Nayantara's Vlog

Nayantara's Vlog Assalamualaikum❤
“🌸Welcome to Nayantara’s Vlog — sharing my little moments & big dreams ✨”

29/11/2025

স্ত্রীকে মানসিক কষ্ট দিলে ঐ স্বামী নিশ্চিত ভাবে দুটি বিপদের সম্মুখীন হবেই....

আপনার যদি একটি কন্যাসন্তান থাকে, তবে তাকে কখনোই রাগের চোখে দেখবেন না, ধমকের স্বরে কথা বলবেন না। সে যদি কিছু খেতে চায়—দিয়...
29/11/2025

আপনার যদি একটি কন্যাসন্তান থাকে, তবে তাকে কখনোই রাগের চোখে দেখবেন না, ধমকের স্বরে কথা বলবেন না। সে যদি কিছু খেতে চায়—দিয়ে দিন, আদর করে সামনে তুলে ধরুন। কারণ কন্যাসন্তান তার বাবার বাড়িতেই সবচেয়ে নিশ্চিন্তে, মন মতো নিজের পছন্দের খাবারটুকু খেতে পারে।

বিয়ের পর যতই স্বাধীনতা থাকুক, যতই ভালোবাসার মানুষে ঘেরা থাকুক—শ্বশুরবাড়ির খাবারের টেবিলে সে কখনোই নিজের কথা আগে ভাবে না। মাছের মাথা হোক, মাংসের বড় টুকরো হোক—হাতে নেয়ার আগে সে প্রথমেই ভাববে, স্বামীরটা আছে তো? বাচ্চাদেরটা ঠিক হলো তো? শ্বশুর—শ্বাশুড়ির দিকটাও তো দেখতে হয়।

যে মেয়েটা বাড়ির আদরে বড় হয়, সে নিজের সুখ-স্বাচ্ছন্দ্যটুকু গোপনে সবার জন্য বিলিয়ে দিতে শিখে যায়। তাই বাবা-মায়ের ঘরই তার শেষ নির্ভরতা—যেখানে সে একটু খামখেয়ালি হতে পারে, একটু আদর চাইতে পারে, আর মন মতো খেতে পারে।

মেয়ের প্রতি ভালোবাসা দেখান, কেননা বাবার বাড়ির এই একটু আদরই তাকে সারাজীবন শক্ত থাকতে শেখায়।

লেখায়:- মোঃ ফাহাদ মিয়া🌼
©

💔শিশুরা অনুভব করতে পারে — কে নিরাপদ আর কে নয়।😱অবিশ্বাস্য শোনালেও সত্যি…কোলের ছোট্ট বাচ্চাটাও বুঝে ফেলে কার মুখে মায়া আ...
28/11/2025

💔শিশুরা অনুভব করতে পারে — কে নিরাপদ আর কে নয়।

😱অবিশ্বাস্য শোনালেও সত্যি…
কোলের ছোট্ট বাচ্চাটাও বুঝে ফেলে কার মুখে মায়া আছে, কার স্পর্শে শান্তি আছে, আর কার কাছে গেলে বুকের ভেতর অজানা অস্বস্তি তৈরি হয়।

গবেষণায় দেখা গেছে—
নরম স্বভাবের, দয়ালু, সাহায্যকারী মানুষের প্রতি শিশুরা স্বভাবতই ঝুঁকে যায়।
আর যারা রুক্ষ, রাগী বা অমায়িক—তাদের থেকে মুখ ঘুরিয়ে নেয়।

এটা কোনো কাকতালীয় বিষয় নয়।
এটাই তাদের প্রথম survival instinct।
শব্দ না বুঝলেও তারা মুখের ভঙ্গি, গলার সুর, শরীরের ভাষা দেখে আন্দাজ করে কে নিরাপদ, কে নয়।

শিশুর প্রতিটি প্রতিক্রিয়া আমাদের মনে করিয়ে দেয়—
ওরা মোটেই “নির্বোধ” নয়।
ওরা নিঃশব্দে সব দেখছে, শিখছে, মনে জমাচ্ছে—কে তাকে ভালোবাসে, আর কার কাছে তার মন আটকে যায় না।

