An-Naba

An-Naba Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from An-Naba, Digital creator, Dhaka.

03/10/2025

শুধু চার্জ দিবেন আর ব্যবহার করবেন, নষ্ট হওয়ার আর
কোনো ভয় থাকবেনা,,,,😍
SmarToools RB20 AA 1.5V 2600mWh Rechargeable
Battery ( 2 Pcs Set)

ভারতের প্রতিটি পাহাড়ে সেনার দাপট চলছে। কাশ্মীর, লাদাখ, নাগাল্যান্ড, আসাম কিংবা মণিপুর-যেখানেই যান, সেনা ক্যাম্প, বাঙ্কার...
03/10/2025

ভারতের প্রতিটি পাহাড়ে সেনার দাপট চলছে। কাশ্মীর, লাদাখ, নাগাল্যান্ড, আসাম কিংবা মণিপুর-যেখানেই যান, সেনা ক্যাম্প, বাঙ্কার আর পাহাড়ের প্রতিটি গিরিপথে চেকপোস্ট চোখে পড়বে। শুধু কাশ্মীরেই সাত লাখ সেনা অবস্থান করছে। কেবল ভারত নয়, চীন, পাকিস্তান, নেপালেও রয়েছে সেনার উপস্থিতি। অথচ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে সেনা উপস্থিতি নিয়েই বারবার তোলা হচ্ছে প্রশ্ন। এখানে কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর ছত্রছায়ায় কিছু পাহাড়ি নেতা প্রতিনিয়ত ‘সেনা হটাও’ স্লোগান দিচ্ছেন। এতে যোগ দিচ্ছে দেশের তথাকথিত বামপন্থি ও সুশীল সমাজের কিছু অংশও।

"তুমিও মানুষ আমিও মানুষ তফাত শুধু শিরদাঁড়ায়!"একজন নিজের জীবনের ঝুঁকি নিয়ে গাজাগামী মানবিক কাফেলায় অংশ নিচ্ছেন, আরেকজন ...
03/10/2025

"তুমিও মানুষ আমিও মানুষ তফাত শুধু শিরদাঁড়ায়!"

একজন নিজের জীবনের ঝুঁকি নিয়ে গাজাগামী মানবিক কাফেলায় অংশ নিচ্ছেন, আরেকজন লন্ডনে বসে বসে ক্ষমতার লোভে উগ্র ইসলামবিদ্বেষী ও চিহ্নিত জায়নিস্টের পক্ষ নিয়েছেন।

মিডিয়া ও সুশীল সমাজ পাহাড়ে কোন 'মব' খুঁজে পায় না...
28/09/2025

মিডিয়া ও সুশীল সমাজ পাহাড়ে কোন 'মব' খুঁজে পায় না...

চিন্তা করা যায়, 🤔 শ্লারা কি পরিমান ছ্যাচ্চোর প্রেস বিজ্ঞপ্তিঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের বিবৃতিডাকসু নির্বাচনে অনিয়মের অ...
26/09/2025

চিন্তা করা যায়, 🤔 শ্লারা কি পরিমান ছ্যাচ্চোর
প্রেস বিজ্ঞপ্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের বিবৃতি

ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ ঢাবির সুনাম ক্ষুন্ন করেছে

গত ৯ সেপ্টেম্বর ২০২৫-এ অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নজিরবিহীন জালিয়াতি ও অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের সংগঠন সাদা দল। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এক বিবৃতিতে বলেন, সম্প্রতি দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোর কর্তৃক প্রচারিত অনুসন্ধানী রিপোর্টে ডাকসু নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির যে তথ্য-প্রমাণ উপস্থাপিত হয়েছে, তা নিঃসন্দেহে খতিয়ে দেখার দাবি রাখে। কেননা, ওই প্রতিবেদনে যে ভয়াবহ চিত্র উঠে এসেছে, তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের গণতান্ত্রিক মূল্যবোধ ও সুনামকে মারাত্মকভাবে ক্ষুন্ন করেছে। এছাড়া ডাকসু নির্বাচনে গুরুতর অনিয়মের এই অভিযোগ ঢাবির গৌরবময় ঐতিহ্য এবং মুক্তবুদ্ধির চর্চার কেন্দ্র হিসেবে বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপূর্ণ অবস্থানকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করেছে।

