26/08/2024
আসসালাম-আলাইকুম
উত্তরখান - মাসটারপাড়া নিবাসি আপনাদের কাছে একটি জরুরী ঘোষণা।
আমাদের Save Bangladesh নামে ফাউন্ডেশন রয়েছে, যেখান থেকে আমাদের Team Member's রা ফেনি, নোয়াখালি এবং কুমিল্লা গিয়েছে। আমাদের উদ্ধার এবং ত্রাণ দেওয়ার কাজ চলছে- আমাদের যে পরিমাণ ফান্ড ছিলো তা প্রায় শেষ পর্যায়ে। আমাদের কাছে যে পরিমাণ ত্রাণ ছিলো যেমন: খাবার, বিশুদ্ধ পানি, এবং ঔষধ একেবারেই শেষের পর্যায়ে। এখন আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা যদি বন্যার্থ দের কে সাহায্য করতে চান তাহলে আপনারা যে যা পারেন তাই দিয়ে সাহায্য করুন।
আপনাদের এক একটি টাকার হিসাব আমাদের কাছে আছে। আপনারা নিঃসন্দেহে আমাদের পাশে থাকতে পারেন।
আপনাদের সামান্য কিছু সাহায্যের জন্য কারো জীবন বেঁচে যেতে পারে।
সেইভ বাংলাদেশ ফাউন্ডেশন
যোগাযোগঃ 01940042830