Maktabatus Saif

Maktabatus Saif প্রকাশনী সংস্থা | লাইব্রেরি

স্পেশাল রামাদান প্যাকেজ১. ফিকহুস সিয়ামরামাযানুল মুবারক ও সিয়াম বিষয়ক প্রবন্ধ সংকলন “ফিকহুস সিয়াম”। রামাযান একজন মুমিনের ...
19/03/2024

স্পেশাল রামাদান প্যাকেজ

১. ফিকহুস সিয়াম
রামাযানুল মুবারক ও সিয়াম বিষয়ক প্রবন্ধ সংকলন “ফিকহুস সিয়াম”। রামাযান একজন মুমিনের জীবনের টার্নিং পয়েন্ট, সবচে’ গোনাহগার মানুষটিও আল্লাহর নৈকট্যের প্রতি অগ্রগামী হতে চেষ্টা করে এই মাসে। সকল শ্রেণীর মানুষের জন্য রামাযানকে অর্থবহ এবং ফলপ্রসু করতে গাইডলাইন প্রয়োজন। কিছু তরুণ মুহাক্কিক আলিম সে দায়িত্ববোধ থেকেই রামাযান ও সিয়ামের সাথে যুক্ত বিষয়াবলীকে তাথ্যিক বিশ্লেষণে একই মলাটের অনুকূলে নিয়ে আসতে চাইলেন। “ফিকহুস সিয়াম” সে প্রচেষ্টার অনন্য সওগাত।

বইয়ের নাম: ফিকহুস সিয়াম
সংকলনে : সিয়ানাহ সম্পাদক প্যানেল
প্রধান সম্পাদক : মুফতি জিয়াউর রহমান।
পৃষ্ঠা সংখ্যা: ২৪৮

২. রমযানের আধুনিক মাসায়েল
এতে রয়েছে...
• রমযান ও রােযার ফাযায়েল।
• রােযা কেন্দ্রিক সব ধরণের মাসআলা ; বিশেষ করে নিত্যনতুন সমস্যা ও আধুনিক চিকিৎসা সম্পৃক্ত রােযার হুকুমসমূহ।
• কুরআন, হাদিস ও নির্ভরযােগ্য ফাতওয়ার কিতাব থেকে প্রত্যেকটা মাসআলার দলিল।
• টীকায় প্রতিটি মাসআলার দলিলের মতন উল্লেখ, যা আলেমদের জন্য সহায়ক।
• প্রাঞ্জল ও সাবলীল বর্ণনা।

পবিত্র কুরআন ও সহীহ হাদিসের আলোকে রমযানের আধুনিক মাসায়েল
সংকলনে : মুফতি ইলিয়াস আল হাদি
সম্পাদনায় : মুফতি হিফজুর রহমান। প্রধান মুফতি, জামেয়া রহমানিয়া আরাবিয়া সাত মসজিদ মুহাম্মদপুর ঢাকা।
পৃষ্ঠা সংখ্যা : ২৭২

৩. রামাদান প্ল্যানার।

আপনি কিভাবে রামাদান কাটাবেন বলে প্ল্যান করেছেন?
যদি কোন প্ল্যান ই না করে থাকেন তাহলে এই বই কালেক্ট করে মাসব্যাপী একটি সফল আত্মশুদ্ধির পরিকল্পনা করে ফেলুন। ত্রিশটি সিয়ামের জন্য পৃথক পৃথক ত্রিশটি পরিকল্পনার ছক এঁকে দেয়া হয়েছে। সে অনুযায়ী আপনি রামাদানকে সাজিয়ে উৎকৃষ্ট মানের সিয়াম কাটানোর চেষ্টা করে দেখতে পারেন।

প্যাকেজ সংগ্রহ করতে মেসেজ করুন অথবা কল করুন 01746991593 নাম্বারে।

আমরা কেন নামাজ পড়ি-ইসমাইল আল মুকাদ্দামঅনুবাদক : মাসউদ আলিমীবইটি সংগ্রহ করতে মেসেজ করুন অথবা কল করুন 01746991593 নাম্বারে...
30/11/2023

