Dawaah-দা'ওয়াহ্シOFC

Dawaah-দা'ওয়াহ্シOFC সত্যের এ বানী পৌঁছে যাক সবার দোরগোড়ায়🥰🥰

22/11/2024

বাস্তব কিছু কথা

26/05/2024

হে আল্লাহ্‌!
"আমি আশ্রয় চাচ্ছি বার্ধক্যের চরম পর্যায় থেকে, দুনিয়ার ফিতনা-ফ্যাসাদ থেকে এবং কবরের আজাব হতে, আমিন!
(বুখারি: ৫৮৮৮)

তীব্র গরমে এক গ্লাস ঠাণ্ডা পানি কী যে প্রশান্তির তা পান করার সময়েই বোঝা যায়। কিন্তু নুন আনতেই পান্তা ফুরোয় যাদের, তাদের ...
29/04/2024

তীব্র গরমে এক গ্লাস ঠাণ্ডা পানি কী যে প্রশান্তির তা পান করার সময়েই বোঝা যায়। কিন্তু নুন আনতেই পান্তা ফুরোয় যাদের, তাদের কাছে রেফ্রিজারেটরের ঠাণ্ডা পানি এক বিলাসিতা। রাস্তা-ঘাটে, কর্মস্থলে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করা লোকদের জন্য একটু ক্যাম্পেইন করেই দেখুন না; বুঝবেন— তীব্র গরমে প্রশান্তি শুধু ঠাণ্ডা পানি পান করার মাঝেই না, দান করার মাঝেও আছে।

মক্কায় ঘোর আধার,আলোর ছিটেফোঁটাও নেই। এ আধারে ছেয়ে আছে আমিনার মন। বিষাদে ভরা আমিনা হঠাৎ একদিন একটা স্বপ্ন দেখলেন। তার গর্...
26/04/2024

মক্কায় ঘোর আধার,আলোর ছিটেফোঁটাও নেই।
এ আধারে ছেয়ে আছে আমিনার মন। বিষাদে ভরা আমিনা হঠাৎ একদিন একটা স্বপ্ন দেখলেন। তার গর্ভ থেকে একটা আলো এসে বসরার প্রাসাদগুলোকেও আলোকিত করছে। আমিনা অবাক হলেন, নাকি বিস্মিত তা জানা দায়!

বলুন তো,আমিনার স্বপ্ন কি পূরণ হয়েছিলো?

-হ্যা হয়েছিলো, আমিনার পুত্র মুহাম্মদ বিন আব্দুল্লাহ ওরফে আমাদের রাসূল ﷺ শুধুমাত্র আলোকিত করেন নি বসরার প্রাসাদগুলো, আলোকিত করেছিলেন পুরো পৃথিবীকে।

যে আলো আল্লাহ পাঠালেন আলোকিত করতে, সে আলোর জীবনি আপনি কি জানেন?
জানেন কিভাবে আলোচ্ছটায় ভরে উঠলো মাদিনা?কিভাবে বিস্তৃত হলো পুরো পৃথিবীতে?
কিভাবেই বা এ আলো এখনো তার কিরণ ছড়িয়ে দিচ্ছে?

এই দীর্ঘ জীবনে যদি সেই মানুষটার জীবনি না জানা হয় যিনি আপনার ফিকির করেছে ১৪০০ বছর আগে,তাহলে বলা যায় অবহেলায়ই কেটে যাবে পুরো জীবন,আফসোস হবে রোজ।

আর দেরি করা চলবেনা,জানার ও জানানোর নিয়তে "ত্ব-হা জিন্নুরাইন ইসলামিক অনলাইন মাদ্রাসার"- তরফ থেকে শুরু হতে যাচ্ছে সিরাত্তুনবি সাঃ কোর্স (সিজন-২)।

এ কোর্সের মাধ্যমে যেমন আপনি জানতে পারবেন সিরাত্তুনবি, তেমনি বিজয়ীদের মধ্যে সেরা ৩ জনের অন্তর্ভুক্ত হয়ে অর্জন করতে পারবেন রাসূলুল্লাহ সাঃ এর শহর ভ্রমণের লোভনীয় সুযোগ। অর্থাৎ প্রথম ৩ জন বিজয়ীর জন্য রয়েছে পবিত্র ওমরাহ এর সুযোগ।

