Mohana Mony

Mohana Mony মোহনা মনি তার কন্ঠে, আপনার হৃদয়ে জমে থাকা না বলা কথাগুলোকে তুলে ধরতে চায়। 🙂

16/08/2025

এলাকায় ডা কা তি হচ্ছে! 🥹

15/08/2025

তবুও তুমি আছো - পতাকায়, সংবিধানে, মানচিত্রে, প্রতিটি মুক্ত চিন্তার অনুতে। বাঙালির বিবেক জাগরণে....!
বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি হে মহান নেতা!
ভালোবাসি!

যারা আমাকে এই পেইজে ফ লো করেছিলো তাদের সংখ্যা হয়তো অনেক কম। কিন্তু আমার কাছে এই 40 হাজার মানুষ অনেক কিছু।কারণ এই ৪০ হাজা...
12/08/2025

যারা আমাকে এই পেইজে ফ লো করেছিলো তাদের সংখ্যা হয়তো অনেক কম। কিন্তু আমার কাছে এই 40 হাজার মানুষ অনেক কিছু।

কারণ এই ৪০ হাজার মানুষ আমাকে ভালোবেসে ফ লো করে রেখেছিল।
কিন্তু আমার না বুঝে করা কিছু ভুল, আজ পেইজটাকে এরকম একটা পরিস্থিতিতে দাঁড় করিয়েছে।

গত বছর জুলাই আগস্টে পোস্ট করার কারণে পেইজটা এক বছর সমস্যায় ছিল। রিচ ডাউন ছিল, আরনিং ছিল না। একটা বছর এই সমস্যা ফেইস করলাম, এ বছর আবারও বিমান দু র্ঘট নার একটা পোস্ট শে য়া র করার কারনে
পেইজ আবার রি স্কে চলে গেলো।
আগের থেকে বড় রকমের
ভায়ো/লেশন এসেছে। একেবারে Red‼️
আবারো এক বছরের অপেক্ষা!

আর একবার ভুল করলে হয়তো সারা জীবনের জন্য পেইজটা
হা রি য়ে ফেলবো! 💔😞

☺️
11/08/2025

☺️

মহাখালী ক্যা ন্সা র হাসপাতালে এই ছেলেটার সাথে দেখা হলো। ওর মা ক্যা ন্সা রে আক্রান্ত, একদমই চলাফেরা করতে পারছেন না। এক মু...
11/08/2025

মহাখালী ক্যা ন্সা র হাসপাতালে এই ছেলেটার সাথে দেখা হলো। ওর মা ক্যা ন্সা রে আক্রান্ত, একদমই চলাফেরা করতে পারছেন না। এক মুহূর্ত তাকিয়ে দেখলাম - কত কষ্ট, কত যন্ত্রনা, তবু ছেলেটি অক্লান্ত ভাবে মায়ের সেবা করে যাচ্ছে। আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কতদিন হলো হাসপাতালে?!

ছেলেটা ক্লান্ত কণ্ঠে জানালো, ভোর রাত ৩ঃ০০ টা থেকে লাইনে ছিলাম সিরিয়াল কেউ কোন সান্তনা পাইনি ডাক্তার বলেছে আমার মায়ের আর চিকিৎসা নেই। চিকিৎসা করলেও কোন লাভ হবে না।

মায়ের জন্য ছেলেটির এই নিরলস চেষ্টা, অশেষ ভালোবাসা, কিছুই করতে না পারার অসহায়ত্ব চোখ ভিজিয়ে দিলো। মাকে নিয়ে চুপচাপ চলে গেল সে...
চোখের সামনে এমন দৃশ্য দেখা সত্যিই হৃদয়বিদারক। আল্লাহর কাছে শুধু প্রার্থনা করি তিনি যেন এই মাকে কোন কিছুর বিনিময় ছাড়াই ফিরিয়ে দেন! সুস্থতা দান করেন!

