জ্ঞানসঙ্গী প্রকাশন

জ্ঞানসঙ্গী প্রকাশন বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রাণময় প্রকাশ

।। জ্ঞা ন স ঙ্গী  লে খ ক  উ ৎ স ব  ২ ০ ২ ৫ ।।উৎসবে থাকছেন গণমানুষের কবি ইমরোজ সোহেল।আসুন, পরিচিত হয়ে নিই তাঁর সাংস্কৃতিক...
06/07/2025

।। জ্ঞা ন স ঙ্গী লে খ ক উ ৎ স ব ২ ০ ২ ৫ ।।
উৎসবে থাকছেন গণমানুষের কবি ইমরোজ সোহেল।
আসুন, পরিচিত হয়ে নিই তাঁর সাংস্কৃতিক যাপনের সাথে;

জন্ম ১৯৫৩ সাল কুষ্টিয়া জেলায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করেছেন ১৯৭৬ সালে। বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় লিখতেন বাংলাদেশের প্রায় সকল পত্রিকায়। কন্ঠস্বর, গণসাহিত্য, বিচিত্রা, পূর্বানী ছাড়াও ইত্তেফাক, সংবাদসহ প্রায় সকল পত্রিকার সাহিত্যপাতা জুড়ে থাকতো তাঁর লেখা কবিতা ও ছোটগল্প।
অনিবার্য কারণে ৪০ বছর লেখেননি তিনি। এরপর আবার লেখালেখি শুরু করলেন ২০১৬ সাল থেকে। তিন বছরে প্রকাশিত হলো ১৫টি কাব্যগ্রন্থ আর তিনটি উপন্যাস। তাঁর কবিতা এখন বাংলাদেশ আর ভারতের অসংখ্য প্রথিতযশা আবৃত্তিশিল্পীরা কণ্ঠে নেন প্রায়শই। তাঁর কবিতার সিংহভাগজুড়ে থাকে সাধারণ মানুষের সুখ দুঃখ ও সামাজিক অসংগতির বিগলিত বিবরণ। এ কারণে বর্তমান প্রজন্ম তাঁকে ‘গণমানুষের কবি’ হিসেবে আখ্যায়িত করেছেন।
সাংগঠনিকভাবে তিনি আন্তর্জাতিক শিল্পী সাহিত্যিক সম্মিলিত পরিষদ 'বিশ্বভরা প্রাণ’র আন্তর্জাতিক কমিটির প্রধান উপদেষ্টা। এছাড়াও প্রায় ১০টি কবিতা ও সাহিত্য সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্বরত রয়েছেন।
তাঁর প্রকাশিত গ্রন্থ ২৪টি। কাব্যগ্রন্থ ২১ টি এবং উপন্যাস রয়েছে ৩টি। গত ২৩ ও ২৪ এর বইমেলায় প্রকাশিত হয়েছে- ‘আবৃত্তিযোগ্য নির্বাচিত কবিতা’, ‘ইনকিউবেটর’(কবিতা), ‘মানুষের গন্ধ (উপন্যাস)’, এবং ‘হিমঘর (উপন্যাস)’। ২০২৫ সালে জ্ঞানসঙ্গী প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে ‘ইমরোজ সোহেলের নির্বাচিত প্রেমের কবিতা’ গ্রন্থ।
তিনি কবি সংসদ বাংলাদেশ, গাঙচিল সাহিত্য পরিষদ, অন্বয় প্রকাশ সাহিত্য পুরস্কারসহ প্রায় ৫০টির মতো সম্মাননা পেয়েছেন। এছাড়াও শুধুমাত্র তাঁর কবিতা নিয়ে একক অনুষ্ঠান হয়েছে ৫টি। প্রথমটি ২০১৮ সালে জাতীয় গ্রন্থাগার মিলনায়তনে। দ্বিতীয়টি অনুষ্ঠিত হয় কলকাতার রায়া দেবনাথ মিলনায়তনে আন্তর্জাতিক সংগঠন ‘বিশ্বভরা প্রাণ’ এর আয়োজনে। অন্য কয়েকটি সংগঠনও তাঁর একক কবিতা নিয়ে অনুষ্ঠানের আয়োজন করেন।

