Afsana Rahman

Afsana Rahman In this page I will share my dubai life experience with others..Live simply& big Dream
(1)

05/11/2025

অনেক বেশি পরিবার ভক্ত স্বামী

05/11/2025

❝ আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকান না, বরং তিনি তোমাদের অন্তর ও কর্মের দিকে তাকান। ❞(সহিহ মুসলিম: ২৫৬৪)

যে কোন দাওয়াতে সময় মত যাওয়া ও সময় মত চলে আসা আপনার সচেতন ব‍্যক্তিত্বের পরিচয় দেয়। Late করে যাওয়া ও সবার শেষে আসা মানে আ...
04/11/2025

যে কোন দাওয়াতে সময় মত যাওয়া ও সময় মত চলে আসা আপনার সচেতন ব‍্যক্তিত্বের পরিচয় দেয়। Late করে যাওয়া ও সবার শেষে আসা মানে আপনার সময়জ্ঞান কম, মানুষের সময়কে সম্মান করেন না....!!

04/11/2025

প্রবাস জীবন আমাকে ভয়ংকর শিক্ষা দিয়েছে

04/11/2025

এই সমাজে এক অদ্ভুত প্রবণতা দেখা যায়—যেখানে ব্যক্তির যোগ্যতা কম, সেখানে নিজের অপ্রতুলতা ঢাকার জন্য খোঁচা মারার রবার্তন শক্তি বেশি। কেউ যখন নিজের কাজ বা মেধা নিয়ে অপর্যাপ্ত বোধ করে, তখন অন্যের ত্রুটি ধরিয়ে দেয়াই তার আত্মরক্ষা হয়ে ওঠে। খোঁচা মার| তাদের কাছে শুধু ত্রুটি খোঁজ নয়; এটি স্বমর্যাদা রক্ষা, সামাজিক দম্ভ দেখানো এবং নিজের অনাস্থা লুকানোর উপায়।

তবে বাস্তবতা হলো—খোঁচা মেরে কেউ বড় হয় না, বরং মনুষ্যিক সম্পর্কই ক্ষতিগ্রস্ত হয়। যিনি সত্যিই যোগ্য, তিনি ধৈর্য্য ও নম্রতায় দুর্বলতাকে গোপন করেন না; বরং উন্মোচন করে সহানুভূতিতে নিয়ে যান। খোঁচা মারার বদলে সমালোচনা যদি নির্মাণমূলক হতো, আমাদের সংসার ও কর্মক্ষেত্র অনেক ভালো হতো।

অবশেষে বলা যায়—নিজের ক্ষমতা বৃদ্ধির চেষ্টা করাই প্রকৃত শক্তি। যোগ্যতা বাড়ালে আর খোঁচা মারার সহজ পথটি প্রয়োজন থাকবে না; সম্পর্ক থাকবে সচ্ছ ও সম্মানজনক...!!

"Option যত কম থাকে, Selection তত ভালো হয়...."জীবনের প্রতিটি ক্ষেত্রে যখন অপশন বেশি হয়, তখন মনের দ্বন্দ্বও বেড়ে যায়।ভেবে ...
04/11/2025

"Option যত কম থাকে, Selection তত ভালো হয়...."
জীবনের প্রতিটি ক্ষেত্রে যখন অপশন বেশি হয়, তখন মনের দ্বন্দ্বও বেড়ে যায়।
ভেবে দেখো — যত বেশি পথ সামনে খোলা থাকে, সিদ্ধান্ত নিতে ততই সময় লাগে।
কিন্তু যখন অপশন কম থাকে, তখন মন পরিষ্কার থাকে, লক্ষ্য স্থির হয়, আর সিদ্ধান্ত হয় আত্মবিশ্বাসে ভরা।

সবচেয়ে ভালো সিদ্ধান্তগুলো আমরা নেই তখনই, যখন মন জানে “এইটাই আমার পথ।”
অতিরিক্ত বিকল্প নয়, প্রয়োজন দৃঢ় মন আর স্পষ্ট ভাবনা....!!