©️

দেব-শুভশ্রীর ৪ আগস্ট ধুমকেতু ‘সিনেমা’ নিয়ে বহু বছর পর একসাথে দেখা দেওয়া প্রসঙ্গে এক সাক্ষাৎকারে রাজ আনন্দবাজারকে বলেন,,,...
06/08/2025

দেব-শুভশ্রীর ৪ আগস্ট ধুমকেতু ‘সিনেমা’ নিয়ে বহু বছর পর একসাথে দেখা দেওয়া প্রসঙ্গে এক সাক্ষাৎকারে রাজ আনন্দবাজারকে বলেন,,,

‘পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার থেকেও বেশি জরুরি, এত দিন পরে ‘ধূমকেতু’র মুক্তি। একটা জুটি আবার ফিরছে, সেটাও বড় ব্যাপার। পুরনো বন্ধুত্বের কথা ওদের মাথায় ছিল কি না জানি না। ওদের কাছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, অনেক দিন পরে ওরা একটা জায়গায় আসছে। সেটা যেন সফল হয়। এটাই স্বাভাবিক।’

শুনেছি যাঁরা যাঁরা কাল সামনে বসে অনুষ্ঠান দেখেছেন তাঁরাই উপভোগ করেছেন। শুনতে শুনতে এক এক সময় মনে হচ্ছিল, আমি কেন থাকলাম না! আমিও তা হলে উপভোগ করতে পারতাম। মনে হচ্ছিল, মুখোশ পরে দর্শকদের মধ্যে মিশে যাই। চিৎকার করে উঠি ‘দেশু’!

অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে শুভশ্রী তৃপ্তির হাসি হেসেছে বলেও জানালেন রাজ চক্রবর্তী। বললেন, ‘শুভশ্রীর মুখে তৃপ্তির হাসি ছিল। খুব ভালো হয়েছে অনুষ্ঠান, উপস্থিত প্রত্যেকে খুশি। বলছিল আর তৃপ্তির হাসি হাসছিল।’

05/08/2025

৫ আগস্ট, ২০২৪ 🙂

দীর্ঘ প্রায় ১০ বছর পর দেব-শুভশ্রী ধূমকেতু সিনেমার প্রমোশনের জন্য সব অভিমান ভুলে গতকাল একসাথে স্টেজ শেয়ার করলেন। এই মুহ...
05/08/2025

দীর্ঘ প্রায় ১০ বছর পর দেব-শুভশ্রী ধূমকেতু সিনেমার প্রমোশনের জন্য সব অভিমান ভুলে গতকাল একসাথে স্টেজ শেয়ার করলেন।

এই মুহুর্তটা এত বেশি সুন্দর ছিলো! যখন শুভশ্রী দেব কে বলছিলো, তুমি কি আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? দেব প্রতিউত্তরে বললো কেনো? শুভশ্রী সেই একই ভাবে বলছিলো “এমনি”

ঠিক যেভাবে সিনেমার দৃশ্যে শুভশ্রী দেবকে বলেছিলো এমনি! ❤️

তাদের দুজনকে একসাথে দেখে কি যে ভালো লেগেছিলো তা প্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছিলাম না। মনে হচ্ছিলো সেই চাইল্ডহুড মেমোরি ফিরে ফিরে এলো.... 💕 Dev Subhashree Ganguly

04/08/2025

ভয়ংকর সত্যি কিছু কথা 😐 আগে এসব জানতাম না 🥹

04/08/2025

"তুমি হেসে গেলে আমি ভেসে যাই,
জগতের সব দুঃখ, সব পথ ভুলে-
তোমার কাছে এসে যাই..."

🖌️ সাদাত হোসাইন

03/08/2025

হাত ধরা খুব সহজ, অনেকে বলবে আমি আছি, থাকবো! কিন্তু স্বার্থে আঘাত লাগলেই পিছনে তাকিয়ে দেখবেন "নাই"।

02/08/2025

সময় শেখায় ধৈর্য, মৃ ত্যু শেখায় নম্রতা। 🙂

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohana Mony posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share