Mohammad NAIM

Mohammad NAIM _ জীবনটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করো.!🌸🦋
কখনো ব্যর্থ হবে না ❤️‍🩹
_𝙸𝚗 𝚂𝚑𝚊 𝙰𝚕𝚕𝚊𝚑🥰

12/07/2025

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

15/06/2025

ইসরায়েলি হামলায় ইরানে দুই দিনে নিহত ১২৮,,

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের ধারাবাহিক হামলায় মাত্র দুই দিনে অন্তত ১২৮ জন প্রাণ হারিয়েছেন। শুক্রবার ও শনিবার ইরানের বিভিন্ন অঞ্চলে চালানো এসব হামলায় আহত হয়েছেন আরও প্রায় ৯০০ জন। খবর আল জাজিরার।

ইরানি পত্রিকা এতেমাদ ডেইলি জানিয়েছে, আহতদের মধ্যে বহু মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের মধ্যে অন্তত ৪০ জন নারী এবং বেশ কয়েকজন শিশু রয়েছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইসরায়েলি হামলার পর তেহরানসহ বেশ কয়েকটি শহরে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। ইরানি কর্তৃপক্ষ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে।

সূত্র: আল জাজিরা

নিউজ ৬৪/ মোহাম্মদ নাইম

10/06/2025
10/06/2025

ইনশাআল্লাহ, তোমরা ফিরবো আবারো। তবে এর থেকে ভয়ানক হয়ে আসবে। ইনশাআল্লাহ.. 🌹🌺

10/06/2025

এই ছবিটার দিকে একটু ভালো ভাবে লক্ষ্য করুন। ইনশাআল্লাহ আশা করি সবাই বুঝতে পারবেন। এটা নিশ্চিত প্লান্টি হয়েছে, ডি-বক্সের ভিতর, কিভাবে বাংলাদেশকে রুখে দেয় সিঙ্গাপুর এর ডিফেন্ডার।

আমার কাছে শতভাগ মনে হচ্ছে, এটা সম্পূর্ণ একটা দুর্নীতি করা হয়েছে, বাংলাদেশের সঙ্গে রেফারি মাধ্যমে।

15/10/2024
14/10/2024
14/09/2024

সুদীর্ঘ এক ক্লান্তি ভরা দিন পেরিয়ে-
আবার-ও,
বিস্মৃতির অন্ধকারে নিমজ্জিত-
রাতের আধার আমাকে শোষণ করিতে আরম্ভ করল....!

07/09/2024

আচ্ছা! তোমাকে কতটা সময় দিলে,
কতটা যত্ন নিলে, কতটা ভালোবাসলে?
আমি থাকা কালে-
নতুন কোনো মায়ার সম্পর্কে জড়াবে না।

07/09/2024

আমি তাকে মুনাজাতে চেয়ে পাই নাই🤲
আর তুমি তাকে না চাইতে পেয়ে গেলা🌺
কি ভাগ্যবান তুমি তাই না 🙂
ভালো থেকো তাকে নিয়ে..!🥀🥲

05/09/2024

_থাক না কিছুটা অসম্পূর্ণ-
সব পেয়ে গেলে, না পাওয়ার অনুভূতি বুঝবো কী করে....!🥀🥹

Address

Tongi, Gazipur
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad NAIM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category