Razu's Notebook

Razu's Notebook Daily diary of an ordinary media man

ছাত্রলীগ এখন সমন্বয়ক🤣🤣তার নাম শেখ মোহাম্মদ শারিয়ার। ডাকনাম আনন্দ। এতদিন ছাত্রলীগ করতো। এখন পরিবর্তিত পরিস্থিতিতে সমন্বয়...
27/10/2024

ছাত্রলীগ এখন সমন্বয়ক🤣🤣

তার নাম শেখ মোহাম্মদ শারিয়ার। ডাকনাম আনন্দ। এতদিন ছাত্রলীগ করতো। এখন পরিবর্তিত পরিস্থিতিতে সমন্বয়ক সেজে মোহাম্মদপুরে চোটপাট করছে। কোন দোকান বসবে, কোন দোকান বসবে না, কে কত টাকা দেবে সেই সিদ্ধান্ত দিচ্ছে।

তার আপন চাচা আক্তার মোহাম্মদপুর বাঁশবাড়ি বাইতুল ফজল মসজিদ কমিটির কোষাধ্যক্ষ। সামনে মসজিদ কমিটির নির্বাচন। তার বিরুদ্ধে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ। সে এবং তার ভাতিজা মিলে এলাকায় যা খুশি তাই আচরণ করে বেড়ায়।
দুজনের বিরুদ্ধে নানা অভিযোগ। তাদের ভয়ে কে মুখ খুলছে না। এতদিন করতো আওয়ামী লীগ। এখন সেজেছে ছাত্র সমন্বয়ক।

তোফাজ্জেলের পরিবারের মধ্যে একজন খুনি  আছে !!!  তোফাজ্জেল আমার ফুফাতো ভাই + দুধ ভাই (আমরা একই মায়ের দুধ খেয়ে আমরা বড় হইছি...
22/09/2024

তোফাজ্জেলের পরিবারের মধ্যে একজন খুনি আছে !!!

তোফাজ্জেল আমার ফুফাতো ভাই + দুধ ভাই (আমরা একই মায়ের দুধ খেয়ে আমরা বড় হইছি )

তোফাজ্জেলকে যারা মেরে ফেলেছে তারা তো অবশ্যই খুনি !! কিন্তু আমার মতে তোফাজ্জেলের আরো দুজন খুনি অপরাধীর নামের খাতা থেকে বাদ পরে গেছে, সেই দুইজন হলো ওর (একমাত্র ভাবি এবং ভাইয়ের শ্বাশুড়ি)

অনেক পরিবারে ভাবি আছেন যারা মায়ের মতো আদর, স্নেহ দিয়ে আগলে রাখেন কিন্তু তোফাজ্জেল এতোটাই হতোভাগা ছিলো কোন দিন ভাবির হাতে একপ্লেট ভাত খেতে পারে নাই । আজ সেই পাগলাটা ভাতের খোঁজেই মারা গেলো !!

তোফাজ্জেলের পরিবারের শেষ আশ্রয়স্থল ছিলো ওর একমাত্র ভাবি, যে কিনা ওর সাথে কুকুর বিড়ালে মতো আচরন করতো !!

তোফাজ্জেল সুস্থহোক সে সেটা কখনোই চায় নাই , কেন চায় নাই জানেন ??? কারন তোফাজ্জেল সুস্থ হলে সমস্ত সম্পত্তিতে ভাগ বসাবে !!

তোফাজ্জেলকে যখন ফজলুল হক হলের ছাত্ররা অত্যাচার করতে ছিলো,তখন অভাগাটা, নিরুপায় হয়ে ভাবিকেই কল দিতে বলেছিলো, হয়তোবা ও ভেবেছিলো ভাবির মনটা আমার জন্য একটু হলেও কাঁদবে । ওর ভাবি ফোন পেয়ে কি করেছিলো জানেন ??? সে মোবাইল চোরের বিচার ছাত্রদেরকেই করতে বলেছিলো এবং এটাও বলেছিলো যে, তাকে যেন এ ব্যাপারে আর ফোন দেয়া না হয়। এই বলে রাতে ফোনটা বন্ধ করে ঘুমিয়ে গেছিলো !!!

তোফাজ্জেলের বড় ভাই যখন রাজারবাগ পুলিশ হসপিটাল মৃত্যু সজ্জায় তখন ভাইয়ের সেবা যত্ন তোফাজ্জেল করতো। ঐ সময় ওর ভাবি এবং তার মা কতোটা মানসিক টর্চার করতো আমি তার জলজ্যান্ত প্রমান !!

