Funny Content

Funny Content এই পেইজের সমস্ত কনটেন্ট সুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে নির্মিত।
(1)

19/06/2024

বাঙালি পরিবারের বর্তমান অবস্থা 🤣🤣

18/04/2024

গরম সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে আমাদের চেহারা ভোটার I’d কার্ডের সাথে মিলাতে! 😨😁

19/10/2023

কাপ লাগবে না ভাই,
তোরা শুধু ভারতরে হারাইয়া আয়, ফুলের মালা নিয়া বিমানবন্দরে আসতেছি 😒
অগ্রিম অভিনন্দন✌️
🇧🇩 টিম টাইগার্স 💪

27/09/2023

তামিমের বক্তব্য শুনে মনে হলো সাকিবেরও কিছুটা দোষ আছে, সাকিবের বক্তব্য শুনলাম মনে হচ্ছে সাকিবের তো দোষের কিছু দেখছিনা, পাপন আর টিম ম্যানেজমেন্টের দোষ। এখন বাকি আছে শুধু পাপনের বক্তব্য, তার বক্তব্য শুনলে মনে হবে দোষটা আসলে কারোর না,
আমরা যারা খেলা দেখি দোষ আমাদের 😜

26/09/2023

এই মাত্র মিটিং থেকে বের হলাম,খুব বাজে পরিস্থিতি সাকিব ব্যাট দিয়ে তামিম কে বাড়ি দিসে। তামিম সাকিবের গায়ে লাফ দিসে। পাপন স্যার চেষ্টা করছে থামানোর।😂
সুত্রঃ দৈনিক ভুয়া নিউজ 😜

15/09/2023

মনে হচ্ছে বাংলাদেশ পুরাতন স্বভাবেই আবার ফিরে যাবে, তীরে এসে তরী ডুবাবে। 😥

16/07/2023

আমি: এক কাপ কফি কত?

দোকানদার: ৩০ টাকা

আমি:কফিতে যে চিনি দিবেন অইটার দাম?

দোকানদার: চিনি ফ্রি, যতটুকু লাগবে বলবেন দিবো।😊

আমি: তাহলে আমাকে কফির সাথে ৫ কেজি চিনি দেন ফ্রিতে 🤣

দোকানদার:😵‍💫😵‍💫😵‍💫

06/07/2023

ক্রিকেটের একটা সময় ছিল যখন গোটা বাংলাদেশ মাঠেই নামতো একটা সন্মানজনক পরাজয়ের।

আর সেই একই বাংলাদেশ আজ যে কোন ম্যাচেই জিততে চায়। যারা এযুগের ক্রিকেট ভক্ত তাদের অনেকেই তখনকার সেসব ম্যাচ লাইভ দেখার কথা না। তাই তারা জানেনও না এই পার্থক্য টা তৈরী করার পেছনের অন্যতম একজন কান্ডারী ছিলেন এই তামিম ইকবাল খান। ❤️

ডাউন দ্যা উইকেটে গিয়ে পৃথিবীর বড় বড় বোলারদের চোখে চোখ রেখে শট খেলা এই তামিম দের থেকেই শুরু হয়েছে।

পারফরম্যান্স ভাল হবে খারাপ হবে, সাফল্য আসবে যাবে এটাই নিয়ম। পৃথিবীতে কোন কিছুই চিরস্থায়ী না।
কিন্তু আপনার প্রতি এই আবেগ চিরস্থায়ী থাকবে 🥹

Thanks Tamim Iqbal for your contribution ❤️

02/07/2023

ভাগ্য ভালো যে চা বানাতে কাচা মরিচ লাগেনা, তাই আজও তিনবেলা চা খেতে পারছি। 😁
আলহামদুলিল্লাহ 🙂

01/07/2023

কতগুলো টাকা নিয়ে তিনদিন ধরে বসে আছি সালামি দিবো বলে, কিন্তু কেউ সালামিই চাইলো না।
😿🥴🥴

30/06/2023

এত শিক্ষিত হয়ে কি লাভ যদি এটাই পড়তে না পারেন!
ক্ষত্ত্বজ্ঞ্বট্বয্ব্যষ্ত্র্বস্বল্ড্রঠঢ়ড়থশ্ছ
😁😁😜😜

Address

Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Funny Content posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Funny Content:

Share

Category