Mahmud's

Mahmud's ____"ঘুমিয়েই কি কেটে যাবে একটি জীবন? জীবন হোক কর্মচাঞ্চল্যে ভরপুর, ছুটে চলার নিরন্তর অনুপ্রেরণা"____

মনে রাখুন-
28/09/2023

মনে রাখুন-

[প্রশ্নপত্রে ভুল ও অসঙ্গতি]   2nd paper   board
20/09/2023

[প্রশ্নপত্রে ভুল ও অসঙ্গতি] 2nd paper board

অবিভক্ত বাংলা।
18/09/2023

অবিভক্ত বাংলা।

ময়লাওয়ালা না বলে, পরিষ্কারওয়ালা বলার চর্চা করি❤️
16/09/2023

ময়লাওয়ালা না বলে, পরিষ্কারওয়ালা বলার চর্চা করি❤️

https://m.facebook.com/story.php?story_fbid=831045565089888&id=100045533557287&mibextid=Nif5oz
16/09/2023

https://m.facebook.com/story.php?story_fbid=831045565089888&id=100045533557287&mibextid=Nif5oz

আমাদের জানা মনে,
আপনি একজন স্মার্ট, পরিশীলিত, উচ্চ শিক্ষিত,
প্র্যাকটিসিং মুসলিম।
আপনার ব্যাপারে আমাদের সবারই ধারণা পজিটিভ।
আপনি বিভিন্ন আলোচনায় ইসলাম প্রাক্টিস করেন বলে বহুবার বলেছেন। তাছাড়া, আপনার উচ্চারণ, বাচনভঙ্গি ও আ্যটিটিউড সেই ইঙ্গিতই দেয়। সম্প্রতি মাসজিদে বিয়ের আকদের আয়োজন তারই প্রকৃষ্ট উদাহরণ।

আজ আপনি যাকে বিয়ে করেছেন গতকালও তিনি ছিলেন আপনার সহকর্মী। আজ তিনি আপনার ওয়াইফ, আপনার অর্ধেক দ্বীন, আপনার জীবনের পথ চলার সাথী, আলহামদুলিল্লাহ।

আপনি তাকে প্রত্যাশিতভাবেই অর্ধাঙ্গিনী হিসেবে পেয়েছেন। মানুষের প্রত্যাশাও তাই ছিল। ইং শা আল্লাহ, আল্লাহ হয়তো আপনার জন্য উপযুক্তটাই নির্ধারণ করে দিয়েছেন।

আপনাদের জন্য অনেক শুভকামনা রইলো।
দোয়া রইলো আপনাদের জন্য।
আল্লাহ আপনাদের দাম্পত্যজীবনকে
বারাকাহপূর্ণ করুন, আমীন।
بارك الله لك وبارك عليك وجمع بينكما في خير.

[অর্ধাঙ্গিনী]
গতকাল পর্যন্ত আপনার আজকের অর্ধাঙ্গিনীর
পর্দার খেলাফ যত আমল ছিলো,
সেগুলোর সব দায়ভার তাঁর নিজের,
এবং অভিভাবক হিসেবে তাঁর পিতা ও ভাইদের।

এখন তিনি আপনার স্ত্রী, আপনার অর্ধাঙ্গিনী হয়েছেন।
এমুহূর্তে তার পর্দার দায়ভার আপনার, এবং তার পর্দাহীন চলাফেরার পারলৌকিক দায় আপনাকে নিতে হবে। হাদিসের পরিভাষায় যাকে বলা হয়েছে দাইয়্যুস। রাসুল সাঃ বলেছেন, দাইয়্যুস কখনো জান্নাতে যাবে না।

তাঁর ব্যাপারে গতকাল পর্যন্ত আপনাকে
আল্লাহর কাছে কোনো জবাবদিহি করা লাগতো না,
কিন্তু আজ..?
আজ তার পর্দাহীনতার গুনাহের দায়ভার
আপনাকেও নিতে হবে।

