Stay Alive with Mahi

Stay Alive with Mahi Assalamualaikum. This is Mahariya Mahi . Modest social media influencer, digital creater

প্রিয়া অবশেষে "kopal poraaaaaaa" এর কপালে পড়ল😘😘Mashallah.. so happy for you guys.
08/07/2025

প্রিয়া অবশেষে "kopal poraaaaaaa" এর কপালে পড়ল😘😘
Mashallah.. so happy for you guys.

08/07/2025

দুনিয়ার সবাই বাচ্চার পিক দেয়। বাচ্চার ভিডিও দিয়ে কত কি করে। বাচ্চা ব্লগ করে অনেকে টাকাও কামায়।
তাদের কিচ্ছু হয়না।
আর শালা! আমি আমার বাচ্চার একটা হাগুর পিক দিলেও মনে হয় পরের দিন আমার পোলার হাগা বন্ধ হয়ে যায় । আশ্চর্য।।।

06/07/2025

জামাই যখন ব্যাচেলর ট্রিপে যেতে চায়... 😆🫣
#স্বামীস্ত্রী

05/07/2025

ঘরের কাজে স্বামী যখন সাহায্য করে... 😒🤯😵
#স্বামীস্ত্রী

আলহামদুলিল্লাহ, আমরা সকলেই আরবি মহররম মাসে এসে পৌঁছেছি। এই মাসের ৯ ও ১০ তারিখে আমরা আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে নফল সিয়াম...
05/07/2025

আলহামদুলিল্লাহ, আমরা সকলেই আরবি মহররম মাসে এসে পৌঁছেছি। এই মাসের ৯ ও ১০ তারিখে আমরা আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে নফল সিয়াম পালন করি।

অনেকেই ভাবি, এই দিনে কারবালার প্রান্তরে প্রিয় নবীজি হযরত মুহাম্মদ (সাঃ) এর প্রাণপ্রিয় নাতি ইমাম হুসাইন (আঃ) এর নির্মমভাবে শহিদ হওয়ার শোকে মুসলিমরা সিয়াম পালন করে।

কিন্তু অবাক হলেও সত্য এই যে, আশুরার দিন সিয়াম পালন করার পেছনে এই ইতিহাসটি একেবারেই সত্য নয়। তাহলে কেন আমরা আশুরার দিনে সিয়াম পালন করি? কেন এই মাসটিকে “আল্লাহর মাস” বলা হয়? আশুরার সিয়াম পালনের ফজিলতই-বা কি? রাসুল (সাঃ) আমাদেরকে এই বিষয়ে কি বলে গিয়েছেন, চলুন জেনে নিই-

আল্লাহ সুবাহান তায়ালা সুরা তাওবার ৩৬ নাম্বার আয়াতে বলেছেন: “আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টির দিন হতেই আল্লাহর বিধানে আল্লাহর নিকট নিশ্চয়ই মাসসমূহের সংখ্যা হল বারো মাস। এর মধ্যে চারটি মাস হল নিষিদ্ধ ( অর্থাৎ পবিত্র)। এটাই সরল বিধান। অতএব তোমরা এ মাসগুলোতে নিজেদের প্রতি জুলুম (ঝগড়া-ফ্যাসাদ) করো না।’’

এই আয়াতের ব্যাখ্যায় রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, তিনটি মাস ক্রমান্বয়ে জিলকদ, জিলহাজ্জ ও মুহাররাম। আর চতুর্থ মাসটি হল রজব।
(বুখারঃ কিতাবুত তাফসীর সূরা তাওবাহ পরিচ্ছেদ, মুসলিম ক্বাসামাহ অধ্যায়)।
আর রমজান মাসের পরে সর্বোত্তম সিয়াম হলো আল্লাহর মাস মুহররম মাস।’’(মুসলিমঃ২/৮২১)

মহররম মাসে সিয়াম পালন সম্পর্কে রাসুলুল্লাহ (সাঃ) আরো বলেন- আশুরার দিনের সিয়াম গত এক বছরের পাপ মার্জনা করে।’’ (মুসলিমঃ২/৮১৯)

এই তথ্যগুলো থেকে আমরা ভালোভাবে বুঝতে পারি এই মাসটি কতটা গুরুত্বপূর্ণ, যদিও এটি কেবল নফল সিয়াম।

রাসুলুল্লাহ (সাঃ) এতটা সজাগ ছিলেন যে, আশুরার আগের দিন থেকেই সাহাবা কারিমদের রোজা রাখার ব্যাপারে স্মরণ করিয়ে দিতেন এবং অধিক হারে উৎসাহ দিতেন অতঃপর আশুরার দিন রোজা রাখা হয়েছে কিনা সে ব্যাপারে খবরাখবর নিতেন।(মুসলিমঃ ১১২৮)

“আল্লাহর মাস” হওয়া ছাড়াও সিয়াম পালনের আরো একটি কারণ ছিলো। কি সেই রহস্য?