সাদা দলের নেতৃবৃন্দ বলেন, ডাকসু নির্বাচনে যেসব ক্ষেত্রে কারচুপির অভিযোগ উত্থাপিত হয়েছে সেসব বিষয়ে ঢাবি প্রশাসনকে অনতিবিলম্বে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। অভিযোগগুলোকে ভুল প্রমাণ করা সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। প্রয়োজনে বিশ্ববিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয়ের বাহির থেকে মনোনীত সদস্যদের নিয়ে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যে কমিটির রিপোর্ট প্রকাশ করতে হবে। কমিটির রিপোর্টে নির্বাচনে কারচুপি ও জালিয়াতি প্রমাণিত হলে এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শান্তি দিতে হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, শুধু তাই নয়, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে নির্বাচনের ফলাফল স্থগিত করে পুনরায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে। আর তা না হলে এই নির্বাচনটির বৈধতা নিয়ে প্রশ্ন থেকেই যাবে। তাই ঢাবি সাদা দল মনে করেন, ফ্যাসিবাদের আমলে অনুষ্ঠিত অবৈধ নির্বাচনের মাধ্যমে যেমন জনগণের গণতান্ত্রিক অধিকারের মূলে কুঠারাঘাত করা হয়েছে ঠিক তেমনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে ২০২৫ সালের ডাকসু নির্বাচনটিও ঢাবি শিক্ষার্থীদের ভোটাধিকার হরণের একটি প্রহসনমূলক ও কলংকিত নির্বাচন হিসেবে ইতিহাসের পাতায় ঠাঁই পাবে।

ধন্যবাদান্তে

অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান

আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল।

১. ডাকসু নির্বাচনের দিন সকালে মিডিয়া, পোলিং অফিসার, বিএনসিসি বিবিধ ব্যক্তিবর্গের সামনে ব্যালট বক্স খুলে, সেটির ভেতরটা সব...
26/09/2025

১. ডাকসু নির্বাচনের দিন সকালে মিডিয়া, পোলিং অফিসার, বিএনসিসি বিবিধ ব্যক্তিবর্গের সামনে ব্যালট বক্স খুলে, সেটির ভেতরটা সবাইকে দেখিয়ে, ভেতরে অতিরিক্ত ব্যালট জমা নেই সেটি নিশ্চিত করে তারপর সেটিকে কি সিলগালা করা হয়েছে?

হ্যাঁ হয়েছে।

২. সারাদিন নির্বাচন চলাকালে, সকাল থেকে বিকেল অব্দি কোন পক্ষের বা নির্দলীয় কোন ভোটার কর্তৃক কোন ধরনের ভোট জালিয়াতি, কারচুপি, ব্যালট ছিনতাই, ব্যালট বক্স খুলে ফেলা, জোর করে ভোট দেয়া বা সিসিটিভি ব্ল্যাকআউটের ঘটনা ঘটেছে?

ঘটে নাই। শুধুমাত্র টিএসসি কেন্দ্রে একটিমাত্র ব্যালট পেপার নিয়ে ঝামেলা হয়েছে, সেটির তাৎক্ষনিক সমাধানও হয়েছে।

৩. ভোট গণনার পুরো সময়টা সিসিটিভি ফুটেজ স্বচ্ছতার উদ্দেশ্যে লাইভে দেখানো, প্রভোস্ট রিটার্নিং অফিসার বিএনসিসি ও মিডিয়া হাউজের রিপ্রেজেনটেটিভের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত ভোটগণনা করা, প্রত্যেকের স্বাক্ষর নিয়ে কেন্দ্রের সামনেই ফলাফল প্রকাশ- এই প্রতিটি ধাপ কি প্রতিটি কেন্দ্রে অনুসরণ করা হয়েছে?

হয়েছে। নি:সন্দেহে।

*****

ডাকসু নির্বাচন ফেয়ার হয়েছে এটা আমিও জানি আপনারাও জানেন। আপনারা জানেন দেখেই নির্বাচনে হারার পরেও কেউ টুঁ শব্দ করেন নাই, নির্বাচন বয়কট করে মিছিল মিটিং করেন নাই। কারন করার গ্রাউন্ডটাই ছিলো না আপনাদের! প্রত্যক্ষ ও জ্বাজ্জল্যমান একটা নিরানব্বই ভাগ ফেয়ার নির্বাচনে আপনি প্রশ্ন তুলবেন কোন বেইসিসে? যেই কারনে ইলেকশনে হারার পরে 'সূক্ষ্ম কারচুপি হয়েছে' আর 'ভোট গণনায় ইঞ্জেনিয়ারিং হচ্ছে' এর মতো এবসার্ড আর ভেইগ অভিযোগ এনে তারপর চুপ মেরে যেতে হয়েছিলো, কারণ আপনার প্রতিপক্ষ যে আসলেই ভোট পেয়ে নির্বাচন জিতসে, মনে মনে এই সত্যটা আপনারাও জানেন।

