26/09/2025
১. ডাকসু নির্বাচনের দিন সকালে মিডিয়া, পোলিং অফিসার, বিএনসিসি বিবিধ ব্যক্তিবর্গের সামনে ব্যালট বক্স খুলে, সেটির ভেতরটা সবাইকে দেখিয়ে, ভেতরে অতিরিক্ত ব্যালট জমা নেই সেটি নিশ্চিত করে তারপর সেটিকে কি সিলগালা করা হয়েছে?
হ্যাঁ হয়েছে।
২. সারাদিন নির্বাচন চলাকালে, সকাল থেকে বিকেল অব্দি কোন পক্ষের বা নির্দলীয় কোন ভোটার কর্তৃক কোন ধরনের ভোট জালিয়াতি, কারচুপি, ব্যালট ছিনতাই, ব্যালট বক্স খুলে ফেলা, জোর করে ভোট দেয়া বা সিসিটিভি ব্ল্যাকআউটের ঘটনা ঘটেছে?
ঘটে নাই। শুধুমাত্র টিএসসি কেন্দ্রে একটিমাত্র ব্যালট পেপার নিয়ে ঝামেলা হয়েছে, সেটির তাৎক্ষনিক সমাধানও হয়েছে।
৩. ভোট গণনার পুরো সময়টা সিসিটিভি ফুটেজ স্বচ্ছতার উদ্দেশ্যে লাইভে দেখানো, প্রভোস্ট রিটার্নিং অফিসার বিএনসিসি ও মিডিয়া হাউজের রিপ্রেজেনটেটিভের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত ভোটগণনা করা, প্রত্যেকের স্বাক্ষর নিয়ে কেন্দ্রের সামনেই ফলাফল প্রকাশ- এই প্রতিটি ধাপ কি প্রতিটি কেন্দ্রে অনুসরণ করা হয়েছে?
হয়েছে। নি:সন্দেহে।
*****
ডাকসু নির্বাচন ফেয়ার হয়েছে এটা আমিও জানি আপনারাও জানেন। আপনারা জানেন দেখেই নির্বাচনে হারার পরেও কেউ টুঁ শব্দ করেন নাই, নির্বাচন বয়কট করে মিছিল মিটিং করেন নাই। কারন করার গ্রাউন্ডটাই ছিলো না আপনাদের! প্রত্যক্ষ ও জ্বাজ্জল্যমান একটা নিরানব্বই ভাগ ফেয়ার নির্বাচনে আপনি প্রশ্ন তুলবেন কোন বেইসিসে? যেই কারনে ইলেকশনে হারার পরে 'সূক্ষ্ম কারচুপি হয়েছে' আর 'ভোট গণনায় ইঞ্জেনিয়ারিং হচ্ছে' এর মতো এবসার্ড আর ভেইগ অভিযোগ এনে তারপর চুপ মেরে যেতে হয়েছিলো, কারণ আপনার প্রতিপক্ষ যে আসলেই ভোট পেয়ে নির্বাচন জিতসে, মনে মনে এই সত্যটা আপনারাও জানেন।
পাকিস্তানি সাদিক কায়েম ১৪,০০০ ভোট পায়, জগন্নাথ হলে প্রচারণা চালাতে গিয়ে অপমান হয়েও বিনাবাক্যে ফিরে আসা ফরহাদ ১০,০০০ ভোট পায়, আর আপনারা 'সম্মিলিত শিবির ঠেকাও পর্ষদ' মিলেও তাদের অর্ধেক ভোট পান না, এই ঐতিহাসিক শরম হজম করা একটু কঠিন বৈকি। ডাকসু ইস্যুতে ইলেকশনের বিশ দিন পরে এসে মাঠ নতুন করে আস্তে আস্তে গরম করে তুলতে থাকা ছাত্রসংসদ নির্বাচনের প্রার্থীদের অনেকে বয়সে ও একাডেমিক সেশন হিসেবে যেহেতু আমার সিনিয়র, সুতরাং ভাইদের প্রতি সম্মান রেখে বলছি, অহেতুক এইসবে সময় নষ্ট না করে নতুন করে ভাবেন, ভূলগুলি খুঁজে বের করেন, পরের ইলেকশনটা গোছান। এইসব নাটক করে আর লোক হাসাইয়েন না।
বিগত আমলে আপনাদের রাজনৈতিক যাত্রার কঠিন দিনগুলিকে আমি সত্যিই সম্মান করি। আপনাদের গত এক বছরের কার্যক্রমে আমি নিতান্ত হতাশ, এই যা। এগুলাই যদি করতে থাকেন, আবার যদি ইলেকশন হয়, ট্রাস্ট মি, আবারো হারবেন। প্রত্যেকবার হারবেন। হারার ক্ষেত্রে ব্যবধানটা বরং আরো বাড়বে, এই যা।
- Asm Kamrul Islam
Former General Secretary, Dhaka University Band Society -DUBS