শুভসংঘ - কালের কণ্ঠ, সি আর পি শাখা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • শুভসংঘ - কালের কণ্ঠ, সি আর পি শাখা

শুভসংঘ - কালের কণ্ঠ, সি আর পি শাখা শুভ কাজে সবার পাশে।�

আসসালামুআলাইকুম, আশাকরি সবাই ভালো আছেন।গত ২০১৯ সালে শুভসংঘ -সিআরপি শাখার এই কমিটি যাত্রা শুরু করে। এর পর থেকেই আমাদের এই...
05/03/2023

আসসালামুআলাইকুম, আশাকরি সবাই ভালো আছেন।গত ২০১৯ সালে শুভসংঘ -সিআরপি শাখার এই কমিটি যাত্রা শুরু করে। এর পর থেকেই আমাদের এই কমিটির সকলের প্রচেষ্টায় আমরা সমাজ সেবা মূলক কাজ করে আসছি। আমরা পথশিশুদের নিয়ে , স্পেশাল শিশুদের জন্য , অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, অসহায় রোগীদের চিকিৎসা ব্যবস্থা, ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রিক বিতরন এবং শীতবস্ত্র বিতরণ সহ কোভিড এর সময় আমাদের সাধ্যমতন চেষ্টা করেছি মানুষের ভিতর সচেতনতা সৃষ্টি করার জন্য এবং মানুষের পাশে দাঁড়ানোর জন্য।
এই কমিটির বেশিরভাগ সক্রিয় সদস্যবৃন্দের ইন্টর্ণশীপ শুরু হয়ে যাওয়ায় এই সামাজিক কাজ গুলো করাটা কঠিন হয়ে পড়েছে।তাই কমিটির সকলে সিদ্ধান্ত নিয়েছে নতুনদের এবং অনুজদের উপর দায়িত্ব দিয়ে সংগঠন কে আরো গতিশীল করার জন্য।

এরই ধারাবাহিকতায় গত ০৪, মার্চ একটি জরুরি সভার আয়োজন করা হয়। সভায় নতুন এবং সক্রিয় সদস্যদের সাংগঠনিক দিকনির্দেশনা দেওয়া হয়। উক্ত সভায় কমিটির সভাপতি তামজিদ হোসেন বর্তমান কমিটির মুলতবি ঘোষণা করেন এবং নতুনদের আরো উৎসাহ নিয়ে কাজ করার পরামর্শ দেন।

পরিশেষে সাবেক কমিটির সকলের সুস্থতা এবং প্রফেশনাল পর্যায়ে উন্নতি কামনা করে পুরাতন কমিটিকে বিদায় দেন কালের কণ্ঠ- শুভসংঘ, সি আর পি শাখার নতুন সক্রিয় সদস্যবৃন্দ।

সবাইকে "আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস" এর শুভেচ্ছা 🌸🌼আজকে  "কালেরকন্ঠ" পত্রিকার  প্রিন্ট ভার্সনে প্রকাশিত।
03/12/2022

সবাইকে "আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস" এর শুভেচ্ছা 🌸🌼
আজকে "কালেরকন্ঠ" পত্রিকার প্রিন্ট ভার্সনে প্রকাশিত।

আলহামদুলিল্লাহ।আজ শুভসংঘ-সিআরপি শাখা এর আয়োজনে  বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে সাভার এর সিআরপি তে বিশ্ব শিশু দিবস পাল...
21/11/2022

আলহামদুলিল্লাহ।আজ শুভসংঘ-সিআরপি শাখা এর আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে সাভার এর সিআরপি তে বিশ্ব শিশু দিবস পালিত হয়।
ওদেরকে কাছ থেকে না দেখলে আসলে আপনি কল্পনাই করতে পারবেন না যে ওরা কতটা প্রতিভাবান।
আমাদের একটু সুদৃষ্টিই পারে ওদেরকে সমাজের মূল স্রোতধারায় নিয়ে আসতে। সবার সহোযোগিতা পেলে ওরা ও অন্যান্য সুস্থ বাচ্চাদের মত সমাজ এবং দেশের বোঝা না হয়ে সম্পদে পরিনত হবে।

সর্বোপরি পৃথিবীর সকল শিশু যেন সুস্থ থাকে সেই কামনা করি। আর ধন্যবাদ জানাই যারা আজকের এই অনুষ্ঠানটি সফল করতে সহোযোগিতা করেছেন।
কৃতজ্ঞতা সকলের প্রতি।❤️❤️❤️

19/11/2022
https://www.banglanews24.com/national/news/bd/902457.details
30/12/2021

https://www.banglanews24.com/national/news/bd/902457.details

সাভার (ঢাকা): দেশের বৃহত্তম ও শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের কম্বল পেয়েছে শিল্পাঞ্চল সাভারের প্....

https://www.news24bd.tv/details/88463
30/12/2021

https://www.news24bd.tv/details/88463

নিম্নআয়ের অসহায় মানুষেরা শীতে কষ্টে দিন কাটান। প্রয়োজনীয় সংখ্যক শীতবস্ত্র না থাকায় সকাল-সন্ধ্যায় খড়কুটো জ্বালি...

