Daily Virul News

Daily Virul News "Stay updated with the latest viral news and trending stories worldwide! Join us for daily updates on entertainment, technology, lifestyle, and more."

keywords like "viral news", "trending stories", "entertainment", "technology", and "lifestyle".

              @highlightWAWA Laptop:-WAWA is the first laptop produced in Peru with the goal of using a circular economi...
16/10/2024

@highlight
WAWA Laptop:-
WAWA is the first laptop produced in Peru with the goal of using a circular economic model to raise the standard of education for kids and students. The device is the only environmentally friendly and lasting laptop since it is the first to use a portable solar panel as its energy source and can be upgraded simply by changing the SBC board. Its GPIO ports and two free operating systems allow for the development of robotics, home automation, and the Internet of Things.

Accessible Technology:-

It runs Linux and Android as its two operating systems. Students between the ages of 5 and 15 are its target audience. Both wired and wireless Wi-Fi connections are included. It can access ports that are utilized for Internet program development and robotics applications. In addition to being able to use electricity, the WAWA Laptop incorporates a portable solar panel that allows it to run on electricity for two hours and thirty minutes.

               @highlightভারত কি ইলিশ এর পরিবর্তে আলু দিল?
02/10/2024

@highlight
ভারত কি ইলিশ এর পরিবর্তে আলু দিল?

17/09/2024

প্রয়োজনে সবাই সবার, প্রয়োজনে শেষ হলে কে কার!

                   ত্রাণের টাকা ব্যাংকে কেন?
16/09/2024


ত্রাণের টাকা ব্যাংকে কেন?

                মায়ানমার এর সাথে সম্পর্ক খারাপ, ভারত এর সাথে প্রায় খারাপ হয়ে যাচ্ছে , পার্শ্ববর্তী র কোন দেশ কে জানে----...
15/09/2024


মায়ানমার এর সাথে সম্পর্ক খারাপ, ভারত এর সাথে প্রায় খারাপ হয়ে যাচ্ছে , পার্শ্ববর্তী র কোন দেশ কে জানে------------।

11/09/2024

"বিসিএসের প্রশ্নফাঁসের প্রমাণ হয়নি পিএসসি"
হাস্যকর ও লজ্জাজনক মিথ্যা তদন্ত রিপোর্ট আর কি হতে পারে?
যেখানে ইউটিউব এ ভিডিও প্রমাণ ।

বাংলাদেশের জাতীয় সঙ্গীত ১ম ১০ লাইন- রবীন্দ্রনাথ ঠাকুর।                আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।       চিরদিন...
11/09/2024

বাংলাদেশের জাতীয় সঙ্গীত ১ম ১০ লাইন- রবীন্দ্রনাথ ঠাকুর।

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি।।
ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে,
মরি হায়, হায় রে-

ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে আমি কী দেখেছি মধুর হাসি।।
কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো-
কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে।
মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো,
মরি হায়, হায় রে-

মা, তোর বদনখানি মলিন হলে, ও মা, আমি নয়নজলে ভাসি।।
তোমার এই খেলাঘরে শিশুকাল কাটিল রে,
তোমারি ধুলামাটি অঙ্গে মাখি ধন্য ন্য জীবন মানি।
তুই দিন ফুরালে সন্ধ্যাকালে কী দীপ জ্বালিস ঘরে,
মরি হায়, হায় রে-

তখন খেলাধুলা সকল ফেলে, ও মা, তোমার কোলে ছুটে আসি।।
ধেনু-চরা তোমার মাঠে, পারে যাবার খেয়াঘাটে,

সারা দিন পাখি-ডাকা ছায়ায়-ঢাকা তোমার পল্লীবাটে,
তোমার ধানে-ভরা আঙিনাতে জীবনের দিন কাটে,
মরি হায়, হায় রে-

ও মা, আমার যে ভাই তারা সবাই, ও মা, তোমার রাখাল তোমার চাষি।।
ও মা, তোর চরণেতে দিলেম এই মাথা পেতে-
দে গো তোর পায়ের ধূলা, সে যে আমার মাথার মানিক হবে।