তোফাজ্জেল কখনো যদি ক্ষুধার জ্বালায় ভাবির কাছে একপ্লেট ভাতের আশায় যেতো, গ্রামের বাড়িগুলোতে যখন পাগলা কুকুর বাড়িতে ডুকলে লাঠি দিয়ে তাড়া করতো,ঠিক ওর ভাবিও সেইম কাজটা করতো ওর সাথে !!

তোফাজ্জেলের ভাই পুলিশের এসআই ছিলো,যে জীবিত অবস্থা মোটামুটি ভালো একটা সম্পত্তির রেখে গেছেন , যেটার পরিমান কয়েক কোটি টাকা যেমন( পেনশন + তিনটা জীবনবীমা + এফডিআর + চরদুয়ানী ব্রিজের পাশে দুই তিনটা দোকান + নাসির ভাইয়ের কিছু পারসোনাল জমি রাখা + তার বাবার সম্পত্তি) বলা ভালো, তোফাজ্জেলের ভাবি তার বাবা মায়ের একমাত্র সন্তান। এই কারনে তোফাজ্জেল সুস্থ থাকুক সে সেটা কখনোই চায় নাই !!

তোফাজ্জেল বাবা- মা, প্রেমিকা হারিয়ে যখন পাগল প্রায় , ওর ভাই মানসিক ডক্টর দেখিয়েছে , সেটার জন্য কতোনা অশান্তি ছিলো বৌ আর শ্বাশুড়ি সাথে,ওর পিছনে কেন টাকা নষ্ট করবে !!

তোফাজ্জেল একপ্লেট ভাত খেতে বসলে কতো না কথা শুনাতো ভাবি , এটা আমার স্বামীর উপার্জন, তুই উপার্জন করে খা। তোফাজ্জেলের একপ্লেট ভাতের বড়ই অভাব ছিলো !!

ওর ভাই যখন রাজারবাগ পুলিশ হসপিটালে ভর্তি, আমি প্রায় রান্না করে নিয়ে যেতাম ভাইয়ার জন্য । ক্ষুধার্ত তোফাজ্জেল ভাবির ভয়ে প্লেটে ভাত নিতো না , আমাকে চোখের ইশারা দিয়ে বলতো ওকে যেন ভাত দেই ...... ওরে ভাত !! ( আসলে ক্ষুধার রাজ্যে পৃথিবীর গদ্যময় পূর্নিমা - চাঁদ যেন ঝলসানো রুটি )

কি বলবো কষ্টের কথা , ওর ভাই যখন অসুস্থ ছিলো , তাকে দেখতে অনেকেই ফল নিয়ে যেতো। অনেক ফল না খাওয়ার কারনে পঁচেও যেতো, ঐ ফল খাওয়ার অধিকার ছিলো শুধু ওর ভাই - ভাবি এবং বাচ্চার ( একদিন ওর ভাবি ফল বের করতে গিয়ে একটা আঙ্গুর ফ্লোরে পরে যায় আমার সামনেই, তখন তোফাজ্জেল ঐ আঙ্গুর ফলটা লুকিয়ে মুখে দেয়, আমাকে ইশারা দিয়ে বলে অর্ধেক খাবি ??এই দৃশ্য দেখে আমি হসপিটালের বাথরুমে গিয়ে কেঁদেছিলাম , কিন্তু প্রতিবাদ করতে পারি নাই কারন,ওর ভাই বার বার অনুরোধ করতো তানি দোহাই লাগে কিছু বলিস না , তোফাজ্জেলকে আল্লাহ দেখবেন।

এ রকম অত্যাচারের বর্ননা হাজারটা আছে যেটা বলে শেষ করা যাবে না, ওর ভাবি এতোটা নিষ্ঠুর যেটা চোখে না দেখলে বিশ্বাস করবেন না !!

