Aman

Aman hi haloo M***i

26/05/2023

অনেক ভালো পেজ মাশাআল্লাহ

22/04/2023

ফলো টু ফলো # Aman # এসো নতুন কিছু শিখি

11/04/2023

১০০% গ্যারান্টি ফলো দিবেন ফলো নিবেন কোন প্রকার প্রতারণা হবে না

06/04/2023

ইনশাআল্লাহ আজ টার্গেট 1000🥺
Active আছি😃
👉দ্রুত ফলো দিন,
🚀রকেটের গতিতে ব্যাক বুঝে নিন।💯%👉

22/03/2023
ছবিটা দেখে নরমালি বুঝা যাচ্ছে যে,ভিতরে মৃতদেহ আছে।হঠাৎ করে বৃষ্টি শুরু। সবাই পলিথিন দিয়ে লাশটা ঢেকে বারান্দায় বা,ঘরে আশ্...
15/01/2023

ছবিটা দেখে নরমালি বুঝা যাচ্ছে যে,ভিতরে মৃতদেহ আছে।হঠাৎ করে বৃষ্টি শুরু। সবাই পলিথিন দিয়ে লাশটা ঢেকে বারান্দায় বা,ঘরে আশ্রয় নিয়েছে। যে ছবিটা ক্যাপচার করেছে,সেও রুম থেকেই তুলেছে।
এবার বুঝে নিন আপনার প্রয়োজন কতটুকু।মরার একটু পরেই সবাই পর।আপনার লাশটি ঘরে তোলা যাবে না।আপনার জন্য কেউ বৃষ্টিতে ভিজতেও পারবে না।শুধু একটু অশ্রু ঝরবে সবার,যা বাড়িতে পোষা কোনো প্রাণী মারা গেলেও ঝরে চোখ থেকে।
কিন্তু,কোনো ব্যক্তির দামী কোনো অলংকার হারিয়ে যতবার সেই হারিয়ে যাওয়া অলংকারের কথা স্মরণ করে ততবার আপনি মারা গেলেও স্মরণ করবে না।

সুতরাং,যতদিন বাঁচবেন নিজের জন্য বাঁচেন।ঈমান আমল নিয়ে বাঁচেন। কারণ, সবচেয়ে আপন হলেন আমাদের রব আমাদের আল্লাহ।
আসুন এখন থেকেই পরকালের চিন্তা করি আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। আমিন।🤲🤲

19/07/2022

পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না।

এতকিছুর পরও চলুন একটু হেসে কথা বলি।
রাগটাকে কমাই। অহংকারকে কবর দেই।
যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান।

আপনি কারো জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান। কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে।

10/06/2022

পৃথিবীতে এমন কোন আইন নেই যেটা নিজ হাতে তুলে নেওয়া যায়! কিন্তু একটি আইন আছে যা নিজ হাতে তুলে নেওয়া ইমানের পরিচায়ক।আর সেটা হলো من سب نبيا فاقتلوه অর্থাৎ নবী আঃ বলেন যে ব্যক্তি নবী সাঃ কে গালি দিবে অথবা কটূক্তি করবে তাকে যেখানে পাবে হত্যা করবে।

09/06/2022

ক্ষুদ্র চেষ্টা

02/06/2022

অসাধরণ গজল

তানজিম পরীক্ষার ফলাফল যারা মেধাতালিকায়
24/04/2022

তানজিম পরীক্ষার ফলাফল যারা মেধাতালিকায়

31/03/2022

ঢাকা কেরানীগঞ্জ থেকে বাড়ী সিরাজগঞ্জের দিকে রওনা হলাম নিরাপদ সফরের জন্য সকলের কাছে দোয়া চাই

🖤🖤🖤বাবা🖤🖤🖤ছোট খাটো একটা চাকরি করি।গত মাসে বড় মেয়ে কে বিয়ে দিয়েছি,প্রায় ৬ লক্ষ টাকা খরচ করে।আজ ইফতারি দিয়েছি জামাইয়ের বাড়...
30/03/2022

🖤🖤🖤বাবা🖤🖤🖤

ছোট খাটো একটা চাকরি করি।গত মাসে বড় মেয়ে কে বিয়ে দিয়েছি,প্রায় ৬ লক্ষ টাকা খরচ করে।আজ ইফতারি দিয়েছি জামাইয়ের বাড়িতে,প্রায় ১৫০০০ টাকা খরচ করে।একটু আগে মেয়ের ফোন।
বাবা কেমন আছেন?

-হ্যা মা ভালো।তুই ভালো আছিস ত?

আছি বাবা ভালো।

-এইভাবে বলছিস কেনো??তোর শ্বশুর রা খুশি হয়েছে তো?