কর্মময় জীবনে তিনি নদী খনন বিষয়ক ক্যাপিটাল ড্রেজিং ভিত্তিক একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সম্মানিত উপদেষ্টা হিসেবে নিযুক্ত রয়েছেন এবং ব্যক্তিগত জীবনে তিনি পাঁচ কন্যা সন্তানের জনক।

শীঘ্রই আসছে। সংগ্রহ করার জন্য যোগাযোগ : ০১৭৮৭২১৭৭৩০
01/07/2025

শীঘ্রই আসছে। সংগ্রহ করার জন্য যোগাযোগ : ০১৭৮৭২১৭৭৩০

।। জ্ঞা ন স ঙ্গী  লে খ ক  উ ৎ স ব  ২ ০ ২ ৫ ।।উৎসবে থাকছেন কবি গোবিন্দ বাগচী।আসুন, পরিচিত হয়ে নিই তাঁর সাংস্কৃতিক যাপনের ...
28/06/2025

।। জ্ঞা ন স ঙ্গী লে খ ক উ ৎ স ব ২ ০ ২ ৫ ।।
উৎসবে থাকছেন কবি গোবিন্দ বাগচী।
আসুন, পরিচিত হয়ে নিই তাঁর সাংস্কৃতিক যাপনের সাথে;

কবি গোবিন্দ বাগচী মৃন্ময়। ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের গুয়াতলা গ্রামে ১৯৬৮ সালে ১৬ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর পিতা স্বর্গীয় রাখাল চন্দ্র বাগচী। মাতা স্বৰ্গীয় কল্যাণী বাগচী।
গোবিন্দ বাগচী রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ থেকে সমাজবিজ্ঞানে এম এস এস পাশ করেন। তিনি জেলা শিল্পকলা পুরস্কার প্রাপ্ত (নাটক বিভাগ)। জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসরের সম্পাদকমণ্ডলির সদস্য (নাটক বিভাগ ) ও সর্ব ভারতীয় শিশু কিশোর সংগঠন ‘সব পেয়েছির আসর’ কলিকাতার কেন্দ্রীয় খেলাঘর আসরের প্রশিক্ষক। ফরিদপুরসহ সমগ্র বাংলাদেশে শিশুতোষ নাটক লেখা, নির্দেশনা দেয়া এবং অভিনয়ে তাঁর অবাধ বিচরণ। তিনি বাংলাদেশ টেলিভিশন এর সদস্য ও তালিকাভুক্ত শিল্পী (নাটক বিভাগ)। পাশাপাশি বিভিন্ন টেলিভিশনে তাঁর অভিনীত নাটক দর্শককে মুগ্ধ করেছে। বাংলাদেশের সীমানা পেরিয়ে বিদেশের মাটিতেও তাঁর নাটক ও অভিনয় দর্শকদের হৃদয় জয় করেছে।
তিনি নিয়মিত ছড়া ও কবিতা লেখেন। এবার ২০২৫ এ একুশের বই মেলায় তাঁর লেখা কাব্যগ্রন্থ ‘ছড়িয়ে দিলাম বর্ণ’ প্রকাশিত হয়েছে। তিনি ঢাকা দেশ নাটক এর সদস্য।

 #জ্ঞানসঙ্গী_প্রকাশন_সংবাদ #কাব্যোপাখ্যান_রোদবিন্দু_জাহান_বশীর #প্রকাশকাল_২০২৬_বইমেলা_উপলক্ষে_জুলাই_২০২৫ #প্রচ্ছদ_চিত্রী...
27/06/2025

#জ্ঞানসঙ্গী_প্রকাশন_সংবাদ
#কাব্যোপাখ্যান_রোদবিন্দু_জাহান_বশীর
#প্রকাশকাল_২০২৬_বইমেলা_উপলক্ষে_জুলাই_২০২৫
#প্রচ্ছদ_চিত্রীজা

কথোপকথন ধারার কাব্যগ্রন্থটির মুদ্রিত মূল্য তিনশত টাকা। সরবরাহ পেতে হোয়াটসএ্যাপ: 01787-217730

।। জ্ঞা ন স ঙ্গী  লে খ ক  উ ৎ স ব  ২ ০ ২ ৫ ।।উৎসবে থাকছেন কবি জাহাংগীর খান।আসুন, পরিচিত হয়ে নিই তাঁর সাংস্কৃতিক যাপনের স...
25/06/2025

