মুজিবিয়ান বাংলাদেশ ভোলা জেলা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • মুজিবিয়ান বাংলাদেশ ভোলা জেলা

মুজিবিয়ান বাংলাদেশ ভোলা জেলা মুজিবিয়ান বাংলাদেশ
আমি মুক্তিযুদ্বের পক্ষে

18/05/2025

মৎস্যভবন থেকে গুলিস্তান অভিমুখে ছাত্রলীগের মিছিল 'অবৈধ সরকার, মানি না, মানব না'

18/05/2025

অবৈধ সরকার মানি না মানবো না
জয় বাংলা মিছিলে প্রকম্পিত ঢাকা নগরী।

20/04/2025

ভোলাবাসীর ন্যায্য দাবির পক্ষে এক হই!
ভোলার জেলার গ্যাস ভোলায় চাই।
ভোলায় মেডিকেল কলেজ ও আধুনিক হাসপাতাল চাই।
ভোলা-বরিশাল সেতু নির্মাণ এখন সময়ের দাবি।

এই দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে আগামীকালের সমাবেশে আপনাকে অবশ্যই যোগ দেয়া উচিৎ।
আপনার অংশগ্রহণেই বদলাবে ভোলা জেলার ভবিষ্যৎ!

#ভোলা #ভোলার_গ্যাস_ভোলায়_চাই #মেডিকেলকলেজ #ভোলা_বরিশাল_সেতু

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী---  আজ ১৭ই এপ্রি...
17/04/2025

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী
---
আজ ১৭ই এপ্রিল। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পথে গুরুত্বপুর্ণ এক মাইলফলক। এইদিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি স্বশরীরে মুক্তিযুদ্ধ পরিচালনাকারী জাতীয় চারনেতা তাজউদ্দীন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, এ এইচ এম কামরুজ্জামান ও এম মনসুর আলী সহ সকল জাতীয় নেতৃবৃন্দ, মুক্তিবাহিনীসহ সকল মুক্তিযোদ্ধা, ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষাধিক বীরাঙ্গনাদের। সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি বাস্তুচ্যুত হয়ে প্রতিবেশী ভারতে আশ্রয় নেওয়া কোটিরও বেশি শরণার্থীকে। রক্তক্ষয়ী এই যুদ্ধে শহীদ, আহত ও যুদ্ধে অংশ নেওয়া বন্ধুরাষ্ট্র ভারতের অগণিত যোদ্ধাকে।

১৯৭০ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় ও প্রাদেশিক পরিষদে ভূমিধ্বস বিজয় অর্জন করে। এটি ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত বাঙালির মুক্তির সনদ ছয় দফার প্রতি সমগ্র জাতির অকুণ্ঠ সমর্থন। কিন্তু পাকিস্তানি শাসকগোষ্ঠী জানতো, ছয়দফা মূলতঃ বাংলাদেশের স্বাধীনতার একটি কৌশলগত রূপরেখা। তাই নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের বদলে জেনারেল ইয়াহিয়ার সরকার ২৫ মার্চ কালরাতে ‘অপারেশন সার্চ লাইট’ এর নামে ঘুমন্ত-নিরস্ত্র বাঙালিদের নির্বিচারে হত্যা শুরু করে। ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন, যা ইপিআর ওয়্যারলেস, টেলিগ্রাম এবং টেলিপ্রিন্টারের মাধ্যমে সারা দেশে ও বিদেশে ছড়িয়ে দেওয়া হয়। এর অব্যবহিত পরেই পাকিস্তানি সামরিক জান্তা তাঁকে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি থেকে গ্রেফতার করে।

এমতাবস্থায়, জনগণের বিপুল ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিগণ তথা গণপরিষদের সদস্যরা ১০ এপ্রিল ১৯৭১ তারিখে স্বাধীনতার ঘোষণাপত্র প্রণয়ণ করেন। ঘোষণাপত্রে বলা হয়-“সার্বভৌম ক্ষমতার অধিকারী বাংলাদেশের জনগণ নির্বাচিত প্রতিনিধিদের প্রতি যে ম্যান্ডেট দিয়েছেন সে ম্যান্ডেট মোতাবেক আমরা, নির্বাচিত প্রতিনিধিরা, আমাদের সমবায়ে গণপরিষদ গঠন করে পারষ্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করার উদ্দেশে বাংলাদেশকে একটি সার্বভৌম গণপ্রজাতন্ত্র ঘোষণা করছি এবং এর দ্বারা পূর্বাহ্নে শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণা

