AK tv HD

পরিবারের ৭জন হারানো এই প্রবাসী ভাইয়ের যেসব অভিযোগ। ১মাইক্রোবাসটি যখন খালে পড়ে যায়, তখন নৌকার মতো ভাসছিল। ড্রাইভার সামা...
08/08/2025

পরিবারের ৭জন হারানো এই প্রবাসী ভাইয়ের যেসব অভিযোগ।


মাইক্রোবাসটি যখন খালে পড়ে যায়, তখন নৌকার মতো ভাসছিল। ড্রাইভার সামান্য বুদ্ধি খাটালে সবাইকে বাঁচানো যেত। তা না করে ড্রাইভার নিজে পালিয়ে গেল নিজের জান বাঁচাতে।


মাইক্রোবাস খালে পড়ার পর বহু মানুষ উপস্থিত হয়ে গেছে, আমি কেঁদে কেঁদে সবাইকে হাতে পায়ে ধরে বলতেছি, ভাই আপনারা আমার একটু হেল্প করেন, কেউ খেলে নমেনি? সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সিরিয়াল ধরে তাদের মোবাইলে ভিডিও করছে। ভিডিও করার জন্য সবাই ঠেলাঠেলি করতেছে, উদ্ধার করতে কেউ এগিয়ে আসেনি? ২ বছর সাত মাস পর দেশে এসে মানুষের মধ্যে এই কি পরিবর্তন দেখল? ঘটনা যত বেশি বিষাদময় হবে, কনটেন্ট ক্রিয়েটরদের জন্য তত বেশি উল্লাসের উপলক্ষে হবে। আনন্দের কারণ হবে।


২ ঘন্টা পর ফায়ার সার্ভিস ও ডুবুরিরা ক্রেন দিয়ে মাইক্রো টেনে তোলে, তারপর একে একে সাতজনকে মাইক্রোর ভিতর থেকে বের করে। তখনো তার স্ত্রী বেচে ছিল, তার স্ত্রীকে নেওয়া হয় পাশের ন্যাশনাল হসপিটালে। অক্সিজেন দিয়েছিল, মহিলা বেঁচে আছে। তারা পরামর্শ দিল আইসিইউ লাগবে, রোগীকে আপনারা প্রাইম হসপিটালে নিয়ে যান। ১০ কিলো দূরে প্রাইম হসপিটালে নেয়ার পর ডাক্তাররা বলছে দুর্ঘটনার রোগী, পুলিশ না আইলে তারা রোগী ধরবে না? আই সি ইউ নেওয়ার তো দূরের কথা, তারা রোগীকে ধরেই নাই? পুলিশ আসতে আসতে বৌটা মারা গেল?


বিয়ের পর মাত্র ৪০ দিন সংসার করে বিদেশ চলে গেছে, মেয়েকে গর্ভে রেখে গেছে। ফিরে আসার পর এয়ারপোর্টে মাত্র একবার মেয়েকে কোলে নিয়েছিল। এরপর বাড়ি ফিরলে লাশ নিয়ে।

কি নিয়ে বাঁচবে এই প্রবাসী ভাইটি? অ্যাক্সিডেন্টে পরিবারের সাতজনকে হারিয়েছে। আমার বাড়ি থেকে মাত্র কয়েক কিলো দূরে প্রবাসী ভাইটির বাড়ি। একদম পাশের ইউনিয়ন। আমার বাসস্ট্যান্ড চন্দ্রগঞ্জে পশ্চিম বাজার, তার বাড়ি হাজিরপাড়া চৌপল্লী । এই স্মৃতি কি করে সারা জীবন ভুলবে এই মানুষটি? এই প্রবাসী ভাইটি বাঁচবে তো?