।। জ্ঞা ন স ঙ্গী লে খ ক উ ৎ স ব ২ ০ ২ ৫ ।।
উৎসবে থাকছেন কবি জাহাংগীর খান।
আসুন, পরিচিত হয়ে নিই তাঁর সাংস্কৃতিক যাপনের সাথে;

কবি জাহাংগীর খান জন্মেছেন ৩০ নভেম্বর ১৯৫৮, ফরিদপুর সদর হাসপাতালে। পৈতৃক নিবাস: রণকাইল গ্রাম, ফরিদপুর জেলার কানাইপুরে। অতীত পেশা: স্বাস্থ্য বিভাগে চাকুরী-মেডিকেল টেকনোলজিস্ট (ফার্মাসিস্ট) বর্তমানে অবসরপ্রাপ্ত।
পিতা: মকবুল হোসেন খান (প্রয়াত) চাকুরী করতেন স্বাস্থ্য সহকারী পদে। মাতা আনোয়ারা বেগম (প্রয়াত)। স্ত্রী: সোনিয়া আকতার, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। একমাত্র সন্তান সায়েম উদ্দিন প্রাংশু খান, স্নাতকোত্তর, পেশা- সন্ধান করে চলেছে।
কবি জাহাংগীর খান আন্তর্জাতিক শিল্পী-সাহিত্যিক সম্মিলিত পরিষদ,বিশ্বভরা প্রাণ, ফরিদপুর জেলা শাখা’র সহ সভাপতি এবং ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা’র সহ সভাপতির দায়িত্ব পালন করছেন।
বছর কুড়ি বয়স থেকে গল্প এবং কবিতা লেখা শুরু করেছিলেন, দু’চার বছর লিখেছিলেন, তারপর আর না। দু’দশক পর আবার লিখতে শুরু করেন ‘কবিতা ও প্রবন্ধ’।
কবি আড্ডায় অক্লান্ত এবং ভবঘুরে, সেই কারণে নিয়ত বাইরে বেরুবার সুযোগ খোঁজেন পাহাড়-সমুদ্র-নদীতীর আর বনে-বাদাড়ে ঘুরে বেড়াবার আর সমদৃষ্টির, সমভাবের মানুষের সান্নিধ্য লাভের জন্য।
তাঁর লেখার প্রেরণা- জীবন জিজ্ঞাসা এবং অন্তর্যাত্রাপথে প্রাপ্ত প্রাণের আনন্দ।
প্রকাশিত কাব্যগ্রন্থ: ‘মধ্যরাতের পদ্য’ (প্রথম প্রকাশ- জানুয়ারি ২০১১), ‘জলের পদাবলী’ (প্রকাশকাল- ফেব্রুয়ারি ২০১৫) ।

।। জ্ঞা ন স ঙ্গী  লে খ ক  উ ৎ স ব  ২ ০ ২ ৫ ।।উৎসবে থাকছেন কবি মোঃ আতাউর রহমান।জ্ঞানসঙ্গী প্রকাশন থেকে প্রকাশিত তাঁর কাব্...
25/06/2025

।। জ্ঞা ন স ঙ্গী লে খ ক উ ৎ স ব ২ ০ ২ ৫ ।।
উৎসবে থাকছেন কবি মোঃ আতাউর রহমান।
জ্ঞানসঙ্গী প্রকাশন থেকে প্রকাশিত তাঁর কাব্যগ্রন্থ ‘জোছনা ও মায়ের মুখ’ এর পাঠ উন্মোচন হবে উপরোক্ত উৎসবে।
আসুন, পরিচিত হয়ে নিই তাঁর সাংস্কৃতিক যাপনের সাথে

