
05/03/2023
আসসালামুআলাইকুম, আশাকরি সবাই ভালো আছেন।গত ২০১৯ সালে শুভসংঘ -সিআরপি শাখার এই কমিটি যাত্রা শুরু করে। এর পর থেকেই আমাদের এই কমিটির সকলের প্রচেষ্টায় আমরা সমাজ সেবা মূলক কাজ করে আসছি। আমরা পথশিশুদের নিয়ে , স্পেশাল শিশুদের জন্য , অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, অসহায় রোগীদের চিকিৎসা ব্যবস্থা, ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রিক বিতরন এবং শীতবস্ত্র বিতরণ সহ কোভিড এর সময় আমাদের সাধ্যমতন চেষ্টা করেছি মানুষের ভিতর সচেতনতা সৃষ্টি করার জন্য এবং মানুষের পাশে দাঁড়ানোর জন্য।
এই কমিটির বেশিরভাগ সক্রিয় সদস্যবৃন্দের ইন্টর্ণশীপ শুরু হয়ে যাওয়ায় এই সামাজিক কাজ গুলো করাটা কঠিন হয়ে পড়েছে।তাই কমিটির সকলে সিদ্ধান্ত নিয়েছে নতুনদের এবং অনুজদের উপর দায়িত্ব দিয়ে সংগঠন কে আরো গতিশীল করার জন্য।
এরই ধারাবাহিকতায় গত ০৪, মার্চ একটি জরুরি সভার আয়োজন করা হয়। সভায় নতুন এবং সক্রিয় সদস্যদের সাংগঠনিক দিকনির্দেশনা দেওয়া হয়। উক্ত সভায় কমিটির সভাপতি তামজিদ হোসেন বর্তমান কমিটির মুলতবি ঘোষণা করেন এবং নতুনদের আরো উৎসাহ নিয়ে কাজ করার পরামর্শ দেন।
পরিশেষে সাবেক কমিটির সকলের সুস্থতা এবং প্রফেশনাল পর্যায়ে উন্নতি কামনা করে পুরাতন কমিটিকে বিদায় দেন কালের কণ্ঠ- শুভসংঘ, সি আর পি শাখার নতুন সক্রিয় সদস্যবৃন্দ।