মায়েদের জন্য একটি গুরুত্বপূর্ণ কথা ❤️

যদি আপনার শিশু কারো কাছে যেতে না চায়,
কোল পেলে কাঁদে,
অস্বস্তি বোধ করে বা বারবার আপনার দিকে হাত বাড়ায়—

এটাকে কখনও ছোট করে দেখবেন না।

পরিবারের হোক, আত্মীয়ের হোক, বা বাইরের কেউ—
যে কোনো ব্যক্তি যার কাছে আপনার বাচ্চা কমফোর্টেবল নয়,
সেখানে তাকে জোর করে দেওয়া বা রেখে আসা উচিত নয়।

শিশুর অনুভূতি ভুল হয় না।
ওর ক্ষুদ্রাতিক্ষুদ্র অস্বস্তিও কখনো অবহেলা করবেন না।

কারণ আপনার বাচ্চার প্রথম নিরাপদ পৃথিবী আপনি—
আর তার নিরাপত্তার সিদ্ধান্ত নেওয়ার অধিকারও প্রথমে আপনারই। ❤️

collected by : মা ও শিশু ২.০

28/11/2025

নিজের স্ত্রীর সাথে অন্য নারীর তুলনা করা বন্ধ করুন....

এক অনুষ্ঠানে..তৌকির আহমেদ..এর কাছে জানতে চাওয়া হয়..যদি কখনো বিপাশা আপু আপনাকে ছেড়ে দূরে কোথাও চলে যায়..তখন আপনি কি করবেন...
28/11/2025

এক অনুষ্ঠানে..তৌকির আহমেদ..এর কাছে জানতে চাওয়া হয়..যদি কখনো বিপাশা আপু আপনাকে ছেড়ে দূরে কোথাও চলে যায়..তখন আপনি কি করবেন..
প্রশ্ন টা শুনে তৌকির আহমেদ হেসে উঠলেন আর খুব-ই আত্মবিশ্বাস এর সাথে বললেন..ও যাবে না..
জাস্ট ইমাজিন..কি পরিমান..বিশ্বাস বা ভরসা..থাকলে বলা যায় যে..ও যাবেনা..
লাইফ পার্টনার হতে হয় এমন..যাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবো..

আজকে দেখলাম কন্টেন্ট ক্রিয়েটর Liliput Farhan বিয়ে করছে..ক-মে-ন্ট বক্সে অনেকেই বললো স্কুল লাইফ থেকেই তাদের প্রেম..স্কুল..কলেজ..ভার্সিটি তারপর বিয়ে..আসল পূর্ণতা যাকে বলে..এতো বছরের ভালোবাসা..বিশ্বাস..ভরসা..আজ পূর্ণতা পেলো..

আসল পূর্ণতা টা পায় আসলেই..বিয়ের পরে..অভ্যাসে অভ্যস্ত হয়ে যাওয়া মানুষ টার সাথে থাকতে থাকতে নিজেকেই তার দুনিয়া বানিয়ে ফেলা যায়..একসাথে থাকতে থাকতে..ভালোবাসতে বাসতে চোখ বন্ধ করে বলা যায়..এই মানুষ টা আমাকে ছেড়ে কোথাও যাবেনা..

আমরাও প্রেমে পড়ি..ভালোবাসি..বিশ্বাস করি..সবাই কে বলে বেড়াই..ও জীবনেও এমন করবেনা দেখিস..তারপর সেই মানুষ টা আমাদের বিশ্বাস ভাঙ্গে..সবার কাছে আমাদের হাসির পাত্র বানিয়ে ছেড়ে চলে যায়..
আমরা দীর্ঘনিঃশ্বাস ফেলি..