কবি মোঃ আতাউর রহমান এর জন্ম ১৯৬২ খ্রিষ্টাব্দের ৩০ জুন রাজবাড়ী জেলার বসন্তপুর থানার অন্তর্গত বড় ভবানীপুর গ্রামে। তাঁর পিতা মৃত আব্দুস সাত্তার এবং মাতা মৃত হাসিনা বেগম। তাঁর শিক্ষাগত যোগ্যতা বিএসসি। তিনি সোনালী ব্যাংকের সাবেক সিনিয়র কর্মকর্তা। তাঁর দাম্পত্যসঙ্গী লতিফা রহমান (লাকি)। তাদের দুই কন্যা ও এক পুত্র সন্তান রয়েছেন। বড় কন্যা ডাঃ সায়মা নুসরাত নিঝুম, ছোট কন্যা সামিয়া নুসরাত বিদ্যালয়ের ছাত্রী এবং ছেলে সাফিন মাহমুদ CSE ।
কবি আতাউর রহমান আশির দশক থেকেই গল্প, কবিতা ও কলাম লিখে আসছেন। তাঁর লেখা বহু গল্প, কবিতা, কলাম দেশীয় এবং বিদেশ থেকে দৈনিক, সাপ্তাহিক, সাময়িকী, পাক্ষিক, মাসিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। তাঁর প্রথম লেখা ‘মানুষ ও মনুষ্যত্ব’ প্রকাশিত হয় ১৯৮২ সালে ‘সূর্যোদয়’ সাময়িকীতে। প্রকাশিত উল্লেখযোগ্য গল্প- ধুয়া, অন্য আগুন, এই চিঠি, জমির আলীর ঈদ। এ ছাড়াও বিভিন্ন পত্রিকায় অনেক ফিচার, গল্প ও কবিতা প্রকাশিত হয়। তাঁর যৌথকাব্যগ্রন্থ ‘আবৃত্তির সমকালীন কবিতা (১ম খণ্ড) প্রকাশিত হয় জ্ঞানসঙ্গী প্রকাশন, ঢাকা থেকে ২০২২ খ্রিষ্টাব্দে।
সাংগঠনিক কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত রেখেছেন বিভিন্ন সংগঠনের হয়ে। তন্মধ্যে উল্লেখযোগ্য হলো- সভাপতি, বিশ্বভরা প্রাণ রাজবাড়ী জেলা শাখা, সাবেক সভাপতি, জাতীয় কবি সংগঠন অনুপ্রাস, এর রাজবাড়ী জেলা শাখা, সাবেক সাধারণ সম্পাদক, বসন্তপুর যুব কল্যান সমিতি (ককঝ), সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, রাজবাড়ী দক্ষিণ অঞ্চলীয় জনকল্যান সমিতি, সাবেক সাধারণ সম্পাদক, টিএনটি পাড়া জামে মসজিদ রাজবাড়ী।
সাংগঠনিক কর্মকাণ্ড ছাড়াও তিনি সাংবাদিকতায় যুক্ত রয়েছেন বিভিন্ন পত্রপত্রিকার সাথে। যেমন- সাপ্তাহিক অনুসন্ধান, দৈনিক সহজ কথা, দৈনিক গণদেশ এবং দৈনিক রাজবাড়ী সময় এর সম্পাদক হিসেবে কাজ করছেন।
কাজের স্বীকৃতিস্বরূপ তিনি অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য হলো- সোনালী ব্যাংক আঞ্চলিক কবিতা পুরস্কার ১৯৮৫, বসন্তপুর লাইভ পুরস্কার আলোকিতজন ২০২২, বিশ্বভরা প্রাণ সেরা সংগঠক পুরস্কার ২০২৩। ‘জোছনা ও জননীর মুখ’ তাঁর প্রথম কাব্যগ্রন্থ (প্রকাশ ২০২৫ খ্রি.) জ্ঞানসঙ্গী প্রকাশন, ঢাকা।

।। জ্ঞা ন স ঙ্গী  লে খ ক  উ ৎ স ব  ২ ০ ২ ৫ ।।উৎসবে থাকছেন কবি মোছাঃ জুলেখা আক্তার।আসুন, পরিচিত হয়ে নিই তাঁর সাংস্কৃতিক য...
25/06/2025

।। জ্ঞা ন স ঙ্গী লে খ ক উ ৎ স ব ২ ০ ২ ৫ ।।
উৎসবে থাকছেন কবি মোছাঃ জুলেখা আক্তার।
আসুন, পরিচিত হয়ে নিই তাঁর সাংস্কৃতিক যাপনের সাথে

