
08/08/2025
পরিবারের ৭জন হারানো এই প্রবাসী ভাইয়ের যেসব অভিযোগ।
১
মাইক্রোবাসটি যখন খালে পড়ে যায়, তখন নৌকার মতো ভাসছিল। ড্রাইভার সামান্য বুদ্ধি খাটালে সবাইকে বাঁচানো যেত। তা না করে ড্রাইভার নিজে পালিয়ে গেল নিজের জান বাঁচাতে।
২
মাইক্রোবাস খালে পড়ার পর বহু মানুষ উপস্থিত হয়ে গেছে, আমি কেঁদে কেঁদে সবাইকে হাতে পায়ে ধরে বলতেছি, ভাই আপনারা আমার একটু হেল্প করেন, কেউ খেলে নমেনি? সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সিরিয়াল ধরে তাদের মোবাইলে ভিডিও করছে। ভিডিও করার জন্য সবাই ঠেলাঠেলি করতেছে, উদ্ধার করতে কেউ এগিয়ে আসেনি? ২ বছর সাত মাস পর দেশে এসে মানুষের মধ্যে এই কি পরিবর্তন দেখল? ঘটনা যত বেশি বিষাদময় হবে, কনটেন্ট ক্রিয়েটরদের জন্য তত বেশি উল্লাসের উপলক্ষে হবে। আনন্দের কারণ হবে।
৩
২ ঘন্টা পর ফায়ার সার্ভিস ও ডুবুরিরা ক্রেন দিয়ে মাইক্রো টেনে তোলে, তারপর একে একে সাতজনকে মাইক্রোর ভিতর থেকে বের করে। তখনো তার স্ত্রী বেচে ছিল, তার স্ত্রীকে নেওয়া হয় পাশের ন্যাশনাল হসপিটালে। অক্সিজেন দিয়েছিল, মহিলা বেঁচে আছে। তারা পরামর্শ দিল আইসিইউ লাগবে, রোগীকে আপনারা প্রাইম হসপিটালে নিয়ে যান। ১০ কিলো দূরে প্রাইম হসপিটালে নেয়ার পর ডাক্তাররা বলছে দুর্ঘটনার রোগী, পুলিশ না আইলে তারা রোগী ধরবে না? আই সি ইউ নেওয়ার তো দূরের কথা, তারা রোগীকে ধরেই নাই? পুলিশ আসতে আসতে বৌটা মারা গেল?
৪
বিয়ের পর মাত্র ৪০ দিন সংসার করে বিদেশ চলে গেছে, মেয়েকে গর্ভে রেখে গেছে। ফিরে আসার পর এয়ারপোর্টে মাত্র একবার মেয়েকে কোলে নিয়েছিল। এরপর বাড়ি ফিরলে লাশ নিয়ে।
কি নিয়ে বাঁচবে এই প্রবাসী ভাইটি? অ্যাক্সিডেন্টে পরিবারের সাতজনকে হারিয়েছে। আমার বাড়ি থেকে মাত্র কয়েক কিলো দূরে প্রবাসী ভাইটির বাড়ি। একদম পাশের ইউনিয়ন। আমার বাসস্ট্যান্ড চন্দ্রগঞ্জে পশ্চিম বাজার, তার বাড়ি হাজিরপাড়া চৌপল্লী । এই স্মৃতি কি করে সারা জীবন ভুলবে এই মানুষটি? এই প্রবাসী ভাইটি বাঁচবে তো?