Mohana Mony

Mohana Mony মোহনা মনি তার কন্ঠে, আপনার হৃদয়ে জমে থাকা না বলা কথাগুলোকে তুলে ধরতে চায়। 🙂

11/12/2025

শিশু সাজিদকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃ*ত ঘোষণা করে!
বাবাটা চ*লে*ই গেলো......

রাজশাহীর তানোরে ছোট্ট একটা শিশু, নাম তার সাজিদ।বয়স মাত্র দুই বছর।এতটুকুন একটা বাচ্চা ৪০ ফুট গভীর নলকূপের পাইপে পড়ে আটকে...
11/12/2025

রাজশাহীর তানোরে ছোট্ট একটা শিশু, নাম তার সাজিদ।
বয়স মাত্র দুই বছর।
এতটুকুন একটা বাচ্চা ৪০ ফুট গভীর নলকূপের পাইপে পড়ে আটকে আছে, ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে।

গ্রামের বাতাস যেন থমকে আছে।
মানুষ দাঁড়িয়ে আছে, চেয়ে আছে।
শুধুই অপেক্ষা...
আর পরিবারের অবস্থাটা কল্পনা করলেও বুক কেঁপে উঠছে।

সৃষ্টিকর্তা,,
আপনি তো হারানো পথ দেখিয়ে দেন। অন্ধকারে আলো দেন।
এই নিষ্পাপ বাচ্চাটাকে আপনার রহমতের চাদরে আগলে রেখেন।
তার শরীরে শক্তি দিন… তাকে নিরাপদে মায়ের কোলে ফিরিয়ে দিন। 🤲

এই ঘটনাটা দেখে একটা কথা বারবার মনে হচ্ছে-
আমরা কি সত্যিই আমাদের আশপাশের সমস্যাগুলোকে গুরুত্ব দিয়ে দেখি?!
এত গভীর একটা কূপ কীভাবে দিনের পর দিন খোলা পড়ে থাকে!
বাচ্চারা তো বুঝে না কোথায় বিপদ, কোথায় কি!

কর্তৃপক্ষের তো দায়িত্ব ছিলো এগুলো আগেই দেখে সমাধান করা।
একটা খোলা গভীর পাইপ এটা কখনোই “চোখ এড়িয়ে যাওয়ার” মতো বিষয় না।
কিছুদিন আগেও টঙ্গীতে ম্যান হলের ভিতরে একজন নারী পড়ে গিয়ে জীবন হারালো। এভাবে কাঠের চশমা পড়ে কর্তৃপক্ষ আর কত দিন থাকবে?!

দয়া করে—
রাস্তা বা বাড়ির আশেপাশে কোনো খোলা গর্ত, পাইপ, নলকূপ থাকলে অবিলম্বে বন্ধ করে দিন।
বিষয়টা নিজের দায়িত্ব মনে করে হলেও ব্যবস্থা নিন।
আর কর্তৃপক্ষের কাছে দাবি তুলুন, এমন খোলা ঝুঁকিপূর্ণ স্থান যেন আর কোথাও না থাকে

সাজিদের জন্য শুধু দোয়া প্রয়োজন এই মুহূর্তে। 💚🤲

-মোহনা মনি

Disclaimer: This message is shared to stress public safety and accountability, not to target any individual.

মোহাম্মদপুরে মা আর মেয়েকে খুন করার যে ভয়ংকর ঘটনাটা দু'দিন থেকে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, আজ অবশেষে সেই গৃহকর্মী আয়েশাকে বরি...
10/12/2025

মোহাম্মদপুরে মা আর মেয়েকে খুন করার যে ভয়ংকর ঘটনাটা দু'দিন থেকে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, আজ অবশেষে সেই গৃহকর্মী আয়েশাকে বরিশাল থেকে গ্রেফতার করা হয়েছে।

খুব অবাক লাগলো,, মেয়েটাকে দেখতে কি শান্ত, সাধাসিধা আর সহজ সরল।
অথচ এই “সরল মুখের” আড়ালে এতটা ভয়ানক একটা মানুষ লুকিয়ে ছিল তা কে জানত!
বোরকা পরে বাসায় এসে, মা–মেয়েকে খুন করে স্কুল ড্রেস পরে বাসা থেকে বেরিয়ে গেলো। কি পরিকল্পিত খুন!
ভাবলে গা শিউরে ওঠে। এ যেন ঠান্ডা মাথার খুনি!

মুহুর্তের মধ্যেই একটা পরিবার ধ্বংস হয়ে গেলো। ভেঙে টুকরো টুকরো হয়ে গেলো সব স্বপ্ন!