আপনি আপনার স্ত্রীকে ইসলামী ড্রেসকোডের মধ্যে রাখলে
তিনি মানুষের বদনজর থেকে বাঁচবেন,
আপনি বাঁচবেন গুনাহের দহন থেকে।
আর আপনারা হাজার হাজার যুবকের অনুপ্রেরণার বাতিঘর হওয়ায় আপনাদের অনুসরণে হাজার হাজার স্টুডেন্ট ইসলামী ড্রেসকোড পরিপালনে অনুপ্রাণিত হবে। আধুনিক যুগজামানা ও সামাজিক যোগাযোগমাধ্যম এর প্রেক্ষাপটে, হয়তো হাজারো আলেম ওয়াজ করে যতটুকু প্রভাব ফেলতে পারবেন, আপনারা এক দম্পতি মিলে সে কাজটি তার চেয়ে অনেক বেশী ও অনেক সহজে করতে পারতেন। পাশাপাশি সাদাকাহ জারিয়াহ এর বিশাল প্রাপ্তি আপনাদের একাউন্টে জমা হতো।

কতইনা উত্তম হতো, যদি এই কথাগুলো বোনটির কাছে,
ভাইটির কাছে পৌছাতো, যদি তারা এমনটি আমল করতেন। আমরাও মন ভরে দোয়া করতাম, এবং গর্ব করে বলতে পারতাম, উদাহারন হিসাবে দেখাতে পারতাম আমাদেরও প্রিয় একটি হিজাবী দম্পতি আছে।

ইংরেজিতে কথা বলতে (English Spoken) এই Rules গুলো যথেষ্ট!
16/09/2023

ইংরেজিতে কথা বলতে (English Spoken) এই Rules গুলো যথেষ্ট!

15/09/2023
A beautiful moment!❤️
15/09/2023

A beautiful moment!❤️

ইউটিউবে প্রকৃত শিক্ষকের ডেফিনেশন খুজতে গিয়ে যা পেলাম...! এমন প্রকৃত শিক্ষক কারা হতে চান?🤣
10/09/2023

ইউটিউবে প্রকৃত শিক্ষকের ডেফিনেশন খুজতে গিয়ে যা পেলাম...! এমন প্রকৃত শিক্ষক কারা হতে চান?🤣

😀
10/09/2023

😀

চন্দ্র পৃষ্ঠে চন্দ্রযান ৩ এর  সফল অবতরণ।  বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখল ভারত।সফলভাবে মঙ্গলবার বা...
23/08/2023

চন্দ্র পৃষ্ঠে চন্দ্রযান ৩ এর সফল অবতরণ।
বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখল ভারত।

সফলভাবে মঙ্গলবার বাংলাদেশ সময় ৬টা ৩২ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করল চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম। বিশ্বে প্রথমবারের মতো চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করে ইতিহাস গড়ল ভারত।

উল্লেখ্য চাঁদের উত্তর ও দক্ষিণ মেরু চাদের বিষুবীয় অঞ্চলের চেয়ে বেশি রহস্যময় ও চ্যালেঞ্জিং। এর পূর্বে চাঁদের সকল মিশনই হয়েছে বিষুবীয় অঞ্চলে। এই প্রথম দক্ষিণ মেরুতে মানব সভ্যতার চিহ্ন স্পর্শ করলো এবং অদূর ভবিষ্যতে হয়তো অনেক রহস্য উন্মোচন হবে।

Congratulations ISRO - Indian Space Research Organisation 🇮🇳

জেনে রাখা ভাল। শিক্ষনীয়ঃ ⭕ ঘটনা - ১ইন্টারভিউ টেবিলের স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন । তারপর, ভারী গলায় বললেন - বাহ ! তোমার...
23/08/2023

জেনে রাখা ভাল।

শিক্ষনীয়ঃ

⭕ ঘটনা - ১
ইন্টারভিউ টেবিলের স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন । তারপর, ভারী গলায় বললেন - বাহ ! তোমার সার্টিফিকেট তো বেশ ভালো ! তোমাকে আর প্রশ্ন করতে চাচ্ছি না ! ধরে নাও তুমি চাকরিটি পেয়ে গেছো ! কিন্তু সমস্যা হচ্ছে বড় স্যারকে উপহার হিসেবে ৫ লাখ টাকা দিতে হবে ! এক সপ্তাহের মধ্যে টাকাটা জমা করে দাও ! তারপর তোমার নিয়োগ হবে ! ছেলেটি ইন্টারভিউ রুম থেকে বের হয়ে বাড়িতে এসে তার বাবাকে জানালো, ৫ লাখ টাকা না হলে তার চাকরিটা হবে না ! গ্রামের সহজ সরল বাবা নিজের ছেলের চাকরির জন্য ভিটা বাড়ি বিক্রি করে ৫ লাখ টাকা জোগাড় করলেন ! তারপর বড় স্যারকে উপহার হিসেবে ৫ লাখ টাকা দিয়ে ছেলেটি চাকরি পেয়ে গেলো !

