07/09/2025
📚 সৃজনশীল বিকাশে একটি সাহসী পদক্ষেপ!*
*শুরু হয়েছে কিশোর কণ্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতা ২০২৫ - পাংশাতে! 🎉*
বাংলা ভাষাভাষী শিশু-কিশোরদের মধ্যে *পাঠাভ্যাস গড়ে তোলা ও সৃজনশীল বিকাশের লক্ষ্যে* জনপ্রিয় শিশু-কিশোর মাসিক *“নতুন কিশোর কণ্ঠ”* আয়োজন করছে *জাতীয় পাঠ প্রতিযোগিতা - ২০২৫*।
*📖 শ্রেণি: ৫ম থেকে ১২শ শ্রেণি পর্যন্ত*
*💰 রেজিস্ট্রেশন ফি: মাত্র ১০ টাকা*
*🎁 পুরস্কার: আকর্ষণীয় সব পুরস্কার ও সম্মাননা!*
✅ কিশোর কণ্ঠ বই *কিনে অংশগ্রহণ* করতে পারবে।
✅ কেউ চাইলে *বই না কিনেও শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি দিয়ে* পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
তোমার সৃজনশীল প্রতিভা তুলে ধরার এখনই সময়।
*রেজিস্ট্রেশন করে প্রস্তুতি শুরু করে দাও আজ থেকেই!*
*📌 যোগাযোগ:* [স্থানীয় প্রতিনিধি/আয়োজকের নাম ও নম্বর এখানে বসাতে পারো]
#কিশোর_কণ্ঠ #পাঠ_প্রতিযোগিতা২০২৫ #শিক্ষা #সৃজনশীলতা #পাংশা
---