তাহলে আর দেরি কেন?
রেজিস্ট্রেশন করে ফেলুন আজ-ই।
রেজিষ্ট্রেশন লিংকঃ
https://tawhaazinnurain.com/course/siratunnabi-pbuh-course/

রেজিষ্টেশনের শেষ তারিখ :
১২ শাওয়াল, ১৪৪৫ হিজরী মোতাবেক
২২ এপ্রিল, ২০২৪ ইং

ওরিয়েন্টেশন ক্লাস :
১৫ শাওয়াল, ১৪৪৫ হিজরী মোতাবেক
২৫ এপ্রিল, ২০২৪ ইং

মূল ক্লাস শুরুর তারিখঃ
২১ শাওয়াল, ১৪৪৫ হিজরী মোতাবেক
পহেলা মে, ২০২৪ ইং
ইনশাআল্লাহ...

কোর্সের মেয়াদ : মাত্র ১ মাস।
(মূল ক্লাস ১ মাস, প্রস্তুতি ৭ দিন, ফাইনাল পরীক্ষা)

সাপ্তাহিক ৩/৪ টি লাইভ ক্লাস।
মোট ক্লাস সংখ্যা: ১৬টি (এক্সাম ও সলভ ক্লাস ব্যাতিত)

কোর্সটিতে অংশগ্রহণ করতে অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
রেজিষ্ট্রেশন ফিস প্রযোজ্য।
রেজিষ্ট্রেশন ফিস ১০০০ টাকা মাত্র! (এককালীন ফি)

কোর্সের নির্ধারিত বই "আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ.)" রচিত "আর রাহীকুল মাখতুম"।
উস্তায আবু ত্ব-হা মুহাম্মাদ আদনানের ছত্রছায়ায় পরিচালিত আপনাদের প্রিয় Taw Haa Zin Nurain Book Shop এ সর্বোচ্চ ছাড়ে পাওয়া যাচ্ছে।
হোয়াটসঅ্যাপঃ https://wa.me/+8801878257351
অথবাঃ https://m.me/tawhaazinnurain.book

পরীক্ষা পদ্ধতিঃ
১। রেজিষ্ট্রেশন, ফিস প্রদান, বই সংগ্রহ ও ক্লাস সমাপ্ত করার পর প্রাথমিকভাবে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের পরবর্তীতে লিখিত ও চুড়ান্ত ১০ জনের মাঝে ভাইভার মাধ্যমে সেরা ৩ জন উমরাহ বিজয়ী প্রতিযোগী চুড়ান্ত করা হবে ইনশাআল্লাহ!

৩। এছাড়াও সেরা ৩ সহ চতুর্থ থেকে দশমের প্রত্যেকেই পাবেন প্রাইজমানি, সার্টিফিকেট ও ক্রেস্ট।

কোর্সটি ১৫ থেকে ৬০ বছরের সকল শ্রেণী পেশার নারী ও পুরুষ জন্য উন্মুক্ত। প্রবাসীরাও অংশ নিতে পারবেন ইনশাআল্লাহ। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নির্দেশনা Taw Haa Zin Nurain Online Madrasa এবং উস্তায Abu Taw Haa Muhammad Adnan এর অফিসিয়াল ফেসবুক পেইজে জানানো হবে ইনশাআল্লাহ।

উক্ত সীরাত কোর্সটির ইন্সট্রাকটার আপনাদের প্রিয় উস্তাদ আবু ত্ব-হা মুহাম্মদ আদনান (হাফি) জানান, আপামর জনসাধারণকে সীরাত সম্পর্কে সচেতন করতে এবং সিরাত পাঠে আগ্রহী করে তুলতেই নেয়া হয়েছে এই উদ্যোগ। একাকী সিরাত পাঠ করলে অনেক সময় সাধারণ মানুষ শেকড়ে পৌছাতে ব্যর্থ হন।
তাই যদি সিরাতের উপর কোন উস্তাদের তত্ত্বাবধানে কোর্স করা যায় তাহলে একদিকে বিশ্বনবী মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী সম্পর্কে বিস্তারিত জানাও যাবে এবং কোর্স শেষে পরীক্ষায় অংশ নিয়ে মহান আল্লাহর ঘর যিয়ারাতের সৌভাগ্যও নাসিব হবে ইনশাআল্লাহ।