⭕ ঘটনা - ২
আজ বড় স্যারের ছেলের জন্মদিন ! বাড়িতে বিশাল পার্টির আয়োজন করা হয়েছে ! তিনি বাড়িতে ঢুকেই তার ছেলের নাম ধরে ডাকতে শুরু করলেন ! ছেলে কাছে আসতেই বড় স্যার “হ্যাপি বার্থডে মাই সান” বলতে বলতে ছেলের হাতে ৫ লাখ টাকার বাইকের চাবি তুলে দিলেন ! বাইক পেয়ে ছেলেটি খুশিতে আত্মহারা হয়ে বাবাকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে বললো - আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা !

⭕ ঘটনা - ৩
বড় স্যারের ছেলে আজ বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছে ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে রাজপথে ছুটে চলেছে বাইক ! হঠাৎ ট্রাকের সাথে ধাক্কা সবকিছু থেমে গেলো ! বড় স্যারের ছেলেকে হাসপাতালে ভর্তি করানো হলো হাসপাতালের বড় ডাক্তার সাহেব জানালেন আপনার ছেলের অবস্থা ভালো না, খুব জটিল একটা অপারেশন করাতে হবে, কাউন্টারে ১০ লাখ টাকা জমা করে দিন ! বড় স্যার কোনও উপায় না দেখে মেয়ের বিয়ের জন্যে ব্যাংকে জমিয়ে রাখা টাকাটা কাউন্টারে জমা করে দিলেন !

⭕ ঘটনা - ৪
বড় ডাক্তার সাহেব আজ খুব খুশি ! ৩-৪ লাখ টাকার অপারেশনের জন্য ১০ লাখ টাকা নিয়েছেন, পুরোটাই লাভ ! খুশিতে তিনি তার একমাত্র মেয়ের জন্য স্বর্ণের নেকলেস কিনে বাসায় ফিরলেন ! বাসায় ঢুকেই তিনি তার কলেজ পড়ুয়া মেয়েকে মামুনি মামুনি বলে ডাকতে শুরু করলেন ! ডাক্তার সাহেবের বউ কাঁদতে কাঁদতে বললেন, তাদের মেয়ে এখনও বাসায় ফেরেনি ! বড় ডাক্তার সাহেব তার মেয়েকে অনেক খোঁজাখুঁজি করলেন, কোথাও কোনও খোঁজ না পেয়ে তিনি যখন দিশেহারা হয়ে পড়লেন, ঠিক তখনই অপরিচিত এক নাম্বার থেকে ফোন এলো ! ফোনেও ঐ প্রান্ত থেকে জানালো, আপনার মেয়ে আমাদের কাছে, মেয়েকে ফেরত পেতে হলে মুক্তিপণ হিসেবে ২০ লক্ষ টাকা দিতে হবে ! কথাটা শুনে বড় ডাক্তার সাহেবের স্ত্রী স্ট্রোক করলেন !

⚫🔴 শিক্ষাঃ আপনি অতীতে যা করেছেন, বর্তমানে যা করছেন, ভবিষ্যৎ তার চেয়েও ভয়ঙ্কর রূপে আপনার কাছে ফিরে আসবেই !!
প্রত্যেক ক্রিয়ার-ই একটা সমান ও বিপরীতমূখী প্রতিক্রিয়া আছে! (নিউটনের গতিবিষয়ক তৃতীয় সূত্র)
সুতরাং সময় থাকতেই সাবধান থাকুন!!
সৎ পথে চলার অভ্যাস করতে হবে। ভালো কাজে অংশ গ্রহন ও মানুষের উপকারে আসলেই তাহলে ভালো থাকতে পারবেন।

(সংগৃহীত)

Address

Mirpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahmud's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahmud's:

Share