আমরা কেন নামাজ পড়ি
-ইসমাইল আল মুকাদ্দাম
অনুবাদক : মাসউদ আলিমী

বইটি সংগ্রহ করতে মেসেজ করুন অথবা কল করুন 01746991593 নাম্বারে।
#নামাজ

সায়িদাতআইবুড়ো নারী সংকট ও ভাবনাসংকলক : মুহাম্মাদ রশিদ আল আওয়ীদঅনুবাদ : ইফতেখার সিফাত
29/01/2023

সায়িদাত
আইবুড়ো নারী সংকট ও ভাবনা

সংকলক : মুহাম্মাদ রশিদ আল আওয়ীদ
অনুবাদ : ইফতেখার সিফাত

একজন মুসলিম নারীর প্রধান ক্যারিয়ার হল তার সংসার। নিজের সংসারকে ইসলামের একটি শক্তিশালী দূর্গ এবং ইসলামী প্রজন্ম গড়ে তোল...
08/01/2023

একজন মুসলিম নারীর প্রধান ক্যারিয়ার হল তার সংসার। নিজের সংসারকে ইসলামের একটি শক্তিশালী দূর্গ এবং ইসলামী প্রজন্ম গড়ে তোলার পাঠশালা হিসেবে সাজিয়ে তোলাই একজন নারীর স্বার্থকতা। ইসলামী সমাজ বিনির্মাণে একজন নারীর এমন অবদান কোন অর্থকড়ি দিয়ে কেনা সম্ভব না। মহান আল্লাহ তাআলা প্রকৃতিগতভাবেই একজন নারীর মাঝে প্রজন্ম গড়ে তোলার অদৃশ্য যোগ্যতা দিয়ে রেখেছেন।
প্রজন্ম গড়ে তোলার অন্যতম কেন্দ্র হল সংসার,পরিবার।আর এই সংসার ও পরিবারের গুরুত্বপূর্ণ খুঁটি হলো নারীর, স্ত্রী এবং মায়ের পরিচয় ধারণ। তবে সমাজে নারীর এটাই একমাত্র পরিচয় না সমাজে তার আরো বিভিন্ন পরিচয় থাকতে পারে। আবার কোন কোন নারীকে স্ত্রী কিংবা মা পরিচয় থেকে বঞ্চিত অন্যকোন পরিচয় করেই জীবন কাটিয়ে দিতে হয়।বিষয়টা প্রথমত সমাজের সাধারণ বাস্তবতা। দ্বিতীয়ত একটি সংকট‌ও বটে। এই পরিস্থিতিতে বাস্তবতা হিসেবে একজন নারী উল্লেখিত দুটি পরিচয়ের বাইরে থেকেও ইসলামী সমাজ বিনির্মাণ এবং প্রজন্ম গড়ার আন্দোলনে অংশগ্রহণ করতে পারে। নারীর ভিতর আল্লাহ প্রদত্ত এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে উপযুক্ত ক্ষেত্র ও পরিবেশ তৈরির প্রতি ইসলামপন্থীদের মনোযোগী হ‌ওয়া জরুরী। আবার সংকট হিসেবেও এর নিরসনের জন্য মুসলিমদের দায়িত্ব হলো ইসলামী শরিয়ার আলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

ব‌ই: সায়িদাত
লেখক: মুহাম্মাদ রশিদ আল আওয়ীদ
অনুবাদক: ইফতেখার সিফাত
প্রকাশনায়: মাকতাবাতুস সাইফ
পরিবেশনায় : কুতুবখানায়ে জামেয়া

অর্ডার করতে কল করুন 01746991593 নাম্বারে।

পবিত্র মক্কায় অবস্থিত আল্লাহর অসংখ্য নিদর্শনের মধ্যে জমজম একটি। নবী ইসমাইল আ.-এর মুজেযা হিসেবে এটি প্রকাশ পেলেও এর ফায়েজ...
07/01/2023

