In search of knowledge

In search of knowledge Anything but true happiness and fulfillment is not good enough for you, so don't settle for anything.

20/08/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

17/08/2025
Eid Mubarak 🌙🕌Eid Al Adha 2025
07/06/2025

Eid Mubarak 🌙🕌
Eid Al Adha 2025

21/05/2025

Metro Bangladesh

Celebrating my 3rd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
24/04/2025

Celebrating my 3rd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

"Unveiling History: The 4,500-Year-Old Tunic at the Egyptian Museum"
19/04/2025

"Unveiling History: The 4,500-Year-Old Tunic at the Egyptian Museum"



এক ব‍্যক্তি তাঁর ছেলেকে ডেকে বললেন, যাও তো গাড়িটা বিক্রি করে আসো ! ছেলে ফিরে এসে বলল, বাবা গাড়ির দাম বলতেছে ৩০ হাজার টাক...
01/03/2025

এক ব‍্যক্তি তাঁর ছেলেকে ডেকে বললেন, যাও তো গাড়িটা বিক্রি করে আসো !
ছেলে ফিরে এসে বলল, বাবা গাড়ির দাম বলতেছে ৩০ হাজার টাকা!
বাবা বললেন, অন‍্য দোকানির কাছে যাও।
ছেলে ফিরে এসে বলল, বাবা উনি তো বলতেছেন আরো কম, ২০ হাজার ।
বাবা বললেন, অন্য দোকান দেখো না!

ছেলে এবার গেল এক এন্টিকের দোকানে।

দোকানি গাড়ি দেখে হতবাক।
দ্বিতীয় বিশ্বযু*দ্ধের সময়কার গাড়ি! কেমনে কী! গাড়ির দাম দিতে চাইলেন ৩০ লাখ টাকা!
--
বাবা সব শুনে বললেন, হে আমার সন্তান জীবনে তোমাকে সবাই সমান দাম দেবে না! হয়তো এমন কাউকে পাবে যে তোমার আসল মূল্য বুঝবে! যে বুঝবে সেই তোমার আসল বন্ধু! বাকিরা দরকারের সঙ্গী! দরকারের সঙ্গীসহ সবাইকে ভালোবাইস্স! কেবল বিশ্বাস করিও তাকে যে তোমার মূল্য বোঝে!

12/02/2025

Surah Al Asr. Full Surah With Arabic Text

✅ ইসকনের মাঠে আসার রিস্ক মাথায় নিয়েই সরকারের উচ্চপর্যায়ের ডিসিশনে চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত হয়েছ...
28/11/2024

✅ ইসকনের মাঠে আসার রিস্ক মাথায় নিয়েই সরকারের উচ্চপর্যায়ের ডিসিশনে চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত হয়েছি।

আমাদের আশঙ্কা ছিলো এইটা সরকারকে বিপদে ফেলার জন্য কোন স্যাবোটাজ কি না। উত্তর হলো, না। এটা সরকার নিজের ডিসিশনেই করেছে।

চট্টগ্রামে জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা টানানোর মূল হোতা ছিলেন চিন্ময়। এবং তিনি এই সপ্তাহেই ঢাকা অভিমুখে লং মার্চ করার প্রিপারেশান নিচ্ছিলেন।

সবচে বড় কথা, এই কদিনের মধ্যে তিনি বেশ কয়েকবার ভারতে যাতায়াত করছিলেন।

ইভেন আজ উনাকে গ্রেফতার করা হয়েছে এয়ারপোর্টে, ভারত থেকে ফেরার পর।

ভারত থেকে উনি কোন মেসেজ ক্যারি করছিলেন, যেটা দিয়ে সরকার অস্থিতিশীল করার সর্বোচ্চ চেষ্টা করা হতো। এয়ারপোর্টে তাকে গ্রেফতার করার মধ্য দিয়ে সেই চেষ্টাকে থামানো গেল বলেই মনে হচ্ছে।

