জ্ঞানসঙ্গী প্রকাশন

জ্ঞানসঙ্গী প্রকাশন বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রাণময় প্রকাশ

জীবন ও সংগ্রামের আধুনিক রূপকথা’র রূপকার কবি দিপালী রানী সরকার : প্রসঙ্গ ও প্রেক্ষিত- কাব্যগ্রন্থ ‘বরেন্দ্র কন্যা’ ******...
24/09/2025

জীবন ও সংগ্রামের আধুনিক রূপকথা’র রূপকার কবি দিপালী রানী সরকার : প্রসঙ্গ ও প্রেক্ষিত- কাব্যগ্রন্থ ‘বরেন্দ্র কন্যা’
**************************************************************
কবি দিপালী রানী সরকার তাঁর ‘বরেন্দ্র কন্যা’ কাব্যগ্রন্থের কবিতাগুলোয় এঁকেছেন এক জীবন্ত চিত্রকল্প, চিত্রকল্পের সমৃদ্ধি, ঋতু প্রকৃতির রূপমাধুরী ও প্রেমিক-প্রেমিকার মানসিক দ্বন্দ্ব। কখনোবা প্রতিভাত করেছেন- লোকজ ভাষা, শব্দের সহজ রেখায় এঁকেছেন নদীমাতৃক বাংলাদেশের চিত্র। এ যেন তাঁর আবেগের সার্থক বহিঃপ্রকাশ। বরেন্দ্র কন্যায় তিনি ধরতে চেয়েছেন আবহমান বাংলার শেকড়কে। লাল মাটির টান, কৃষকের জীবনসংগ্রাম, নবান্ন, সাঁওতাল বিদ্রোহ এবং তেভাগা আন্দোলনের ইতিহাস এতে প্রতিফলিত হয়েছে। কবি নিজেকে বরেন্দ্র কন্যা বলেও পরিচিত করেছেন, যা তাঁর আত্মপরিচয়ের সঙ্গে সাংস্কৃতিক ও রাজনৈতিক চেতনাকে ধারণ করে। তিনি যেন তাঁর আত্মপরিচয়ের পাশাপাশি বৃহত্তর সম্মিলিত স্মৃতি ও সংগ্রামের প্রতীক। সাধারণত নদী, মাঝি, ডিঙি নৌকা, গ্রামীণ জীবনের চিত্রে প্রিয়জনের অনুপস্থিতি বেদনার রূপ নেয়। আর সে রূপও কবি তুলে ধরেছেন তাঁর ‘কবে ফিরবে মাঝি’ কবিতায়। ‘নশ্বর দেহ’ কবিতাটি পড়ে নিশ্চয়ই পাঠক চলে যাবেন আধ্যাত্মিকতার দার্শনিক অনুসন্ধানে। আত্মার চিরন্তনতা বনাম দেহের নশ্বরতা—এখানে মুখ্য বিষয়। জীবনের সঙ্গে ট্রেনযাত্রার তুলনা, মাটির গন্ধ থেকে নতুন জীবনের জন্ম—এসব বিষয় বৈচিত্র্য সহজভাবেই ছাপ ফেলেছে তাঁর কবিতায়। কবির ‘মুখ ও মুখোশ’ কবিতায় কবি উন্মোচন করেছেন ধর্মকথার ভেতরে থাকা তিক্ত সত্য। যেখানে মানুষ মুখোশের আড়ালে কপটতা ঢেকে রাখে, জড়িয়ে পড়ে অন্যায়-অধর্মে, যা কাম্য নয়। কবির এ গ্রন্থে নষ্টালজিক কিছু কবিতা দৃষ্টিগোচর হয়েছে। যেমন; লঞ্চ ঘাট, ডাক পিওন ইত্যাদি। গ্রামীণ নদীপাড়ের জীবনচিত্র। ভোরের হাঁক-ডাক, লঞ্চ-নৌকার চলাচল, বাজারের কোলাহল, গ্রামীণ মানুষজন—সব মিলিয়ে জীবন্ত চিত্রপট। অপরদিকে শৈশবের স্মৃতি ও বর্তমান সময়ের প্রযুক্তিগত পরিবর্তনের তুলনা। আগে ডাকপিয়ন খবর আনতো, এখন রয়েছে ডিজিটাল বার্তা। কিন্তু মানবিক যোগাযোগের আন্তরিকতা ডাকপিয়নের সঙ্গেই বাঁধা। এ সকল কবিতায় স্মৃতিনির্ভর চিত্রধর্মিতা, বাস্তব জীবনরূপ তিনি সময়ের পরিবর্তনকে অনুভবের স্রোতে আনতে চেষ্টা করেছেন। এখানেই কবি সার্থক যে, তিনি সত্যনিষ্ঠ উপস্থাপনের মাধ্যমে সামাজিক চেতনাকে ফিরিয়ে দিয়েছেন আমাদের কাছে বিস্তৃত ভাবনায়।
তাঁর কিছু কিছু কবিতায় সমাজের কপটতা, নীতি-অবক্ষয়, মুখোশধারী মানুষ—এসব বিষয়গুলো যেন কবিতাকেও ছাপিয়ে গেছে কবিতার শব্দাবলীর প্রতিবাদী সুরের সাথে। এখানে কবি যেন নিজেই বহন করছেন একাকী এক ভ্রষ্ট সমাজের প্রতীকী রুদ্রমূর্তি।
মোদ্দাকথা, কবি দিপালী রানী সরকারের প্রতিটি কবিতাই আলাদা আঙ্গিক ও বিষয়বস্তুর হলেও তাঁর লেখনী চিত্রকল্পের স্বচ্ছতা, লোকজ জীবনের টান এবং সামাজিক-দার্শনিক বোধ একসূত্রে গাঁথা।
এগুলো পাঠকের মনে একদিকে যেমন নস্টালজিয়া জাগাবে, অন্যদিকে জীবনের গভীর প্রশ্নকে উসকে দেবে- নিশ্চিতভাবে বলতে পারি।

