MONI VLOG

MONI VLOG Hi, i am mahmuda moni. This is my official page. I uploaded my daily life videos.
(1)

কে কে খাবা চলে আসো সবাই 😀😋
26/08/2025

কে কে খাবা চলে আসো সবাই 😀😋

26/08/2025

কখনও কখনও মনে হয়,
যে মানুষটা সবচেয়ে বেশি চেষ্টা করে মানিয়ে চলতে,
তার দিকেই সবচেয়ে বেশি আঙুল তোলে সবাই।

হাসিমুখের আড়ালে জমে থাকে কত অশ্রু,
কিন্তু তা কেউ দেখে না।
চুপ করে থাকি বলে সবাই ভাবে—
কিছুই হয়নি।

আসলে নীরবতাই আমার সবচেয়ে বড় শক্তি,
কারণ আমি জানি—
একদিন আমার এই কষ্টগুলোও আলোর মতো মিলিয়ে যাবে। 🌸🖤

তেনার ছবি তোলার স্টাইল 😀🤣
22/08/2025

তেনার ছবি তোলার স্টাইল 😀🤣

10/08/2025

"আজকের এই দুনিয়ায় কাউকে ভালো কথা বলতে গেলেও সেটা উল্টো খারাপ হয়ে যায়। সত্যি কথা, এখন ভালোও কেউ ভালোভাবে নিতে জানে না।"

09/08/2025

"যখন বাবার বাড়িতে ছিলাম, অসুস্থ হলে মায়ের সাথে রাগারাগি করতাম… অথচ মা চুপচাপ সব সহ্য করে দিনরাত সেবা করতেন, সুস্থ করে তুলতেন।
আজ নিজের জীবনে বুঝছি— মায়ের ভালোবাসার কোনো বিকল্প নেই।
যদি আজও মায়ের কাছে থাকতাম, হয়তো এখনও তাঁর স্নেহে সুস্থ হয়ে উঠতাম।
মা শুধু মা নন… মা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় দোয়ার নাম। ❤️"

#মায়েরভালোবাসা #মায়েরদোয়া #ভালোবাসা

🌿 আমার মানিপ্ল্যানের একমাসের গল্প 🌿আলহামদুলিল্লাহ, গত এক মাস ধরে এই মানিপ্ল্যান গাছটা শুধু বড় হয়নি, বরং আমার মনের কাছে...
01/08/2025

🌿 আমার মানিপ্ল্যানের একমাসের গল্প 🌿

আলহামদুলিল্লাহ, গত এক মাস ধরে এই মানিপ্ল্যান গাছটা শুধু বড় হয়নি, বরং আমার মনের কাছেও খুব প্রিয় হয়ে উঠেছে। ❤️

🪴 পানিতে রেখে যত্ন নিচ্ছি, প্রতি কয়েকদিন পর পর পানি চেঞ্জ করি
💧 প্রতিদিন স্প্রে করার চেষ্টা করি — যেন সবুজ পাতা সবসময় সতেজ থাকে
✨ আজকাল যে-ই আসে, একবার না একবার তাকিয়েই দেখে নেয়!

মানিপ্ল্যান শুধু ঘর নয়, মনটাকেও শান্ত রাখে। আপনি যদি এখনও একটা না নিয়ে থাকেন, দেরি না করে একটা ছোট্ট সবুজ বন্ধু নিয়ে ফেলুন নিজের জন্য। 🌱

#আলহামদুলিল্লাহ

30/07/2025

চলুন আজকে একটা মজার কুইজ হয়ে যাক -

সবাই আমায় পায়, কিন্তু পেয়ে হারায়?
সেটা কি সবাই কমেন্টে বলে যাবেন কিন্তু 😀

🌺🌷একটু চা, একটু নিরবতা,সন্ধ্যার সাথে জড়িয়ে থাকে এক চিলতে প্রশান্ততা।☕😍🥰শুভ সন্ধ্যা সবাইকে 🥰
24/07/2025

🌺🌷একটু চা, একটু নিরবতা,
সন্ধ্যার সাথে জড়িয়ে থাকে এক চিলতে প্রশান্ততা।☕😍
🥰শুভ সন্ধ্যা সবাইকে 🥰

শরীরে পাউডার, মুখে হাসি—শৈশবের নিঃশর্ত আনন্দ যেন ঠিক এভাবেই ঝলকে উঠে। 😊✨
23/07/2025

শরীরে পাউডার, মুখে হাসি—শৈশবের নিঃশর্ত আনন্দ যেন ঠিক এভাবেই ঝলকে উঠে। 😊✨

21/07/2025

🖤 নিঃশব্দে কাঁদছে পুরো জাতি... 🖤
কিছু বলার ভাষা নেই...
পোস্টগুলো যতবারই চোখে পড়ছে, ততবার যেন হৃদয়টা অবশ হয়ে যাচ্ছে।
কে জানে, কোন মায়ের বুক আজ খালি হলো… কোন বাবা সন্তান হারিয়ে নিঃস্ব হয়ে গেলো...
হে আল্লাহ্, যারা এই ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন, তাদের দ্রুত আর পূর্ণ সুস্থতা দান করো।
যাদের বুক চিরে আজ না ফেরার দেশে চলে গেল প্রিয়জন, সেই পরিবারগুলোকে তুমি অসীম ধৈর্য ধারণ করার তৌফিক দান করো।
📿 একসাথে প্রার্থনা করি, একসাথে দাঁড়াই এই শোকের মুহূর্তে।

25/03/2024

সুন্দর সুন্দর থ্রিপিস কালেকশন

24/03/2024

ঈদের সব ভাইরাল থ্রিপিস কালেকশন

Address

Dhaka

Telephone

+8801759809488

Website

Alerts

Be the first to know and let us send you an email when MONI VLOG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MONI VLOG:

Share