কবি মোছাঃ জুলেখা আক্তার কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আটিগ্রামে ১১ই অক্টোবর ১৯৮০ সালে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম মোঃ ফজলুল হক খাঁন ও মাতার নাম হাসিনা বেগম। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি তৃতীয়। ছোট ভাই মোঃ লিটন আলী বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব পদে কর্মরত। জন্মভূমি আটিগ্রাম হলো শিল্প-সাহিত্য,সংস্কৃতির এক অনন্য ক্ষেত্র। গ্রামের নিবিড় প্রকৃতি,শ্যামল ছায়া কবির গভীরে এক অনুপ্রেরণা সৃষ্টি করে। ছোটবেলা থেকেই তিনি কবিতা লেখেন। তিনি বাংলাভাষা ও সাহিত্যে এম.এ পাস করেন। বর্তমানে তিনি সহকারি শিক্ষক পদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন। ছোট্ট শিশুদের ভালোবাসায় সিক্ত হয়ে কবি রচনা করেন কবিতা, ছোটগল্প ও প্রবন্ধ। আবৃত্তির চর্চা করছেন নিয়মিত। উপস্থাপনার সাথেও যুক্ত রয়েছেন তিনি। তাঁর লেখা কবিতা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়শই দেখা যায়।

 #আবৃত্তির_সমকালীন_কবিতা_সংকলন_চতুর্থ_খণ্ড #সম্পাদনা_বিধান_চন্দ্র_রায় #জ্ঞানসঙ্গী_প্রকাশন_ঢাকাপাঠ উন্মোচন ১২ জুলাইবিশ্বস...
24/06/2025

#আবৃত্তির_সমকালীন_কবিতা_সংকলন_চতুর্থ_খণ্ড
#সম্পাদনা_বিধান_চন্দ্র_রায়
#জ্ঞানসঙ্গী_প্রকাশন_ঢাকা
পাঠ উন্মোচন ১২ জুলাই
বিশ্বসাহিত্য কেন্দ্র (২য় তলা)।
কবি ও আবৃত্তিশল্পীদের আমন্ত্রণ জানানো যাচ্ছে

।। জ্ঞা ন স ঙ্গী  লে খ ক  উ ৎ স ব  ২ ০ ২ ৫ ।।উৎসবে থাকছেন কবি, গল্পকার, গীতিকার, প্রাবন্ধিক, নাট্যকার ও সাহিত্য সংগঠক সা...
23/06/2025

।। জ্ঞা ন স ঙ্গী লে খ ক উ ৎ স ব ২ ০ ২ ৫ ।।
উৎসবে থাকছেন কবি, গল্পকার, গীতিকার, প্রাবন্ধিক, নাট্যকার ও সাহিত্য সংগঠক সালাম তাসির।
আসুন, পরিচিত হয়ে নিই তাঁর সাংস্কৃতিক যাপনের সাথে;