28/07/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ ৮ জন।৭ জন না কিন্তু, ৮ জনই। অথচ পেপার, পত্রিকা, বইয়ে আমরা সবসময় পড়েছি ৭ জনের কথা।মুক্তিযুদ্ধের ...
28/07/2025

মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ ৮ জন।

৭ জন না কিন্তু, ৮ জনই। অথচ পেপার, পত্রিকা, বইয়ে আমরা সবসময় পড়েছি ৭ জনের কথা।

মুক্তিযুদ্ধের প্রথম বীরশ্রেষ্ঠ ছিলেন জগতজ্যোতি দাস।প্রচন্ড দক্ষ এবং চৌকস একজন মুক্তিযোদ্ধা ছিলেন তিনি। নিজ হাতে গড়া একটা বাহিনীর কমান্ডারও ছিলেন তিনি।

পাকবাহিনীরা তাকে জমের মতো ভয় পেত। তার ভয়ে ভাটি এলাকায় ঢুকতে পারতো না।

জীবনের শেষপর্যন্ত লড়াই করে পরে মিলিটারিদের হাতেই শহীদ হন তিনি। তার মৃত্যুর পর তাকে বীরশ্রেষ্ঠ ঘোষণা করা হয়েছিল।

কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর তার এই খেতাব টা বাতিল করা হয়। সেই থেকেই আমরা বীরশ্রেষ্ঠ হিসেবে ৭ জনকে চিনি, বাকি একজন রয়ে গেছে সবার অগোচরে।

তার বীরশ্রেষ্ঠ খেতাব টা কেন বাতিল করা হয়েছিল জানেন.?

কারণ তিনি ছিলেন সিভিলিয়ান, একজন সাধারণ নাগরিক, আর্মি পারসন ছিলেন না। শুধুমাত্র সিভিলিয়ান হওয়ায় তার সমস্ত অবদান অস্বীকার করে কেড়ে নেওয়া হয়েছিল বীরশ্রেষ্ঠ খেতাব।

মুক্তিযুদ্ধের বহুবছর পর গতকাল মাইলস্টোনেও ঠিক একই ব্যাপারটাই ঘটলো।

পাইলট তৌকিরের জানাযায় গার্ড অব অনার দেয়া হলো, রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হলো, তাকে হিরো বানানো হলো। করুক তাতে আফসোস নাই।

কিন্তু নিজ সন্তানদের এতিম করে ২০ টা বাচ্চাকে বাঁচানো মাহরীন ম্যাডামের জন্যে কোন রাষ্ট্রীয় সম্মাননা ছিল না, মাসুকা ম্যাডামের মতো সাহসী শিক্ষিকার জন্যে কোন গার্ড অব অনার ছিল না, বাচ্চাদের বাঁচাতে গিয়ে মারা যাওয়া সবুজা খালার কথা তো ভুলেই গিয়েছে সবাই।

এই মহান সাহসী মানুষগুলোকে কি একটা গার্ড অব অনার দেয়া যেত না? গার্ড অব অনার না দিক একটু রাষ্ট্রীয় সম্মাননা দেয়া যেত না? একটা স্যালুট দিয়ে বুঝানো যেত না তাদের কাছে আমরা কতটা ঋণী।

না-কি পার্থক্যটা সেই সিভিলিয়ান আর আর্মির। বাহিনীর কেউ হলে ঢাকঢোল পিটিয়ে বিশাল সম্মাননা পাবে আর মাহরীন ম্যাডামদের মতো সাহসীরা পড়ে থাকবে অগোচরে।

কারণ তারা সিভিলিয়ান, নিতান্তই সাধারণ মানুষ।

মুক্তিযুদ্ধের এতবছর পরও রাষ্ট্রের এই বৈষম্য শেষ হলো না।
যুগে যুগে এদেশে বহু জগতজ্যোতি দাস, মাহরীন ম্যাডামরা জীবন উৎসর্গ করে দেয় কিন্তু প্রাপ্য সম্মানটা আর পায় না

লেখা- Ibrahim Khalil Shawon
Image- Enayet Chowdhury

30/10/2024

Address

Dhaka

Telephone

+8801611013416

Website

Alerts

Be the first to know and let us send you an email when AK tv HD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AK tv HD:

Share

Category