পরিশেষে দেশ ও বিদেশের বিত্তবান ও দানশীল দ্বীনি ভাই ও বোনদের প্রতি উস্তাদ আবু ত্ব হা মুহাম্মাদ আদনান (হাফি:)'র উদাত্ত আহবান:
প্রিয় দানশীল ও বিত্তবান দ্বীনি ভাই ও বোনেরা, প্রিয় নবি মুহাম্মাদ ﷺ এর পবিত্র জীবনীর প্রচার প্রসার ও শিক্ষা ছড়িয়ে দেয়ার এই মহৎ প্রজেক্টে আপনিও আপনার হালাল অর্থ সাদাকা করে শরীক হউন।

আপনার প্রেরিত অর্থ সিরাতের কিতাবরুপে প্রবেশ করুক সাধারণ মানুষের ঘরে ঘরে, অথবা মাধ্যম হউক আল্লাহর বান্দাদের বাইতুল্লাহ যিয়ারাতের। এছাড়াও ত্ব হা যিন নুরাইন ইসলাম অনলাইন মাদ্রাসার বিভিন্ন শিক্ষা প্রজেক্ট সহ ত্ব-হা যিন নুরাইন ইসলামিক সোসাইটির বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে আপনিও এগিয়ে আসুন ক্বলবুন সালিম নিয়ে শুধুমাত্র মহান আল্লাহর রেজামন্দি হাসিলের লক্ষ্যে!
নিন্মোক্ত মোবাইল ব্যাংকিং নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের সাদাকা প্রেরণ করতে পারেন।

01763002627
01765922612
বিকাশ পারসোনাল (রেফারেন্সঃ Baitul Maal)

01883646419
বিকাশ মার্চেন্ট

01765922612
01763002627
নগদ পারসোনাল

01765922612-2
রকেট পারসোনাল

Bank Details:
Al-Arafah Islami Bank
Branch: Rangpur
Acc Name: K M Afsanul Adnan Anto
Acc No: 0971120018405

মহান আল্লাহ আমাদের সবাইকে তার দ্বীনের জন্য কবুল করুন।
আমিন। আল্লাহুম্মা সল্লি আ'লা মুহাম্মাদ ওয়া সাল্লিম।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!

✅ হটলাইন নম্বর
+88025 8880 9270 (10 AM - 10 PM)
01740-433580 (Whatsapp Only)

সাদাকা সংক্রান্ত যোগাযোগঃ +8801315188248 (WhatsApp Text Only)

বিঃদ্রঃ অফিশিয়াল পোস্টে উল্লেখিত বা অফিশিয়াল ভিডিওতে মেনশানকৃত একাউন্ট নাম্বার বা মোবাইল ব্যাংকিং ব্যাতিত অন্য কোন ঠিকানায় আপনার অর্থ প্রেরণ করা থেকে বিরত থাকুন, এবং অনুগ্রহ করে আপনার সাদাকা প্রেরণের পর আমাদের অফিশিয়াল পেইজ বা এডমিন প্যানেলে যোগাযোগ করে কনফার্ম করুন। বারাকাল্লাহু ফিকুম৷

26/04/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

 #রমাদান_প্রোজেক্ট #আসুন_অসহায়_মানুষের_পাশে_দাড়াইআপনাদের দেওয়া অনুদান 'টিম আদনান' পৌঁছে দিচ্ছে প্রত্যন্ত অঞ্চলে অসচ্ছল ব...
25/03/2024

#রমাদান_প্রোজেক্ট
#আসুন_অসহায়_মানুষের_পাশে_দাড়াই

আপনাদের দেওয়া অনুদান 'টিম আদনান' পৌঁছে
দিচ্ছে প্রত্যন্ত অঞ্চলে অসচ্ছল ব্যাক্তিদের এবং নিম্নবিত্ত পরিবারের মাঝে। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আপনাদের অনুদান কবুল করুক আমিন।

রমাদানের এই গুরুত্বপূর্ণ প্রোজেক্টে একটি পরিবারের এক মাসের ইফতার প্যাকেজের দায়িত্ব নিন অথবা সাধ্য অনুযায়ী সাদাকাহ করুন।

