Araf & sami

Araf & sami Digital creator,

08/10/2023
ছোট্ট বাবা আমার। বাস্তবতা অনেক কঠিন। মা যখন অসুস্থ হয়, তখন মনে হয় সব সন্তান যত ছোটো থাকুক না কেন বড় হয়ে যায়। আমার বাচ্চা...
28/07/2023

ছোট্ট বাবা আমার। বাস্তবতা অনেক কঠিন। মা যখন অসুস্থ হয়, তখন মনে হয় সব সন্তান যত ছোটো থাকুক না কেন বড় হয়ে যায়। আমার বাচ্চা তার থেকে আলাদা নয়। সত্যি আমার বাবা বড় হয়ে গেছে। যখন তার পরীক্ষা চলে, তখন আমি হসপিটালে। যাকে বই নিয়ে কখনো বসাতে গেলে হাজারটা কথা বলে বুঝিয়ে বসাতে হয়, সে এখন একা পড়তে বসে। নিজে ড্রেস পরে, ব্যাগ গুছায় এবং মাদ্রাসা যায়, মাশাআল্লাহ। গতকাল তার রেজাল্ট দিয়েছে। আলহামদুলিল্লাহ তার রেজাল্টে আমি সন্তুষ্ট। সবাই বড় হবে একটা সময় পরে এটাই স্বাভাবিক কিন্তু ছোটবেলায় বাবা মা অসুস্থ থাকলে সন্তানের মানুষিক অবস্থা কি হয় টা শুধু ওই সন্তানই বুঝতে পারে।
তাই মন থেকে সবসময় দোয়া করি সব বাবা মা যেন সন্তান বড় এবং প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সুস্থ থাকে এবং বেচে থাকে আমিন।

07/07/2023

যাই হোক না কেন একেবারে কখনোই ভেঙে পড়বেন না।
ভেঙ্গে পড়া জিনিস মানুষ কখনোই যত্নে রাখে না । বরং আরো দ্বীগুন ভেঙে ডাস্টবিনে ফেলে দেয় ।

দেখেন না, উজ্জ্বল সাদা চামড়ার অনিন্দ্য সুন্দরীর চেহেরাটাও বয়সের সাথে সাথে কতটি মলিন হয় ,কুচকে যায়। লোকদের আকর্ষণ করার মতো তেমন কিছু থাকে না !

সুখ দুঃখ এগুলো কখনোই স্থির নয় ।
সময় নিন ।সবর করুন ।চুপ থাকুন। যা আছে তাতে শুকরগুজার হোন । বেশি বেশি দুআ করুন । ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে ।
যাই হোক না কেন একেবারে কখনোই ভেঙে পড়বেন না।
ভেঙ্গে পড়া জিনিস মানুষ কখনোই যত্নে রাখে না । বরং আরো দ্বীগুন ভেঙে ডাস্টবিনে ফেলে দেয় ।

দেখেন না, উজ্জ্বল সাদা চামড়ার অনিন্দ্য সুন্দরীর চেহেরাটাও বয়সের সাথে সাথে কতটি মলিন হয় ,কুচকে যায়। লোকদের আকর্ষণ করার মতো তেমন কিছু থাকে না !

সুখ দুঃখ এগুলো কখনোই স্থির নয় ।
সময় নিন ।সবর করুন ।চুপ থাকুন। যা আছে তাতে শুকরগুজার হোন । বেশি বেশি দুআ করুন । ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে ।

যাই হোক না কেন, দুয়া এবং আল্লাহর নিকট সেজদা মানুষকে পরিবর্তন করতে সময় নেয় না।।

06/07/2023

ত্রিশউর্ধ একজন নারী না অল্প বয়সী নারীদের মতো আচরণ করতে পারে, না মধ্যবয়সী একজন নারীর মতো আচরণ করতে পারে। যদি সে অল্পবয়সী নারীর মতো আচরণ করে তবে তার নিজের স্বামীই তাকে বলবে ন্যাকামি, আর যদি সে বেশি বয়স্ক নারীর মতো করে আচরণ তবেও তাকে শুনতে হবে অন্যরকম কিছু। এসময় নারীদের মনে হয় আমি একটু একা সময় কাটাবো, তখন সন্তানেরা পাশে এসে বলবে আম্মু একটু খেলো না, আম্মু একটু চুলটা বেঁধে দাও না, স্বামী বলবে কি করছো কি এত কাজ, একটু চা দাও না, অথচ সংসাররের সব কাজকর্ম শেষ করে হয়তো মেয়েটি মাত্রই বসলো নিজের মতো করে একটু সময় কাটাবে বলে। এভাবে দিন যায় আবার দিন এসে। সংসার ছেলে, মেয়ে, স্বামী সবার জন্য তার সময় হয় অথচ নিজের জন্য আর সময় বের করার সময় হয়ে উঠে না মেয়েটির। একটা সময় সে নিজেও এভাবে অভস্থ হয়ে যায়। তখন তার নিজের কোনো জগত থাকে না। অবশ্য সব ত্রিশ উর্ধ মেয়েরা একনা সব কিছু একজন থেকে আর একজন আলাদা।।।

05/07/2023

মানুষ বড়ো অদ্ভুত প্রাণী, যখন সে সুস্থ থাকে তখন সে অন্য কোনো ছোট বিষয় নিয়ে মন খারাপ করে যা আসলে তার করা উচিত না। আর যখন সে অসুস্হ হয় তখন সে ভাবে আগে আমি যেমনি ছিলাম খুব ভালো ছিলাম। সত্যি সুস্থতা আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত।

Address

Road:12, Sector:13, Uttara
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Araf & sami posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share