এখন আসল কথায় আসি,তোফাজ্জেলের মৃত্যু পরে একমাত্র গার্ডিয়ান হিসেবে দাঁড়িয়েছে ওর একমাত্র ভাবি !! সে মিডিয়ায় সাক্ষাৎকার দিচ্ছে, কান্নার অভিনয় করছে,সব ধরনের সাহায্য সহোযোগিতা সে নিচ্ছে এবং ভবিষ্যতেও নিবে। আমার একটাই প্রশ্ন, সে কোন অধিকারে নিচ্ছে ? যে তোফাজ্জেল জীবিত অবস্থা তার থেকে একটু ভালোবাসা পায় নাই, এখন আসছে গার্ডিয়ান হিসেবে। কেন একমাত্র গার্ডিয়ান হিসেবে দাড়িয়েছে জানেন ? সে এখন তোফাজ্জেল মৃত্যুর বড় একটা অঙ্কের ক্ষতিপূরণ পেতে পারে !! ভাবি এইটুকু মাথায় রাখেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, তোফাজ্জেলের এই অবস্থা পিছনে আপনিও দায়ী ।

আপনারা একটা প্রশ্ন করতেই পারেন,ভাবি তো খারাপ ছিলো কিন্তু এর আত্নীয় স্বজনেরা কি করছে ? হ্যা, মানছি ভাই ওর যতোটুকু ভালোবাসা, যত্ন দরকার ছিলো ততটুকু দিতে পারি নাই কিন্তু আমরা চেষ্টা করেছি ওকে ভালো রাখার !!

তাই,দয়া করে কোন মিডিয়ার পারসোন বা কোন সংস্থা ওর ভাবিকে তোফাজ্জেলের মৃত্যু ব্যাপারে কোন কাজে লাগাবেন না। তোফাজ্জেল আর ফিরে আসবে না,ওর মৃত্যুর ক্ষতিপূরণ, কোন সাহায্য সহোযোগিতা, ওর ভাবি বা আমরা আত্মীয় স্বজন যারা আছি কারোর দরকার নাই। কেউ যদি কিছু করতে চান তাহলে, ওর উদ্দেশ্য করে মসজিদে মিলাদ পরিয়ে দিয়েন যার জন্য তোফাজ্জেলের আত্না শান্তি পাবে। বা হাজারো অসহায় তোফাজ্জেলে রাস্তায় ঘুরে বেড়ায় একপ্লেট ভাতের জন্য, এটা তাদের পিছনে ব্যয় করবেন ।

লেখা: তানিয়া তালুকদার
তোফাজ্জল এর মামাত বোন

তোফাজ্জলের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলি ইউনিয়নে।কাঠালতলি আমার ভীষণ প্রিয় জায়গা। আমার নানা বাড়ি। ইউনিয়নের নানান...
19/09/2024

তোফাজ্জলের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলি ইউনিয়নে।

কাঠালতলি আমার ভীষণ প্রিয় জায়গা। আমার নানা বাড়ি। ইউনিয়নের নানান স্থান আমার স্মৃতির পটে এখনো রয়েছে। আমার বাড়ি থেকে অন্তত ৩ ঘন্টার পথ পায়ে হেঁটে কাঠালতলি যেতে হতো। ছোট বেলায় এই পথ মারিয়ে আনন্দ নিয়ে যেতাম। নানা-নানির ভালোবাসা আর আদর আমার চলার পথে ক্লান্তি জড়াতে পারে নি। কিন্তু সেই কাঠালতলি আজ শোকাহত। কারণ তোফাজ্জল যে এই এলাকারই সন্তান। যদিও তার সঙ্গে আমার পরিচয় নেই।
কথায় আছে- যার কেউ নাই, তার আল্লাহ আছে। তোফাজ্জলও তার প্রভুর কাছেই চলে গেলেন। কারণ এ ধরায় তার যে কেউ নেই। তার কেউ ছিলো না মেধাবী শিক্ষার্থীদের দেওয়া আঘাতে যত্নের পরশ দেওয়ার।
যদিও ঢাবিতে পড়ার যোগ্যতা আমার ছিলো। তবে বাবা-মায়ের দেওয়া শিক্ষায় এতোটুকু শিখেছি কাউকে বিনা অপরাধে আঘাত করা মানুষের কাজ নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী যে কতটা ভয়ংকর তা প্রতিনিয়ত সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় দেখা যায়। রাতের অন্ধকারে ছিনতাই করতে গিয়ে তারা যে, কি ভয়ংকর রুপ ধারণ করে তার স্বাক্ষী এই শহরে হাজার হাজার পাওয়া যাবে।

পাকিস্তানের মাটিতে বাংলাদেশের ইতিহাস। অভিনন্দন টিম টাইগারস।জানতে চাওয়া:- এমন প্রেডিকশন করার জন্য গুগলের বিরুদ্ধে কোনো ব্...
03/09/2024

পাকিস্তানের মাটিতে বাংলাদেশের ইতিহাস।
অভিনন্দন টিম টাইগারস।

জানতে চাওয়া:- এমন প্রেডিকশন করার জন্য গুগলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না?