ওরা কিছু বলেনি।ফুফু(জামাইয়ের ফুফু) বলেছে ইফতারি একটু কম হয়েছে।

-(তখন আমার চোখের পানি টলটল করছিল)আচ্ছা মা বলিছ,পরের বার থেকে আরো বাড়িয়ে দিবো।

বাবা শুনো।তুমি আমাদের বাড়িতে ঈদে কাপড় দিবে না?

-হ্যা মা দিবো।কেনো?

তুমি কাপড় দিওনা।খালা(জামাইয়ের খালা)বলেছে কাপড় দিলে সবার পছন্দ হবে না।কাপড় না দিয়ে টাকা দিয়ে দিতে।৩০,০০০ টাকা দিলে,সবার নাকি হয়ে যাবে।

-আচ্ছা মা।তুই চিন্তা করিস না।আমি এখন ও বেঁচে আছি।
(আমার বোঝতে দেরি হলনা,এতক্ষনে মেয়ের চোখের অনেক জল গড়িয়ে পড়েছে)

আচ্ছা বাবা,এখন রাখি।

-আচ্ছা মা ভালো থাকিস।

রাতে ছোট ছেলে নামাজ থেকে আসলো।
বাবা তুমি আছো?

-হা আছি।কিছু বলবি?

হ্যা,ঈদের পর ২য় সপ্তাহে সেমিস্টার ফাইনাল।বেতন, ফর্ম ফিলাপ ও অন্যান্য সহ ২৫হাজার টাকা লাগবে। আমার টিউশনির কিছু টাকা আছে। আপনি ২০ হাজার দিলে হবে।

-আচ্ছা দেখি। খেয়ে ঘুমিয়ে পর।

না বাবা,লেট হলে এক্সাম দিতে পারবো না।
নতুন জামাই বাড়িতে মৌসুমী ফলমুল দিতে হবে। তাতে ১০-১৫ হাজার টাকা দরকার। ঈদের পরে আবার কোরবানি,মেয়ের বাড়িতে গরু দিতে হবে।গরুর যে দাম,কমপক্ষে ৫০০০০ টাকা তো লাগবে।আবার নিজের জন্য ও একটা লাগবে।
এইখানে শেষ নয়,,আরো রয়েছে মেয়ের বাড়িতে দেওয়ার বিভিন্ন মৌসুমে বিভিন্ন আয়োজন।

এই সব চিন্তা করতে করতে না খেয়ে শুয়ে পড়েছি।নাবিলার মা অনেক কিছু জিজ্ঞেস করেছিলো,কিছু না বলে শুয়ে পড়েছি।
মাথায় একটা বিষয় কাজ করছে।টাকা!!টাকা!! আর মেয়ের সুখ।

এইভাবে রাত ১২ টা।হঠাৎ করেই বুকের ব্যথাটা বেড়ে গেছে। ধীরে ধীরে আমি দুর্বল হয়ে যাচ্ছি। আমার হাত-পা গুলো অকেজো হয়ে আসছে। আমার সারা জীবনের অনেক স্বপ্ন অসমাপ্ত রয়ে গেছে। সেই চিন্তা গুলো এখনো আমার পিছু ছাড়ছেনা।

পরদিন সকাল বেলা। সবাই কান্না কাটি করছে। আমার ছোট মেয়ে আর আমার প্রিয় স্ত্রী সব চেয়ে বেশি কাঁদছে।শুনলাম বড় মেয়ে ইতি এরই মধ্যে এসে গেছে।সবার দিকে চেয়ে থাকলাম। অনেক কিছু বলতে চাচ্ছি। কিন্তু কিছুই বলতে পারতেছিনা। ঠিক ২ মিনিট পর আর কিছু জানিনা।

এইভাবে হারিয়ে যাচ্ছে অনেক বাবা।আর বাবার স্নেহ থেকে বঞ্চিত হচ্ছে শত শত ছেলে মেয়ে। হয়তো অনেকে এখন ও জানে না,তাদের বাবার মৃত্যুর রহস্য।

এইভাবে প্রতিনিয়ত আমরা হারাচ্ছি আমাদের প্রিয় বাবাদের।।

আমাদের এই কু-প্রচলন কি পরিবর্তন হবে না??
হচ্ছে না কেনো??কেন হচ্ছে না ??

শহরে কিছুটা পরিবতর্ন হলেও গ্রামে ৯০% লোক এই কূ-প্রচলন থেকে বের হয়ে আসতে পারেনি।

চলুন আমরা জেগে উঠি।......ধ্বংস করি এই অপসংস্কৃতি।

27/03/2022

হে আল্লাহ! কাবায় আক্রমনে ইয়ামানের আবরাহা যেমন ধ্বংস হয়েছিল হুথীদের তেমনি ধ্বংস করে দাও এবং কাবা ও কাবার দেশকে রক্ষা কর।

26/03/2022

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Aman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aman:

Share

Category