কোরআন আর সুন্নাহ বাছাই করে দেখলে এ রহস্যের পেছনে সবচেয়ে উৎকৃষ্ট ও নির্ভরযোগ্য যে কারণটি উদ্ঘাটন হয় তা হলো-

মহানবী (সাঃ) যখন হিজরত করে মদিনা পৌঁছেন, তখন তিনি দেখলেন যে মদিনার ইয়াহুদি সম্প্রদায় আশুরার দিনে রোজা পালন করছে।

তিনি তাদের জিজ্ঞেস করেন, আশুরার দিনে তোমরা রোজা রেখেছ কেন? তারা উত্তর দিল, এই পবিত্র দিনে মহান আল্লাহ মুসা (আঃ) ও বনি ইসরাইলকে ফিরআউনের কবল থেকে রক্ষা করেছিলেন আর ফিরআউন ও তার বাহিনী কিবতি সম্প্রদায়কে সাগরে (লোহিত) ডুবিয়ে মেরেছিলেন

এর কৃতজ্ঞতাস্বরূপ হযরত মুসা (আঃ) রোজা রাখতেন, তাই আমরাও আশুরার রোজা পালন করে থাকি।

তাদের উত্তর শুনে নবী করিম (সাঃ) ইরশাদ করেন, “হযরত মুসা (আঃ)-এর কৃতজ্ঞতার অনুসরণে আমরা মুসলিমরা তোমাদের চেয়ে অধিক হকদার।” অতঃপর তিনি নিজে আশুরার রোজা রাখেন এবং উম্মতকে তা পালন করতে নির্দেশ প্রদান করেন। (বুখারি-৩৩৯৭, মুসলিম-১১৩৯)

এই থেকে বুঝা যায় আশুরার দিনে সিয়াম পালনে কারবালার মর্মান্তিক ও নেক্কারজনক ঘটনার কোন যোগসাজস নেই। ইসলামিক গবেষকগণ দাবি করেন, কেউ যদি কারবালার শোকের নিয়তে এইদিন সিয়াম পালন করেন এবং তাজিয়া মিছিলে যোগ দেন তাহলে তার ঈমান থাকবে না। নাউজুবিল্লাহি মিন যালিক।

এর কারণ হিসেবে সম্মানিত স্কলারগণ জানান, যেহেতু ইসলামে ৩ দিনের বেশি শোক জ্ঞাপন করা, তারসাথে মুখে প্রহার করা, গাল চাপড়ানো, জামা-কাপড় ছিড়ে ফেলা ও শোকে নিজের মাথার চুল কামিয়ে ফেলা অথবা চুল লম্বা করা একেবারে হারাম সেহেতু কারবালার ঘটনায় তাজিয়া মিছিল বের করে অনুরুপ কাজ করা অবশ্যই বেদায়াত এবং ঈমান হারানোর জন্য যথেষ্ট।

(মুসলিমঃ ৩৫৯১, বুখারীঃ ৪৮৯২, ১২৯৪, বায়হাকী- ৪/৬৪, আবু দাউদঃ ৩১১৯)

অতএব, প্রিয় ভাই ও বোনেরা, আশুরার এই দিনে মূলত মুসা (আঃ) আল্লাহর কুদরতে বিজয় লাভ করেন, সেই খুশিতেই রাসুলুল্লাহ (সাঃ) এর পথ অনুসরণ করে আমরাও আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের উদ্দেশ্যে সিয়াম পালন করবো, আর তা ৯ ও ১০ মহররম তারিখে,
ইন শা আল্লাহ। (মুসলিম-১১৩৪)

সাথে সাথে ইমাম হুসাইন (আঃ) কে হারানোর বেদনারও আমাদের মনে-প্রাণে অবশ্যই কাজ করবে। সে জন্য সিয়ামরত অবস্থায় আমরা আল্লাহর কাছে রোজ হাশরের দিন হ*ত্যাকারীদের উপযুক্ত শাস্তি প্রার্থনা করবো।

আল্লাহ আমাদেরকে উত্তম আক্বিদার অধিকারী হবার তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন।

Weekend means পাগলামি😂😁😁😁😁😆😆😆😆                 #ফ্রেন্ড  ᩣシ
05/07/2025

Weekend means পাগলামি😂😁😁😁😁😆😆😆😆

#ফ্রেন্ড ᩣシ

প্রায়ই একটা প্রশ্ন করা হয় নারী আসলে কিসের আটকায়!!?  ভাই আমারে বলেন তো পুরুষ আসলে কিসে আটকায়? পুরুষকে আসলেও কিছুতে আট...
03/07/2025