দেশের বৃহত্তম শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের সহায়তায় কালের কণ্ঠ শুভসংঘের আয়োজনে সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন...
30/12/2021

দেশের বৃহত্তম শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের সহায়তায় কালের কণ্ঠ শুভসংঘের আয়োজনে সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) প্রতিবন্ধী ও দুস্থ-দরিদ্র-অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে সাভারের চাপাইনে সিআরপিতে এক হাজার মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রতিবন্ধী ও খেটে খাওয়া নিম্ন আয়ের অসহায় মানুষেরা শীতে কষ্টে দিন কাটায়। প্রয়োজনীয় সংখ্যক শীতবস্ত্র না থাকায় সকাল ও সন্ধ্যায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করে তারা। তাই হাড়কাঁপা শীতেও অনেক দরিদ্র ও অসহায় মানুষের কাছে পৌঁছে না শীতবস্ত্র। এমন পরিস্থিতিতে এবারও দরিদ্র শীতার্তদের পাশে দাঁড়িয়েছে দৈনিক কালের কণ্ঠ শুভসংঘ। বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় এক হাজার দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র পৌঁছে দেন শুভসংঘের সদস্যরা।
সাভারে সিআরপি ফিজিওথেরাপি বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ আনোয়ার হোসেন শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন। পৌষের শুরুতেই হাতে শীতবস্ত্র পেয়ে প্রতিবন্ধী রোগীদের মলিন মুখগুলোতে ফোটে স্বস্তির হাসি।

কম্বল পেয়ে প্রতিবন্ধী রবিউল বলেন, 'আমরা বরাবরই অবহেলিত। এবার পৌষের শুরুতেই তারা আবারও শীতবস্ত্র নিয়ে হাজির। বসুন্ধরা গ্রুপ ও শুভসংঘের এই ভালোবাসার কোনো প্রতিদান হয় না।'

শুভসংঘ সিআরপি সভাপতি তামজিদ হোসেন বলেন, 'শুভ কাজে সবার পাশে থাকায় অঙ্গীকার নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আমরা খুঁজে খুঁজে প্রকৃত দরিদ্র শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দিয়েছি। এতগুলো মানুষকে শীতের উষ্ণতা দিতে পেরে আমরা অনেক খুশি। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি, এটাই আমাদের বড় সফলতা।'
শুভসংঘের সহসভাপতি আনিকা তাসনিম বলেন, 'আমরা একটা বিষয় লক্ষ করেছি, যখন মানুষের যেটা প্রয়োজন শুভসংঘ সেটা নিয়েই হাজির হয়। পৌষের শীত চলছে। এই শীতে শীতবস্ত্র দেওয়াটা জরুরি ছিল। শুভসংঘ ও বসুন্ধরা গ্রুপ সেটিই করেছে।'

সিআরপির অকুপেশনাল থেরাপি বিভাগ এর বিভাগীয় প্রধান জুলকার নাইম বলেন, বসুন্ধরা গ্রুপ ও শুভসংঘের মতো বেসরকারি প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে সিআরপি অসহায় দরিদ্র শীতার্তদের কষ্ট অনেকটাই কমে আসবে।
https://www.kalerkantho.com/online/shuvosangho/2021/12/29/1105979?fbclid=IwAR1FSKCCAuasPUPP_6ufBGtDqwNsk04MQIZ9DNmf-z0IDtHg6ae6JQeKp7Y

দেশের বৃহত্তম শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের সহায়তায় কালের কণ্ঠ শুভসংঘের আয়োজনে সাভারে পক্ষাঘাতগ্রস্তদের

বর্তমান করোনার পরিস্থিতিতে প্রোন পজিশন এর কার্যকারীতা ও কোন সময়ে, কেন করা উচিত সে বিষয়ে সবার জেনে রাখা উচিত। আপনার পরিবা...
01/05/2021

বর্তমান করোনার পরিস্থিতিতে প্রোন পজিশন এর কার্যকারীতা ও কোন সময়ে, কেন করা উচিত সে বিষয়ে সবার জেনে রাখা উচিত। আপনার পরিবারের সদস্যদের এই গুরুতর পরিস্থিতি থেকে সুস্থ করে তুলতে যথেষ্ট কাজে দিবে এটি। জেনে রাখা ভালো, যাদের অক্সিজেন স্যাচুরেশন ৯৪ % বা এর নীচে এবং যাদের নিঃশ্বাসের দুর্বলতা আছে তাদের ক্ষেত্রে এটি বেশ কার্যকারী একটি পজিশন। সুস্থ্ এবং অসুস্থ ব্যাক্তিদের প্রতিদিন ১৬ ঘন্টা থাকতে না পারলেও কমপক্ষে ৮-১২ ঘন্টা এই পজিশনে থাকা উচিত।

