23/06/2025
একটি মানবিক আবেদন,
দয়া করে নিচের সম্পূর্ণ লেখাটুকু পড়বেন।
একটি আড়াই বছরের মেয়ে বাচ্চা গত ১৭/০৬/২০২৫ ইং সময় দুপুর ২:৪৫ মিনিট এর সময় মাথার ওপরে শৌকেচ পরে যায় খেলা করতে করতে, সৌকেচ পরে তার মাথার ডান পাশের খলির হাড় ভেঙে যায় এবং ঘিলু বের হয়ে যায় সেই সাথে ব্রেইনে প্রচুর পরিমাণে আঘাত পাই,সাথে নাক এর নরম হার ফেটে গুরা হয়ে যায় এবং ডান চোখে প্রচুর পরিমাণে আঘাত পায়। সাথে সাথে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় যাওয়ার পথে তার নাক, কান এবং মাথা দিয়ে প্রচুর পরিমাণে রক্ত বের হয়। কুষ্টিয়া সদর হাসপাতাল থেকে তাকে ইমারজেন্সি ভাবে ডাক্তারের কথা মত অ্যাম্বুলেন্সে করে ঢাকা নিউরো সাইন্স হসপিটালে নিয়ে আসা হয় নিউরো সাইন্স হসপিটাল থেকে তাকে ডাক্তারের কথা মত ইমারজেন্সি ভাবে ঢাকা মেডিকেলে আনা হয় রাত ১০ টা নাগাদ, এরপর তাকে রাত ১১:৩০ এর দিকে অপারেশন থিয়েটারে ঢুকানো হয় দীর্ঘ প্রায় ৪ ঘন্টা ৩০ মিনিট অপারেশন করার পর অপারেশন সাকসেস হয়। ডাক্তার এর রিপোর্ট অনুযায়ী মেয়েটা সম্ভবত তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলবে আমার সাথে ডান পাশের চোখটা সম্ভবত নষ্ট হয়ে গেছে। মেয়েটা এখন ঢাকা মেডিকেল কলেজে I.C.U তে লাইফ সাপোর্টে আছে। ১৭ তারিখ থেকে আজ ২২ তারিখ এ পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। তার চিকিৎসার জন্য এখন পর্যন্ত অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে। মেয়েটার বাবা খুবই গরীব অসহায়,এখন তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন।
পোস্টটি আপনার কাছে এজন্য এজন্য শেয়ার করা আপনার ছোট একটু সাহায্যের কারণে হয়তো বা বেঁচে যেতে পারে কোন এক অসহায় দরিদ্র বাবার রাজকন্যা।
যতটুকু পারেন সাহায্য করবেন দয়া করে নিচে বিকাশ, নগদ, রকেট পার্সোনাল নাম্বার দেওয়া হলো। (01868-487982)
01745-203121👉এটা কোনো বিকাশ নগদ রকেট নাম্বার না বিস্তারিত ভালো মত জানা এবং বোঝার জন্য এই নাম্বারে কল করুন। আর অবশ্যই বিকাশ,নগদ,রকেট নাম্বারে টাকা পাঠানোর আগে কল করবেন, ভালোমতো যাচাই করে কনফার্ম হয়ে নিবেন।
মেয়েটির ঠিকানা:
জেলা: কুষ্টিয়া
থানা: কুমারখালী
ইউনিয়ন: সদকী
গ্রাম: সুলতানপুর।
(বি: দ্র: দয়া করে পোস্ট টা বেশি বেশি করে শেয়ার করুন)