কাঠগড়ায় দাঁড়িয়ে মেননকে ইনু বললেন 'দিন আমাদেরও আসবে'
16/04/2025

কাঠগড়ায় দাঁড়িয়ে মেননকে ইনু বললেন 'দিন আমাদেরও আসবে'

নিজের রাজনীতির ক্যারিয়ার নিয়ে ডেইলি সানের সাথে কথা বলেছেন সাকিব আল হাসান। এক সাক্ষাতকারে বলেছেন, ‘যদি রাজনীতিতে যাওয়া ভ...
16/04/2025

নিজের রাজনীতির ক্যারিয়ার নিয়ে ডেইলি সানের সাথে কথা বলেছেন সাকিব আল হাসান। এক সাক্ষাতকারে বলেছেন, ‘যদি রাজনীতিতে যাওয়া ভুল হয়, তাহলে ভবিষ্যতে যে কেউ রাজনীতিতে গেলে সেটাও ভুল হবে। একজন ডাক্তার, আইনজীবী, ব্যবসায়ী—যেই হোক, রাজনীতিতে যাওয়া তার অধিকার। মানুষ চাইলে ভোট দেবে, না চাইলে দেবে না।’

এরপরই তিনি জানান তার আত্মবিশ্বাস। মাগুরা ১ আসনে আবারও নির্বাচন করলে, জিতবেন তিনিই। তার ভাষ্যমতে, ‘আমি মনে করি, আমার সিদ্ধান্ত সঠিক ছিল, কারণ আমি মানুষের জন্য কিছু করতে চেয়েছিলাম। আমি বিশ্বাস করি, আমি আবার নির্বাচন করলে কেউ আমাকে হারাতে পারবে না।’

শেখর ভাইয়ের আসনে যখন সাকিব আল হাসানকে নৌকার মনোনয়ন দেয়া হলো তখন আমরা অনেকে কষ্ট পেয়েছিলাম মনে। আপার এ সিদ্ধান্তকে তখন অন...
16/04/2025

শেখর ভাইয়ের আসনে যখন সাকিব আল হাসানকে নৌকার মনোনয়ন দেয়া হলো তখন আমরা অনেকে কষ্ট পেয়েছিলাম মনে। আপার এ সিদ্ধান্তকে তখন অনেকেই ভুল বলেছিলাম।

নেত্রীর প্রতি অগাধ আস্হা এবং আনুগত্য দেখিয়ে তখন সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলো শেখর ভাই, নৌকার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী না হয়ে আপার সিদ্ধান্তকে চূড়ান্ত হিসেবে স্বীকার করে নিয়েছিলেন।

আজ এক বছর পর এসে আরেকটাবার মনে হচ্ছে আমাদের নেত্রী বঙ্গবন্ধুর কন্যা সত্যিই কোনদিনই ভুল রাজনীতি করেন নাই। যখন যা সিদ্ধান্ত নেয়া দরকার, আপা তা-ই নিয়েছেন।

আজ ক্রিকেট বিশ্বের সবচাইতে উজ্জ্বল নক্ষত্র, বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান (এমপি) তার সুস্পষ্ট বক্তব্য জানিয়ে দিয়েছেন। অকুণ্ঠ রায় জানিয়েছেন জননেত্রী শেখ হাসিনার পক্ষে।

আজকে আরো একটা কথা বলে দেই! সাকিব ভাই আমাদের নেতাকর্মীদের এ-ও বলেছেন যদি আপা তাকে নির্দেশনা দেন তবে তিনি দেশে ফিরে যাবেন। এমনকি তিনি আপার নির্দেশে জেলে যেতেও রাজি আছেন। এবং তিনি শেখ হাসিনার জন্যে যা যা করা প্রয়োজন সবকিছু করতে প্রস্তত আছেন।

অতএব, বার্তা স্পষ্ট! রাজাকার বাহিনীর বিরুদ্ধে লড়াই হবে।
এ লড়াইয়ে আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার এবং আমাদের ক্যাপ্টেইন দু'জনই লড়বেন!

আমাদের বিজয় আটকাবে কে? জয় বাংলা..

