Tisha's Tiny World

Tisha's  Tiny World In the ocean of negativity, i am here to breath, spread love and happiness... ❣️
(11)

07/04/2025

ইনস্টাগ্রামে প্যালেস্টাইন নিয়ে শতশত রিলস পাবেন। স্টুডেন্ট,সাধারন জনতা ম্যাকডোনাল্ড'স,কেএফসির সামনে ট্রাম্প,নেতানিয়াহু সেজে পথনাটক করে। একদম গেইটের সামনেই এগুলো করে। ওখানে পোর্ট্রে করা হয় নেতানিয়াহু রক্ত খাচ্ছে,ট্রাম্প আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। পা মুছে দিচ্ছে। মাথায় হাত বুলিয়ে দিচ্ছে।

আপনি চিন্তা করেন,এই ভিডিয়োগুলো কতটা মিনিংফুল। সারা পৃথিবীতে প্যালেস্টাইনের পক্ষে কতটা স্ট্রং মেসেজ দিচ্ছে।

আপনি এদেরকে দেখেন। ঢাবির মতো জায়গায় কালো পতাকা উড়াতে নিষেধ করায় মব সৃষ্টি করে মারা হইসে। যাকে মারা হয়েছে ঐটা হসপিটালে। দেশে এখন বিনিয়োগ সম্মেলন চলতেসে। আর তৌহিদী জনতা কেএফসি ভাংচুর করতেসে কোকাকোলা রাখার জন্য।

এদেরকে নিয়ে আগাবেন কেমনে?

07/04/2025

Coca-cola নিয়ে বেশি মাতামাতি হওয়ার কারনে coca-colar অন্যান্য drinks এবং Pepsi-র soft drinks আর mineral water গুলো পেছনে পড়ে গেছে। সাথে আরও অনেক ব্রান্ডগুলোও, যারজন্য coke বর্জন করলেও না জানার কারণে অন্যান্য ড্রিংকস/আইটেম গুলো কেনার সম্ভাবনা থেকে যায়।

নিচে coca-cola এবং pepsi কোম্পানির অন্যান্য drinks আর mineral water-এর তালিকা দেওয়া হলো, সাথে কয়েকটি গুরুত্বপূর্ণ অন্যান্য ব্রান্ডের প্রডাক্টের তালিকা :

Coca-Cola Company:
1. Coca-Cola
2. Coca-Cola Zero Sugar
3. Sprite
4. Fanta
5. Diet Coke
6. Kinley

PepsiCo:
1. Pepsi
2. Diet Pepsi
3. Pepsi Zero Sugar
4. 7UP
5. Mountain Dew
6. Mirinda
7. Aquafina

For those living in the Uk :
1. Dr. Pepper
2. Smart water
3. Costa coffee
4. Lipton iced tea
5. Tropicana

Apparel and Footwear:

1. Nike
2. Adidas
3. Puma
4. Levi’s
5. Uniqlo
6. New Balance

Fast Food Chains:

1. McDonald's
2. KFC
3. Domino's Pizza
4. Papa John's
5. Burger King
6. Starbucks

Retail & Supermarket :
1. Tesco
2. Zara
3. H&M
4. IKEA

Technology and Electronics:
1. Intel
2. HP (Hewlett-Packard)
3. Dell
4. Microsoft
5. Apple
6. Cisco
7. Nokia
8. Sony
9. Panasonic

Food And Snacks :

1. Nestlé
2. Unilever (Brands like Dove, Ben & Jerry’s)
3. Cadbury
4. Oreo
5. Pringles
6. M&M's
7. Snickers
8. Heinz

Banks :

1. Barclays
2. HSBC
3. Bank Of America

আল্লাহ্ সুবহানাহু ওয়া তা‘আলা আমাদেরকে এই সবগুলো product boycott করার তাওফীক্ব দান করুক, আমীন। সম্ভব হলে নিজের টাইমলাইনে শেয়ারের মাধ্যমে সবাইকে জানিয়ে দিন।



collected & modified.