পাকিস্তানি সাদিক কায়েম ১৪,০০০ ভোট পায়, জগন্নাথ হলে প্রচারণা চালাতে গিয়ে অপমান হয়েও বিনাবাক্যে ফিরে আসা ফরহাদ ১০,০০০ ভোট পায়, আর আপনারা 'সম্মিলিত শিবির ঠেকাও পর্ষদ' মিলেও তাদের অর্ধেক ভোট পান না, এই ঐতিহাসিক শরম হজম করা একটু কঠিন বৈকি। ডাকসু ইস্যুতে ইলেকশনের বিশ দিন পরে এসে মাঠ নতুন করে আস্তে আস্তে গরম করে তুলতে থাকা ছাত্রসংসদ নির্বাচনের প্রার্থীদের অনেকে বয়সে ও একাডেমিক সেশন হিসেবে যেহেতু আমার সিনিয়র, সুতরাং ভাইদের প্রতি সম্মান রেখে বলছি, অহেতুক এইসবে সময় নষ্ট না করে নতুন করে ভাবেন, ভূলগুলি খুঁজে বের করেন, পরের ইলেকশনটা গোছান। এইসব নাটক করে আর লোক হাসাইয়েন না।

বিগত আমলে আপনাদের রাজনৈতিক যাত্রার কঠিন দিনগুলিকে আমি সত্যিই সম্মান করি। আপনাদের গত এক বছরের কার্যক্রমে আমি নিতান্ত হতাশ, এই যা। এগুলাই যদি করতে থাকেন, আবার যদি ইলেকশন হয়, ট্রাস্ট মি, আবারো হারবেন। প্রত্যেকবার হারবেন। হারার ক্ষেত্রে ব্যবধানটা বরং আরো বাড়বে, এই যা।

- Asm Kamrul Islam
Former General Secretary, Dhaka University Band Society -DUBS

প্রথম জন ছিলেন ঝিনাইদহ উপজেলা বিএনপির সভাপতি। মৃত্যুও তাকে হাসিনার রেজিমের হাতকড়া থেকে বেরিয়ে আসতে দেয় নাই। লাশটা খাটিয়...
24/09/2025

প্রথম জন ছিলেন ঝিনাইদহ উপজেলা বিএনপির সভাপতি। মৃত্যুও তাকে হাসিনার রেজিমের হাতকড়া থেকে বেরিয়ে আসতে দেয় নাই। লাশটা খাটিয়ায় তোলার আগ পযর্ন্ত এভাবে হাতকড়া পরিয়ে রেখেছিল আওয়ামী পুলিশ।

দ্বিতীয় জন চারবারের এমপি মাওলানা আবদুস সুবহান। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ছিলেন। জামায়াতে ইসলামিতে তিনিই সম্ভবত একমাত্র লোক যিনি চারবার এমপি হন (পাকিস্তান আমলে দুইবার গণপরিষদের সদস্যসহ)।
৯১ বছর বয়সে ডান্ডাবেড়ি পরা অবস্থাতেই তিনি মৃত্যুবরণ করেন ২০২০ সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

এদিকে মির্জা ফখরুল সাহেব বসে আছেন আ’লীগকে নিয়ে নির্বাচনের জন্য!

দেশের মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষেরা ইলিশ খেতে পায় না। আর ভন্ড ফরহাদ মজহারের সম্প্রীতি মারানো বউ আসছে মোদির সাথে পিরিতি ...
17/09/2025

দেশের মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষেরা ইলিশ খেতে পায় না। আর ভন্ড ফরহাদ মজহারের সম্প্রীতি মারানো বউ আসছে মোদির সাথে পিরিতি করতে। দেশের জনগণের উচিত এ ব্যাপারে কণ্ঠ উচ্চকিত করা। মোদিকে ইলিশ খাওয়ানোর জন্য নিশ্চয়ই এদেশের জনগণ জীবন দিয়ে হাসিনাকে তাড়ায়নি!

১৯৯৪, ১৬ আগস্ট। শিবিরকর্মী কামরুল ইসলাম, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইভা দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যান।সাথে নিয়...
13/09/2025

১৯৯৪, ১৬ আগস্ট। শিবিরকর্মী কামরুল ইসলাম, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইভা দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যান।

সাথে নিয়ে গিয়েছিলেন শিবিরের ডায়েরি। কেবল এই অপরাধেই ছাত্রদল সেই ছোট্ট কামরুলকে পে'টাতে পেটা'তে মে'রে'ই ফেলেছিল!