পবিত্র মক্কায় অবস্থিত আল্লাহর অসংখ্য নিদর্শনের মধ্যে জমজম একটি। নবী ইসমাইল আ.-এর মুজেযা হিসেবে এটি প্রকাশ পেলেও এর ফায়েজ ও বরকত শতাব্দীর পর শতাব্দী ধরে পৃথিবীবাসী ভোগ করে আসছে। আল্লাহ তা’য়ালা এই কূপকে এমন সব অলৌকিক ক্ষমতা দিয়ে প্রকাশ ঘটিয়েছেন, আধুনিক বিজ্ঞান পর্যন্ত হয়রান এ বিষয়ে গবেষণা করে। ওই জমজম সম্পর্কে লিখিত ‘জমজম’ বইটি

আপনি কি জানেন -
১)জমজম কূপ কীভাবে অস্তিত্বে এসেছে?
২) জমজম কূপ কেন গায়েব হয়েছিল?
৩)কে পুনঃখনন করল এবং কীভাবে?
৪)আজ পর্যন্ত জমজম কূপে কী কী সংস্কার করা হয়েছে?
৫) জমজমের পানির ফজিলত ও বৈশিষ্ট্য কী কী?
৬) কীভাবে এই জমজমের পানি পান করেছিলেন আমাদের নবীজি, সাহাবায়ে কেরাম,তাবেঈন ও আইয়েম্মায়ে কেরাম এবং তারা কী কী নিয়ত করেছিলেন?
৭) জমজম সম্পৃক্ত অলৌকিক ঘটনা আপনার জানা আছে?
৮) জমজমের পানি দাঁড়িয়ে পান করবে,না বসে? জমজমের পানি দ্বারা ওজু ও গোসল করা যাবে? এটি বিক্রি করাতে অসুবিধা নেই তো?- এই জাতীয় আরো অনেক মাসআলা আপনার জানা আছে?
৯) আধুনিক বিজ্ঞান জমজম সম্পর্কে কী বলে?
১০) জমজম কয়টা রোগের প্রতিষেধক?
১১) জমজম সম্পৃক্ত প্রকল্প গুলো কী কী?
এরকম আরোও অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাবেন‌ এই বইয়ের মাঝে।

বই: জমজম
লেখক:যুবাইর আহমাদ তানঈম
প্রকাশনায়:বই প্রকাশ

অর্ডার করতে ইনবক্সে নক করুন অথবা কল করুন 01746991593 নাম্বারে।

বইটির বিশেষ আকষর্ণ!👉চাঁদ দেখার বিধান👉রমাদানের ইতিহাস 👉রমাদানের ফজিলত 👉রমাদানের গুরুত্ব 👉  রমাদানের সকল জরুরি মাসায়েল 👉সা...
06/04/2022

বইটির বিশেষ আকষর্ণ!
👉চাঁদ দেখার বিধান
👉রমাদানের ইতিহাস
👉রমাদানের ফজিলত
👉রমাদানের গুরুত্ব
👉 রমাদানের সকল জরুরি মাসায়েল
👉সাহরী ও ইফতারের মাসায়েল
👉তারাবির বিধান
👉ইতিকাফের বিধান
👉সদকায়ে ফিতরের বিধান
লেখক. মুফতি ইলিয়াস আল-হাদী,
সম্পাদক. মুফতি হিফজুর রহমান,
পৃষ্ঠা সংখ্যা. ২৭২,
মূদ্রিত মূল্য.৩০০ টাকা,
৫০% ছাড়ে ১৫০ টাকা মাত্র,
বইটি পেতে যোগাযোগ করুন কুতুবখানায়ে জামিয়া, মাদ্রসা মার্কেট ২য় তলা, বাংলা বাজার, ঢাকা। বা কল করুন ০১৭৪৬৯৯১৫৯৩

বিবাহ বিলম্বের প্রবণতাসমূহের ব্যাখ্যা করতে গিয়ে ডক্টর মাজযুব আরো বলেন, “এমনিতেই কিছু কিছু মুসলিম দেশের যুবকরা অর্থনৈতিক...
03/12/2021

