Quranic Tonic

Quranic Tonic মহানবী (স.) বলেছেন,"যে আমার একটি হাদিস জানলো সে যেন তা প্রচার করে।"
তাই এইক্ষুদ্র প্রচেষ্টা

01/10/2024

Homosexuality is a crime

30/09/2024

মুসআব ইবনে উমাইর (রা.) এর হৃদয়স্পর্শী গল্প | Islamic story

30/09/2024
18/01/2023

#বিয়ে
❝বিয়ের ক্ষেত্রে সৎ ও দ্বীনদার পাত্র নির্বাচন করা কর্তব্য। যে পাত্র বিয়ের পবিত্রতা রক্ষা করবে ও সুন্দর দাম্পত্য জীবন যাপন করবে। এ ক্ষেত্রে কোনরূপ ছাড় দেয়া জায়েয নয়। বর্তমানে এই স্পর্শকাতর বিষয়ে ব্যাপক অবহেলা দেখা যাচ্ছে। এখন লোকেরা এমন ছেলেদের কাছে মেয়ে বিয়ে দেয় অথবা তাদের আত্মীয়দের বিয়ে দেয় যে ছেলেরা আল্লাহকে ভয় করে না, পরকালকে পরোয়া করে না। নারীদের পক্ষ থেকে এ ধরনের স্বামীর ব্যাপারে ব্যাপক অভিযোগ পাওয়া যাচ্ছে। নারীরা এ ধরনের স্বামীদের নিয়ে সাংঘাতিক পেরেশানিতে পড়ে যাচ্ছেন। কিন্তু বিয়ের আগে তারা যদি সৎ পাত্র তালাশ করত আল্লাহ তাদের জন্য এমন পাত্র পাওয়া সহজ করে দিতেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে অবহেলার কারণে, অথবা সৎ পাত্রের ব্যাপারে গুরুত্ব না দেয়ার পরিপ্রেক্ষিতে এমনটি ঘটছে। খারাপ লোক কোনদিন ভাল হয় না। তাই পাত্র নির্বাচনে অবহেলা করা জায়েয নয়। কারণ খারাপ লোক তার স্ত্রীর সাথে খারাপ আচরণ করবে। এমনকি স্ত্রীকে দ্বীনবিমুখ করে ফেলতে পারে। সন্তান-সন্ততির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।❞ [1]


❛অভিভাবকের কর্তব্য হচ্ছে- তার অধীনস্থকে তাকওয়াবান ও দ্বীনদার পুরুষের কাছে বিয়ে দেয়া।❜ [2]


❝মেয়ের অভিভাবকের উপর ফরজ হচ্ছে— প্রস্তাব দেয়া ছেলের দ্বীনদারি ও চারিত্রিক বিষয়ে খোঁজ-খবর নেয়া। যদি ভাল তথ্য পাওয়া যায় তাহলে বিয়ে দিবে। আর যদি বিরূপ তথ্য পাওয়া যায় তাহলে বিয়ে দেয়া থেকে বিরত থাকবে। যদি আল্লাহ দেখেন যে, এই অভিভাবক শুধু দ্বীনদারি ও চারিত্রিক কারণে এই ছেলের কাছে বিয়ে দেয়নি তাহলে তিনি অচিরেই তার মেয়ের জন্য দ্বীনদার ও চরিত্রবান ছেলের ব্যবস্থা করে দিবেন।❞ [3]


তথ্যসূত্রঃ
1. শাইখ সালেহ আল-ফাওযান ‘আল-মুনতাকা’ গ্রন্থে (৪, প্রশ্ন নং ১৯৮)
2. আল-মাওসুআ আল-ফিকহিয়্যা (ফিকহী বিশ্বকোষ) গ্রন্থে (২৪/৬২)
3. শাইখ উছাইমীন (রহঃ) নুরুন আলাদ দারব ফতোয়া সংকলনে (বিবাহ/পাত্র নির্বাচন/প্রশ্ন নং-১৬)

18/01/2023

যে ব্যক্তি হালাল খাদ্য খেয়ে জীবন যাপন করবে, সুন্নাত অনুসারে আমল করবে এবং কোন মানুষ তার দ্বারা কষ্ট পাবে না, সে ব্যাক্তি জান্নাতে যাবে।

তিরমিযি ৪/৬৬৯

Yes This is our missionAnd I hope definitely Allah will help us In Sha Allah হ্যাঁ এটা আমাদের মিশনএবং আমি আশা করি আল্লাহ...
18/01/2023

Yes This is our mission
And I hope definitely Allah will help us In Sha Allah
হ্যাঁ এটা আমাদের মিশন
এবং আমি আশা করি আল্লাহ অবশ্যই আমাদের সাহায্য করবেন ইন শা আল্লাহ

Address

Alamdanga
Dhaka
7210

Website

Alerts

Be the first to know and let us send you an email when Quranic Tonic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share