আমাদের লাইফেও এমন কেউ আসুক..যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবো..সবাই কে বলতে পারবো..ও ছেড়ে যাবে না 🙂

- উমেদ

একজন নারী তার স্বামীর কাছে খুব বেশি কিছু চায় না…শুধু তিনটি জিনিস—যদি স্বামী এগুলো দিতে পারে, তবে স্ত্রী তার প্রতি প্রেম...
27/11/2025

একজন নারী তার স্বামীর কাছে খুব বেশি কিছু চায় না…
শুধু তিনটি জিনিস—
যদি স্বামী এগুলো দিতে পারে, তবে স্ত্রী তার প্রতি প্রেমে মজে যাবে, কোমল হবে, অনুগত হবে।

১. Attention : মন থেকে দেখা, মন দিয়ে শোনা

নারী সবচেয়ে বেশি যে জিনিসটি খুঁজে—তা হলো “আমি কি তার কাছে গুরুত্বপূর্ণ?”
রাসূল ﷺ বলতেন, “তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি, যে তার স্ত্রীর প্রতি উত্তম।”
স্ত্রীর কথা শোনা, সামান্য খেয়াল রাখা, তাকে গুরুত্ব দেওয়া—এসবের মূল্য তার চোখে সোনা থেকেও বেশি।

২. Protection : নিরাপত্তার উষ্ণ ছায়া

নারীর হৃদয় ফুলের মতো…
ভালবাসার রোদে ফোটে, আর নিরাপত্তার ছায়ায় বেঁচে থাকে।
আল্লাহ বলেছেন, “পুরুষরা নারীদের রক্ষক ও অভিভাবক।”
এই রক্ষণশীলতা কোনো কঠোরতা নয়—বরং সেই মমতা, যেখানে স্ত্রী নিশ্চিন্তে বলতে পারে—“যা-ই হোক, আমার স্বামী আছে।”

৩. Satisfaction : প্রশান্তির বুকে আশ্রয় দেওয়া

আল্লাহ বলেছেন, “তোমরা একে অপরের জন্য পোশাক।”
পোশাক যেমন দেহকে আড়াল করে, রক্ষা করে, সৌন্দর্য বাড়ায়—স্বামী-স্ত্রীর সম্পর্কও তেমনই।
পরস্পরকে মানসিক ও দাম্পত্য প্রশান্তি দেওয়া—এটাই দু’জনকে সবচেয়ে বেশি কাছে আনে।

মোট কথা, যখন স্বামী স্ত্রীকে
Attention, Protection, Satisfaction—এই তিনটি উপহার দেয়, তখন স্ত্রী নিজে থেকেই তাকে ভালোবাসে, সম্মান করে এবং তার জন্য সবকিছু করতে প্রস্তুত থাকে।
#খুতুবাত

©

একজন ব্রেস্ট ফিড করানো মা তার নিজের শরীরে লক্ষ টাকার দুধ তৈরি করে! আমার বাচ্চা জন্মের পর থেকেই ফর্মুলা খায়। এখন তার বয়স ...
26/11/2025

একজন ব্রেস্ট ফিড করানো মা তার নিজের শরীরে লক্ষ টাকার দুধ তৈরি করে! আমার বাচ্চা জন্মের পর থেকেই ফর্মুলা খায়। এখন তার বয়স এক বছর। এই এক বছরে মাসিক ১০ হাজার টাকার উপরে দুধ লেগেছে তার। এখন তারও বেশি লাগে। তার মানে এই এক বছরে সে ১ লাখ ২০ হাজার টাকার বেশি দুধ খেয়েছে। একজন ব্রেস্ট ফিড করানো মা তার নিজের শরীরেই এতো টাকার দুধ উৎপন্ন করে! যে পুরুষের তার সন্তানের জন্য ফর্মুলা কিনতে হয় সেই পুরুষই জানেন একজন মা তার শরীরে ন্যাচারালিই কতো টাকার দুধ তৈরি করতে পারেন! কী বাঁচানো টাই বাঁচিয়ে দেয় একজন ব্রেস্ট ফিড করানো মা। কিন্তু এই প্রক্রিয়ায় তার শরীরে কতটা ক্ষয় হয়, কতটা সে দূর্বল থাকে, কতটা তার খাবারের চাহিদা তৈরি হয় সেটাও একজন পুরুষের বোঝা উচিত! তার সন্তানকে জন্ম দিয়ে, প্রায় দু বছর ব্রেস্ট ফিড করিয়ে, সন্তানের জন্য দিনের পর দিন নির্ঘুম রাত জাগা একজন মায়ের শারীরিক যত্নের পাশাপাশি মানসিক যত্নেরও প্রয়োজন হয়! আপনার স্ত্রীকে যত্ন করতে না পারেন অন্তত তার সাথে জাজমেন্টাল আচরণ করবেন না। সন্তানের কিছু হলেই সব দোষ বাচ্চার মায়ের উপর দিবেন না। আপনার সামনে অন্য কেউও যদি আপনার স্ত্রীকে ছোট করে আপনি তার প্রতিবাদ করুন। কৃতজ্ঞ হতে শিখুন।
©মাতঙ্গিনী মৃন্ময়ী*

