Bdsea News

Bdsea News Bdsea news is the Bangladeshi news update channel. we are always available for you to inform update.

Today's the best Photobeautiful ❤️❤️❤️❤️❤️❤️❤️                  
24/02/2023

Today's the best Photo
beautiful ❤️❤️❤️❤️❤️❤️❤️


















গুলশানে ভ য়া ব হ আগুন: আতঙ্কে লাফিয়ে পড়েছেন ৪ জন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।
19/02/2023

গুলশানে ভ য়া ব হ আগুন: আতঙ্কে লাফিয়ে পড়েছেন ৪ জন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।

লাশ গ্রহণ করেননি পিতা, দাফন করলেন সহপাঠীরা!ঢাকা বিজ্ঞান কলেজের মেধাবী ছাত্র সাঈদের লাশ তার পিতা গ্রহণ না করায় সহপাঠীদের ...
16/01/2023

লাশ গ্রহণ করেননি পিতা, দাফন করলেন সহপাঠীরা!

ঢাকা বিজ্ঞান কলেজের মেধাবী ছাত্র সাঈদের লাশ তার পিতা গ্রহণ না করায় সহপাঠীদের সহযোগিতায় বাড্ডা কবরস্থানে দাফন করা হয়েছে।

কক্সবাজারের চকরিয়া থানা ও কমলাপুর থানা পুলিশের সহায়তায় সহপাঠীরা তার লাশ গ্রহণ করে শুক্রবার বাদ মাগরিব বিজ্ঞান কলেজ মাঠে জানাজার পর রাতেই বাড্ডা কবরস্থানে দাফন করা হয়।
ধর্মান্তরিত হওয়ায় কৈশোরে ঘর ছাড়তে বাধ্য হয়েছিলেন সাঈদ আবদুল্লাহ (২২)। তবে হাল ছাড়েননি তিনি। কক্সবাজারের চকরিয়া গ্রামার স্কুলের গণ্ডি পেরিয়ে ঢাকায় গিয়ে কলেজে ভর্তি হয়েছিলেন। ছাত্র পড়িয়ে সেই টাকা দিয়ে পড়াশোনা চালিয়ে যেতেন। এইচএসসি পরীক্ষা দিয়ে অপেক্ষায় ছিল বিশ্ববিদ্যালয়ে পড়ার। কিন্তু ট্রেনে কাটা পড়ে অবসান হলো তার জীবন সংগ্রামের।

ঢাকায় আসেননি, টাকাও ফেরত দেননি, নোরা ফাতেহিকে লিগ্যাল নোটিশ।
09/10/2022

ঢাকায় আসেননি, টাকাও ফেরত দেননি, নোরা ফাতেহিকে লিগ্যাল নোটিশ।

জাতীয় দলে ফিরে সাব্বিরের রান ৩১, টিকটক ভিডিও ৩৮
09/10/2022

জাতীয় দলে ফিরে সাব্বিরের রান ৩১, টিকটক ভিডিও ৩৮

08/10/2022

রাত ১২টার পর ইন্টারনেট বন্ধ রাখা উচিত। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই মন্তব্য করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।

বাংলাদেশের গর্ব পাহাড়ি কন্যা ঋতুপর্ণা চাকমা।  #ঋতুপর্ণা  #ফুটবলার
08/10/2022

বাংলাদেশের গর্ব পাহাড়ি কন্যা ঋতুপর্ণা চাকমা।

#ঋতুপর্ণা #ফুটবলার

07/10/2022

রাজধানীর কাওরানবাজারে ভাড়ায় চালানো রিকশা চুরি হওয়ায় রাস্তায় দাঁড়িয়ে বিলাপ করছিলেন শামীম নামে এক যুবক। গায়ের পোশাক, চুলের স্টাইল, অবয়ব আর স্মার্ট কথাবার্তা শুনে বোঝার উপায় নেই তিনি রিকশাচালক।

তবে তার মায়াকান্না পথচারীদের দৃষ্টি কাড়ে। সেই দৃষ্টি এড়ায়নি বেসরকারি এক টেলিভিশন সাংবাদিকেরও।

কিন্তু আসলে কে এই শামীম? কী তার পরিচয়?
জানা গেছে, শামিমের আসল নাম মেহেদী হাসান, গ্রামের বাড়ি ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর ইউনিয়নের মুগারচর গ্রামে। তার বাবা মোতাহার হোসেন ২০১৬ সালে আপন নাতি শিশু আব্দুল্লাহ হত্যার আসামি। তিনি র‌্যাবের ক্রসফায়ারে মারা গেছেন। শামিম ওরফে মেহেদীও একই মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি।

রিকশা হারিয়ে শামিমের মায়াকান্না দেশের লাখ লাখ মানুষের মনে দাগ কাটলেও ব্যতিক্রম ছিল তার নিজ গ্রাম কেরানীগঞ্জের মুগারচর ও এর আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ। তাদের অভিযোগ, টিভিতে ভাইরাল হওয়া তার একটি ফন্দি। সে মিথ্যা কথা বলে দেশবাসীর সঙ্গে প্রতারণা করেছে। গ্রামে তার কোটি কোটি টাকার সম্পদ থাকলেও তিনি নিজেকে রিকশা চালক সাজিয়েছেন। মাকে নিয়েও তিনি মিথ্যার আশ্রয় নিয়েছেন। নিজে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হয়ে মিডিয়ায় কথা বলছেন, বিভিন্ন ব্যক্তি ও সংস্থা থেকে সাহায্য তুলছেন, অথচ তার সম্পদের অভাব নেই।

তারা বলছেন, শামিম (মেহেদী) ও তার পরিবারের লোকজন মিলে ২০১৬ সালে শিশু আব্দুল্লাহকে হত্যা করে একটি ড্রামের ভেতর রেখে তার পরিবার থেকে মুক্তিপণ আদায় করে। সে মামলায় তার বাবা মোতাহার র‌্যাবের ক্রসফায়ারে মারা গেছেন। তাছাড়া ওই মামলায় একজনের ফাঁসি, অন্যান্য আসামির সঙ্গে মেহেদীর ১০ বছরের জেল হয়।

পরে বয়স বিবেচনায় জেল থেকে জামিনে মুক্তি পেয়ে এলাকায় ভয়ানক মাদক ও চুরির কিশোর গ্যাং তৈরি করেন। এক পর্যায় এলাকার মানুষ ক্ষেপে গেলে তিনি শহরে পালিয়ে গিয়ে নতুন নাটকের ছক আঁকেন। এখন চলছে তার অনুদান নামক নতুন ব্যবসা। এই নাটকে আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন লোকজন খতিয়ে না দেখেই খুনিকে সহায়তা করছে বলে দাবি এলাকাবাসী ও আব্দুল্লাহর স্বজনদের।

সূত্র: banglanews24

07/10/2022

ইভিএম প্রসঙ্গে সরকারের পক্ষে অবস্থান নিলেন রওশন এরশাদ

Address

Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bdsea News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share