Voice of Logic-যুক্তির কণ্ঠস্বর

Voice of Logic-যুক্তির কণ্ঠস্বর Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Voice of Logic-যুক্তির কণ্ঠস্বর, Digital creator, Dhaka.

আপনাদের ভালোবাসায় আজ এতটুকু আসা। নিয়মিত ফানি ও শিক্ষামূলক ভিডিও আপলোড করা হয়। বিনোদন আর শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের পেজ এর সাথেই থাকুন 🥰🥰

https://t.me/voiceoflogic247

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের “আগ্রাসন” চালায়, তাহলে তিনি ভেনেজুয়েলায় জরুরি অবস্...
30/09/2025

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের “আগ্রাসন” চালায়, তাহলে তিনি ভেনেজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা করতে প্রস্তুত।

সূত্র: এএফপি (AFP)

  ইন্দোনেশিয়ায় একটি স্কুল ভবন ধ্বসে পড়ায় তার নিচে চাপা পড়েছে ৬৫ জন শিক্ষার্থী।
30/09/2025


ইন্দোনেশিয়ায় একটি স্কুল ভবন ধ্বসে পড়ায় তার নিচে চাপা পড়েছে ৬৫ জন শিক্ষার্থী।

ক্ষমতায় বসার মাত্র এক বছরেরও কম সময়ের মধ্যেই পদত্যাগের ঘোষণা দিলেন জাপানের প্রধানমন্ত্রী। ক্ষমতাসীন দলের প্রধান হিসেবে ন...
07/09/2025

ক্ষমতায় বসার মাত্র এক বছরেরও কম সময়ের মধ্যেই পদত্যাগের ঘোষণা দিলেন জাপানের প্রধানমন্ত্রী।

ক্ষমতাসীন দলের প্রধান হিসেবে নির্বাচনে ভরাডুবি এবং জীবন যাত্রার খরচ ও বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় মাথায় নিয়ে পদত্যাগের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা।

তার এই পদত্যাগের মাধ্যমে গত পাঁচ বছরে তিন জন প্রধানমন্ত্রী পরিবর্তনের সাক্ষী হলো দেশটি।

২০২০ সালে দেশটির সবচেয়ে দীর্ঘ মেয়াদি প্রধানমন্ত্রী শিনজো আবে পদত্যাগ করার পর থেকে দেশটিতে ৩ জন প্রধানমন্ত্রী আসেন এবং সবাই জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হন।

🔹 ইওশিহিদে সুগা — সেপ্টেম্বর ২০২০ থেকে অক্টোবর ২০২১ পর্যন্ত দায়িত্ব পালন করেন।
🔹 ফুমিও কিশিদা — অক্টোবর ২০২১ থেকে অক্টোবর ২০২৪ পর্যন্ত ছিলেন প্রধানমন্ত্রী।
🔹 শিগেরু ইশিবা — অক্টোবর ২০২৪ থেকে সেপ্টেম্বর ২০২৫

ট্রাম্প আসন্ন দ. কোরিয়া সফরে চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠক করতে পারেনমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী অক্টোবরে...
07/09/2025

ট্রাম্প আসন্ন দ. কোরিয়া সফরে চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠক করতে পারেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী অক্টোবরের শেষের দিকে দক্ষিণ কোরিয়া সফর করবেন। সফরে তিনি APEC সম্মেলনে অংশ নেবেন।

এই সফরের সম্ভাব্য বৈঠকসমূহ:

১/ ট্রাম্পের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

২/ উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন বলে কূটনৈতিক মহলে আলোচনা চলছে।

এই সফর মার্কিন-চীন সম্পর্ক এবং কোরীয় উপদ্বীপের নিরাপত্তা পরিস্থিতির জন্য তাৎপর্যপূর্ণ।

বিশেষ করে, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে সম্ভাব্য আলোচনার দিকেও নজর রয়েছে।

সোর্স: CNN

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নির্মাতা প্রতিষ্ঠানের দুর্নীতির বিরুদ্ধে তদন্ত শুরুইউক্রেনের ন্যাশনাল অ্যান্টি-করাপশন ব্যু...
30/08/2025

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নির্মাতা প্রতিষ্ঠানের দুর্নীতির বিরুদ্ধে তদন্ত শুরু

ইউক্রেনের ন্যাশনাল অ্যান্টি-করাপশন ব্যুরো (NABU) স্থানীয় অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফায়ার পয়েন্ট-এর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।