Jubaer Kabir Tusher ভাই আপনার সঙ্গে দেখা না হওয়ার আফসোস আজীবন পোড়াবে। যে মানুষটি আমার ভালো নিউজে কমেন্ট করতেন। আরও ভালো ...
02/09/2024

Jubaer Kabir Tusher ভাই আপনার সঙ্গে দেখা না হওয়ার আফসোস আজীবন পোড়াবে।
যে মানুষটি আমার ভালো নিউজে কমেন্ট করতেন। আরও ভালো করার অনুপ্রেরণা দিতেন। সেই মানুষটির চলে যাওয়ার এমন নিউজ লিখতে হবে এটা কোনো দিন চাই নি।

আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করবেন এই দোয়া করছি।

মুক্তিযোদ্ধা মতিয়ুর রহমান রেন্টুর 'আমার ফাঁসি চাই' বই পড়ে তো পাগলা হয়ে যাচ্ছি।হায়রে ইতিহাস। কি ছিলো আর কি খাওয়াইলো।
24/08/2024

মুক্তিযোদ্ধা মতিয়ুর রহমান রেন্টুর 'আমার ফাঁসি চাই' বই পড়ে তো পাগলা হয়ে যাচ্ছি।

হায়রে ইতিহাস। কি ছিলো আর কি খাওয়াইলো।

23/08/2024

টিএসসিতে অনেক খাবার জমা পড়েছে। কিন্তু এইসব খাবার পাঠানোর জন্য পর্যাপ্ত ট্রাক নাই। যারা ট্রাক দিতে পারবেন দ্রুত ট্রাক নিয়ে টিএসসি আসুন। ২০-৩০ টা ট্রাক দরকার।

যোগাযোগ : +880 1879-266471

ঢাবিতে অস্ত্র হাতে দাপিয়ে বেড়াতে দেখেছিলাম ঠিকাদার ও ঢাকা কলেজের সাবেক ছাত্রলীগ নেতা হাসান মোল্লাকে।কিন্তু আজ কাছাকাছি চ...
22/08/2024

ঢাবিতে অস্ত্র হাতে দাপিয়ে বেড়াতে দেখেছিলাম ঠিকাদার ও ঢাকা কলেজের সাবেক ছাত্রলীগ নেতা হাসান মোল্লাকে।
কিন্তু আজ কাছাকাছি চেহারার সুমন নামের এই ব্যক্তিকে ধরে নিয়ে মারধর করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
মারধর শেষে ভুল ব্যক্তি বুঝতে পেরে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে সুমনকে। চেহারায় মিল থাকলেও বিপদ।

21/08/2024

বিনীত অনুরোধ:
পরশুরামে পানি বাড়ছে ক্রমান্বয়ে। নিম্নাঞ্চলগুলোতে পানির অতিরিক্ত স্রোতের কারণে প্রশাসন বা স্বেচ্ছাসেবক কেউই স্বাভাবিকভাবে উদ্ধারকাজ করতে পারছে না। দ্রুত সময়ের মধ্যে ভিন্ন উপায়ে উদ্ধারকাজ শুরু না করলে প্রাণহানি বাড়ার সম্ভাবনা রয়েছে। সৃষ্টিকর্তা সবাইকে হেফাজত করুক।

21/08/2024

এইচএসসি পরীক্ষার্থীদের উচিৎ এবার বন্যার্তদের সেবায় কাজ করা।
সবাই ফেণী চলে যান।

চেনা যায়? এক সপ্তাহের কম সময়ে রাজপ্রাসাদ থেকে রাজবন্দী।
14/08/2024

চেনা যায়? এক সপ্তাহের কম সময়ে রাজপ্রাসাদ থেকে রাজবন্দী।

ছবি যেমনই হোক তাতে কি। স্বশরীরে  এমন ঘটনার স্বাক্ষী হোলাম।
08/08/2024

ছবি যেমনই হোক তাতে কি।
স্বশরীরে এমন ঘটনার স্বাক্ষী হোলাম।

Address

Dhaka
1207

Telephone

+8801719418531

Website

Alerts

Be the first to know and let us send you an email when Razu's Notebook posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Razu's Notebook:

Share