বিবাহ বিলম্বের প্রবণতাসমূহের ব্যাখ্যা করতে গিয়ে ডক্টর মাজযুব আরো বলেন, “এমনিতেই কিছু কিছু মুসলিম দেশের যুবকরা অর্থনৈতিক সংকটের যাঁতাকলে পিষ্ট হচ্ছে, তথাপি সেখানে কুফফার থেকে গৃহীত বিভিন্ন চিন্তা ও প্রথাগত সংকটও তাদের বিবাহ থেকে বাধা দিয়ে যাচ্ছে। মোটা অংকের মহর, নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ-রুপার অলংকার প্রদানের মতো স্থানীয় প্রথাসমূহ তো আছেই। এই সবগুলো মিলে ধ্বংসাত্মক অর্থনৈতিক পরিবেশ বিবাহ করতে আগ্রহী যুবকদেরকে পিছু টেনে ধরছে।

সমস্যার সমাধান দিতে গিয়ে প্রবন্ধটিতে বলা হয়, সমাজের সকলকে শরীয়তের নির্দেশনা সম্পর্কে অবগত করতে হবে। উল্লিখিত সঙ্কটগুলো নিয়ে সকলের মাঝে সচেতনতা তৈরি করতে হবে। এবং বিবাহ সংশ্লিষ্ট শরয়ী মাসায়েল এবং ইসলামী মূল্যবোধকে জাগ্রত করতে হবে। যেন সকলে জানতে পারে, বিবাহ বিলম্বনা, মহরের মোটা অংক ধার্যকরণ, বিবাহের পথে শাস্তির আইন এবং বাঁধা সৃষ্টির ব্যাপারে দ্বীনের মূলনীতিসমূহ পরিপূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করে। কারণ ইসলাম দ্রুত ও কুমারী বয়সে বিবাহ করতে উৎসাহিত করে। এবং মুসলিমদের প্রতি আহ্বান জানায়, তারা যেন বিবাহকে সহজ করে। মোটা অংকের মহর ধার্য করে বিবাহের পথে বাধা সৃষ্টি না করে। বিবাহ সম্পাদনের ক্ষেত্রে ইসলাম ব্যক্তির দ্বীনদারি এবং উত্তম চরিত্রকে একমাত্র এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে দেখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যদি তোমাদের কাছে এমন কেউ প্রস্তাব নিয়ে আসে, যার দ্বীনদারি এবং চরিত্রের ব্যাপারে তোমরা সন্তুষ্ট হতে পারো, তাহলে তার সাথে বৈবাহিক সম্পর্ক গড়ে দাও। (তিরমিজি – হাদিস নং: ১০৮৪)

#সায়িদাত বই থেকে অংশ বিশেষ।..............................
বই : সায়িদাত (আইবুড়ো নারী সংকট ও ভাবনা )
মূল : রশিদ আল আওয়ীদ
ভাষান্তর : ইফতেখার সিফাত
প্রকাশনা : Maktabatus Saif
কভার : পেপারব্যাক
পৃষ্ঠা : ৯২
মুদ্রিত মূল্য : ১২০

অর্ডার করুন আপনার নিকটস্থ লাইব্রেরি কিংবা বিশ্বস্ত অনলাইন শপসমূহে।

26/11/2021

আলহামদুলিল্লাহ।
সুম্মা আলহামদুলিল্লাহ।

 #পাঠকের_পাঠ_প্রতিক্রিয়া!!দিন দিন প্রকট হয়ে উঠছে আমাদের সমাজব্যবস্থা। সেই সাথে পাল্লা দিয়ে  উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আইব...
21/04/2021

#পাঠকের_পাঠ_প্রতিক্রিয়া!!