প্রতিষ্ঠানটি “ফ্লামিঙ্গো” ক্ষেপণাস্ত্র ও FP-1 ড্রোন তৈরি করে।

তদন্তকারীরা খতিয়ে দেখছেন, কোম্পানিটি কি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে যন্ত্রাংশের জন্য অতিরিক্ত দাম নিয়েছে, নাকি সরবরাহকৃত ড্রোনের সংখ্যা ফুলিয়ে-ফাঁপিয়ে দেখিয়েছে।

সূত্র: Kyiv Independent

পারমাণবিক অস্ত্র নিয়ে ফ্রান্স-জার্মানির নতুন আলোচনাফ্রান্স ও জার্মানি ইউরোপের নিরাপত্তায় ফ্রান্সের পারমাণবিক অস্ত্র কীভা...
30/08/2025

পারমাণবিক অস্ত্র নিয়ে ফ্রান্স-জার্মানির নতুন আলোচনা

ফ্রান্স ও জার্মানি ইউরোপের নিরাপত্তায় ফ্রান্সের পারমাণবিক অস্ত্র কীভাবে ভূমিকা রাখতে পারে তা নিয়ে প্রথমবারের মতো কৌশলগত আলোচনায় বসতে সম্মত হয়েছে।

ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ হলেও তাদের প্রতিরক্ষা নীতি এখনো স্পষ্ট নয়।

জার্মানি এতদিন এ বিষয়ে অনাগ্রহী ছিল।তবে, এখন চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জের নেতৃত্বে অবস্থান বদলেছে।(

ইউরোপে বিক্রিতে টেসলাকে ছাড়িয়ে গেল চীনা বিওয়াইডি।জুলাই ২০২৫-এ ইউরোপে টেসলার গাড়ি বিক্রি ৪০% কমে ৮,৮৩৭- এ পৌঁছেছে। টানা স...
30/08/2025

ইউরোপে বিক্রিতে টেসলাকে ছাড়িয়ে গেল চীনা বিওয়াইডি।

জুলাই ২০২৫-এ ইউরোপে টেসলার গাড়ি বিক্রি ৪০% কমে ৮,৮৩৭- এ পৌঁছেছে। টানা সাত মাস ধরে তাদের বিক্রি কমছে।

অন্যদিকে, একই সময়ে চীনা কোম্পানি বিওয়াইডি বিক্রি বাড়িয়ে ১৩,৫০৩ করেছে। ফলে ইউরোপে টেসলাকে ছাড়িয়ে গেছে বিওয়াইডি।

✨ ইসলামের আলোয় জীবন গড়তে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকুন!📖 কুরআন, হাদিস, দোয়া ও ইসলামী বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা🕌 সুন...
25/08/2025

✨ ইসলামের আলোয় জীবন গড়তে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকুন!
📖 কুরআন, হাদিস, দোয়া ও ইসলামী বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা
🕌 সুন্দর জীবন গঠনের পথনির্দেশ

👉 এখনই আমাদের চ্যানেলে ভিজিট করুন ও সাবস্ক্রাইব করুন:
🔗 https://youtube.com/?si=6ORWqG9TSnGLu4UH

💚 ইসলামের সুন্দর বার্তা ছড়িয়ে দিন – শেয়ার করুন 🌸

Welcome to Quran Serenity At Quran Serenity, we bring you the peaceful and healing sounds of the Holy Quran. Our mission is to produce high-quality Quran recitations and visualizations in Bengali, making it easier for everyone to learn Surahs and connect with the divine teachings of Allah (SWT). We....

14/08/2025

Armadillo Protects Lion Cub From Hyena Attack!

14/08/2025

Elephant Fights To Protect The Village From Tiger! Smart Appliances!, Tools Items, New Gadgets, Versatile Utensile,

সুদানের নিরাপত্তা বাহিনী আল-ফাশারে আমিরাত সমর্থিত RSF মিলিশিয়াদের একটি বড় আক্রমণ ঠেকিয়ে দিয়েছে।সুদান নিউজ এজেন্সি দাবি ...
13/08/2025

সুদানের নিরাপত্তা বাহিনী আল-ফাশারে আমিরাত সমর্থিত RSF মিলিশিয়াদের একটি বড় আক্রমণ ঠেকিয়ে দিয়েছে।

সুদান নিউজ এজেন্সি দাবি করছে, এসময় RSF এর ২৫৪ জন মিলিশিয়া নিহত এবং ৩৪টি যানবাহন জব্দ করা হয়।

11/08/2025

Mother Bear Defends Her Cub From Deadly Alligator!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Logic-যুক্তির কণ্ঠস্বর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share