আজ সেই ক্যাম্পাসে ছাত্রশিবির জাকসু জিততে যাচ্ছে!

পদার্থবিজ্ঞান বিভাগে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ এর জন্য কামরুল তার একজন নিকটত্মীয়ের নিকট মওলানা ভাসানী হলে ১৪৫ নং কক্ষে ওঠেন। জাবি তখনও ধার্মিক শিক্ষার্থীদের জন্য এক ভয়াল হিংস্র জনপদ। কামরুল সেসব জানতেন না।

১৬ আগস্ট যখন মাগরিবের নামাজ হলের মসজিদে পড়েন তখনি ছাত্রদলের সন্দেহের নজরে পড়েন। তাদের সহায়তা করে ছাত্রফ্রন্ট ও ছাত্র ইউনিয়নের নেতারা।

সন্ধ্যা ৭ টার দিকে কামরুল ইসলামকে ১৪৫ নং কক্ষ থেকে ছাত্রদল নেতা দীপুর ৩৩২নং কক্ষে নিয়ে যাওয়া হয়। সে কক্ষে রাতভর নি'র্যা'তন চালানো হয়।

প্রথমে কামরুল ইসলামকে শিবির কর্মী সন্দেহে কি'ল ঘু'ষি ও লা'থি দিয়ে মেঝেতে ফেলে দেয়া হয়। পরে তার পকেটে শিবিরের ডায়েরি দেখে নিশ্চিত হয়ে নির্মম নি'র্যা'তনে জর্জরিত করে। লাঠি, বড় পেপসির বোতল ও অন্যান্য ধা'রাল অ'স্ত্রে উপর্যুপরি আঘাতে তার মাথা ও শরীরে ক্ষ'ত বি'ক্ষ'ত করে দেয়া হয়।

কামরুল ইসলামের আর্ত'চিৎ'কার যেন বাইরে থেকে না শোনা যায়, এজন্য তার মুখে কাপড় গুঁজে দেয় খু'নি'রা। সারারাত ধরে পালাক্রমে পা'শ'বিক নির্যা'তন চালিয়ে কামরুলের হাত ও চোয়াল ভে'ঙে দেয়া হয়।

কামরুলের গো'ঙানির শব্দ আর আর্তনাদ শোনা অনেকেই সেই বিভৎ'সতার বর্ণনা দিয়েছেন। এরপর তাকে নি'র্যাতন করা হয়নি এই বলে মুচলেকা দিতে বাধ্য করে ছাত্রদল নেতারা।

সারারাত নির্যাতনের পর ১৭ই আগস্ট ১৯৯৪ সকালে মওলানা ভাসানী হলের দুজন কর্মচারী শফিক ও বাবুলকে দিয়ে মুমূর্ষু কামরুলকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়। কর্তব্যরত ডাক্তার তার অবস্থা মারাত্মক দেখে ঢাকা মেডিক্যালে নেয়ার জন্য পরামর্শ দেন।

কিন্তু ছাত্রদল তাকে এম্বুলেন্সে তুলতে দেয়নি। ফলে বেবিটেক্সিযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার পর সাভার লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের নিকট পৌঁছালে, কামরুল ইসলাম মহান আল্লাহর দরবারে সাড়া দিয়ে জান্নাতের পথে পাড়ি জমান।

অবস্থা বেগতিক দেখে সংশ্লিষ্টরা নওয়াব ফয়জুন্নেসা হলের পূর্বে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে তার লা'শ ফেলে দ্রুত স্থান ত্যাগ করে। পরে সাভার থানা পুলিশ খবর পেয়ে লাশ ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে ঢাকা মহানগরীর শিবিরনেতারা লাশ গ্রহণ করেন।

আমাদের মুরুব্বিরা আমাদেরকে বলতেন, যে জমিনে রক্ত ঝরে সে জমিন উর্বর হয়। শহীদের রক্ত কথা বলবেই।

১৯৭৭-২০২৫, হে শিবির, ইতিহাস জানাও নতুন প্রজন্মকে! একইসাথে এমন ক্যাম্পাস গড়ো, যেখানে আর কোনো মালেক, সনি, কামরুল, নোমানী, মুজাহিদ, আবু বকর, আবরার ফাহাদ, সাম্যদের পড়তে এসে জীবন দিতে হবেনা।

Address

Dhaka

Telephone

+8801791714850

Website

Alerts

Be the first to know and let us send you an email when An-Naba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share