জাহান বশীর
আবৃত্তিকর্মী ও কবিতা পর্যালোচক
প্রধান নির্বাহী, জ্ঞানসঙ্গী প্রকাশন।

অধ্যাপক শিশির কুমার রায় ইংরেজী অনুবাদ করেছেন মীর মশাররফ হোসেন এর ‘সঙ্গীত লহরী’। এই বিশেষ গ্রন্থটি সেপ্টেম্বরেই আসছে জ্ঞা...
20/09/2025

অধ্যাপক শিশির কুমার রায় ইংরেজী অনুবাদ করেছেন মীর মশাররফ হোসেন এর ‘সঙ্গীত লহরী’। এই বিশেষ গ্রন্থটি সেপ্টেম্বরেই আসছে জ্ঞানসঙ্গী প্রকাশন এর ব্যানারে। গ্রন্থটির আবরণ উন্মোচন হবে ৩১ অক্টোবর জ্ঞানসঙ্গী বইমেলা’য় এবং থাকছে বাংলা একাডেমি আয়োজিতব্য ২০২৬ এর অমর একুশের বইমেলায়।

খ্যাতিমান ব্যক্তিদের জীবনচিত্র নিয়ে ‘‘জন্ম বঙ্গদেশে’’ শিরোনামের বিশেষ গ্রন্থ সম্পাদনা করেছেন কবি ও আবৃত্তিশিল্পী বিধান চ...
20/09/2025

খ্যাতিমান ব্যক্তিদের জীবনচিত্র নিয়ে ‘‘জন্ম বঙ্গদেশে’’ শিরোনামের বিশেষ গ্রন্থ সম্পাদনা করেছেন কবি ও আবৃত্তিশিল্পী বিধান চন্দ্র রায়। অক্টোবরের প্রথম সপ্তাহে আসছে জ্ঞানসঙ্গী প্রকাশন এর ব্যানারে। গ্রন্থটির আবরণ উন্মোচন হবে ৩১ অক্টোবর জ্ঞানসঙ্গী বইমেলা’য় এবং থাকছে বাংলা একাডেমি আয়োজিতব্য ২০২৬ এর অমর একুশের বইমেলায়।

20/09/2025
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজান উপলক্ষে আগামী ১৭ ডিসেম্বর থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত অমর একুশে বইমেলা ২০২৬ অনুষ্ঠ...
18/09/2025

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজান উপলক্ষে আগামী ১৭ ডিসেম্বর থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত অমর একুশে বইমেলা ২০২৬ অনুষ্ঠিত হবে। এবারে নতুন বই প্রকাশের জন্য সময় একেবারেই সংক্ষিপ্ত হয়ে এলো। আপনার বই প্রকাশের প্রস্তুতির জন্য পাশে থাকছে জ্ঞানসঙ্গী প্রকাশন, ঢাকা। যোগাযোগ: 01787-217730, 0 1714-352103