গত ২৭ জানুয়ারী,২০২১ থেকে বাংলাদেশ সরকার কোভিড-১৯ ভ্যাকসিন দেয়া শুরু করেছে। ভ্যাকসিন গ্রহণ করতে চাইলে প্রথমেই www.surokkh...
31/01/2021

গত ২৭ জানুয়ারী,২০২১ থেকে বাংলাদেশ সরকার কোভিড-১৯ ভ্যাকসিন দেয়া শুরু করেছে। ভ্যাকসিন গ্রহণ করতে চাইলে প্রথমেই www.surokkha.gov.bd এই পোর্টালে গিয়ে জাতীয় পরিচয়পত্র ও সঠিক মোবাইল নাম্বার যাচাইপূর্বক অনলাইনে নিবন্ধন সম্পন্ন করুন। তারপর SMS নোটিফিকেশন পাওয়ার পর টিকা কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করুন।

নিচের ছবিতে কোভিড-১৯ ভ্যাকসিন সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দেখুন।

https://www.kalerkantho.com/online/shuvosangho/2021/01/08/993317
08/01/2021

https://www.kalerkantho.com/online/shuvosangho/2021/01/08/993317

সাভার সিআরপি-তে কর্মরত এক সহকারী স্টাফের মেয়ের স্বপ্ন ডাক্তার হয়ে মানবসেবায় নিজেকে নিয়োজিত করার। সে স্বপ্ন

সাভার সি আর পি তে কর্মরত এক সহকারী ষ্টাফ এর মেয়ের স্বপ্ন ডাক্তার হয়ে মানবসেবায় নিজেকে নিয়োজিত করার।সে স্বপ্ন বাস্তবায়নের...
07/01/2021

সাভার সি আর পি তে কর্মরত এক সহকারী ষ্টাফ এর মেয়ের স্বপ্ন ডাক্তার হয়ে মানবসেবায় নিজেকে নিয়োজিত করার।সে স্বপ্ন বাস্তবায়নের জন্য নিরলস পরিশ্রম করে ভালো রেজাল্ট ও করেন সকল বোর্ড পরীক্ষায়।এবার তিনি মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।কিন্তু আর্থিক অস্বচ্ছলতার কারণে এখন পর্যন্ত সকল প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী ও বই কিনতে না পারায় ভালোভাবে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়ে উঠছিল না।এ খবরটি শুভ সংঘ- সিআরপি শাখা পাওয়ার পরপরই তার স্বপ্ন বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহন করে এবং সেই শিক্ষার্থীর মায়ের হাতে আজ বই ও শিক্ষা সামগ্রী তুলে দেয়া হয়।

https://www.kalerkantho.com/online/shuvosangho/2021/01/06/992670
07/01/2021

https://www.kalerkantho.com/online/shuvosangho/2021/01/06/992670

আজ বুধবার পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) এর নবনিযুক্ত নির্বাহী পরিচালক ড. সোহরাব হোসেনের সঙ্গে

আজ ৬ জানুয়ারি, ২০২১ তারিখে পক্ষাঘাতগ্রস্তদের পূর্নবাসন কেন্দ্র -সিআরপি এর নতুন নির্বাহী পরিচালক হিসেবে যোগদানকৃত প্রিয় S...
06/01/2021

আজ ৬ জানুয়ারি, ২০২১ তারিখে পক্ষাঘাতগ্রস্তদের পূর্নবাসন কেন্দ্র -সিআরপি এর নতুন নির্বাহী পরিচালক হিসেবে যোগদানকৃত প্রিয় Sohrab Hossain স্যার কে শুভসংঘ - সিআরপি শাখার পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা অভিবাদন করা হয়। ❤️
আশা করি স্যারের হাত ধরেই মানবতার কাজে নিজেদেরকে আরো বেশি নিয়োজিত করতে পারবো এবং স্যারের সর্বাত্বক সহযোগীতা পাবো ইনশাআল্লাহ।
জয় হোক মানবতার ✌️

বিজয়ের সূর্য মিশে আছে যেমন লাল-সবুজের ঐ পতাকায়, তেমনি মিশে আছে আমাদের শােণিতে, আমাদের সত্ত্বায়। সকলকে মহান বিজয় দিবস...
16/12/2020

বিজয়ের সূর্য মিশে আছে যেমন লাল-সবুজের ঐ পতাকায়, তেমনি মিশে আছে আমাদের শােণিতে, আমাদের সত্ত্বায়।

সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ❤️

https://www.kalerkantho.com/online/country-news/2020/12/02/981568
02/12/2020

https://www.kalerkantho.com/online/country-news/2020/12/02/981568

শুভ কাজে সবার পাশে- এই স্লোগানের অংশ হিসেবে দৈনিক কালের কণ্ঠ শুভসংঘ সিআরপি শাখার উদ্যোগে দেশে চলমান

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when শুভসংঘ - কালের কণ্ঠ, সি আর পি শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শুভসংঘ - কালের কণ্ঠ, সি আর পি শাখা:

Share