ও মা, গরিবের ধন যা আছে তাই দিব চরণতলে,
মরি হায়, হায় রে-
আমি পরের ঘরে কিনব না আর, মা, তোর ভূষণ ব'লে গলার ফাঁসি।।

-সমাপ্ত -

                     পাসপোর্ট কেন করবেন করলে কী কী সুবিধা পাবেন? ★★অনেকেই মনে করেন, "পাসপোর্ট করে কী হবে, এখন তো বিদেশ য...
06/09/2024



পাসপোর্ট কেন করবেন করলে কী কী সুবিধা পাবেন?

★★অনেকেই মনে করেন, "পাসপোর্ট করে কী হবে, এখন তো বিদেশ যাবো না,"

শুধুমাত্র বিদেশ যাবার প্রসেস হলেই পাসপোর্ট করবেন, এমন না।
একজন সচেতন নাগরিক হিসেবে আপনার পাসপোর্ট থাকাটা খুবই জরুরি। পাসপোর্ট থাকলে আপনি বিভিন্ন সুবিধা পাবেন, যেটা পাসপোর্ট ছাড়া সম্ভব না।

পাসপোর্ট কেন করবেন করলে কী কী সুবিধা পাবেন?

১.ভিসা-ফ্রি ৪৪ দেশে যাবার সুবিধা:

★★বাংলাদেশী পাসপোর্ট দিয়ে ভিসা-ফ্রি বা অন-এরাইভাল সুবিধা পাওয়া যায়। সেসব দেশে খুব সহজেই ভ্রমণ করতে পারবেন আপনার যদি একটা পাসপোর্ট থাকে।

২.ইমার্জেন্সি চিকিৎসা সুবিধা:

★★আপনার যদি হঠাৎ এমন কোনো অসুখ হয় যেটার চিকিৎসার জন্য বিদেশ যেতে হবে, ইমার্জেন্সি পাসপোর্ট করতে যতোদিন সময় লাগবে, এতোদিনে আপনার চিকিৎসা হবে না। এজন্য পাসপোর্ট থাকা দরকার।

৩.পাসপোর্ট হলো ইন্টারন্যাশনাল আইডেন্টিটি কার্ড:

★★আপনার ভোটার আইডি কার্ড বা যেটাকে ন্যাশনাল আইডি কার্ড বলা হয়, এটা দেশের মধ্যেই ব্যবহার করতে পারবেন। কিন্তু, বিদেশের কোনো কিছু করতে গেলে আপনার পাসপোর্ট লাগবে। এমনকি আপনি দেশে থেকে বিদেশে ব্যবসা করতে গেলে, অনেক কোম্পানিতে জব করতে গেলে আপনার পাসপোর্ট লাগতে পারে।

৪.স্কলারশিপের আবেদন, কনফারেন্সে যাবার সুযোগ:

★★বেশিরভাগ ভার্সিটিতে আবেদনের সময় পাসপোর্ট লাগে। শুধু তাই না, বিদেশী অনেক ভার্সিটিতে বিভিন্ন প্রোগ্রাম থাকে যেখানে ফ্রি-তে যাবার সুযোগ থাকে।
এরকম শর্ট-নোটিশে যেতে চাইলে পাসপোর্ট থাকতে হয়।

৫.পরীক্ষা দিতে পাসপোর্ট প্রয়োজন:
যেমন: IELTS, GRE, GMAT, SAT, TOEFL ইত্যাদি।

৬. ডুয়েল কারেন্সী ডেবিট কার্ড:
দেশের বাহিরে অনলাইনে ই-কমার্স বা ইন্টারন্যাশনাল ট্রাঞ্জেকশন করতে অবশ্যই বাংলাদেশের ব্যাংকের কার্ড পাসপোর্ট দিয়ে ডলার এন্ডোর্স্মেন্ট করে নিতে হবে।
এক্ষেত্রেও পাসপোর্ট লাগবে।