কবি গোলাম মাওলা জসিম এর ‘পুরুষ তুমি চাঁদের আলো’ যেন আলোর মাঝেও একাকীত্বের অনিবার্য এক দ্বন্দ্বসূত্র: # # # # # # # # # #...
16/09/2025

কবি গোলাম মাওলা জসিম এর ‘পুরুষ তুমি চাঁদের আলো’ যেন আলোর মাঝেও একাকীত্বের অনিবার্য এক দ্বন্দ্বসূত্র:
# # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #
মূলত একটু ভিন্ন ধরণের শিরোনাম- ‘পুরুষ তুমি চাঁদের আলো’ নিয়ে এবার অবতীর্ণ হয়েছেন কবি গোলাম মাওলা জসিম তাঁর পাঠকদের কাছে। গ্রন্থের প্রায় প্রতিটি কবিতা কবির গভীর আবেগময় এক স্বপ্নযাত্রার ছবি তুলে ধরে। মনে হচ্ছে প্রতিনিয়তই কবি ভুগছেন আলো অন্ধকারের দ্বন্দ্বে। কবিতার শুরু থেকেই যে মূল অনুভূতি জাগায়, সেটি হলো একাকিত্ব ও রহস্যময় প্রেমকে ছাপিয়ে অনুপস্থিতির পুনরাবৃত্তি প্রতিফলিত করছেন কবি নিজের ও সমাজের আলোকচ্ছটা। এ যেন স্বপ্ন ও বাস্তবের এক সংঘাতের প্রতীক। বারবার মিলনের আকাঙ্ক্ষাকে ভাব কেন্দ্রে নিয়ে আসেন তিনি। দূরত্ব ও অচেনা এক জগতকে আবিষ্কার করেছেন কবি তাঁর বিভিন্ন কবিতার পঙক্তিতে পঙক্তিতে।
কবি লিখেছেন, ‘স্পর্শের বাইরে / মন তো মানে না’—এখানে স্পষ্ট হয়, শারীরিক দূরত্ব থাকলেও মনের টান ক্রমশ প্রবল। কবির ইচ্ছেগুলো সেই অনুপস্থিত প্রিয়জনকে ঘিরেই ঘুরে বেড়ায়। এই ‘হারিয়ে যাওয়া’ আসলে সম্পর্কের অস্থিরতা ও অপূর্ণতার প্রতীক আর বারবার হারিয়ে যাওয়া প্রেমিকা-ই কবিতার কেন্দ্রীয় চরিত্র।
কখনো তিনি লিখেছেন, “তুমি স্বপ্নে আসো পরীর সাজে”—এই লাইন স্বপ্নলোকের মায়াবী প্রেমকে তুলে ধরে। কিন্তু “একটু পরেই আবার হারিয়ে যাও”—এখানে বাস্তবের অনিবার্য শূন্যতা ভেসে ওঠে। স্বপ্নের জগতে মিষ্টি মিলন ঘটলেও বাস্তবে তা ভেঙে যায়। স্বপ্ন ও বাস্তবের দ্বন্দ্ব কবির সমগ্র কাব্যগ্রন্থের মূল প্রতীকী অবস্থানকে দৃঢ় করে তুলেছে কিছু কিছু কবিতায়।
কখনোবা একান্ত ভালোবাসার ঘর তৈরির আকাঙ্ক্ষা ধরা পড়ে কবির—“খুব আদরে, যতন করে!/দু’জন হারাবো কুয়াশা রাতের অন্ধকারে।/ ভালোবাসার ছোট্ট ঘরে।”
এখানে মিলন যেন শুধু প্রেমিক-প্রেমিকার জন্য নির্মিত এক জগত, যা বাইরের দুঃসহ বাস্তব থেকে বিচ্ছিন্ন। কোথাও কোথাও অপূরণীয় স্বপ্ন ও দুঃখের আভাস পাওয়া যায় এরকম- “আমার স্বপ্নরা উড়ে যায় / অন্য ঘরে / যে ঘরে নিত্য ঝড় ওঠে, বৃষ্টি নামে”। কবি যেটি বলতে চান- প্রেমের ঘর গড়ার যে ইচ্ছা ছিল, তা বাস্তবের ঝড়-বৃষ্টিতে টিকে থাকে না। মূলত ‘পুরুষ তুমি চাঁদের আলো’ কাব্যগ্রন্থের প্রতিটি কবিতা প্রেম, অভাব, স্বপ্ন ও বেদনার মিশ্রণে তৈরি। আলো-অন্ধকার, স্বপ্ন-বাস্তব, মিলন-বিচ্ছেদ—এই বিপরীত শক্তিগুলোর টানাপোড়েন পাঠককে নাড়া দেবে আশা করছি। ভাষা সহজ হলেও প্রতীকী; আবেগ সজীব, আর সুরটি একেবারেই লিরিকাল। এটি পাঠকের মনে প্রেমের আনন্দ যেমন জাগাবে, তেমনি হারানোর ব্যথাও স্পষ্ট করে তুলবে।