24/11/2025

বাংলাদেশের স্বনামধন্য গায়িকা রা যখন একসাথে থাকে🙈😅

-সহমত ❤️❤️বিয়ের পর স্বামী-স্ত্রীর প্রতিটি সিদ্ধান্তের জন্য যদি মা-বাবার কাছে যেতে হয়, তাহলে আপনি বিয়ে করছেনই বা কেনো?-আপ...
24/11/2025

-সহমত ❤️❤️
বিয়ের পর স্বামী-স্ত্রীর প্রতিটি সিদ্ধান্তের জন্য যদি মা-বাবার কাছে যেতে হয়, তাহলে আপনি বিয়ে করছেনই বা কেনো?
-
আপনার বিয়ে করার বয়স হয়েছে মানে সিদ্ধান্ত নেবার বয়স হয়েছে। কিন্তু, বিয়ের পর প্রতিটি সিদ্ধান্ত যদি মা-বাবাকে জিজ্ঞেস করে নিতে হয়, তাহলে আপনি স্বামী হিসেবে স্ত্রীর কাছে মর্যাদা হারাবেন।
-
স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যাবেন কিনা, স্ত্রী কোনো সিদ্ধান্ত নিতে চাইলে বারবার তাকে বলা- ‘মাকে জিজ্ঞেস কইরো’, স্ত্রীকে নিয়ে বাইরে যাবার আগে বাবার অনুমতি নেয়া লাগলে এটার ফল আসলেই নেতিবাচক। সাময়িক মনে হতে পারে কোনো অসুবিধা তো হচ্ছে না। কিন্তু, আপনার স্ত্রীর মনে ক্ষোভ জন্ম নেয়, আপনার প্রতি তার সম্মানবোধ উঠে যায়।
-
মাঝেমধ্যে তার কিছু ইচ্ছে করলে আপনি বলেন- “দেখি মা কী বলে।” তখন হয়তো সে কিছু বলে না। কিন্তু, মা যদি ‘না’ করেন, মায়ের ওপর না, বরং আপনার ওপরই তার রাগ হয়।
-
আপনি পারিবারিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অবশ্যই মা-বাবার পরামর্শ নিবেন, তাদেরকে শ্রদ্ধা করবেন। কিন্তু, স্বামী হিসেবে আপনার যে কর্তৃত্ব আছে, সেই কর্তৃত্বের চর্চা আপনিই করুন; আপনার মা-বাবাকে করতে দিবেন না। স্ত্রীর কোনো আবদার নাকচ করতে চাইলে তাকে বুঝিয়ে আপনিই নাকচ করুন। নিজের মা-বাবাকে ইনভলভ করে যখন দাম্পত্য জীবনের সিদ্ধান্ত নিবেন, কোনো এক সিদ্ধান্ত ভুল হলে স্ত্রী আপনার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলবে।
-
ঠিক তেমনি, স্ত্রীর বেলায়ও।
-
স্ত্রীরা বেশিরভাগ কথা মায়ের সাথে শেয়ার করে। স্বামী কী করলো, কী বললো, স্বামীকে এটা কীভাবে বলবে, স্বামীর কাছে কীভাবে চাইবে এগুলো নিয়ে সে মায়ের সাথে কথা বলে। মা-ও খুব আগ্রহ নিয়ে মেয়েকে বুদ্ধি দেন।
-
বিয়ের পর গুরুত্বপূর্ণ ইস্যু ছাড়া দৈনন্দিন এসব ব্যাপারে মেয়ের মা যতো ইনভলভ হবে, পারিবারিক অশান্তি ততো বাড়বে।
-
মা যদি জিজ্ঞেস করে, “এটা বলার পর জামাই কী বললো?” স্ত্রীর তখন স্পষ্টভাবে বলা উচিত- “সরি মা, ও আমাকে কী বলেছে সেটা তোমাকে বলতে পারবো না।”
-
একজনের স্ত্রী হিসেবে স্বামীর প্রতি আপনার এই আত্মসম্মান থাকা উচিত।
-
আপনার দাম্পত্য জীবন নিয়ে নিজের মা-বাবার অতিউৎসাহ দেখলে তাদেরকে সম্মানের সাথে নিরুৎসাহিত করুন।
★❤️