এই সরকারের ব্যাপারে আমার সবচে বড় অভিযোগ ছিলো যে এরা সবকিছু গুবলেট করে ঢাকায় এনে তারপর সমাধান করতে যায়। খুব সম্ভবত এইবার লংমার্চ হওয়ার আগেই সেইটা থামানো যাবে।

একইসাথে, এইটা দিয়ে সরকার চিন্ময় দাসকে যারা ওউন করে তাদের একটা শক্ত মেসেজ দিতে চাইতেছে, যে ভবিষ্যতে এমন কিছু করতে চাইলে তাদের ব্যাপারে শক্ত পদক্ষেপ নেওয়া হবে।

এবং সরকার এক্ষেত্রে অত্যন্ত কনফিডেন্ট যে তারা চিন্ময় দাস গ্রেফতার পরবর্তী পরিস্থিতি শক্ত হাতে দমন করতে পারবে এবং উগ্রবাদী, জাতীয় পতাকার অবমাননাকারীদের এবং একইসাথে প্রতিবেশি দেশ আর সে দেশের আশ্রিতা সেবাদাসী হাসিনাকে খুব শক্ত একটা মেসেজ দিতে পারবে।

আপাতত সরকারের এই সদিচ্ছাকে আমরা স্বাগত জানাই।


©️ সাদিকুর রহমান খান

এনাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে৷ রাষ্ট্র যে কোন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করতে পারে। এটাকে সাস্প্রদায়িক ইস...
28/11/2024

এনাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে৷ রাষ্ট্র যে কোন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করতে পারে। এটাকে সাস্প্রদায়িক ইস্যু করে বাংলাদেশে "হিন্দু নিরাপদ' না হেন তেন মানে উল্টাই ফেলতেছে৷
ভারতে বাবরী মসজিদ ভেঙে মন্দির বানানো হয়েছে, ঠিক গতকাল ভারতের উত্তর প্রদেশে প্রাচীন শাহী জামে মসজিদ ভেঙে মন্দির বানানোকে কেন্দ্র করে পুলিশের গুলিতে চারজন নিহত হয়েছে৷ এই মসজিদটি মুঘল আমলের তৈরি , মুঘল সম্রাট বাবরের আমলে এটি নির্মিত হয়েছে৷
একজন হিন্দুকেও কোনদিন বলতে শুনলাম না ভারতে মুসলিমরা নিরাপদ না৷ চুন থেকে পান খসলে ঢোল পিটানো শুরু হয় তাদের৷ এই দেশে তারা নিরাপদ না৷ আরে ভাই হিন্দু হয়ে যদি কেউ অপরাধ করে সে কি পার পেয়ে যাবে?

গত ১৫ বছর ধরে মন্ত্রণালয় থেকে শুরু করে যত সরকারি অফিসের বড় কর্তা ছিলো কিংবা এখনও আছে বেশির ভাগই হিন্দু৷ হিন্দুরা বড় বড় ব্যবসায়ী, তারা যদি নিরাপদই না হতো এই দেশে তাহলে এই জায়গা গুলো তৈরি হলো কিভাবে?
এদেশের মানুষ রাত জেগে মন্দির পাহারা দেই, অথচ আপনারা রাজনৈতিক ইন্দনে নিজের ধর্মীয় উপাসনালয় আপনারা নিজেরা ভাঙেন৷ কারো দাবার গুটি না হয়ে এদেশের নাগরিক হয়ে বেঁচে থাকেন, সিম্প্যাথি নিয়েনা৷ এদেশে একজন মুসলিম যতটা নাগরিক অধিকার পায় আপনারাও সেটাই পান।

হুজুগে হইয়েন না, বগল তলে বটি নিয়ে ঘুইরেন না৷ তবে সবাই খারাপ না৷ অনেক দেশ প্রেমিক হিন্দু আছে যেমন চুতিয়াও আছে তেমন৷

সৌন্দর্যের আরেক নাম সিলেট জেলা ❤️
23/11/2024

সৌন্দর্যের আরেক নাম সিলেট জেলা ❤️

19/11/2024

বিকেলের খেলাদুলা

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when In search of knowledge posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share