আমরা স্বরণ করে দিতে চাচ্ছি উত্তরবঙ্গে প্রত্যন্ত অঞ্চলে এরকম অসহায় নিম্নবিত্ত মধ্য নিম্নবিত্ত অসচ্ছল পরিবারের রমাদান মাসের বাজার করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে Team Adnan আলহামদুলিল্লাহ।

এক মাসের বাজার তালিকা এবং টাকার পরিমাণ:-

চাল ২০ কেজি ,
ছোলা ২ কেজি,
মুরি ২ কেজি,
ডাল ২ কেজি,
খেজুর ১ কেজি,
সয়াবিন তেল ১ কেজি,
চিনি ১ কেজি,

প্যাকেজ মূল্য - ২০০০ টাকা ধরা হয়েছে।

আমাদের অনুদান পাঠাতে চাইলে যোগাযোগ করতে পারেন অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে-

📱01315188248 Whatsapp

নিম্নোক্ত নাম্বারগুলোয় রেফারেন্স কোড -RPTA দিয়ে বিকাশ নগদ ও রকেটে টাকা পাঠাতে পারেন ইনশাআল্লাহ তায়া’লা -

বিকাশ + নগদ -01763-002627
বিকাশ + নগদ + রকেট- 01765922612
অথবা ,ব্যাংক একাউন্টে পাঠাতে পারেন :-

Al-Arafah Islami Bank Limited
Name : MD. MUJAHIDUL ISLAM
Branch : RANGPUR
A/C no: 0971120051132

Md. Mujahidul Islam
A/c 20501170204155012
Islami Bank Bangladesh limited
Branch -Rangpur

জাজাকাল্লাহু খাইরান আহসানাল জাযা।

আমাদের রমাদান প্রোজেক্ট আগামী বিশ রমাদান পর্যন্ত চলবে ইনশাআল্লাহ তায়া’লা। আজকে 'টিম আদনান' সারারাত ধরে প্যাকেজিং শেষ করে...
20/03/2024

আমাদের রমাদান প্রোজেক্ট আগামী বিশ রমাদান পর্যন্ত চলবে ইনশাআল্লাহ তায়া’লা। আজকে 'টিম আদনান' সারারাত ধরে প্যাকেজিং শেষ করেছে। যা আগামীকাল বিতরণ করা হবে রংপুর সদরে ইনশাআল্লাহ।

রমাদানের এই গুরুত্বপূর্ণ প্রোজেক্টে একটি পরিবারের এক মাসের ইফতার প্যাকেজের দায়িত্ব নিন অথবা সাধ্য অনুযায়ী সাদাকাহ করুন।

আমরা স্বরণ করে দিতে চাচ্ছি উত্তরবঙ্গে প্রত্যন্ত অঞ্চলে এরকম অসহায় নিম্নবিত্ত মধ্য নিম্নবিত্ত অসচ্ছল পরিবারের রমাদান মাসের বাজার করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে Team Adnan আলহামদুলিল্লাহ।

এক মাসের বাজার তালিকা এবং টাকার পরিমাণ:-

চাল ২০ কেজি ,
ছোলা ২ কেজি,
মুরি ২ কেজি,
ডাল ২ কেজি,
খেজুর ১ কেজি,
সয়াবিন তেল ১ কেজি,
চিনি ১ কেজি,

প্যাকেজ মূল্য - ২০০০ টাকা ধরা হয়েছে।

আমাদের অনুদান পাঠাতে চাইলে যোগাযোগ করতে পারেন অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে-

📱01315188248 Whatsapp

নিম্নোক্ত নাম্বারগুলোয় রেফারেন্স কোড -RPTA দিয়ে বিকাশ নগদ ও রকেটে টাকা পাঠাতে পারেন ইনশাআল্লাহ তায়া’লা -

বিকাশ + নগদ -01763-002627
বিকাশ + নগদ + রকেট- 01765922612
অথবা ,ব্যাংক একাউন্টে পাঠাতে পারেন :-

Al-Arafah Islami Bank Limited
Name : MD. MUJAHIDUL ISLAM
Branch : RANGPUR
A/C no: 0971120051132

Md. Mujahidul Islam
A/c 20501170204155012
Islami Bank Bangladesh limited
Branch -Rangpur