কবি, গল্পকার, গীতিকার, প্রাবন্ধিক, নাট্যকার ও সাহিত্য সংগঠক সালাম তাসির জন্মগ্রহণ করেন রাজবাড়ী জেলার কালুখালী থানাধীন ধুবাড়িয়া গ্রামে ১৯৬১ খ্রিষ্টাব্দের ১১ এপ্রিল। তিনি বি.এ (অনার্স) এম এ (দর্শন) ডিগ্রী অর্জন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। ছাত্রজীবনেই তাঁর প্রবেশ কবিতার অঙ্গনে। তখন থেকেই তিনি নিয়মিত লেখালেখির পাশাপাশি দেয়াল পত্রিকা সম্পাদনা করতেন। দেশ-বিদেশের বিভিন্ন দৈনিক পত্রিকা ও লিটলম্যাগে তাঁর লেখা প্রকাশিত হয়।
কবি সালাম তাসির বিভিন্ন শিক্ষা, সাহিত্য, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহে নিজেকে সম্পৃক্ত রেখেছেন প্রতিনিয়তই। তন্মধ্যে উল্লেখযোগ্য হলো:- প্রতিষ্ঠাতা সভাপতি, সূর্যমুখী সংঘ,ধুবাড়িয়া, কালুখালী, রাজবাড়ী। প্রতিষ্ঠাতা সভাপতি, রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি, বালিয়াকান্দি,রাজবাড়ী। প্রতিষ্ঠাতা সভাপতি, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ, রাজবাড়ী। প্রতিষ্ঠাতা সভাপতি, রাজবাড়ী সরকারি কলেজ থিয়েটার, রাজবাড়ী।সভাপতি, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, রাজবাড়ী জেলা শাখা, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, নিরাপদ সড়ক চাই, রাজবাড়ী জেলা শাখা, প্রতিষ্ঠাতা সভাপতি,কাব্যশীলন সাহিত্য একাডেমি, রাজবাড়ী, প্রতিষ্ঠাতা সভাপতি, সালাম তাসির গ্রন্থ নিকেতন, ধুবাড়িয়া, কালুখালী রাজবাড়ী।
তিনি বহুগ্রন্থ রচনা করেন। তাঁর প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য:- কাব্যগ্রন্থ: ১. মেঘের অরণ্য,২.নক্ষত্রের নকশিকাঁথা, ৩.এক পেয়ালা জোছনা, ৪. তুমি মেঘ তুমিই বৃষ্টির জল, ৫. বিবর্ণ রোদ্দুর, ৬. তোমার নুপুর নোলক সুখ,৭. ছায়াবৃত্তে অশনিসংকেত,৮. স্বপ্নিল আকাশ রক্তিম সূর্য, ৯. প্রেমের ধ্রুপদী উঠোন। ১০. গল্পগ্রন্থ: কে প্রথম ভালোবেসেছি। মঞ্চ নাটক: টিকলি এবং একটি ফুল, শরণার্থীর মৌন মিছিল।
এছাড়াও তিনি অসংখ্য গান লিখেছেন। গানগুলো ইউটিউব চ্যানেলে প্রচারিত হচ্ছে। তাঁর সম্পাদিত গ্রন্থসমূহ: ত্রিনয়নী, শেষ বিকেলের সূর্য, আকাশ মেঘে রৌদ্রছায়া, গাঙচিল, সন্ধ্যার মেঘ প্রভৃতি। তাঁর প্রকাশিত যৌথ কবিতা ও গল্পগ্রন্থ হচ্ছে চব্বিশটি। তিনি কয়েকটি সাহিত্য বিষয়ক পত্রিকাও সম্পাদনা করেছেন:- সাহিত্যের ছোট কাগজ ‘প্রতিভা’, ‘সাহিত্য সিন্ধ’' ও ‘হড়াই নদীর বাঁকে’।
কাজের স্বীকৃতিস্বরূপ তিনি অনেক সংগঠন থেকে সম্মাননা প্রাপ্ত হয়েছেন, যেমন:- নজরুল সাহিত্য পদক, বিজনেস গোল্ডেন এ্যাওয়ার্ড, পল্লীকবি জসীমউদ্দিন সম্মাননা, বাংলাদেশ কবিতা সংসদ সম্মাননা, যুগসাগ্নিক সম্মাননা, ডাকপত্র সম্মাননা, বর্ণমালা সাহিত্য সম্মাননা, প্রিয়জন সাহিত্য সম্মাননা ও সন্দীপন সাহিত্য সম্মাননা এবং মানুষ সাহিত্য সম্মাননা।
রাজবাড়ী শহওে তাঁর স্থায়ীভাবে বসবাস। স্ত্রী: জান্নাতুল ফেরদৌস, প্রধান শিক্ষক, সন্তান: তানভীর ফেরদৌস স্বপ্নিল এল এল বি,এল এল এম ও ইঞ্জিনিয়ার তানজির ফেরদৌস রক্তিম।
আকাশ ডাক: [email protected]
মুঠোফোন:০১৭১১২৬১৩৫৭

।। জ্ঞা ন স ঙ্গী  লে খ ক  উ ৎ স ব  ২ ০ ২ ৫ ।।উৎসবে থাকছেন কবি , লেখক ও সংগঠক মোহাম্মদ নূরউদ্দিন।আসুন, পরিচিত হয়ে নিই তাঁ...
22/06/2025

।। জ্ঞা ন স ঙ্গী লে খ ক উ ৎ স ব ২ ০ ২ ৫ ।।
উৎসবে থাকছেন কবি , লেখক ও সংগঠক মোহাম্মদ নূরউদ্দিন।
আসুন, পরিচিত হয়ে নিই তাঁর সাংস্কৃতিক যাপনের সাথে;

