
10/08/2025
চীনের বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণে জার্মানির সামরিক প্রস্তুতিতে বড় ধাক্কা।
বিশ্ব বাণিজ্যে উত্তেজনার মধ্যে চীন বিরল খনিজের রপ্তানিতে নতুন নিয়ম আরোপ করেছে। নতুন এই নিয়ম আধুনিক অস্ত্র তৈরির জন্য অত্যাবশ্যকীয় কাঁচামাল সরবরাহে বাধা সৃষ্টি করছে।
চীন প্রায় ৯০% বিশ্ববাজারের বিরল খনিজ নিয়ন্ত্রণ করে এবং সম্প্রতি এসব উপকরণ রপ্তানিতে সরকারি অনুমতি বাধ্যতামূলক করেছে। এর ফলে জার্মানির প্রতিরক্ষা এবং অন্যান্য শিল্প প্রতিষ্ঠানগুলোর কাছে সরবরাহ সংকুচিত হচ্ছে। অনেক কোম্পানির কাছে কাঁচামালের মজুত মাত্র কয়েক সপ্তাহের জন্যই পর্যাপ্ত।
এই পরিস্থিতিতে জার্মানির অনেক কোম্পানি উৎপাদন বন্ধের আশঙ্কা করছে।বিশেষ করে ছোট ও মাঝারি আকারের ব্যবসাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
জার্মান অর্থনীতি মন্ত্রণালয় বিষয়টিকে গভীরভাবে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে এবং ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে চীনের ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর পরিকল্পনা করছে। বিশেষজ্ঞরা বলছেন, জার্মানিকে দ্রুত নতুন ও বৈচিত্র্যময় উৎস থেকে কাঁচামাল সংগ্রহের ব্যবস্থা করতে হবে যাতে দেশটির সামরিক ও শিল্প উৎপাদন সচল থাকে।