
17/08/2025
ফুলেরা হাসে রঙের খেলা,
সুগন্ধ ছড়ায় সকাল বেলা।
মধুর টানে মৌমাছি আসে,
প্রকৃতির বুকে রূপের বাসে।
রঙিন ডানায় প্রজাপতি নাচে,
ফুলের বাগান স্বপ্নকে আঁকে।
শিশির ভেজা পাপড়ির ছোঁয়া,
মনকে করে শান্তির ধোঁয়া।
ফুল হলো ভালোবাসার ভাষা,
জীবন জুড়ে রঙের আশা।
যেখানে ফুল, সেখানে আলো,
প্রকৃতির বুকে শান্তির দোলা। 🌹