর কৌতূহল তাকে টেনে নিয়ে গেছে ওই অঞ্চলে—ঐতিহাসিক প্রত্নস্থলগুলো সরেজমিনে প্রত্যক্ষ করার অন্তর্তাড়নায়৷ খাওয়ারিজম সাম্রাজ্যের ইতিহাস বইটি পড়ে এটি পড়লে যেনবা আপনিও সেইসব এলাকায় ঘুরে এসেছেন, স্বচক্ষে প্রত্যক্ষ করছেন সুলতানের সালতানাত৷ লেখক হিসেবে ইসমাইল রেহান এবং আলমগীর মুরতাজা দুজনই আমার পছন্দের, পাঠকেরও৷

*
বিংশ শতাব্দীতে মিশরীয় মুসলমানদের ওপর পিশাচীয় তাণ্ডব চালানো হয়৷ কারাগারে বন্দি রেখে করা হয় নির্যাতন, চলতে থাকে অবিরত অত্যাচার৷ জালেমের জিন্দানখানার এক বন্দিনী ‘জায়নাব আল-গাজালি’ রোমহর্ষক স্মৃতিমন্থন করে লিখেছেন ‘কারাবাসের দিনগুলি’ বইটি৷ অনুবাদ করেছেন ইমরান হোসাইন নাঈম, তার চমৎকার একটি কথা তুলে ধরছি : অনেকেই হয়তো ভাবি—‘বিদেশি শব্দের বাংলা অর্থটা তুলে দিলেই তো হয়ে গেল অনুবাদ’৷ হ্যাঁ, অনুবাদ তো হয়ে যাবে; কিন্তু অমন যান্ত্রিক অনুবাদ পড়তে হলে এবং বুঝতে হলে নতুন করে যন্ত্র আবিষ্কার করতে হবে৷

11/12/2021

বুকওয়াজ কিংবা বই নিয়ে বকওয়াস্ হবে এখানে, অবাধে; অবারিত, স্বাধীনভাবে..

Address

119-133 R M Dash Road
Dhaka
1100

Telephone

+8801990802481

Website

Alerts

Be the first to know and let us send you an email when BookWaz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BookWaz:

Share

Category