29/09/2024
চলতি অর্থবছর পণ্য খাতে রফতানির লক্ষ্যমাত্রা ৫০ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। এ লক্ষ্যমাত্রা অর্জিত হলে গত বছরের তুলনায় ১২ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি হবে। একইভাবে ১৩ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি নির্ধারণ করে সেবা খাতের রফতানি লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৫ বিলিয়ন ডলার হয়েছে।
সম্প্রতি অর্থ ও বাণিজ্য উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত ইপিবির পর্ষদ সভায় রফতানির এ লক্ষ্যমাত্রা নির্ধারণের সিদ্ধান্ত হয়। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, পণ্যের আন্তর্জাতিক চাহিদা, রফতানি ও আমদানি গতিবিধি, সরবরাহ চেইন ব্যবস্থাপনা এবং গত অর্থবছরে অর্জিত রফতানি আয় বিবেচনায় এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্তমান সরকারের গতিশীল নেতৃত্ব এবং সব অংশীজনের সমন্বিত প্রচেষ্টায় রফতানিকারকরা এ লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।