দিন দিন প্রকট হয়ে উঠছে আমাদের সমাজব্যবস্থা। সেই সাথে পাল্লা দিয়ে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আইবুড়ো সংকট। ক্রমেই আমরা পরিবার-প্রথা বিলুপ্তির এক ভয়াবহ অগ্নিগর্ভের দিকে এগিয়ে যাচ্ছি।

আমাদের সমাজে বিবাহ বিলম্বিত হওয়ার পেছনে, কোন বিষয়গুলোকে দায়ী মনে করেন? সামাজিক দায়বদ্ধতা, না কি অভিভাবকদের দায়িত্বহীনতা, না আকাশচুম্বী ক্যারিয়ারের অলীক স্বপ্ন?

যারা আইবুড়ো সমস্যার শিকার, তাদের ব্যাপারে আমাদের করণীয় কী? কীভাবে তারাও হয়ে উঠতে পারে একটি সুখী পরিবারের অংশ? কীভাবে অাইবুড়ো নারী-পুরুষরাও সুশৃঙ্খল ও ইসলামি সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে? এ জাতীয় নানাবিধ প্রশ্নের উত্তর নিয়েই "সায়িদাত"।

মাত্র ৯০ পৃষ্ঠার বইটি আপনার পুরো চিন্তাশক্তিকে ঝাঁকুনি দিয়ে যাবে। একে একে খুলে দেবে আপনার চিন্তার কপাটগুলো। নিজ পরিবার ও সমাজ নিয়ে আপনাকে ভাবতে বাধ্য করবে। কখনো কখনো আঙুল তুলবে আপনার অভিভাবকত্বের প্রতি। সাথে সাথে তার এ্যান্টিবায়োটিকও বুঝিয়ে দিবে।

বই : সায়িদাত ( আইবুড়ো নারী সংকট ও ভাবনা )
মূল : রশিদ আল আওয়ীদ
ভাষান্তর : ইফতেখার সিফাত
প্রকাশনা : Maktabatus Saif
কভার : পেপারব্যাক
পৃষ্ঠা : ৯২
মুদ্রিত মূল্য : ১২০

মহামারি কখনও আঞ্চলিক রোগ হয়, আবার কখনও বা বৈশ্বিক রোগ হয়। চিকুনগুনিয়া বাংলাদেশের আঞ্চলিক সংক্রামক রোগ হলেও করোনাভাইরাস ব...
20/04/2021

মহামারি কখনও আঞ্চলিক রোগ হয়, আবার কখনও বা বৈশ্বিক রোগ হয়। চিকুনগুনিয়া বাংলাদেশের আঞ্চলিক সংক্রামক রোগ হলেও করোনাভাইরাস বৈশ্বিক সংক্রামক রোগ। তার মানে মহামারি একটা স্থায়ী সমস্যা। অথচ, এই সমস্যার নিরসনে বাংলাভাষায় কোনো বই ছিল না!

এই অভাবের প্রতি লক্ষ রেখেই রচনা করেছিলাম মহামারি ও ভাইরাস নামক বইটি। গতবছর থেকে শুরু হওয়া এই ভাইরাসটির প্রকোপ বাংলাদেশে কিছুদিন কম থাকলেও আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। যা অস্বীকার করার কোনো উপায় নেই। দেশের খবরাখবর যারা রাখেন, তারা সবই জানতে পারছেন।

সঙ্গত কারণে বইটি ছাপতে অবশ্য দেরি হয়ে গিয়েছিল। বইটি ছেপে আসতে বিলম্বিত হওয়ায়, ততদিনে করোনাভাইরাসের প্রকোপ কমে গিয়েছিল, আর জনজীবন স্বাভাবিক হয়ে উঠেছিল। তাই অনেকেই এ বইটি বা এই টপিকের বইয়ের প্রয়োজন ফুরিয়ে গেছে বলে মনে করেছিলেন।

কিন্তু বিশ্বের অন্যান্য দেশের মতো ফের বাংলাদেশেও করোনাভাইরাসের ক্রমবর্ধমান প্রকোপ আবারও এরকম টপিকের বইয়ের গুরুত্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো।

লকডাউনের এই আবদ্ধ জীবনে ঘরে বসে ইতিহাস ও ইসলামের আলোকে লিখিত মহামারি ও ভাইরাস নামক এ বইটি পড়তে পারেন। মহামারিকে ঘিরে ইসলামের যে এত সুন্দর পরামর্শ ও দিকনির্দেশনা আছে, তা জানলে আপনি হয়তো অবাক হবেন!

