19/10/2025
বামপন্থী Daily Star পত্রিকার নির্বাহী সম্পাদক আশফাকুল হক তার কাজের মেয়ে প্রীতি উরাংকে দিনের পর দিন Ni*র্যা*তন করে। এরপর নয় তলা থেকে ফেলে দিয়ে মেয়েটিকে Ho*ত্যাও করে ওই Lo*ম্প*ট। কিন্তু আজও এর বিচার হয়নি।
ঠিক একই রকমের আকাম ঘটিয়েছে আরেক বামপন্থী পত্রিকা Dhaka Stream এর বাংলা বিভাগের প্রধান আলতাফ শাহনেওয়াজ। সে তার সহকর্মী স্বর্ণময়ী বিশ্বাসকে লাগাতার Jow*ন-Ni*পী*ড়ন করে৷ কিন্তু অভিযুক্তকে শা-স্তি দেওয়ার বদলে তাকে পুনর্বহাল করে Dhaka Stream। এটা মেনে নিতে না পেরে আজ আত্ম*Ho*ত্যা করেছে স্বর্ণময়ী।
দেখা যাক, বামরা এর বিরুদ্ধে কতটা সরব ভূমিকা পালন
Jakaria Masud ভাই