কবি মোহাম্মদ নূরউদ্দিন, ঢাকা জেলার সাভার উপজেলাধীন তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর গ্রামে নিজ মাতুলালয়ে (নানা মৃত সাদেক আলী সরকার,ফুড ইন্সপেক্টর) জন্মগ্রহন করেন। তাঁর পিতা-মোঃ জহির উদ্দিন (রাষ্ট্রায়ত্ব ব্যাংক কর্মকর্তা) এবং মাতা-মৃত নাছিমা আক্তার (তালিকাভুক্ত নাট্যকার, বাংলাদেশ বেতার)। তিনি ১৯৯৯ ইং সালে বাইদগাঁও উচ্চ বিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে (ষ্টারমার্কস সহ) এসএসসি ও ২০০১ ইং সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উর্ত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি সাভার সরকারি কলেজ থেকে ব্যাচেলর ও মিরপুর সরকারি বাংলা কলেজ থেকে রাষ্ট্র বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পেশাগত জীবনে তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত। শিক্ষক, লেখক ও সংগঠক মোহাম্মদ নূরউদ্দিন আন্তর্জাতিক শিল্পী সাহিত্যিক সম্মিলিত পরিষদ ‘বিশ্বভরা প্রাণ’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, সাভার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক, স্বদেশ (সরকার কর্তৃক অনুমোদিত) এনজিও’র চেয়ারম্যান, শ্রমজীবী মানুষের কল্যাণার্থে একটি স্বেচ্ছাসেবী সংস্থা (সরকার কর্তৃক অনুমোদিত) জনতা’র সাধারণ সম্পাদক (প্রতিষ্ঠাতা), ইপসি ট্রেডিং ইন্টারন্যাশনাল (আমদানি ও রপ্তানি প্রতিষ্ঠান, সদর দপ্তর - হংকং) এর সাবেক জেনারেল ম্যানেজার, জমজম প্লাস্টিক ফ্যাক্টরি’র সাবেক চেয়ারম্যান, সাভার কেয়ার হাসপাতাল এর উপদেষ্টা পরিষদের সদস্য এবং অরুণোদয়, লিটলম্যাগ এর সম্পাদক।
মোহাম্মদ নূরউদ্দিন একাধারে আবৃত্তিশিল্পী, লেখক এবং উপস্থাপক হিসেবেও ইতোমধ্যে দক্ষতার পরিচয় দিয়েছেন। তাঁর লেখা কাব্যগ্রন্থ ‘নীরব শহরে’ এবং উপন্যাস ‘যে গল্পের শেষ নেই’ জ্ঞানসঙ্গী প্রকাশন থেকে ২০২৩ ও ২০২৪ ইং অমর একুশের বইমেলায় প্রকাশিত হয়। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা (নুসরাত জাহান) সন্তানের জনক।

।। বই সংবাদ : জ্ঞানসঙ্গী প্রকাশন।।আগামী ১২ জুলাই বিশ্বসাহিত্য কেন্দ্রের ২য় তলায় অনুষ্ঠিত হবে বিধান চন্দ্র রায় সম্পাদিত ‘...
22/06/2025

।। বই সংবাদ : জ্ঞানসঙ্গী প্রকাশন।।
আগামী ১২ জুলাই বিশ্বসাহিত্য কেন্দ্রের ২য় তলায় অনুষ্ঠিত হবে বিধান চন্দ্র রায় সম্পাদিত ‘‘আবৃত্তির সমকালীন কবিতা- ৪র্থ খণ্ড’’ কাব্য সংকলনের মোড়ক ও পাঠ উন্মোচন অনুষ্ঠান। প্রায় ৩০০ পৃষ্ঠার এ সংকলনে ঢাকা, রাজশাহী, কুষ্টিয়া, রংপুর, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, ময়মনসিংহ, চাঁদপুর, ফরিদপুর, রাজবাড়ীসহ অনেক জেলার স্বনামখ্যাত কবিদের কবিতা থাকছে। থাকছে পশ্চিমবঙ্গের কবিদের কবিতাও।
সংকলনের প্রচ্ছদটি করেছেন স্বনামধন্য চিত্রশিল্পী মোমিন উদ্দীন খালেদ। সংকলনের প্রকাশক-জাহান বশীর।
জ্ঞানসঙ্গী প্রকাশন আয়োজিত ১২ জুলাইয়ের ‘জ্ঞানসঙ্গী লেখক উৎসবে সকল লেখক, কবি, সাহিত্যিক এবং আবৃত্তিশিল্পীদেরকে প্রকাশনার পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ের অনুষ্ঠান উপভোগ করার জন্য এবং সংকলনটি সংগ্রহ করার জন্য আমন্ত্রণ জানানো যাচ্ছে। বিশেষ প্রয়োজনে মোবাইল নম্বর: ০১৭১৪ ৩৫২১০৩ এবং ০১৭৮৭২১৭৭৩০

