Khirul Islam Himel

Khirul Islam Himel I work in acting as well as directing. Writing is a hobby of mine, I also have experience in writing scripts Verified✅

11/07/2022

আস্লামুআলাইকুম সবাই কেমন আছেন?

08/07/2022

আস্লামুআলাইকুম সবাই কেমন আছেন?❤️

06/07/2022
05/07/2022

বাংলাদেশে শিহ্মার কোন মূল্য নেই অথচো সেই শিহ্মার পিছনেই আমরা পানির মতো টাকা ঢালি একটা সার্টিফিকেটের জন্য।

সময় মতো সার্টিফিকেটা কোন কাজেই আসেনা সেটাকে মূল্যয়ন করা হয় সাধারণ একটা খবরের কাগজের মতো, পরা শেষ ছুড়ে ফেলে দিলাম।

বাংলাদেশে লহ্ম লহ্ম যুবক যুবতী হায়ার এডুকেশন কম্প্লিট করার পর ও সর্বশেষ ১০/১২ হাজার টাকা বেতনের চাকরী পেতে তাঁদের পাছার লাল সুতো বেড় হয়ে যায়, এর থেকে একজন অশিক্ষিত রিকশা চালক ও বেশি টাকা ইনকাম করেন, একদিন রিকশা চালিয়ে ৫০০ টাকা অন্তত তার ইনকাম হয়। মাসে ১৫ হাজার টাকা ইনকাম করার যোগ্যতা তার আছে অথচো তিনি কিন্তু কোন সার্টিফিকেট ধারী না।

দেশের রাজধানী ঢাকায় খুজলে দেখবেন সেখানে বড়লোকদের অভাব নেই, একেকজন ১০/২০ টা এপার্টমেন্টের মালিক কিন্তু খোজ নিলে দেখা যাবে সেসব বড়লোক হালারাও সব অশিক্ষিত তাঁদের কোন সার্টিফিকেট নেই, তারা টাকা ইনকাম করেছে হয় রাজনিতি করে জনগনের টাকা মেরে আর নাহয় তো চুড়ি বাটপারী করে ১ টাকারে ২ টাকা করছে, ২ টাকারে ৪ টাকা করছে।

সেসব অশিক্ষিত বড়লোকদের ফ্লাটেই আবার ভারাটিয়া হিসেবে থাকে আমাদের শিহ্মিত সমাজ।

লাখ লাখ টাকা খরচ করে যে ছেলেটা ভালো রেজাল্ট করে সার্টিফিকেট হাসিল করে সরকারী চাকরীর জন্য যায় তখন তারকাছে ১০/১৫ লহ্ম টাকা ঘুষ চাওয়া হয় তাহলে সার্টিফিকেটের মূল্যটা রইলো কি??

যে দেশে শিহ্মার মূল্য নাই,সার্টিফিকেটের মূল্য নাই সে দেশে বালের শিহ্মার পিছনে ছুটে লাখ লাখ টাকা ঢালাটা হচ্ছে বোকামি।
ছোটবেলা শিখেছি "পরালেখা করে যে, গাড়ী ঘোরা চড়ে সে"
বড় হয়ে দেখি "পরালেখা করছে যে,গাড়ীচাঁপা পড়ে সে"

বাংলাদেশের এই অপ্রয়জনীয় নামের শিক্ষার সাপোর্ট আমি করিনা যেটা জীবনে চলার পথে কোন কাজে আসেনা, শুধুই মস্তিষ্কের উপরে প্রেশার ক্রিয়েট করা বলে এটাকে।

আমি বলি কি বাবা শিহ্মার পিছনে না ছুটে সেই মগজটুকু এবং টাকা ব্যবসায় লাগাও জীবনে ভালো কিছু হবে। আর নাহয় রিকশা চালাও তাহলে একটা চাকরীর বেতনের থেকেও বেশি টাকা ইনকাম করতে পারবে।

#মূর্খের_দেশে_শিহ্মার_প্রয়োজন_নেই।

Aslamualaikum Dear brother / sister, I hope everyone is well.We all know that in the last few days, various areas of Ban...
01/07/2022

Aslamualaikum Dear brother / sister, I hope everyone is well.
We all know that in the last few days, various areas of Bangladesh including Sylhet, Sunamganj, Neekna, Kurigram have been submerged in flood waters and have faced widespread humidity.
There is a crisis of food and safe water among the people there and people are being affected by various water borne diseases day by day.
So we have initiated a relief distribution program with the help of voluntary organizations called "Destination Sylhet"

Help us in this humanitarian work by donating as much as you can. Your small donation may make a family smile.

To send cooperation: -

01776474838 (Bikas & nagod Personnel)
016370023433 (Rocket)

Knock the page to know the details.

আস্লামুআলাইকুম সম্মানিত ভাই/বোন আশা করি সকলে ভালো আছেন।
আমরা সকলেই জানি বিগত দিনে বাংলাদেশের সিলেট,সুনামগঞ্জ, নেএকনা,কুড়িগ্রাম সহ বিভিন্ন অন্চল বন্যার পানিতে ডুবে গিয়েছে এবং ব্যপক হ্ময় হ্মতির সম্মুখীন হয়েছে।
সেখানের জনসাধারণের মাঝে খাদ্য, নিরাপদ পানীর সংকট দেখা দিয়েছে তাছারাও বিভিন্ন পানিবাহিত রোগে মানুষ আক্রান্ত হচ্ছে দিন দিন।
তাই আমরা স্বেচ্ছাসেবী সংগঠন গুলোর সমন্বয়ে একটি ত্রান বিতরন কর্মসূচির উদ্যেগ নিয়েছি "গন্তব্য সিলেট " নামে।
আমাদের এই মানবিক কাজে যে যার সাধ্যমতো দান করে আমাদেরকে সহয়তা করুন। আপনার সামান্য পরিমান দানে হয়তো একটি পরিবারের মুখে হাঁসি ফুটবে।

সহযোগীতা পাঠাতেঃ-

01776474838(বিকাশ ও নগদ পার্সনাল)
016370023433(রকেট)

বিস্তারিত কিছু জানতে হলে পেজে নক দিন।

30/06/2022
29/06/2022
29/06/2022

আজকে আমার মন ভালো নেই😅

29/06/2022

Hlw Everyone 🥰

29/06/2022
29/06/2022
29/06/2022
29/06/2022

Address

Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when Khirul Islam Himel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khirul Islam Himel:

Share

Category