সত্যের সন্ধানে- In search of truth

সত্যের সন্ধানে- In search of truth আসসালামু আলাইকুম,
সত্যের সন্ধানে- In search of truth এর অফিসিয়াল ফেসবুক ফ্যানপেজে সবাই কে স্বাগতম ।

08/07/2025
01/06/2023

মুখের কোন ভাষা নাই কিছু বলতে পারি না। মুখে মুখে গরিব বান্ধব বাজেট বাস্তবে জিরো। বেগম পাড়ায় জমি কিনার ধান্দা সুইস ব্যাংকে টাকা পাঠানোর ধান্দা আর কত এভাবে গরিবদের ঠকাবেন। এনআইডি কার্ড সংশোধনের জন্য অনলাইন আবেদন করেছি। বলে টাকা লাগবে সংশোধন করার জন্য। আমরা মধ্যবিত্ত যেখানে যায় না কেন যে কোন কাজে টাকা ছাড়া কোনোটাই হয় না। জনপ্রতিনিধি হয়ে মুখ দিয়ে বলে যান বহুত কিছু গরিব বান্ধব বাজেট ধিক্কার জানাই আপনাকে আপনাদের সরকারকে ।

24/08/2022

একলোক ট্রেন থেকে নামলো,আরেক ট্রেনে উঠবে ২০মিনিট পর।এর মাঝখানে সে ওয়েটিং রুমে অপেক্ষা করার জন্য বসল।

ওয়েটিং রুমে ঢুকে তার চোখ পড়ল রুমের লাইট টি নষ্ট। তাই সে একটি এনার্জি বাল্ব কিনে লাগালো। তারপর খেয়াল করলো রুমের ফ্লোরে ময়লা,তাই একটি ঝাড়ু কিনলো তখন সে রুম ঝাড়ু দিলো। তারপর সে খেয়াল করলো রুমের বসার চেয়ারগুলো বেশি একটা আরাম দায়ক নয়, তাই সে একটি আরাম দায়ক চেয়ার কিনলো।এখন সে রুমটি সাজানোর জন্য কিছু জিনিস কিনে রুমটি সাজালো।
এখন সে অনেক ক্লান্ত হয়ে গেল এবং তার আরাম দায়ক চেয়ারে বসতে যাচ্ছে এই মূহুর্তে হঠাৎ করেই ট্রেনের হর্ন শুনতে পেল এবং সে ট্রেনে উঠার জন্য রুম থেকে চলে গেল এবং ট্রেনে বসে তার গন্তব্য স্থানে চলে গেল.......

আপনি ভাবছেন এই লোকের চেয়ে বোকা লোক আর পৃথিবীতে নেই।
কিন্ত আপনি কি জানেন এই লোকটি কে?

এই লোক টি আর কেউ নয়
আপনি - আমি!!!

অবাক হলে ও এটাই সত্য আমরাও দুনিয়াতে এসেছি সামান্য সময়ের জন্য।

১ম ট্রেন আমাদের জন্ম....
২য় ট্রেন আমাদের মৃত্যু এবং আমাদের গন্তব্য (জান্নাত অথবা জাহান্নাম)।

আর দুনিয়ার জীবন হচ্ছে ওয়েটিং রুম।।
যেখানে আমরা মাত্র কয়েকটা মিনিট থাকবো।

অথচ এই দুনিয়ার জীবনকেই এমন ভাবে সাজাচ্ছি।

যে আমরা ভুলেই গেছি আমাদের মৃত্যু খুব সন্নিকটে এবং আমাদের এই সাজানো গোছানো দুনিয়ার সব কিছু ছেড়ে মৃত্যু নামক ট্রেনে চড়ে চলে যেতে হবে।

আমরা এই ওয়েটিং রুমটি সাজিয়ে কয় মিনিট ভোগ করতে পারবো!

আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার মোহ কাটিয়ে আখিরাতের খোরাক যোগাড় করার তৌফিক দান করুন।

আমিন

13/10/2021

.

এটাই যুদ্ধের সেরা ছবি ফিলিস্তিনেরঃ😭😭😭😭😭হে মুসলিম শাসকগণ! নিদ্রা ছাড়িয়ে চোখ মেলুন  চেয়ে দেখুন! নির্যাতিত ফিলিস্তিনি শি...
19/05/2021

এটাই যুদ্ধের সেরা ছবি ফিলিস্তিনেরঃ😭😭😭😭😭
হে মুসলিম শাসকগণ! নিদ্রা ছাড়িয়ে চোখ মেলুন চেয়ে দেখুন! নির্যাতিত ফিলিস্তিনি শিশুটির দিকে একদিন আল্লাহর দরবারে আপনাদের জবাবদিহি করতে হবে। সময় থাকতেই জেগে উঠুন! আল্লাহ রহম করুন আমিন। আল্লাহুম্মা আমীন, ছুম্মা আমিন।

13/05/2021

রোজার শেষে কিসের খুশি? একটি অন্যরকম ঈদের গান..!

10/05/2021

রক্তাক্ত আকসা মসজিদে আজ দিনের বেলা ইসরাইল হামলা করতেছে! শতশত অসহায় মুসলমান আহত।।

10/05/2021

আমি ইচ্ছা কইরাই পুরো খবরটি পড়ি নাই। আমার গুষ্টিতে একজনও এখন আর খবর পড়ে না। আমার নানার গুষ্টিতেও কেউ আর এসব খবর পড়ে না। আমার পার্শ্ববর্তী এলাকায় কেউ পড়ে নাই। আমি পুরো খবর পড়ে তারপর গালাগালি করে মামলা খাবো নাকি?🤦‍♂️😁🤣

08/05/2021

আল আকসা মসজিদে ইসরায়েলি তাণ্ডব

নামাজরত মুসল্লিদের ওপর অঝোরে গুলি চালালো

ইসরায়েলিরা 👈

হে আল্লাহ জালেমদের হাত থেকে মুসলমানদেরকে রক্ষা করেন আর ঔ জালেমদের কে ধ্বংস করে দেও

Address

Dhaka
Dhaka
1200

Telephone

+8809638189155

Website

Alerts

Be the first to know and let us send you an email when সত্যের সন্ধানে- In search of truth posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share