15/04/2025
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নিভৃত পল্লীতে এক সম্ভ্রান্ত পরিবারে ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ ম...
15/04/2025

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নিভৃত পল্লীতে এক সম্ভ্রান্ত পরিবারে ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে দিন মাতৃক্রোড়ে যে শিশু প্রথম চোখ মেলেছিল, পরবর্তীকালে সে শিশুর পরিচিতি দেশের সীমানা পেরিয়ে পরিব্যাপ্ত হয়েছে বিশ্বব্যাপী। মা-বাবার আদরের 'খোকা', রাজনৈতিক সহযোদ্ধাদের সুপ্রিয় 'মুজিব ভাই', সমসাময়িকদের প্রিয় 'শেখ সাহেব' থেকে মুক্তিকামী বাঙালির ভালোবাসায় সিক্ত হয়ে অর্জন করেন 'বঙ্গবন্ধু' উপাধি, শেষত কায়েমী স্বার্থবাদীদের প্রধানমন্ত্রীত্বের প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখ্যান করে হয়ে ওঠেন জাতির অবিসংবাদিত নেতা-'জাতির পিতা', 'সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি'। বাঙালির জাতীয় মুক্তিসংগ্রামের সাথে তার নাম একাকার হয়েছে। এ তো শুধু একটি নাম নয়, বাঙালির জাতীয় মুক্তির ইতিহাস। যে জন্য বঙ্গবন্ধু ও বাংলাদেশ সমার্থক। ১৭ মার্চ আমাদের জাতীয় জীবনে এক ঐতিহাসিক দিন। দিনটি রাষ্ট্রীয়ভাবে 'জাতীয় শিশু দিবস' হিসেবে প্রতিবছর পালিত হয়। জাতির জনকের শুভ জন্মদিনে সমগ্র জাতি কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। ইতোমধ্যে জাতির জনকের জন্মশতবর্ষ 'মুজিববর্ষ' সগৌরবে পালিত হওয়ার মধ্য দিয়ে ইতিহাসের আলোয় জাতীয় দিগন্ত আজ উদ্ভাসিত।

বঙ্গবন্ধু জীবনব্যাপী একটিই সাধনা করেছেন, বাঙালির মুক্তির জন্য নিজকে উৎসর্গ করা। ধাপে ধাপে প্রতিটি সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। ১৯৪৮ থেকে '৫২ অন্যতম রাষ্ট্রভাষা বাংলার জন্য আন্দোলন, '৫০ থেকে '৫৪ জমিদারি প্রথা উচ্ছেদ, '৫৪ থেকে '৫৬ সাংবিধানিক স্বায়ত্তশাসন, '৬৪তে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অসাম্প্রদায়িকতা, '৬৬তে জাতীয় আত্মনিয়ন্ত্রণ অধিকার অর্থাৎ স্বাধিকার তথা ৬ দফা, '৬৯-এর গণআন্দোলনের মধ্য দিয়ে মৃত্যুকূপ থেকে মুক্তমানব হয়ে বেরিয়ে এসে সর্বজনীন ভোটাধিকারের দাবি এবং সংখ্যাগুরুর অধিকার আদায়, '৭০-এর ঐতিহাসিক নির্বাচনে অংশগ্রহণ করে ভূমিধ্বস বিজয় অর্জন ও পরিশেষে '৭১-এ স্বাধীনতার ডাক দিয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠা। জাতীয় মুক্তিসংগ্রামের ঐতিহাসিক এই পর্বগুলো সংঘটনে তাকে জীবনের ১৩টি বছর কারান্তরালে কাটাতে হয়েছে। দক্ষিণ আফ্রিকার মুক্তিকামী মানুষের নেতা নেলসন ম্যান্ডেলার একটি উক্তি এক্ষেত্রে প্রণিধানযোগ্য। তিনি বলেছিলেন, 'It is said that no one truly knows a nation until one has been inside its jails.' অর্থাৎ 'বলা হয়ে থাকে যে

আমরা শোকাহতঃতজুমদ্দিন চাঁদপুর মধ্য আড়ালিয়া আলিম মাদ্রাসার শিক্ষক, চাঁদপুর ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য, তজুমদ্দিন উপজে...
15/04/2025

আমরা শোকাহতঃ
তজুমদ্দিন চাঁদপুর মধ্য আড়ালিয়া আলিম মাদ্রাসার শিক্ষক, চাঁদপুর ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য, তজুমদ্দিন উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি জনাব মোঃসিরাজুল ইসলাম আজ সকাল ৭:৩০ মিনিটে চট্রগ্রামে ইন্তেকাল করেন।
ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি।
একইসাথে মরহুমের শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
মহান আল্লাহ যেন মরহুমকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন।
আমীন।

Address

Dhaka

Telephone

+8801969341895

Website

Alerts

Be the first to know and let us send you an email when মুজিবিয়ান বাংলাদেশ ভোলা জেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মুজিবিয়ান বাংলাদেশ ভোলা জেলা:

Share