আশা করি, কাব্যগ্রন্থটি পাঠক সমাদৃত হবে। কবির জন্য আমাদের অনন্ত শুভকামনা।

জাহান বশীর
আবৃত্তিশিল্প অনুধ্যানী
প্রধান নির্বাহী, জ্ঞানসঙ্গী প্রকাশন।

গ্রন্থ তথ্য:
কাব্যগ্রন্থ: পুরুষ তুমি চাঁদের আলো
কবি: গোলাম মাওলা জসিম
প্রচ্ছদ: মোমিন উদ্দীন খালেদ
প্রকাশ: জ্ঞানসঙ্গী প্রকাশন
প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৫

জ্ঞানসঙ্গী বই প্রকাশ সংবাদ:জ্ঞানসঙ্গী প্রকাশন থেকে সেপ্টেম্বরেই প্রকাশ হতে যাচ্ছে কবি গোলাম মাওলা জসিমের কাব্যগ্রন্থ '' ...
09/09/2025

জ্ঞানসঙ্গী বই প্রকাশ সংবাদ:

জ্ঞানসঙ্গী প্রকাশন থেকে সেপ্টেম্বরেই প্রকাশ হতে যাচ্ছে কবি গোলাম মাওলা জসিমের কাব্যগ্রন্থ '' পুরুষ তুমি চাঁদের আলো"।
প্রচ্ছদ: উত্তম সেন
প্রকাশনা নির্বাহী: জাহান বশীর

গত ৬ সেপ্টেম্বর জ্ঞানসঙ্গী প্রকাশন এবং বিশ্বভরা প্রাণ এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো " কবিতা ও আবৃত্তির আলোকধারায় " হিরন্ময়...
07/09/2025

গত ৬ সেপ্টেম্বর জ্ঞানসঙ্গী প্রকাশন এবং বিশ্বভরা প্রাণ এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো " কবিতা ও আবৃত্তির আলোকধারায় " হিরন্ময় জাগরণ" অনুষ্ঠানের উদ্বোধনী মঞ্চায়ন।
অনুষ্ঠানটি মিরপুরস্থ মৈতালি ফাউন্ডেশনের মিলনায়তনে বিকাল ৫ টা থেকে শুরু হয়। সার্বিক সহযোগিতায় ছিলো মৈতালি শিল্পাঙ্গন।

জ্ঞানসঙ্গীর প্রধান নির্বাহী জাহান বশীর এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে " হিরন্ময় জাগরণ" অনুষ্ঠানকে ঢাকাসহ বিভিন্ন জেলায় ছড়িয়ে দেবার পরিকল্পনা গ্রহণ করা হয়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের কবি ও আবৃত্তিপ্রেমিদের নিয়ে ধীরে ধীরে সাজানো হবে অনুষ্ঠানটি।

