05/07/2022
বাংলাদেশে শিহ্মার কোন মূল্য নেই অথচো সেই শিহ্মার পিছনেই আমরা পানির মতো টাকা ঢালি একটা সার্টিফিকেটের জন্য।
সময় মতো সার্টিফিকেটা কোন কাজেই আসেনা সেটাকে মূল্যয়ন করা হয় সাধারণ একটা খবরের কাগজের মতো, পরা শেষ ছুড়ে ফেলে দিলাম।
বাংলাদেশে লহ্ম লহ্ম যুবক যুবতী হায়ার এডুকেশন কম্প্লিট করার পর ও সর্বশেষ ১০/১২ হাজার টাকা বেতনের চাকরী পেতে তাঁদের পাছার লাল সুতো বেড় হয়ে যায়, এর থেকে একজন অশিক্ষিত রিকশা চালক ও বেশি টাকা ইনকাম করেন, একদিন রিকশা চালিয়ে ৫০০ টাকা অন্তত তার ইনকাম হয়। মাসে ১৫ হাজার টাকা ইনকাম করার যোগ্যতা তার আছে অথচো তিনি কিন্তু কোন সার্টিফিকেট ধারী না।
দেশের রাজধানী ঢাকায় খুজলে দেখবেন সেখানে বড়লোকদের অভাব নেই, একেকজন ১০/২০ টা এপার্টমেন্টের মালিক কিন্তু খোজ নিলে দেখা যাবে সেসব বড়লোক হালারাও সব অশিক্ষিত তাঁদের কোন সার্টিফিকেট নেই, তারা টাকা ইনকাম করেছে হয় রাজনিতি করে জনগনের টাকা মেরে আর নাহয় তো চুড়ি বাটপারী করে ১ টাকারে ২ টাকা করছে, ২ টাকারে ৪ টাকা করছে।
সেসব অশিক্ষিত বড়লোকদের ফ্লাটেই আবার ভারাটিয়া হিসেবে থাকে আমাদের শিহ্মিত সমাজ।
লাখ লাখ টাকা খরচ করে যে ছেলেটা ভালো রেজাল্ট করে সার্টিফিকেট হাসিল করে সরকারী চাকরীর জন্য যায় তখন তারকাছে ১০/১৫ লহ্ম টাকা ঘুষ চাওয়া হয় তাহলে সার্টিফিকেটের মূল্যটা রইলো কি??
যে দেশে শিহ্মার মূল্য নাই,সার্টিফিকেটের মূল্য নাই সে দেশে বালের শিহ্মার পিছনে ছুটে লাখ লাখ টাকা ঢালাটা হচ্ছে বোকামি।
ছোটবেলা শিখেছি "পরালেখা করে যে, গাড়ী ঘোরা চড়ে সে"
বড় হয়ে দেখি "পরালেখা করছে যে,গাড়ীচাঁপা পড়ে সে"
বাংলাদেশের এই অপ্রয়জনীয় নামের শিক্ষার সাপোর্ট আমি করিনা যেটা জীবনে চলার পথে কোন কাজে আসেনা, শুধুই মস্তিষ্কের উপরে প্রেশার ক্রিয়েট করা বলে এটাকে।
আমি বলি কি বাবা শিহ্মার পিছনে না ছুটে সেই মগজটুকু এবং টাকা ব্যবসায় লাগাও জীবনে ভালো কিছু হবে। আর নাহয় রিকশা চালাও তাহলে একটা চাকরীর বেতনের থেকেও বেশি টাকা ইনকাম করতে পারবে।
#মূর্খের_দেশে_শিহ্মার_প্রয়োজন_নেই।