জাজাকাল্লাহু খাইরান আহসানাল জাযা।

আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ।আপনাদের দেওয়া অনুদান থেকে প্রতি নিয়ত উত্তরবঙ্গের অসহায়, অসচ্ছল এবং প্রতন্ত্য অঞ্চল...
17/03/2024

আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ।

আপনাদের দেওয়া অনুদান থেকে প্রতি নিয়ত উত্তরবঙ্গের অসহায়, অসচ্ছল এবং প্রতন্ত্য অঞ্চলে ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ইফতার প্যাকেজ বিতরণ করা হচ্ছে।

রমাদান প্রোজেক্ট নিয়ে পোস্ট করার পর থেকে ফান্ড কালেকশন শুরু হয়েছে । অসহায়ের জন্য আপনাদের এমন উদারতা আমাদের অনুপ্রাণিত করছে। আমাদের ফান্ডে যা এসেছে তা দিয়ে আমরা 'রমাদান ফ্যামিলি প্যাকেজ' বিতরণ শুরু করেছি।

রমাদানের এই প্রোজেক্ট আগামী ২০ রমাদান পর্যন্ত চলবে ইনশাআল্লাহ তায়া’লা। রমাদানের এই গুরুত্বপূর্ণ প্রোজেক্টে একটি পরিবারের এক মাসের ইফতার প্যাকেজের দায়িত্ব নিন অথবা সাধ্য অনুযায়ী সাদাকাহ করুন।

আমরা স্বরণ করে দিতে চাচ্ছি উত্তরবঙ্গে প্রত্যন্ত অঞ্চলে এরকম অসহায় নিম্নবিত্ত মধ্য নিম্নবিত্ত অসচ্ছল পরিবারের রমাদান মাসের বাজার করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে Team Adnan আলহামদুলিল্লাহ।

এক মাসের বাজার তালিকা এবং টাকার পরিমাণ:-

চাল ২০ কেজি ,
ছোলা ২ কেজি,
মুরি ২ কেজি,
ডাল ২ কেজি,
পেয়াজ ২ কেজি,
সয়াবিন তেল ১ কেজি,
চিনি ১ কেজি,

প্যাকেজ মূল্য - ২০০০ টাকা ধরা হয়েছে।

আমাদের অনুদান পাঠাতে চাইলে যোগাযোগ করতে পারেন অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে-

📱01315188248 Whatsapp

নিম্নোক্ত নাম্বারগুলোয় রেফারেন্স কোড -RPTA দিয়ে বিকাশ নগদ ও রকেটে টাকা পাঠাতে পারেন ইনশাআল্লাহ তায়া’লা -

বিকাশ + নগদ -01763-002627
বিকাশ + নগদ + রকেট- 01765922612
অথবা ,ব্যাংক একাউন্টে পাঠাতে পারেন :-

Al-Arafah Islami Bank Limited
Name : MD. MUJAHIDUL ISLAM
Branch : RANGPUR
A/C no: 0971120051132

Md. Mujahidul Islam
A/c 20501170204155012
Islami Bank Bangladesh limited
Branch -Rangpur

জাজাকাল্লাহু খাইরান আহসানাল জাযা।

16/03/2024

তারাবির নামাজ ৮ নাকি ২০ রাকাত⁉️
🎙️আবু ত্বহা মুহাম্মাদ আদনান।

ভর্তি শেষ ১২ ঘন্টা।ভর্তি লিংক কমেন্টে।সকলের জন্য উন্মুক্ত কোর্সটিতে আপনার প্রত্যক্ষ অংশগ্রহণ আন্তরিকভাবে প্রত্যাশা করছি।...
15/03/2024

ভর্তি শেষ ১২ ঘন্টা।

ভর্তি লিংক কমেন্টে।

সকলের জন্য উন্মুক্ত কোর্সটিতে আপনার প্রত্যক্ষ অংশগ্রহণ আন্তরিকভাবে প্রত্যাশা করছি। তাহলে আর দেরি কেন? আজই রেজিষ্ট্রেশন কনফার্ম করুন। মহান আল্লাহ তাওফিক দান করুন আমিন।

