
08/08/2022
✅ বিইউপি ২০২১-২২ ভর্তি সেশনের সর্বশেষ ভর্তি আপডেটঃ
ইতোমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও ভর্তি কার্যক্রম শুরু হওয়ায় অনেকেই বিইউপিতে নিজের সিট ছাড়ায় উল্লেখযোগ্যহারে সিট ফাঁকা হচ্ছে। তাই, প্রথম ওয়েটিং লিস্টের বাইরে থেকে বিভিন্ন ফ্যাকাল্টিতে কল/মেসেজ দেওয়া হচ্ছে এবং হবে। ইতোমধ্যে গতকাল রাতেও অনেকে মেসেজ পেয়েছে। তাই সবার প্রতি পরামর্শ থাকবে যারা বিইউপিতে ভাইভা দিয়েছো তারা যে ফোন নাম্বারটি বিইউপিতে নিবন্ধন করেছো সেটি সচল রাখো এবং সতর্ক দৃষ্টি রাখো।
সবার জন্য শুভকামনা!
#বিইউপি
#বিইউপি_ভর্তি_প্রস্তুতি