26/04/2024
মক্কায় ঘোর আধার,আলোর ছিটেফোঁটাও নেই।
এ আধারে ছেয়ে আছে আমিনার মন। বিষাদে ভরা আমিনা হঠাৎ একদিন একটা স্বপ্ন দেখলেন। তার গর্ভ থেকে একটা আলো এসে বসরার প্রাসাদগুলোকেও আলোকিত করছে। আমিনা অবাক হলেন, নাকি বিস্মিত তা জানা দায়!
বলুন তো,আমিনার স্বপ্ন কি পূরণ হয়েছিলো?
-হ্যা হয়েছিলো, আমিনার পুত্র মুহাম্মদ বিন আব্দুল্লাহ ওরফে আমাদের রাসূল ﷺ শুধুমাত্র আলোকিত করেন নি বসরার প্রাসাদগুলো, আলোকিত করেছিলেন পুরো পৃথিবীকে।
যে আলো আল্লাহ পাঠালেন আলোকিত করতে, সে আলোর জীবনি আপনি কি জানেন?
জানেন কিভাবে আলোচ্ছটায় ভরে উঠলো মাদিনা?কিভাবে বিস্তৃত হলো পুরো পৃথিবীতে?
কিভাবেই বা এ আলো এখনো তার কিরণ ছড়িয়ে দিচ্ছে?
এই দীর্ঘ জীবনে যদি সেই মানুষটার জীবনি না জানা হয় যিনি আপনার ফিকির করেছে ১৪০০ বছর আগে,তাহলে বলা যায় অবহেলায়ই কেটে যাবে পুরো জীবন,আফসোস হবে রোজ।
আর দেরি করা চলবেনা,জানার ও জানানোর নিয়তে "ত্ব-হা জিন্নুরাইন ইসলামিক অনলাইন মাদ্রাসার"- তরফ থেকে শুরু হতে যাচ্ছে সিরাত্তুনবি সাঃ কোর্স (সিজন-২)।
এ কোর্সের মাধ্যমে যেমন আপনি জানতে পারবেন সিরাত্তুনবি, তেমনি বিজয়ীদের মধ্যে সেরা ৩ জনের অন্তর্ভুক্ত হয়ে অর্জন করতে পারবেন রাসূলুল্লাহ সাঃ এর শহর ভ্রমণের লোভনীয় সুযোগ। অর্থাৎ প্রথম ৩ জন বিজয়ীর জন্য রয়েছে পবিত্র ওমরাহ এর সুযোগ।
তাহলে আর দেরি কেন?
রেজিস্ট্রেশন করে ফেলুন আজ-ই।
রেজিষ্ট্রেশন লিংকঃ
https://tawhaazinnurain.com/course/siratunnabi-pbuh-course/
রেজিষ্টেশনের শেষ তারিখ :
১২ শাওয়াল, ১৪৪৫ হিজরী মোতাবেক
২২ এপ্রিল, ২০২৪ ইং
ওরিয়েন্টেশন ক্লাস :
১৫ শাওয়াল, ১৪৪৫ হিজরী মোতাবেক
২৫ এপ্রিল, ২০২৪ ইং
মূল ক্লাস শুরুর তারিখঃ
২১ শাওয়াল, ১৪৪৫ হিজরী মোতাবেক
পহেলা মে, ২০২৪ ইং
ইনশাআল্লাহ...
কোর্সের মেয়াদ : মাত্র ১ মাস।
(মূল ক্লাস ১ মাস, প্রস্তুতি ৭ দিন, ফাইনাল পরীক্ষা)
সাপ্তাহিক ৩/৪ টি লাইভ ক্লাস।
মোট ক্লাস সংখ্যা: ১৬টি (এক্সাম ও সলভ ক্লাস ব্যাতিত)
কোর্সটিতে অংশগ্রহণ করতে অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
রেজিষ্ট্রেশন ফিস প্রযোজ্য।
রেজিষ্ট্রেশন ফিস ১০০০ টাকা মাত্র! (এককালীন ফি)
কোর্সের নির্ধারিত বই "আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ.)" রচিত "আর রাহীকুল মাখতুম"।
উস্তায আবু ত্ব-হা মুহাম্মাদ আদনানের ছত্রছায়ায় পরিচালিত আপনাদের প্রিয় Taw Haa Zin Nurain Book Shop এ সর্বোচ্চ ছাড়ে পাওয়া যাচ্ছে।
হোয়াটসঅ্যাপঃ https://wa.me/+8801878257351
অথবাঃ https://m.me/tawhaazinnurain.book
পরীক্ষা পদ্ধতিঃ
১। রেজিষ্ট্রেশন, ফিস প্রদান, বই সংগ্রহ ও ক্লাস সমাপ্ত করার পর প্রাথমিকভাবে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের পরবর্তীতে লিখিত ও চুড়ান্ত ১০ জনের মাঝে ভাইভার মাধ্যমে সেরা ৩ জন উমরাহ বিজয়ী প্রতিযোগী চুড়ান্ত করা হবে ইনশাআল্লাহ!