।। জ্ঞা ন স ঙ্গী  লে খ ক  উ ৎ স ব  ২ ০ ২ ৫ ।।উৎসবে থাকছেন কবি তাহমিনা মুন্নী।আসুন, পরিচিত হয়ে নিই তাঁর সাংস্কৃতিক যাপনের...
20/06/2025

।। জ্ঞা ন স ঙ্গী লে খ ক উ ৎ স ব ২ ০ ২ ৫ ।।
উৎসবে থাকছেন কবি তাহমিনা মুন্নী।
আসুন, পরিচিত হয়ে নিই তাঁর সাংস্কৃতিক যাপনের সাথে;

তাহমিনা মুন্নী। জন্ম রাজবাড়ী জেলায়। শৈশব ও কৈশোরের অনেকটা সময় কেটেছে নানা বাড়ি বাগমারা গ্রামে। প্রকৃতির সবুজ সমারোহে নিজের অজান্তেই লেখালেখি শুরু। পত্রপত্রিকাসহ বিভিন্ন ম্যাগাজিনে নিয়মিত তাঁর কবিতা প্রকাশিত হয়ে আসছে।তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘কবিতায় না বলা কথা’। ‘বিশুদ্ধ সমীরণ’ ও ‘অন্ত:লোকের অনড়রথে’ তাঁর ২য় ও চতুর্থ কাব্যগ্রন্থ। ২০২৪-এ অমর একুশে বইমেলায় ঢাকার জ্ঞানসঙ্গী প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে কাব্যগ্রন্থ ‘দীপ্ত সবুজ বাংলাদেশ’।
বাংলার অপরুপ সৌন্দর্য তাঁর কবিতার মূল উপজীব্য। শিশুদের প্রতি রয়েছে তাঁর দুনির্বার আকর্ষণ। আগামী প্রজন্মকে আলোকিত করার প্রধান মাধ্যম হিসেবে তিনি কবিতাকে লালন করেন পরম যত্নে।বৈচিত্রময় জীবন প্রবাহে তাঁর মূল পেশা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা। শিক্ষকতার পাশাপাশি মনন ও ধ্যানের কর্মযজ্ঞ হিসেবে এই লেখালেখির প্রয়াস।
একক কাব্যগ্রন্হের পাশাপাশি কবির প্রকাশিত ১৯ টি যৌথ কাব্যগ্রন্থ বাংলাদেশের বিভিন্ন জেলা ও ভারত থেকে প্রকাশিত হয়েছে।
তিনবাংলা সম্মাননা, বাংলা একাডেমি কর্তৃক সাহিত্য পদক ও জ্ঞানসঙ্গী প্রকাশনা থেকে সম্মাননা স্মারক পেয়েছেন তিনি।
ব্যক্তিগত জীবনে বিবাহিত ও দুই সন্তানের জননী। বর্তমানে শহরের স্বনামধন্য বিদ্যাপীঠ টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় উদ্দীপ্ত কবি তাহমিনা মুন্নীর কবিতা সকল পাঠক সমাজে বিশেষভাবে সমাদৃত। জীবনের উঁচু নিচু পথচলা এবং নানা প্রতিবন্ধকতার মাঝে থেকেও কবিতার সাথে কবি গড়ে তুলেছেন নিবিড় সখ্যতা।

Address

Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when জ্ঞানসঙ্গী প্রকাশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category