©

 #সতর্কতা_মূলক_পোস্ট (ম্যাসেঞ্জার)আপনারা ম্যাসেঞ্জারে যার যার সাথে কথা বলেন,তাদের কনভারসেশনে গিয়ে এ অপশনটায় গিয়ে এটা অফ ...
18/11/2025

#সতর্কতা_মূলক_পোস্ট (ম্যাসেঞ্জার)

আপনারা ম্যাসেঞ্জারে যার যার সাথে কথা বলেন,তাদের কনভারসেশনে গিয়ে এ অপশনটায় গিয়ে এটা অফ করে দিন।

অফ করার আগে এ অপশনটা অন থাকে, আর এটা অন থাকা মানে আপনি Meta Ai কে সে কনভারসেশনের সব মেসেজ, ফটো, ভিডিও সবকিছু ব্যবহার করার অনুমতি দিচ্ছেন।

তাই এটা অফ করে দেওয়াই উত্তম হবে।

ফেসবুক, ম্যাসেঞ্জার এমনিতেও কোনো বিষয়েই safe না।

©

17/11/2025

যেই দেখে সেই বিয়ে করতে চায়😅 নজর লেগে গেছে খালার🤣

যে পুরুষ জীবনে যত সাকসেসফুল সে তার জীবনসঙ্গিনীরকে তত বেশি admire করে।(৯৯% men)। একদম Pookie Man💗। তারা ঠিকই সময় বের করে,...
07/11/2025

যে পুরুষ জীবনে যত সাকসেসফুল সে তার জীবনসঙ্গিনীরকে তত বেশি admire করে।(৯৯% men)। একদম Pookie Man💗। তারা ঠিকই সময় বের করে,ওয়াইফকে প্যাম্পারিং করে,ওয়াইফের কখন কি দরকার খোঁজ নেয়,সংসারের কাজেও কন্ট্রিবিউশান করে এত ব্যস্ততার পরেও।
কারণ কি জানেন? সাকসেস কখনও একার প্রচেষ্টায় আসে না।আপনি মানেন বা না মানেন সাকসেসফুল হতে হলে আপনার আশেপাশের পরিবেশ কেমন,মানুষগুলো কেমন সাপোর্টিভ সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। আপনি আপনার পার্টনারকে যত ভালবাসবেন খারাপ সময়ে সে আপনার জন্য ঢাল হয়ে দাঁড়াবে।

Some unsuccessful men এর মেন্টালিটি এত ছোট যে তারা তাদের ফ্রাস্টেশন সবসময় পার্টনারের উপর দিয়ে Sigma male সেজে চালায় দিতে চায়। তাদের কাছে ফুল দেয়া বার্ডেন,ডেটে যাওয়া ওয়েস্ট,এমনকি পার্টনারকে দুইটা সুন্দর কথা বলতেও এদের মাড়ি ব্যথা করে। এমন মানুষ তার ব্যর্থতার জন্য সবাইকে দায়ী করে।

Zohran Mamdani ইলেকশনে জিতলো। স্টেজে দেখলাম সে আগে তার বউকে সবার আগে চুমু দিলো। সবার সামনে ভালবাসা প্রকাশ করল। এই কাজ তার না করলেও হতো। কিন্তু সে বুঝালো
She matters. That’s all.
That’s what every woman wants. তারা শুধু পাশে থাকতে চায় either you are already successful or trying to be successful.

Rule no 1: Always trust a Man with cool wife.💕

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Nayantara's Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nayantara's Vlog:

Share