Dressed up and blessed up ✨Belated Eid Mubarak everyone 🌙💖   ゚viralシfypシ゚viralシalシ
03/04/2025

Dressed up and blessed up ✨
Belated Eid Mubarak everyone 🌙💖
゚viralシfypシ゚viralシalシ

Eid is not Eid until my table looks like this 💖
31/03/2025

Eid is not Eid until my table looks like this 💖

May the colour  of the Mehendi prove the depth of your love 💖Chaad Rat Mubarak 🌙⭐
30/03/2025

May the colour of the Mehendi prove the depth of your love 💖
Chaad Rat Mubarak 🌙⭐

আমি কখনোই নিজের জন্মদিন এত আয়োজন করে পালন করি না। কিন্তু নিজের প্রিয় মানুষদের কাছ থেকে এমন সুন্দর সারপ্রাইজ পেলে কার ন...
29/03/2025

আমি কখনোই নিজের জন্মদিন এত আয়োজন করে পালন করি না। কিন্তু নিজের প্রিয় মানুষদের কাছ থেকে এমন সুন্দর সারপ্রাইজ পেলে কার না ভালো লাগে। 💖💖
Another year, another blessings.... Gratetful for all the love and laughter life has given me.... 🧡

27th Ramadan Laylaat al -Qadr 💖Dua for Laylat al-QadrAllahuma innaka 'afuwwun tuhibb al-'afwa fa'fu 'anni "Oh Allah, You...
27/03/2025

27th Ramadan Laylaat al -Qadr 💖
Dua for Laylat al-Qadr
Allahuma innaka 'afuwwun tuhibb al-'afwa fa'fu 'anni "Oh Allah, You are forgiving and You love Forgivness, so forgive me"
When Allah is accepting Duas on Laylatul Qadr may yours be one of them. أمين‎

Ramadan bliss 💖🕊️           ゚viralシfypシ゚viralシalシ
23/03/2025

Ramadan bliss 💖🕊️
゚viralシfypシ゚viralシalシ

14/03/2025

আমার দু'আ কবুল হয় না কেনো?

প্রথমেই একটা Myth ভেঙ্গে দিই—কুরআন হাদিসের কোথাও উল্লেখ নেই যে...পাপের কারনে দোয়া কবুল হয় না।

হাদিসে কুদসীতে আল্লাহ তা'আল বলেন—
إِنَّ رَحْمَتِي تَغْلِبُ غَضَبِي

(আমার রহমত...আমার গজবের উপর বিজয়ী।)

আল্লাহ তা'আলা ৭০ বছরের কট্টর কাফেরকেও মুহুর্তের মধ্যে মাফ করে দিয়েছেন। আপনার পাপ সমুদ্রের ফেনা পরিমান হলেও আল্লাহর রহমতের সামনে সেটা খুবি নগণ্য।

• দোয়া কবুল না হওয়ার মেজর কারন হতে পারে আপনার বিশ্বাসের প্যরামিটার।

সাপোজ....দুই বন্ধু—রহিম এবং করিম।

সেম লেভেলের প্র্যাক্টিসিং মুসলমান। দুজনেই ৫ ওয়াক্ত নামাজ পড়ে। দু'জনেই যাবতীয় ইবাদত পাল্লা দিয়ে পালন করে।

কিন্তু....

(ক) রহিম— এই ভেবে দোয়া করে যে, আল্লাহ অবশ্যই আমাকে ভালোবাসেন এবং তিনি আমার জন্যে সবচেয়ে ভালো সিদ্ধান্তটাই বরাদ্দ রেখেছেন।

পজিটিভ এটিচিউড। রাইট?

(খ) অপরদিকে করিম— দোয়া শুরু করার আগে থেকে ডাউট... আমার দোয়া কী কবুল হবে? আমার তো অনেক পাপ। আল্লাহ কী আমার কথা শুনবেন? আমি তো মহাপাপী।

হার্শ রিয়েলিটি ইজ—করিমের দোয়া আসলেই কবুল হবে না।
হাদিসে কুদসীতে আছে,
আল্লাহর ব্যপারে বান্দার ধারণা অনুযায়ী আল্লাহ তা'আলা বান্দার সাথে (সেরকম) আচরণ করেন।"
©

Last Ramadan was the hardest one, these delays, rejections and close doors were too tough to overcome. But now I underst...
12/03/2025

Last Ramadan was the hardest one, these delays, rejections and close doors were too tough to overcome. But now I understand wait has it’s worth. Alhamdulillah for every heartbreak ✨🌙 Maybe you're asking for a drop while allah has written ocean for you 💖

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tisha's Tiny World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share