07/04/2025
ইনস্টাগ্রামে প্যালেস্টাইন নিয়ে শতশত রিলস পাবেন। স্টুডেন্ট,সাধারন জনতা ম্যাকডোনাল্ড'স,কেএফসির সামনে ট্রাম্প,নেতানিয়াহু সেজে পথনাটক করে। একদম গেইটের সামনেই এগুলো করে। ওখানে পোর্ট্রে করা হয় নেতানিয়াহু রক্ত খাচ্ছে,ট্রাম্প আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। পা মুছে দিচ্ছে। মাথায় হাত বুলিয়ে দিচ্ছে।
আপনি চিন্তা করেন,এই ভিডিয়োগুলো কতটা মিনিংফুল। সারা পৃথিবীতে প্যালেস্টাইনের পক্ষে কতটা স্ট্রং মেসেজ দিচ্ছে।
আপনি এদেরকে দেখেন। ঢাবির মতো জায়গায় কালো পতাকা উড়াতে নিষেধ করায় মব সৃষ্টি করে মারা হইসে। যাকে মারা হয়েছে ঐটা হসপিটালে। দেশে এখন বিনিয়োগ সম্মেলন চলতেসে। আর তৌহিদী জনতা কেএফসি ভাংচুর করতেসে কোকাকোলা রাখার জন্য।
এদেরকে নিয়ে আগাবেন কেমনে?