এটা আমাদের জন্যও একটা বড় সতর্কতা কিন্তু -
যাকে আমরা ঘরে আনি, তাকে আসলে কতটুকু চিনি? শুধু মুখ দেখে কাউকে ভালো মানুষ ভাবা, যে কত বড় ভুল সেটা আবারও প্রমাণ হলো।

আয়েশা ধরা পড়েছে ঠিক আছে।
কিন্তু যে পরিবারটা সব হারালো, তাদের কষ্ট কী দিয়ে পূরণ হবে?
আল্লাহ সেই মা আর মেয়েকে জান্নাত দান করুন।

আর আমরা যারা আছি, প্লিজ আমরা সচেতন হই। বিশ্বাস করার আগে একটু যাচাই করি।
নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে!

-মোহনা মনি

Disclaimer: This post is for awareness only. It does not promote or support any form of violence.

❤️
08/12/2025

❤️

😂
07/12/2025

😂

রাস্তায় বেলী ফুলের মালা বিক্রি করা সেই ছোট্ট মেয়েটার হাতে আজ মোবাইল ফোন। একজন কনটেন্ট ক্রিয়েটর তাকে “কনটেন্ট বানানোর” জন...
05/12/2025

রাস্তায় বেলী ফুলের মালা বিক্রি করা সেই ছোট্ট মেয়েটার হাতে আজ মোবাইল ফোন। একজন কনটেন্ট ক্রিয়েটর তাকে “কনটেন্ট বানানোর” জন্য আইফোন কিনে দিয়েছেন।

ভাবলাম—
ওকে একটা মোবাইল ফোন না দিয়ে কি বই-খাতা কিনে দেয়া যেত না?
স্কুলে ভর্তি করিয়ে দেয়া যেত না? বা ওর পরিবারকে একটা ছোট্ট ব্যবসায় ইনভেস্ট করিয়ে দেয়া যেত না, যাতে ওর জীবন টা সহজ হয়?!
ওর কি এখনই মোবাইল ফোন ব্যবহার করার বয়স হয়েছে?

উন্নত দেশগুলোতে নির্দিষ্ট একটা বয়সের আগে সোশ্যাল মিডিয়া ব্যবহার করার নিষেধাজ্ঞা আছে। কারণ তারা জানে, অল্প বয়সে সোশ্যাল মিডিয়া বাচ্চাদের জীবন বিপথে নিতে পারে।

কিন্তু আমরা?
ছোট-বড় সবাইকে মোবাইল কিনে দিয়ে বলছি - ভিডিও বানাও, ভাইরাল হও, টাকা কামাও!

আমার নিজের একটা সৃতি মনে পড়ে গেলো...
আমি জীবনে প্রথম একটা বাটন ফোন পেয়েছিলাম এইচএসসি পাস করার পর, তাও আব্বুর পুরনো, ভাঙাচোরা ফোন। আব্বু নতুন একটা ফোন কিনলো আর আমাকে ওনার ব্যবহার করা ফোনটা দিয়ে দিল।

ছাত্রজীবন মানেই তখন ছিলো পড়াশোনা আর ভয়!
পরীক্ষায় খারাপ করলে আব্বুর সম্মান থাকবে না! কি হবে না হবে!
এইসব চিন্তা করতে করতেই ছোটবেলা থেকে কিশোরী বেলা কেটে গেলো।

ক্যারিয়ার সম্পর্কে আমি আমার নিজের জীবনের সিদ্ধান্ত নিয়েছি গ্রাজুয়েট হবার পর। আমি আসলে চাকুরী করবো, নাকি অন্য কিছু করবো। ভেবে চিন্তে যা আমার জন্য সঠিক মনে হয়েছে তাই সিদ্ধান্ত নিয়েছি।

অথচ আজকের বাচ্চাদের হাতে অল্প বয়সেই স্মার্টফোন তুলে দেয়া হচ্ছে!
একদিন যদি ফেসবুক–ইউটিউব থেকে আর্নিং বন্ধ হয়ে যায়।
তখন কি করবে ওরা?!