বই. মহামারি ও ভাইরাস
লেখক. Ainul Haque Qasimi
প্রকাশনি. মাকতাবাতুস সাইফ
পৃষ্ঠাসংখ্যা. ২২৪
প্রচ্ছদমূল্য.২১৫(২৫% কমিশনে পাচ্ছেন ১৬০ টাকায়)

বইটি পেতে Maktabatus Saif -এর পেইজে নক করতে পারেন। অথবা রকমারির নিম্নোক্ত লিংকে গিয়েও অর্ডার করতে পারেন।

https://www.rokomari.com/book/210347/mohamari-o-viruses

রোযা বিষয়ক আপনার মনে উদয় হ‌ওয়া হাজারও প্রশ্নের সমাধান সম্বলিত এক মূল্যবান গ্রন্থনা - " রমযানের আধুনিক মাসায়েল"। পূণ্...
19/03/2021

রোযা বিষয়ক আপনার মনে উদয় হ‌ওয়া হাজারও প্রশ্নের সমাধান সম্বলিত এক মূল্যবান গ্রন্থনা - " রমযানের আধুনিক মাসায়েল"। পূণ্যময় রমযানের পদে পদে সম্মুখীন হ‌ওয়া দুর্লভ, জটিল ও আধুনিক মাসায়েলর মলাটবদ্ধ রূপ‌ও বলা যায়। লেখক দক্ষ ডুবুরির মতো ফিক্বহ-ফা‌ত‌ওয়ার কিতাবাদি ঘেঁটে তুলে এনেছেন মুক্তা-মানিক্য। ফের সেগুলোকে সাজিয়েছেন থরে থরে। প্রাঞ্জল ও বোধগম্য ভাষায়, সাধারণ শিক্ষিত/মাদ্রাসাপড়ুয়া - সবার উপযোগী করেই রচনা করা হয়েছে ব‌ইটি। আলিম সমাজের কথা মাথায় রেখে, প্রতিটি মাস‌আলার মূলপাঠ যোগ করা হয়েছে টিকায়। অবশ্যই দলিল সমেত। মুফতি হিফযুর রহমান দা.বা. - এর সম্পাদনা ও ভূমিকা বইটিকে আরও শানদার ও মূল্যবান করে তুলেছে।প্রকাশের অতি অল্প সময়েই বইটি বিজ্ঞ মহলের প্রশংসা কুড়াতে সক্ষম হয়েছে। আমাদের জানামতে, সংশ্লিষ্ট বিষয়ে এটিই বাজারের একমাত্র ও পূর্ণাঙ্গ গ্রন্থ। সর্বোপরি, ব‌ইটি সর্বস্তরের পাঠকের সমস্যা সমাধানে আশানুরূপ ভূমিকা রাখবে বলেই আমাদের বিশ্বাস!

বই: রমযানের আধুনিক মাসায়েল
লেখক: মুফতী ইলিয়াস আল-হাদী
সম্পাদক: মুফতী হিফযুর রহমান ( জামিয়া রাহমানিয়া সাতমসজিদ ঢাকা)
প্রচ্ছদ: হামীম কেফায়েত
প্রকাশনী: মাকতাবাতুস সাইফ
পৃষ্ঠা সংখ্যা: ২৭২
প্রচ্ছদ মূল্য: ৩০০ টাকা
ছাড় মূল্য: ১৩৫ টাকা
কাগজ: ৭০ গ্রাম
বাঁধাই: হার্ডকভার

 #রোযা_রেখে_রক্ত_দেওয়া_ও_নেয়া-----------------------------------------------------প্রথমে জানতে হবে, ফকিহগনের আলোচিত শরির...
09/03/2021

#রোযা_রেখে_রক্ত_দেওয়া_ও_নেয়া
-----------------------------------------------------

প্রথমে জানতে হবে, ফকিহগনের আলোচিত শরিরের ছিদ্র বা রাস্তা কয়টি ও কি কি?