04/11/2025

একটা কথা কি জানেন মানুষকে একটু করে পর্যবেক্ষন করলে বুঝা যায় মানুষটা কেমন।একটা মানুষের অহংকার বলে দেয় তার টাকা কত আছে। সংস্কার বলে দেয় সে কেমন পরিবার থেকে আসছে।একটা মানুষের মুখের ভাষা ও বিহেভিয়ার বলে দেয় সে মানুষ হিসেবে কতটা ভালো।তর্ক বলে দেয় কতটা জ্ঞানী।একটা মানুষের স্পর্শ বলে দেয় তার স্বভাব কেমন হবে। মানুষের পছন্দের উপর র্নিভর করে তার চিন্তা ভাবনা কেমন হবে, স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন হবে...!

04/11/2025

সবরই সবচেয়ে বড় শক্তি, আর দোয়াই সবচেয়ে বড় আশ্রয়🤲🤲

সম্পর্ক কখনও টাকা দিয়ে কেনার জিনিস নয়।আপনি যদি ভেবে থাকেন আপনার অনেক টাকা আছে আর সবাই সেই টাকার লোভে আপনার আঙুলের ইশারায়...
03/11/2025

সম্পর্ক কখনও টাকা দিয়ে কেনার জিনিস নয়।আপনি যদি ভেবে থাকেন আপনার অনেক টাকা আছে আর সবাই সেই টাকার লোভে আপনার আঙুলের ইশারায় নাচবে সেটা ভুল।
সম্পর্ক বেঁচে থাকে ভালবাসায়....যত্নে..টাকার লোভে নয় 🙂 সবাইকে টাকা দিয়ে কেনা যায়না।
এখনো পৃথিবীতে ভালবাসা,যত্ন, টান এই শব্দগুলো আছে।

03/11/2025

আমি নিজেকে সস্তা বানিয়ে ফেলেছি! যে মানুষ গুলো আমার সাথে হাঁটার যোগ্যতা নেই, তাদের কাঁধে স্বয়ং আমিই হাত রেখে হেঁটেছি বিনা সংকোচে। যার বিনিময়ে তারা দিয়েছে আমাকে অসম্মান, অবমাননা।

অযোগ্য অভদ্র কিছু মানুষের সাথে আমার নমনীয়তা; বিনয়ী সুর, আপন ভেবে মন খুলে কথা বলার স্বভাব আমাকে সস্তা বানিয়ে ফেলেছে। অথচ আমি কখনোই তাদের ছোট করে দেখিনি, আর না নিজেকে বড়।

আমি সবসময়ই চেয়েছি একজন নিরহংকার মানুষ হতে। আমি চেয়েছি মানুষের বিশ্বস্ত হতে, কেউ আমাকে আপন ভেবে না ঠকুক এতটুকুই ছিলো আমার চাওয়া। ঠিক এই চাওয়াতেই নিজেকে এমন সস্তা করে ফেলেছি যে তাদের কাছ থেকে পেতে হয়েছে অপ্রত্যাশিত লাঞ্চিত অনুভূতি।...!!

03/11/2025

সকালের আলো আল্লাহর এক রহমত, তাই দিন শুরু করুন দোয়া ও শুকরিয়ার মাধ্যমে🤲

একজনের কথা আরেকজনের কাছে না লাগিয়ে ক্রিম লাগাও, লোশন লাগাও,সামনে শীত আসতেছে স্কিন ভালো থাকবে....😃বুঝলা বনু😎
02/11/2025

একজনের কথা আরেকজনের কাছে না লাগিয়ে ক্রিম লাগাও, লোশন লাগাও,সামনে শীত আসতেছে স্কিন ভালো থাকবে....😃বুঝলা বনু😎

Address

Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when Afsana Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Afsana Rahman:

Share