AZ Sports

AZ Sports যখন যেখানেই থাকুন খেলার খবর পৌছে যাবে আপনার কাছে !!

ঠিক আছে
09/11/2025

ঠিক আছে

বৃহস্পতিবার মঞ্জু ইস্যুতে রিয়াসাদ আজিম ও জাহানার আলো)চনা' ভাইরাল হওয়ার পর থেকেই নারী ক্রিকেটারদের উদ্দেশ্যে ফোনে হু"ম'কি দেওয়ার অভিযোগ উঠেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংশ্লিষ্ট সূত্রে করা অভিযোগ অনুযায়ী কয়েকজন নারী ক্রিকেটারের মোবাইল নম্বরে অননুমোদিত কল ও ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করা হয়েছে।

বিষয়টি নিয়ে সরাসরি প্রতিক্রিয়া দিয়েছেন রিয়াসাদ আজিম ।
ক্লিয়ার কাট ক"থা' কাউকে ছাড় দেয়া হবে না ।

আপনারাও কি রিয়াসাদ আজিমের সাথে এক"মত??

এইবার জমবে খেলা 😀
05/11/2025

এইবার জমবে খেলা 😀

😱 আফগানিস্তানের কোচিং স্টাফে যোগ দিতে পারেন মোহাম্মদ সালাউদ্দিন! 🚨

বাংলাদেশ দলের সহকারী কোচের পদ ছাড়ার পর নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন। আলোচনা চলছে, আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ACB) তাকে সহকারী কোচ হিসেবে দলে ভেড়াতে আগ্রহী।

ইংলিশ কোচ জনাথন ট্রটের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে সম্প্রতি নতুন কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আফগান বোর্ড।

অন্যদিকে, কুমিল্লা ভিক্টোরিয়ান্সে সালাউদ্দিনের অধীনে খেলা আফগান তারকা রাশিদ খান, মোহাম্মদ নবী ও ফজল হক ফারুকি বোর্ডকে বিশেষভাবে প্রস্তাব দিয়েছেন—তাদের সাবেক কোচকে দলে নেওয়ার জন্য।

সব কিছু পরিকল্পনামতো এগোলে, খুব শিগগিরই বাংলাদেশ ছেড়ে আফগানিস্তানের সহকারী অথবা প্রধান কোচের আসনে দেখা যেতে পারে মোহাম্মদ সালাউদ্দিনকে! 🇧🇩➡️🇦🇫

সময় পরিবর্তন ❤️
01/11/2025

সময় পরিবর্তন ❤️

তারকা হওয়ার আগে যে নতুন কাপড়ের অভাবে দাওয়াত পেতো না , সেই আজ হাজার টাকার জামা পড়ে সবার মধ্যমণি হয়ে বিয়ের দাওয়াতে মারুফা ❤️
বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার মারুফা আক্তার 🔥❤️
যাঁর বলের সুইং এর মুগ্ধ পুরো ক্রিকেট দুনিয়া ।

ভালো উদ্যোগ ❤️
31/10/2025

ভালো উদ্যোগ ❤️

ফাইভ স্টার হোটেলের আরাম নয়, এবার ক্রিকেটারদের থাকতে হবে হোস্টেলে — যেখানে এক রুমে থাকবেন তিনজন করে! 🏏
জীবনের বাস্তবতা ও মূল্যবোধ বোঝাতেই এমন উদ্যোগ নিচ্ছে বিসিবি।
এই পরিকল্পনার পেছনে আছেন পাকিস্তানের কিংবদন্তি জাবেদ মিয়াদাদ! 🤔
আপনার মতে, এটা কি সত্যিই সঠিক সিদ্ধান্ত?

এশিয়া কাপে সাইফ হাসানকে পেলো বাংলাদেশ
26/09/2025

এশিয়া কাপে সাইফ হাসানকে পেলো বাংলাদেশ

চলতি এশিয়া কাপে ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের ডানহাতি ওপেনার সাইফ হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংসে খেলেছিলেন ৪৫ বলে ৬১ রান। আর ভারতের বিপক্ষে আবারও ঝলক দেখান তিনি—৫ ছক্কা ও ৩ চারে সাজানো ৫১ বলে ৬৯ রানের লড়াকু ইনিংস খেলেন। যদিও বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতের কাছে হেরে যায়, তবে সাইফের এই ইনিংসেই ভর করেই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হয় টাইগাররা।

এই ধারাবাহিক ব্যাটিংয়ে ভর করে সাইফ হাসান চলতি এশিয়া কাপে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন।

অন্যদিকে বাংলাদেশের আরেক তরুণ ব্যাটার তাওহীদ হৃদয় খেলেছেন ৫ ম্যাচে ১৩৪ রান। সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তার অবস্থান পঞ্চম।

📋 সর্বোচ্চ রান সংগ্রাহক তালিকা (এশিয়া কাপ ২০২৫)

🇮🇳 অভিষেক শর্মা — ৫ ম্যাচ, ২৪৮ রান
🇧🇩 সাইফ হাসান — ৩ ম্যাচ, ১৬০ রান
🇧🇩 সাহেদজাদা ফারহান — ৫ ম্যাচ, ১৫৬ রান
🇱🇰 পাথুম নিশাঙ্কা — ৫ ম্যাচ, ১৫৪ রান
🇧🇩 তাওহীদ হৃদয় — ৫ ম্যাচ, ১৩৪ রান

Address

Mirpur
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when AZ Sports posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share