07/03/2023
শবে বরাতে ফজিলত সম্পর্কে আনরা সবাই কম বেশী জানি, কিন্তু কি কি করা যাবেনা সেটা হয়তো অনেকেই জানি না।
✅1️⃣সংক্ষিপ্ত আলোচনা করা হলো পড়লে উপকৃত হবেন ইনশাআল্লাহ।
✅2️⃣শুধু শবে বরাতকে কেন্দ্র করে মসজিদে বা ঘরে প্রয়োজন অতিরিক্ত লাইটিং করা যাবে না।
✅3️⃣ইবাদত মনে করে হালুয়া-রুটির আয়োজন করা যাবে না।
✅4️⃣ইবাদত মনে করে খাশি জবেহ করা যাবে না।
✅5️⃣আতশবাজি,পটকা ফোটানো যাবে না।
✅6️⃣ইবাদত-বন্দেগি বাদ দিয়ে অযথা ঘোরাফেরা করা যাবে না।
✅7️⃣গর্হিত ও অশ্লীল কোনো কাজ করা যাবে না।
✅8️⃣অন্য কারও ইবাদতের বা ঘুমের বিঘ্ন ঘটানো যাবে না
✅9️⃣এবং দলবেঁধে কবরস্থানেও যাওয়া যাবে না।