ভর্তির আর মাত্র ১ দিন বাকী।বিস্তারিত কমেন্টে।সকলের জন্য উন্মুক্ত কোর্সটিতে আপনার প্রত্যক্ষ অংশগ্রহণ আন্তরিকভাবে প্রত্যাশ...
15/03/2024

ভর্তির আর মাত্র ১ দিন বাকী।
বিস্তারিত কমেন্টে।

সকলের জন্য উন্মুক্ত কোর্সটিতে আপনার প্রত্যক্ষ অংশগ্রহণ আন্তরিকভাবে প্রত্যাশা করছি। তাহলে আর দেরি কেন? আজই রেজিষ্ট্রেশন কনফার্ম করুন। মহান আল্লাহ তাওফিক দান করুন আমিন।

ভর্তির আর মাত্র ৩ দিন বাকী।বিস্তারিত কমেন্টে।সকলের জন্য উন্মুক্ত কোর্সটিতে আপনার প্রত্যক্ষ অংশগ্রহণ আন্তরিকভাবে প্রত্যাশ...
12/03/2024

ভর্তির আর মাত্র ৩ দিন বাকী।
বিস্তারিত কমেন্টে।

সকলের জন্য উন্মুক্ত কোর্সটিতে আপনার প্রত্যক্ষ অংশগ্রহণ আন্তরিকভাবে প্রত্যাশা করছি। তাই দেরি কেন? আজই রেজিষ্ট্রেশন কনফার্ম করুন। মহান আল্লাহ তাওফিক দান করুন আমিন।

আহলান সাহলান মাহে রমাদান।🥰🥀
11/03/2024

আহলান সাহলান মাহে রমাদান।🥰🥀

11/03/2024

রাসুল সঃ এর সময় আরবের অবস্থা কেমন ছিলো⁉️
🎙️আবু ত্বহা মুহাম্মাদ আদনান।

 #রমাদান_প্যাকেজ #আসুন_অসহায়_মানুষের_পাশে_দাড়াইআহলান সাহলান মাহে রমজান—স্বাগত পবিত্র রমজান মাস। দীর্ঘ এক বছর পর রহমত, ক্...
11/03/2024

#রমাদান_প্যাকেজ
#আসুন_অসহায়_মানুষের_পাশে_দাড়াই

আহলান সাহলান মাহে রমজান—স্বাগত পবিত্র রমজান মাস। দীর্ঘ এক বছর পর রহমত, ক্ষমা ও মুক্তির বার্তা নিয়ে আমাদের মাঝে হাজির হলো মাহে রমজান। মাসব্যাপী সংযমের বাস্তব অনুশীলনের মাধ্যমে নিজেকে শুদ্ধ করে তোলার সময় এখনই।

রমজানে রোজাদারকে ইফতার করানো হলো মুমিনের বিশেষ আমল। এ বিশেষ আমলের বিনিময়ে মহান আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেন।

আবার গরিব রোজাদারকে ইফতারের জন্য আর্থিক সাহায্য সহযোগিতা করে, তাতে সে ওই টাকায় ইফতারও করল; আবার কিছু বাচিয়ে আর্থিকভাবে সাবলম্বী হালো; এটাও ইফতার করানোর অন্তর্ভূক্ত হবে। আর গরীব ব্যক্তিও আর্থিকভাবে উপকৃত হবে।

অসহায়ের নিরব কান্না দেখার কেউ নেই। দ্রব্যমূল্যের উর্ধগতিতে সমাজের নিম্নবিত্ত ও
নিম্ন মধ্যবিত্তের মাঝে চলছে এক নীরব দুর্ভিক্ষ। রমাদান মাসে তা কোন পর্যায়ে পৌছে যাবে তা আমাদের জানা নেই।

আবু ত্ব-হা মুহাম্মদ আদনান উস্তাদের তত্বাবধানে আমরা Team Adnan গতবারের ন্যায় এবারও অসহায়ের মুখে একটুখানি হাসি ফোটাতে হাতে নিয়েছি "রামাদান ফ্যামেলি প্রজেক্ট ২০২৪
সাথে চাই আপনাদের মত মানবতার ফেরিওয়ালাদের। যারা অন্যের মুখে হাসি ফোটাতে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে যাচ্ছেন।