যারা পাসপোর্ট করবেন তারা আগে
সার্টিফিকেট,
এনআইডি কার্ড,
পিতা-মাতার এনআইডি কার্ডে আপনার নাম,পিতা/মাতার নাম যেনো একই থাকে লক্ষ্য রাখবেন যদি অমিল থাকে আগে সব কিছু ঠিক করবেন তারপর পাসপোর্ট করবেন অন্যথায় ভোগান্তিতে পড়বেন।

১.ভিসা-ফ্রি দেশে যাবার সুবিধা:

★★বাংলাদেশী পাসপোর্ট দিয়ে প্রায় ৪০টি দেশে ভিসা-ফ্রি বা অন-এরাইভাল সুবিধা পাওয়া যায়। সেসব দেশে খুব সহজেই ভ্রমণ করতে পারবেন আপনার যদি একটা পাসপোর্ট থাকে।

বর্তমান সমাজে বেচে থাকতে হলে বাজ পাখির মত বেচে থাকতে হবে।                       @highlightএকটা বাজপাখি সাউথ-আফ্রিকা থেকে...
06/09/2024

বর্তমান সমাজে বেচে থাকতে হলে বাজ পাখির মত বেচে থাকতে হবে।
@highlight

একটা বাজপাখি সাউথ-আফ্রিকা থেকে ফিনল্যান্ডে উড়ে যাওয়ার সময় তার শরীরে কিছু ইকুইপমেন্ট বসানো হয়, আর এই ছবিতে দেখা যাচ্ছে স্যাটেলাইট থেকে তার যাত্রাপথ।

পাখিটি ৪২ দিনে এই ১০,০০০কিলোমিটার পথ উড়ে পারি দিয়েছে, গড়ে প্রতিদিন ২৩০ কিমি উড়েছে প্রায় সমান্তরালভাবে।

স্যাটেলাইটে তার রুটে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে, বড় জলাশয় বা সমুদ্র সামনে আসলে সে সেখান থেকে পথ পরিবর্তন করেছে যেন বিশ্রাম নিতে চাইলে স্থলভুমি পায়।

আবার, মিশর-সুদানের মরুভূমিকেও পাশ কাটিয়ে গিয়েছে যেন তৃষ্ণা পেলে পানির অভাবে না পরতে হয়।

কঠিন কঠিন এসব ম্যাপিং, রাউটিং, আল্টিটিঊড নলেজ সায়েন্টিস্টরা যুগের পর যুগ ধরে যেখানে ডেভেলপ করে, পাইলটদের এসব শিখতে যেখানে বছরের পর বছর লেগে যায়,
এই ছোট্ট পাখিকে তাহলে কে শেখালো এতকিছু?

আরও মজার কথা হল, হাই আল্টিটিঊডে উড়ার সময় এদের ১% এনার্জিও খরচ হয়না, শুধু ভেসে ভেসে, অনেক সময় ঘুমিয়ে ঘুমিয়েও এরা শত শত মাইল পাড়ি দিতে পারে। এই নিখুঁত টেকনোলজি কিভাবেই বা এদের শরীরে এলো?

Collected
ইন্ডিয়া টাইমস।

                                ৯/৪/২০২৪-৯/৫/২০২৪সকাল- ৯ঃ00--12:40দুপুর-২ঃ০০-৩ঃ৪০বিকাল-৫ঃ০০-৬ঃ২০সন্ধা-৭ঃ০০-৭ঃ৪৫রাত-৯ঃ২০-...
04/09/2024




৯/৪/২০২৪-৯/৫/২০২৪

সকাল- ৯ঃ00--12:40
দুপুর-২ঃ০০-৩ঃ৪০
বিকাল-৫ঃ০০-৬ঃ২০
সন্ধা-৭ঃ০০-৭ঃ৪৫
রাত-৯ঃ২০-১২ঃ৪৩

বিদ্যুৎ নাই। ফোন নাম্বার বিজি করে রাখছে। বাড়ির পাশে কয়লা খনি তাপ বিদ্যুৎ। কি করা উচিৎ বলেন ?

Address

Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Daily Virul News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share