প্রকাশ্যভাবে দেহের বাহ্যিক অংশে মোট এগাটি ছিদ্র পরিলক্ষিত হয়ঃ-
১. মুখ। ২. নাক। ৩. কান। ৪. মলদ্বার। ৫. যোনিদ্বার। ৬. মূত্রনালী। ৭. নেত্রনালী। ৮.মাথার লোমকূপ। ৯. মাথার ক্ষত। ১০. পেটের ক্ষত। ১১. পেটের ক্ষত থেকে সামান্য মোটা ছিদ্র যা পাকস্থলীর উপর রয়েছে।
উল্লেখিত এগারোটি ছিদ্রপথের মধ্যে প্রথম চারটি অর্থাৎ মুখ,নাক,কান ও মলদ্বার মাযহাব চতুষ্টদয়ের সকলের মতে রোযা ভাঙার ব্যাপারে গ্রহণযোগ্য রাস্তা।
উল্লেখিত চারটি রাস্তার মধ্যে যে কোনোটির মধ্য দিয়ে রোযা ভঙ্গকারী বস্তু গ্রহণযোগ্য খালিস্থান(الجوف المعتبر) এ পৌছালে মাযহাব চতুষ্টয়ের সকলের ফায়সালা মোতাবেক রোযা ভেঙে যাবে।আর বাকি সাতটি রাস্তা বা ছিদ্র দিয়ে কোনো বস্তু প্রবেশ করলে রোযা ভাঙা বা না ভাঙার ব্যাপারে ফুকাহায়ে কেরামের মতানৈক্য রয়েছে।

এখন কথায় আসি, কাউকে রক্ত দিলে বা নিজ দেহে রক্ত গ্রহণ করলে রোযা নষ্ট হবে না। কারণ, অন্যকে রক্ত দিলে কোন বস্তু নিজ দেহের মধ্যে প্রবেশ করানো হয় না।তাই রোযা নষ্ট হবে না।
আর নিজ দেহে অন্য কারো রক্ত গ্রহণ করলে যদিও দেহের অভ্যন্তরে প্রবেশ করে,কিন্তু তা রোযা নষ্ট হওয়ার গ্রহণযোগ্য খালি জায়গায় প্রবেশ করে না।এবং গ্রহণযোগ্য রাস্তা দিয়েও প্রবেশ করে না।কাজেই রোযা নষ্ট হবে না।
(ফাতাওয়ায়ে আলমগীরী ১/২০০,বাইহাকী হাদিস নং ৮০৪২, আল বাহরুর রায়েক,২/৪৭৬,বাদায়েউস সানায়ে ২/৯৩,ফাতাওয়ায়ে শামী ২/৩৯৫.
ইবারতঃ-
عن بن عباس أنه ذكر عنده الوضوء من الطعام قال الاعمش مرة والحجامة للصاءم فقال إنما الوضوء مما يخرج وليس مما يدخل وانما الفطر مما دخل وليس مما خرج.(سنن البيهقي الكبرى)

বই: রমযানের আধুনিক মাসায়েল
লেখক: মুফতী ইলিয়াস আল-হাদী
সম্পাদক: মুফতী হিফযুর রহমান
প্রচ্ছদ: হামীম কেফায়েত
প্রকাশনী: মmaktabatus saif
পৃষ্ঠা সংখ্যা: ২৭০
প্রচ্ছদ মূল্য: ৩০০ টাকা
খুচরা মূল্য: ১৫০ টাকা
কাগজ: ৭০ গ্রাম
বাঁধাই: হার্ডকভার

শর্ট পিডিএফ লিংক
https://drive.google.com/file/d/1OBIqeosA7umiiU6NX3YfyWdmJA26VhoK/view?usp=drivesdk

Address

Dhaka
1100

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801301261380

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maktabatus Saif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Maktabatus Saif:

Share

Category