আমাদের চারপাশের অসহায় পরিবারগুলোর মাঝে যারা চলমান দ্রব্যমূল্যের উর্ধ্বগতির ফলে চরমভাবে ভুক্তভোগী তাদের ঘরে আসন্ন রামাদানে মাসিক বাজার পৌছে দিতে কাজ করে যাচ্ছে টিম আদনান। নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে মসজিদের ইমাম ,মুয়াজ্জিন সহ মধ্যবিত্তের অনেকেই এই অসহায়ত্বে ভুগছেন।

তাই আসুন! আমরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াই। আমাদের একটুখানি সহযোগিতা যোগান দিবে তাদের সারাবেলা রোজা শেষে ইফতারের আহার ও ভোরের সাহরি। তাই প্রত্যেকে সম্ভব হলে নিজ অবস্থান থেকে অথবা আমাদের টিম আদনানের মাধ্যমে এগিয়ে আসতে পারেন এই নিরুপায়, অসহায় মানুষগুলোর পাশে।

এক মাসের বাজার তালিকা এবং টাকার পরিমাণ:-

চাল ২০ কেজি ,
ছোলা ২ কেজি,
মুরি ২ কেজি,
ডাল ২ কেজি,
পেয়াজ ২ কেজি,
সয়াবিন তেল ১ কেজি,
চিনি ১ কেজি,

প্যাকেজ মূল্য - ২০০০ টাকা ধরা হয়েছে।

সর্বনিম্ন ( সম্ভব্য)এভাবে দেওয়া হবে ইনশাআল্লাহ। যার মূল্য ধরা হয়েছে ২০০০ টাকা করে। অন্তত একটি পরিবারের এক মাসের সাহরি ও ইফতারে বাজার করে দিয়ে অশেষ সওয়াব হাসিল করন। অথবা যতটুকু সম্ভব অনুদান পাঠাতে পারেন ইনশাআল্লাহ তায়া’লা।

আমাদের অনুদান পাঠাতে চাইলে যোগাযোগ করতে পারেন অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে-

📱01315188248 Whatsapp

নিম্নোক্ত নাম্বারগুলোয় রেফারেন্স কোড -RPTA দিয়ে বিকাশ নগদ ও রকেটে টাকা পাঠাতে পারেন ইনশাআল্লাহ তায়া’লা -

নগদ + ( একান্ত প্রয়োজনে বিকাশ )
-01763-002627
নগদ + রকেট+ (একান্ত প্রয়োজনে বিকাশ) - 01765922612
অথবা ,ব্যাংক একাউন্টে পাঠাতে পারেন :-

Md. Mujahidul Islam
A/c 20501170204155012
Islami Bank Bangladesh limited
Branch -Rangpur

যে টাকা সদকা করব, সেটা একদিন ফিরে আসবেই। সাথে আনবে সুরক্ষা, সুস্থ্যতা, রিজিকের প্রাচুর্য।

জাজাকাল্লাহু খাইরান আহসানাল জাযা।

এই ফিতনাময় ফেব্রুয়ারির স্রোতে ভেসে যেয়ো না...আজ আবু ত্ব-হা মুহাম্মদ আদনান হাফিজাহুল্লাহ কক্সবাজার সৈকতে যুবকদের মধ্যে ত...
13/02/2024

এই ফিতনাময় ফেব্রুয়ারির স্রোতে ভেসে যেয়ো না...

আজ আবু ত্ব-হা মুহাম্মদ আদনান হাফিজাহুল্লাহ কক্সবাজার সৈকতে যুবকদের মধ্যে তথাকথিত ভালোবাসা দিবস এর ফিতনা থেকে বাচতে সচেতনতা মূলক 'ভালোবাসার ফেব্রুয়ারী ' লিফলেট বিতরণ করেন। অশ্লীলতার বিরুদ্ধে কাজ চলমান থাকুক। ক্যাম্পেইন চলুক সবখানে।

14/01/2024

‎اَللّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَب وَشَعْبَان وَبَلِّغْنَا رَمَضَانَ

হে আল্লাহ!
আমাদের রজব ও শাবানে তুমি বরকত দান কর। এবং আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দাও।

আমিন।

Address

Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Dawaah-দা'ওয়াহ্シOFC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dawaah-দা'ওয়াহ্シOFC:

Share

Category