৩। এছাড়াও সেরা ৩ সহ চতুর্থ থেকে দশমের প্রত্যেকেই পাবেন প্রাইজমানি, সার্টিফিকেট ও ক্রেস্ট।
কোর্সটি ১৫ থেকে ৬০ বছরের সকল শ্রেণী পেশার নারী ও পুরুষ জন্য উন্মুক্ত। প্রবাসীরাও অংশ নিতে পারবেন ইনশাআল্লাহ। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নির্দেশনা Taw Haa Zin Nurain Online Madrasa এবং উস্তায Abu Taw Haa Muhammad Adnan এর অফিসিয়াল ফেসবুক পেইজে জানানো হবে ইনশাআল্লাহ।
উক্ত সীরাত কোর্সটির ইন্সট্রাকটার আপনাদের প্রিয় উস্তাদ আবু ত্ব-হা মুহাম্মদ আদনান (হাফি) জানান, আপামর জনসাধারণকে সীরাত সম্পর্কে সচেতন করতে এবং সিরাত পাঠে আগ্রহী করে তুলতেই নেয়া হয়েছে এই উদ্যোগ। একাকী সিরাত পাঠ করলে অনেক সময় সাধারণ মানুষ শেকড়ে পৌছাতে ব্যর্থ হন।
তাই যদি সিরাতের উপর কোন উস্তাদের তত্ত্বাবধানে কোর্স করা যায় তাহলে একদিকে বিশ্বনবী মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী সম্পর্কে বিস্তারিত জানাও যাবে এবং কোর্স শেষে পরীক্ষায় অংশ নিয়ে মহান আল্লাহর ঘর যিয়ারাতের সৌভাগ্যও নাসিব হবে ইনশাআল্লাহ।
পরিশেষে দেশ ও বিদেশের বিত্তবান ও দানশীল দ্বীনি ভাই ও বোনদের প্রতি উস্তাদ আবু ত্ব হা মুহাম্মাদ আদনান (হাফি:)'র উদাত্ত আহবান:
প্রিয় দানশীল ও বিত্তবান দ্বীনি ভাই ও বোনেরা, প্রিয় নবি মুহাম্মাদ ﷺ এর পবিত্র জীবনীর প্রচার প্রসার ও শিক্ষা ছড়িয়ে দেয়ার এই মহৎ প্রজেক্টে আপনিও আপনার হালাল অর্থ সাদাকা করে শরীক হউন।
আপনার প্রেরিত অর্থ সিরাতের কিতাবরুপে প্রবেশ করুক সাধারণ মানুষের ঘরে ঘরে, অথবা মাধ্যম হউক আল্লাহর বান্দাদের বাইতুল্লাহ যিয়ারাতের। এছাড়াও ত্ব হা যিন নুরাইন ইসলাম অনলাইন মাদ্রাসার বিভিন্ন শিক্ষা প্রজেক্ট সহ ত্ব-হা যিন নুরাইন ইসলামিক সোসাইটির বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে আপনিও এগিয়ে আসুন ক্বলবুন সালিম নিয়ে শুধুমাত্র মহান আল্লাহর রেজামন্দি হাসিলের লক্ষ্যে!
নিন্মোক্ত মোবাইল ব্যাংকিং নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের সাদাকা প্রেরণ করতে পারেন।
01763002627
01765922612
বিকাশ পারসোনাল (রেফারেন্সঃ Baitul Maal)
01883646419
বিকাশ মার্চেন্ট
01765922612
01763002627
নগদ পারসোনাল
01765922612-2
রকেট পারসোনাল
Bank Details:
Al-Arafah Islami Bank
Branch: Rangpur
Acc Name: K M Afsanul Adnan Anto
Acc No: 0971120018405
মহান আল্লাহ আমাদের সবাইকে তার দ্বীনের জন্য কবুল করুন।
আমিন। আল্লাহুম্মা সল্লি আ'লা মুহাম্মাদ ওয়া সাল্লিম।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!
✅ হটলাইন নম্বর
+88025 8880 9270 (10 AM - 10 PM)
01740-433580 (Whatsapp Only)
সাদাকা সংক্রান্ত যোগাযোগঃ +8801315188248 (WhatsApp Text Only)
বিঃদ্রঃ অফিশিয়াল পোস্টে উল্লেখিত বা অফিশিয়াল ভিডিওতে মেনশানকৃত একাউন্ট নাম্বার বা মোবাইল ব্যাংকিং ব্যাতিত অন্য কোন ঠিকানায় আপনার অর্থ প্রেরণ করা থেকে বিরত থাকুন, এবং অনুগ্রহ করে আপনার সাদাকা প্রেরণের পর আমাদের অফিশিয়াল পেইজ বা এডমিন প্যানেলে যোগাযোগ করে কনফার্ম করুন। বারাকাল্লাহু ফিকুম৷