21/11/2024
Ignor.. করো তাই না.!
_ ইগনোর করার একটা নিময় আছে"
সাধারণত যার প্রতি আপনি দুর্বল সে আপনাকে যত বেশি ইগনোর করে তাকে আপনি তত বেশি গুরুত্ব দিতে থাকেন"ফোন করেন "sms" করেন হয়তো বা বেকুল হয়ে তার প্রতি একটু রেসপন্স আশা করেন.!
"কিন্তু মানুষটা তত দিনে বুঝে যায় তাকে এত ইগনোর করার পরও সে আমার কাছে বারবার ফিরে আসে...
" তার কোনো যাওয়ার জায়গা নাই তাই সে ইচ্ছে করেই আপনাকে রেসপন্স দেয় না"
দেরি করে রিপ্লাই দেয়" [অথবা"আপনার "sms" এ সে বিরক্ত বোধ করে ]
আপনি যখন তার সাথে একটু মন খুলে কথা বলতে চান তখন সে না না অজুহাত দেখায়"🙂
"এরপরের মজার ব্যাপারটা হলো _এই মানুষ গুলাকে আপনি যখন গুরুত্ব দেওয়া বন্ধ করে দিবেন!
এবং তার লাইফ থেকে হারিয়ে যাবেন তার কোনো খোঁজ নিবেন না sms করবেন না Everything Totally off..!😫
"সেইদিন তারা রিয়ালাইজ করতে পারবে তারা জীবনে কত বড় একটা ভুল করে ফেলছে🥺🥺
" এর প্রায়শ্চিও তাকে কত দিন বহন করতে হবে...🥺🖤
"সেদিন থেকে হয়তো আপনি তার কাছে খারাপ হয়ে যাবেন হয় সম্পর্কটা সেদিন থাকবে না সম্পর্ক টা শেষ হয়ে যাবে..!!😔💔
" হয়তো আপনি এই মানুষটার অবস্থানে চলে যাবেন আর এই মানুষটা আপনার অবস্থানে...!
তাই তোমায় যে গুরুত্ব দেয় তাকে ইগনোর না করে তাকে একটু সময় দাও দেখবা জীবন টা সুন্দর হবে..!💝
ধন্যবাদ...!!