উদ্বোধনী অনুষ্ঠান হিসেবে অনাড়ম্বরভাবে সাজানো হয়েছিলো আয়োজনটি। এতে বিশ্বভরা প্রাণ এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আজীবন সদস্য এবং মৈতালি ফাউন্ডেশনের কয়েকজন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও জ্ঞানসঙ্গী আয়োজনকৃত গত ১২ জুলাই এর জ্ঞানসঙ্গী লেখক উৎসবে যাঁরা মঞ্চে অনিবার্য কারণবশত শুভেচ্ছা উপহার এবং কবি সম্মাননা পদক নিতে পারেননি, তাঁদের মাঝে সে সকল উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সাহিত্য ও সংস্কৃতির ভাবনা এবং এর সুষ্ঠু বিকাশ বিষয়ক দীর্ঘ আলোচনা এবং মনোজ্ঞ আবৃত্তি পরিবেশন করা হয় অনুষ্ঠানজুড়ে। এতে অংশগ্রহণ করেন; অধ্যাপক ও কবি মাসুদা তোফা, কবি ও আবৃত্তিশিল্পী শামসুল বারী উৎপল, সমাজসেবী লায়ন আবৃ মোহাম্মদ শোয়েব, কবি, আবৃত্তিশিল্পী এবং সংগঠক রাজিয়া রহমান, চিত্রশিল্পী ফিরোজ শাহ, আবৃত্তিশিল্পী শফিক খান, মোঃ মামুর-অর-রশীদ, ভূঁইয়া ফরহাদ, মাকলুকার রহমান প্রমূখ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ও আবৃত্তিশিল্পী বিধান চন্দ্র রায়।
উক্ত অনুষ্ঠানে শারিরীক সমস্যার কারণে বিশ্বভরা প্রাণ এর কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা উপস্থিত থাকতে না পারলেও তিনি টেক্সট ম্যাসেজের মাধ্যমে সবাইকে অভিনন্দন জানিয়েছেন এবং বিশ্বভরা প্রাণ ও জ্ঞানসঙ্গী প্রকাশন এর উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

জ্ঞানসঙ্গী প্রকাশন সংবাদ:অপ্রাপ্তির মনোবাসেই আমাদেরকে যাপন করতে হয় দিন রাত্তির। নানান অসংগতি আমাদেরকে ঘিরে থাকে। সেটা ব্...
29/08/2025

জ্ঞানসঙ্গী প্রকাশন সংবাদ:

অপ্রাপ্তির মনোবাসেই আমাদেরকে যাপন করতে হয় দিন রাত্তির। নানান অসংগতি আমাদেরকে ঘিরে থাকে। সেটা ব্যক্তিকেন্দ্রিক জীবন, সমাজ, সংসার কিংবা রাষ্ট্রীয় প্রেক্ষাপটে কিংবা বৈশ্বিক চালচিত্রে। এই হলো জীবন, এই হলো মানুষ। কবিরা সে দর্পণেরই প্রতিচ্ছবি আঁকেন শব্দমালা গেঁথে গেঁথে। কবি তুলিকা বিশ্বাস উপরোক্ত বিষয়গুলো সত্যদ্রষ্টারূপেই এঁকেছিলেন জীবনের চালচিত্র প্রত্যেক কবিতার ছত্রে ছত্রে, পঙক্তিতে পঙক্তিতে। অতি বাহুল্যতাকে বর্জন করে সরলতাকে বেঁধেছেন সত্যের ভেতর, সত্যকে গেঁথেছেন কথার সুতোয়। কোন কোনটা মর্মভেদী কবিতারূপেই ধরা দেবে নিশ্চয়ই পাঠকদের কাছে। অপেক্ষা ততদিন, যতদিন ছাপার ঘর থেকে মোড়কবন্দী হয়ে না আসছে।
তবে শীঘ্রই কবিতাগুলো ধরা দেবে পাঠকের কাছে সুশ্রী এবং পরিচ্ছন্ন মোড়কবন্দী হয়ে।

জ্ঞানসঙ্গীর হাত ধরে কবির প্রথম কাব্যগ্রন্থ মানে প্রথম কাব্যসন্তানের আবির্ভাব ঘটতে যাচ্ছে পৃথিবীতে " গহীনে শঙ্খচিল" নামে। আমরা থাকতে চাই সবার শুভকামনায়।
আর হ্যাঁ, কবি বিধান চন্দ্র রায় কাব্যগ্রন্থটি প্রকাশে নিত্য উপদেশকের ভূমিকা পালন করেছেন। আশীর্বাদ করি, এরকম আরো অনেক কাব্যসন্তানের পিতামহের ভূমিকা পালন করুন দাদা। অভিনন্দন আপনাকে।

চিত্রীজা'র প্রচ্ছদে কাব্যগ্রন্থটি প্রকাশনা জগতে উজ্জ্বল স্বাক্ষর রাখবে বলে বিশ্বাস করি।

জাহান বশীর
প্রকাশনা নির্বাহী, জ্ঞানসঙ্গী প্রকাশন, ঢাকা।।

Address

Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when জ্ঞানসঙ্গী প্রকাশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category