Apex general knowledge bd

Apex general knowledge bd welcome to Apex general knowledge bd. this page is ready to educational support to everyone.

04/08/2025

রাশিয়া-ইউক্রেন সংকট: ২০২৫ ইউক্রেনের জন্য একটি সংকটময় বছর হবে বলে ধারণা। পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সামরিক সহায়তা কমাতে পারে, ফলে রাশিয়ার নিয়ন্ত্রণ বাড়তে পারে এবং যুদ্ধ চলতে পারে, তবে আন্তর্জাতিক সমঝোতার সম্ভাবনাও থাকছে।

07/07/2025

নারী ফুটবল খেলোয়াড় ঋতুপর্ণা কোন নৃ গোষ্ঠীর?
ক গারো খ খাসিয়া
গ চাকমা ঘ মারমা

03/07/2025

রাশিয়ার মুদ্রার নাম কি??
ক ডলার খ টাকা
গ রুবল ঘ পাউন্ড

09/05/2025

শ্রমিক দিবস কত তারিখে?
ক. পহেলা মে খ. ১০ই মে
গ. ১০ জানুয়ারি ঘ. পহেলা জুলাই

07/05/2025

বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত হলো মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা ৮,৮৪৮ মিটার (২৯,০২৯ ফুট)। এই পর্বতটি নেপাল ও চীনের (তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল) সীমান্তে অবস্থিত।

#সাধারণজ্ঞান

04/05/2025

বিশ্বের ক্ষুদ্রতম নদী হিসেবে সাধারণভাবে যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের রো (Roe) নদীকে স্বীকৃতি দেওয়া হয়। এই নদীর দৈর্ঘ্য মাত্র ৬১ মিটার (২০১ ফুট)। নদীটি জায়ান্ট স্প্রিং থেকে উৎপন্ন হয়ে মিসৌরি নদীতে পতিত হয়েছে। এক সময় 'ডি' নদী (যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যে, দৈর্ঘ্য ১৩০-১৩৪ মিটার) এই শিরোপা পেলেও, ১৯৮৯ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস রো নদীকে বিশ্বের সবচেয়ে ছোট নদী হিসেবে স্বীকৃতি দেয়।

তবে বিতর্ক আছে-কারণ ইন্দোনেশিয়ার তামবোরাসি (২০ মিটার) ও নরওয়ের কোভাসেলভা (২০ মিটার) নদীও আরও ছোট বলে দাবি করা হয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ২০০৬ সাল থেকে ক্ষুদ্রতম নদীর স্বীকৃতি দেওয়া বন্ধ করেছে। তবুও, অধিকাংশ সূত্র ও সাধারণ জ্ঞানে রো নদীই বিশ্বের ক্ষুদ্রতম নদী হিসেবে পরিচিত।


#সাধারণজ্ঞান


27/04/2025

এশিয়ার বৃহত্তম মসজিদ বর্তমানে তাজিকিস্তানে অবস্থিত।

27/04/2025

"মালদ্বীপ কোন সাগরে অবস্থিত?

ক ভারত মহাসাগর
খ পারস্য উপসাগর
গ বঙ্গোপসাগর
ঘ আরব সাগর

23/04/2025

General knowledge. সাধারণ জ্ঞান।
#সাধারণজ্ঞান

বাংলাদেশে "পাহাড়ের রানী" বলা হয় বান্দরবান জেলার চিম্বুক পাহাড়কে। এটি দেশের তৃতীয় বৃহত্তম পাহাড় এবং সমুদ্রপৃষ্ঠ থেকে...
23/04/2025

বাংলাদেশে "পাহাড়ের রানী" বলা হয় বান্দরবান জেলার চিম্বুক পাহাড়কে। এটি দেশের তৃতীয় বৃহত্তম পাহাড় এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৫০০ ফুট উচ্চতায় অবস্থিত। এছাড়া, ভারতের দার্জিলিংকেও "পাহাড়ের রানী" বলা হয়। তবে বাংলাদেশে সাধারণত বান্দরবান জেলার চিম্বুক পাহাড়কে পাহাড়ের রানী হিসেবে পরিচিতি দেওয়া হয়।
#সাধারণজ্ঞান

21/04/2025

সাধারণ জ্ঞান।
#সাধারণজ্ঞান

নেলসন ম্যান্ডেলার অনুপ্রেরণামূলক উক্তি-1.আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না,ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি ত...
21/04/2025

নেলসন ম্যান্ডেলার অনুপ্রেরণামূলক উক্তি-

1.আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না,ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো।

2.শিক্ষা সবচেয়ে শক্তিশালী একটা অস্ত্র, যা তুমি বিশ্বের পরিবর্তনে ব্যবহার করতে পার।

3.কোনো কাজ শেষ না হওয়া পর্যন্ত সেটিকে সব সময়ই অসম্ভব মনে হয়।

4.যে কোন কিছুতে ভীত নয়; সে নয়, বরঞ্চ যে ভয়কে জয় করে সেই হচ্ছে প্রকৃত সাহসী।

5.আমি মুক্তমনা বন্ধুদের পছন্দ করি। কারণ তারা আপনাকে কোনো সমস্যা সকল দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করে।"

6.কোনো বিশাল পাহাড়ের চূড়ায় ওঠার পর একজন দেখতে পায়, আরোহণের মতো আরও পাহাড় রয়েছে।

7.বিভিন্ন সমস্যা কিছু মানুষকে ধ্বংস করে দেয় আবার অন্যদের গড়ে তোলে। যে মানুষ চেষ্টা অব্যাহত রাখে, তার আত্মাকে কেটে ফেলার মতো যথেষ্ট ধারালো কোনো কুঠার নেই, আশার মতো অস্ত্র যার কাছে আছে, সে শেষ পর্যন্ত টিকে থাকবে।

#সাধারণজ্ঞান

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Apex general knowledge bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share