প্রথম বিনিয়োগ হওয়া উচিত ‘শিক্ষা’তে, মোবাইল ফোনে নয়।
আপনার সন্তান যখন পর্যন্ত এইচএসসি শেষ না করছে,
তার হাতে দামী ফোন দেবেন না।
যদি যোগাযোগের প্রয়োজন হয়, একটা বাটন ফোন দিলেও দিতে পারেন।

একটা শিশু বা কিশোরের আসল শক্তি হচ্ছে শিক্ষা, দক্ষতা ও বিবেক।
যে বয়সে বই হাতে থাকার কথা, সে বয়সে মোবাইল ফোন ধরিয়ে দিলে ওরা দিক হারিয়ে ফেলে।

সন্তানেরা ভবিষ্যতের সিদ্ধান্ত ভবিষ্যতে নিক।
সন্তান পড়াশোনা শেষ করে -
চাইলে চাকরি করবে,
চাইলে ব্যবসা করবে,
চাইলে কনটেন্ট ক্রিয়েটর হবে,
চাইলে তারাভরা আকাশ দেখে কবিতা লিখে কাটাবে।
যা-ই করবে, তা করবে পূর্ণ শিক্ষায় শিক্ষিত হয়ে, নিজের ভালো-মন্দ বুঝে।

✍️মোহনা মনি
(ঢাকা, বাংলাদেশ)

03/12/2025

একজন ভদ্রমহিলা, যিনি একটা দলের জনপ্রিয় নেতা।
তিনি আজ কতদিন যাবত অসুস্থ। নেতা কর্মী থেকে শুরু করে গোটা দেশবাসি জানতে চায় ওনার বর্তমান অবস্থা।
কিন্তু কোথাও যেন একটু সন্দেহজনক লাগছে।
বুঝতে পারছি না আসলে কি হচ্ছে।
ওনার সুস্থতা কামনা করছি!

মায়া বড্ড অদ্ভুত জিনিস…..যে মানুষটা আমাদের জীবনে হঠাৎ করে আসে, সে-ই কখন জানি হৃদয়ের সবচেয়ে নরম কোণটা দখল করে নেয়। কথা কম...
27/11/2025

মায়া বড্ড অদ্ভুত জিনিস…..
যে মানুষটা আমাদের জীবনে হঠাৎ করে আসে, সে-ই কখন জানি হৃদয়ের সবচেয়ে নরম কোণটা দখল করে নেয়। কথা কম হোক বা বেশি, দেখা হোক বা না হোক—তার প্রতি একটা অদৃশ্য টান তৈরি হয়।

আর মায়ার এই স্পর্শটাই মানুষকে আবার ভেঙে চূর্ণ-বিচূর্ণ দেয়। কারণ যাকে ভালোবেসে আমরা অভ্যস্ত হয়ে যাই, তার একটু দূরত্বও বুকের ভেতরে একটা ফাঁকা জায়গা তৈরি করে! কেমন জানি একটা শূন্যস্থান।

মায়া হলো একটুকরো স্বপ্ন, একটুকরো স্মৃতি—আর নিঃশব্দ একটা অনুভূতির নাম!
যাকে ভুলতে চাইলেও ভুলা যায় না, আবার ধরে রাখতে চাইলেও পারা যায় না।

মায়া থাকুক— কারণ মায়া থাকলেই মানুষ বাঁচে! ❤️‍🩹

✍️মোহনা মনি
(ঢাকা, বাংলাদেশ)

27/11/2025
কড়াইল বস্তিতে গতকাল ভ য়া ব হ আ গু ন লেগেছে।অনেক মানুষের ঘর, ছোট ছোট স্বপ্ন—সব মুহূর্তেই পু ড়ে ছা ই হয়ে গেছে।শিশু, বৃদ্ধ,...
26/11/2025

কড়াইল বস্তিতে গতকাল ভ য়া ব হ আ গু ন লেগেছে।
অনেক মানুষের ঘর, ছোট ছোট স্বপ্ন—সব মুহূর্তেই পু ড়ে
ছা ই হয়ে গেছে।
শিশু, বৃদ্ধ, নারী–পুরুষ—আজ সবাই খোলা আকাশের নিচে।
রাতে শীত, আর সকালে ভবিষ্যতের ভয়…!
তারা কেউ জানে না আগামীকাল তাদের জীবন কিভাবে চলবে।

এমন সময়ে আমাদের সামান্য একটু সাহায্যও তাদের জন্য অনেক বড় হয়ে দাঁড়াতে পারে।
একটা কম্বল, কিছু শুকনো খাবার, পুরোনো জামা—যে কোনো কিছুই এখন তাদের জন্য আশীর্বাদ।

মানুষ মানুষের জন্য।
চাইলেই আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াতে পারি।
একটু সহমর্মিতা, একটু ভালবাসা—
কারো ভাঙা ঘর আবার নতুন করে দাঁড়ানোর শক্তি হতে পারে।

আসুন, বিপদে থাকা মানুষগুলোর পাশে দাঁড়াই!

-মোহনা মনি
(ঢাকা, বাংলাদেশ)

#কড়াইলবস্তি

25/11/2025
22/11/2025

আমি ম ই রা গেলে তোমরা আমারে আমার “নাম” ধইরা ডাইকো।
"লা শ" বইলো না!
আমার কষ্ট হবে!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohana Mony posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category