প্রায়ই একটা প্রশ্ন করা হয় নারী আসলে কিসের আটকায়!!?
ভাই আমারে বলেন তো পুরুষ আসলে কিসে আটকায়? পুরুষকে আসলেও কিছুতে আটকায়?? নারীর ভালোবাসা যে একটা পুরুষকে কোন কিছুতে আটকাতে পারে না এটা তো আমি জানি। তাই বলে এত অকৃতজ্ঞ। এতটা বেইমান।।

স্বামীকে বাঁচাতে নিজের কি*ডনি দিলেন স্ত্রী, সুস্থ হয়েই পরকীয়ায় জড়িয়ে তাকেই নির্যাতন করে শেষ করে দিল।

সাভারের মোহাম্মদ তারেককে বাঁচাতে নিজের কি*ডনি দেন স্ত্রী টুনি। অথচ সাত বছর পর সুস্থ হয়ে ওঠার পর সেই তারেকই আজ তার জীবনসঙ্গিনী টুনিকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছেন। বর্তমানে তিনি এক ডিভোর্সি নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে সংসার করছেন।

মাত্র 18বছর বয়সে বিয়ে হয় টুনি র।

বিয়ের মাত্র দুই বছরের মাথায় টুনি জানতে পারেন, তার স্বামীর দুটি কি*ডনিই অচল হয়ে গেছে। বাঁচতে হলে তাকে নিয়মিত ডায়ালাইসিস করাতে হবে। এ সময় তাদের ঘর আলো করে এসেছে এক সন্তান। কঠিন এই সময়ে ভেঙে না পড়ে স্বামীর পাশে শক্তভাবে দাঁড়ান টুনি। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নিয়ে যান।
ডাক্তার তাকে বলে অত্যন্ত ব্যয়বহুল একটি চিকিৎসা করে তাকে ১০ বছর পর্যন্ত টিকিয়ে রাখা যাবে। ১০ বছর পর তাকে কিডনি ট্রান্সপ্লান্ট করতেই হবে। নিজে বুটিকে চাকরি করেন, বিয়ের স্বর্ণ বিক্রি করেন, মায়ের পেনশনের টাকা কাজে লাগান। এরকম করে স্বামীর চিকিৎসা টাকা জোগাড় করেন।
সবশেষে নিজের একটি কি*ডনি স্বামীকে দান করেন। কি*ডনি প্রতিস্থাপনের মাধ্যমে তারেক নতুন জীবন ফিরে পান।

টুনি ভেবেছিলেন, তাদের কষ্টের দিন শেষ হলো। কিন্তু সুস্থ হওয়ার পর তারেক বদলে যেতে থাকেন। অনলাইন জুয়া এবং মাদক দ্রব্যে আসক্ত হন। এ সকল টাকা নেওয়ার জন্য টুনিকে মারধর করেন, যৌতুক চান। এক সময় জড়িয়ে পড়েন এক তালাকপ্রাপ্ত নারীর সঙ্গে পরকীয়ায়। এরপর শুরু হয় টুনির ওপর অমানবিক নির্যাতন। শারীরিক ও মানসিক, সাথে অকথ্য ভাষায় গালি। একপর্যায়ে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন তারেক।

বেদনার বিষয় হলো, চিকিৎসার সময় তারেকের পরিবারের সদস্যদের কি*ডনি ম্যাচ করলেও কেউ কি*ডনি দিতে রাজি হননি। একমাত্র স্ত্রী টুনিই নিজের জীবন ঝুঁকিতে ফেলে তাকে বাঁচান। অথচ সেই টুনির সাথেই এত বড় বিশ্বাসঘাতকতা করলেন তারেক।
ভারতে অপারেশনের পর ডাক্তার তারেককে বলেছিল,
"তোমার মা তোমার জন্মদাত্রী, আর তোমার স্ত্রী তোমার জন্মদানকারি। কথাটা কখনো ভুলে যেও না।"
কথাটা শুধু ভুলে যায়নি, একদম বেটে খেয়ে ফেলছে।
বদমাশের বাচ্চা। 🤬🤬🤬🤬

🎉 Facebook recognized me for starting engaging conversations and producing inspiring content among my audience and peers...
02/07/2025

🎉 Facebook recognized me for starting engaging conversations and producing inspiring content among my audience and peers!

🎉 Facebook recognized me as a consistent reels creator this week!
01/07/2025

🎉 Facebook recognized me as a consistent reels creator this week!

Address

Mohammadpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Stay Alive with Mahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Stay Alive with Mahi:

Share