11/09/2025
পর্ব :- ০৫
নাম : তাহিমা আক্তার জেবিন
গ্রাম : আলিপুর
কলেজ : চৌমুহনী সরকারি এস এ কলেজ
গ্রুপ : কমার্স
জানিনা এভাবে প্রকাশ করাটা আমার ঠিক হচ্ছে নাকি, তবে এটা ছাড়া আমার আর বিকল্প কোনো পথ নেই।
প্রিয় তাহিমা, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি,
কতটা ভালোবাসি হয়তো বলে বুঝাতে পারবো না। তবে এইটুকু বলতে চাই তোমার আমার দেখা হয়না আজ প্রায় চার বছর। এ চার বছরেও আমি তোমাকে ভুলতে পারিনি। যতবার ভুলতে চেয়েছি ভালোবাসা আরো বেশি আঁকড়ে ধরেছে আমায়। তাইতো তোমাকে বিরক্ত করতাম ফেইসবুকে। সুযোগ পেলেই বলতাম ভালোবাসি। হয়তো তুমি বিষয়টা দুষ্টামি ভাবতে, নাহয় বুঝেও এড়িয়ে যেতে। কিন্তু গত ৭ টা মাস ধরে তোমার কোনো খোঁজ নাই। বহু জায়গায় বহুজনের কাছে আমি খুজেছি তোমাকে কিন্তু পাইনি। গত সাত মাসের মধ্যে বহুদিন নিজেকে বুঝিয়েছি সময় করে তুমি আসবে বলে। কিন্তু এখন আর আমি পারছি না।
জানিনা আজ কেনো বার বার তোমার কথা মনে পড়ছে, আর যতবার মনে পড়ছে ততবার কোনো এক অজানা কারণে বুকটা যেনো পেটে যাচ্ছে। দু'চোখ বেয়ে ঝরছে পানি। আটকে রাখতে পারছি না।
তাই বাধ্য হয়ে কনফেশন দিলাম।
যদি তোমার নজরে পড়ে তাহলে একটা কল দিও প্লিজ।
আর যদি পরিচিত কারো নজরে পড়ে তাহলে প্লিজ আপনি একটু তাকে জানাবেন অথবা দেখাবেন।
সব শেষে আবারো বলবো ভালোবাসি তোমায়।